HASAN Mohammad MUSA

HASAN Mohammad  MUSA

চলছে আর কী😓😓
23/06/2024

চলছে আর কী😓😓

30/12/2023

#আসলেই দেখতে দেখতে চলে গেল!!
#আল্লাহ ভরসা 🤲🤲🖤🖤

 #থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস!!!==============অনেক মুসলিম ভাই বোনরাই জানেনা যে এই থার্টি ফার্স্ট নাইট উৎযাপন কে শুরু ক...
29/12/2023

#থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস!!!
==============
অনেক মুসলিম ভাই বোনরাই জানেনা যে এই থার্টি ফার্স্ট নাইট উৎযাপন কে শুরু করল? কেন শুরু করা হলো? না জেনে তারা সবার মত উৎযাপন করে যায় বছর বছর। অথচ এটা চিন্তা করে দেখেনা অন্য দিনের মত এটাও তো একই রকম একটা দিন। কেন এটাকে সেলিব্রেট করতে হবে? এর তো অন্য দিনের তুলনায় কোন আলাদা বৈশিষ্ট্য নেই তাহলে উৎযাপন করার প্রয়োজন কি?
ঈসা (আঃ) এর জন্মের ৪৬ বছর আগে রোমান মুশরিকরা Janus নামে এক ঈশ্বরের ইবাদত করত যাকে তারা God of beginnings বা শুরুর স্রষ্টা রুপে জানত। মূলত তারা অনেক জন সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিল, তার মধ্যে Janus ছিল অন্যতম। তাদের বিশ্বাস ছিল Janus অতীত ভবিষ্যৎ এর সব কিছুই জানে ও ভবিষ্যৎ নিয়ন্ত্রনে ক্ষমতা রাখে। এই Janus এর নাম অনুসারে বছরের প্রথম মাসের নাম দেয়া হয় January। এই মাস চলে আসলে তারা সেলিব্রেট করে তাদের ঈশ্বর Janus কে খুশি করে, যেন Janus তাদের বছরটি মঙ্গলের মধ্যে রাখে। আপনারা যদি Janus এর মূর্তির ছবি দেখেন তাহলে দেখবেন এর দুইটা মাথা। দুপাশে দুইটা মাথা দ্বারা নির্দেশ করে এটি সামনে পিছনে সব দিকেই দেখতে পায় প্রতীকীভাবে বোঝানো হয় এটি অতীত ভবিষ্যৎ সবই দেখতে পায়।
এই বিশ্রী শিরকী আকীদায় কোন মুসলিমই সমর্থন দিতে পারেনা। আসলে সকল দিনই আল্লাহর। শুধুমাত্র আল্লাহ্ই জানেন ভবিষ্যতে কি ঘটবে। না জেনে অনেকেই এই থার্টি ফার্স্ট নাইটের নোংরামিতে মেতে থাকে। তারা চিন্তাও করে দেখে না সকল দিনই তো আল্লাহর নির্দেশে শুরু হয়, তাহলে এই একটি দিনে কি আছে যে সেলিব্রেট করতে হবে?
এই দিনের জন্য আগে থেকেই মদ গাজা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য পর্যাপ্ত পরিমানে প্রস্তুত রাখা হয় যেন মদ, গাজা খেয়ে নেশায় মেতে থাকতে মুনাফিকগুলোর কোন সমস্যা না হয়। তরুন তরুনীরা হোটেলে হোটেলে নোংরামিতে মেতে থাকে। ডিজে পার্টি , বারবিকিউ পার্টির নামে ছেলে মেয়েরা অশ্লীলতায় মেতে উঠে।কোন রুচিশীল মানুষই এগুলো সমর্থন করতে পারেনা।
তাই থার্টি ফাস্ট নাইট নামক হারাম , নাজায়েজ অপসংস্কৃতিকে বর্জন করুন। নববর্ষের নামে যে সকল অপসংস্কৃতি ও কুসভ্যতার অবতারণা করা হয় এর সবই মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম।
এ প্রসঙ্গে রাসূল ﷺ বলেছেন..... #
ﻋﻦ ﺍﺑﻦ ﻋﻤﺮ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ
ﺳﻠﻢ ” ﻣﻦ ﺗﺸﺒﻪ ﺑﻘﻮﻡ ﻓﻬﻮ ﻣﻨﻬﻢ ”
➤ হাদিসের মতন:- যে ব্যক্তি যে জাতির অনুকরণ
করবে, সে ব্যক্তি সেই জাতিরই একজন
বলে গণ্য হবে’ ( আবূ দাঊদ হা/৪০৩১)।

অন্য হাদীসে নবীজি ( ﷺ )বলেন.. “যে ব্যক্তি বিজাতির তরীকা অনুযায়ী আমল করে, সে আমাদের কেউ নয়।

তাই হে আমার প্রিয় ভাই-বোন, নিজেকে সত্যিকারের মু'মিনি-মুসলিম হিসেবে দাবি করতে চাইলে, তাহলে এই থার্টি ফার্স্ট নাইট নামক নাজায়েজ, বিজাতীয়দের অপসংস্কৃতি, বেহায়াপনা, নোংরামি থেকে দূরে থাকুন ও যতদূর সম্ভব সবাইকে দূরে থাকতে বলুন। Happy new year বলা বর্জন করুন। কেউ Happy new year বললে তাকে নসীহত করুন আপনার সাধ্যানুযায়ী!
হে আল্লাহ্! সকল মুসলিম ভাইবোনদের এই অশ্লীলতা ও বেহায়াপনা হেফাজত করুন এবং সবাইকে হিদায়াত দান করুন। আমীন।

Indirizzo

Rome

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando HASAN Mohammad MUSA pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a HASAN Mohammad MUSA:

Video

Condividi