ভয়েস বাংলা ইতালি

ভয়েস বাংলা ইতালি 🇮🇹 ইতালির ইমিগ্রেশন সংক্রান্ত এবং সমসাময়িক বিষয়ে আপডেট পেতে পেজটি Follow করুন। voice Bangla Italy

31/12/2024
31/12/2024

পুরোনো দিনের স্মৃতি সঙ্গে নিয়ে নতুন বছর হোক আশা আর উদ্যমে ভরপুর। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা!

29/12/2024

ইতালির ইয়েজলো ভেনেসিয়াতে একজন ড্রাইভার দরকার ১৫ এপ্রিল থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ।📞জসিম ভাই 3885605916

24/12/2024

আজ রোমে মেট্রো চলাচল করবে রাত ১১:৩০ পর্যন্ত।
বাস এবং ট্রাম চলাচল করবে রাত ৯:০০ পর্যন্ত।

ISEE 2025 এর জন্য প্রস্তুত থাকুন! 🇮🇹১ জানুয়ারি ২০২৫ থেকে আবেদন শুরু!আপনার সরকারি বোনাস এবং সুবিধাগুলো (যেমন: বাচ্চাদের ...
20/12/2024

ISEE 2025 এর জন্য প্রস্তুত থাকুন! 🇮🇹
১ জানুয়ারি ২০২৫ থেকে আবেদন শুরু!
আপনার সরকারি বোনাস এবং সুবিধাগুলো (যেমন: বাচ্চাদের ভাতা, ভাড়ার বোনাস, বিদ্যুৎ/গ্যাসের সহায়তা) চালু রাখতে আপনার ISEE (Indicatore della Situazione Economica Equivalente) আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নতুন ISEE 2025 জমা দিতে, নিচের ডকুমেন্টগুলো প্রস্তুত রাখুন:
ব্যক্তিগত তথ্য:
* আবেদনকারীর পরিচয়পত্র ও CODICE FISCALE।
* পরিবারের সকল সদস্যের CODICE FISCALE।
বাসস্থানের তথ্য:
* ভাড়া বাড়ির জন্য: বাসা ভাড়ার চুক্তিপত্রের রেজিস্ট্রি করা কপি (CONTRATTO DI LOCAZIONE REGISTRATO)।
* নিজস্ব বাড়ির জন্য: কেনাকাটার দলিলের কপি (ATTO DI COMPRAVENDITA)।
যানবাহনের তথ্য:
* পরিবারের কোনো সদস্যের গাড়ি বা মোটরসাইকেল থাকলে তার রেজিস্ট্রেশন নম্বর (TARGA)।
আর্থিক তথ্য:
* ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রিপেইড কার্ডের তথ্য:
* GIACENZA MEDIA (গড় ব্যালেন্স)।
* SALDO DEL 31/12/2023 (৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের ব্যালেন্স)।
বিশেষ প্রয়োজন:
* পরিবারে কোনো DISABLED সদস্য থাকলে তার ডিসেবিলিটির সার্টিফিকেট (CERTIFICATO DELLA DISABILITÀ)।
গুরুত্বপূর্ণ: ISEE তে সঠিক তথ্য জমা না দিলে, আপনার সরকারি বোনাস এবং সুযোগ-সুবিধা স্থগিত হতে পারে।

(এই পোস্টটি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন!)

📢 ইতালির নতুন সড়ক আইন ২০২৪ কার্যকর! 🚦১৪ ডিসেম্বর ২০২৪ থেকে ইতালির নতুন সড়ক আইন (Codice della Strada) কার্যকর হয়েছে। সড়ক...
15/12/2024

📢 ইতালির নতুন সড়ক আইন ২০২৪ কার্যকর! 🚦
১৪ ডিসেম্বর ২০২৪ থেকে ইতালির নতুন সড়ক আইন (Codice della Strada) কার্যকর হয়েছে। সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং দুর্ঘটনা কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যোগ করা হয়েছে। চালকদের জন্য কঠোর শাস্তি আরোপ করা হয়েছে।
জেনে নিন গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো:

⚡ গতি সীমা লঙ্ঘন:
🔸 ১০ কিমি/ঘণ্টার বেশি গতি হলে জরিমানা €১৭৩ থেকে €৬৯৪।
🔸 বারবার লঙ্ঘন করলে লাইসেন্স ১৫-৩০ দিনের জন্য স্থগিত।

🛑 মদ্যপান বা মাদক সেবনের পর গাড়ি চালানো:
🔸 মদ্যপ অবস্থায় চালালে জরিমানা €৫৭৩ থেকে €২১৭০।
🔸 অ্যালকোলক ডিভাইস বাধ্যতামূলক, যা মদ্যপ অবস্থায় গাড়ি স্টার্ট করতে দেবে না।
🔸 মাদক সেবনের প্রমাণ পেলে লাইসেন্স বাতিল এবং ৩ বছরের জন্য নতুন লাইসেন্স নেওয়া নিষিদ্ধ।

📵 মোবাইল ফোনের ব্যবহার:
🔸 মোবাইল ব্যবহার করলে জরিমানা €২৫০ থেকে €১৪০০।
🔸 বারবার একই অপরাধ করলে লাইসেন্স ৩ মাসের জন্য স্থগিত এবং ১০ পয়েন্ট কাটা হবে।
🔸 নতুন নিয়ম: প্রথমবার ধরা পড়লেই লাইসেন্স ৭ দিনের জন্য স্থগিত।

🚗 নতুন চালকদের জন্য নিয়ম:
🔸 প্রথম ৩ বছর নতুন চালকদের জন্য ৭৫ কিলোওয়াট/টন বা ১০৫ কিলোওয়াটের বেশি ক্ষমতার গাড়ি চালানো নিষিদ্ধ।

🛴 ইলেকট্রিক স্কুটার (মনোপাত্তিনো):
🔸 হেলমেট বাধ্যতামূলক।
🔸 বীমা এবং নাম্বার প্লেট থাকা আবশ্যক।
🔸 শুধুমাত্র ৫০ কিমি/ঘণ্টা সীমার রাস্তায় চলাচল অনুমোদিত।

⛔ মনে রাখুন:
নিয়ম মানুন, সড়ক নিরাপদ রাখুন!
নিজের এবং অন্যদের জীবনের ঝুঁকি এড়াতে সতর্ক থাকুন।

#নতুনসড়কনিয়ম #সড়কনিরাপত্তা #ইতালি

আগামীকাল 29 নভেম্বর 2024 রোমের বাস, ট্রাম,মেট্রোরেল সপেরো।🚫তাই সকলে কাজে বের হবেন একটু আগেভাগে।।
28/11/2024

আগামীকাল 29 নভেম্বর 2024 রোমের বাস, ট্রাম,মেট্রোরেল সপেরো।🚫

তাই সকলে কাজে বের হবেন একটু আগেভাগে।।

মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান।মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।। এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দ...
27/11/2024

মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।।
এক সে আকাশ মায়ের কোলে
যেন রবি শশী দোলে,
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান।।
এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল,
এক সে মায়ের বক্ষে ফলাই একই ফুল ও ফল।
এক সে দেশের মাটিতে পাই
কেউ গোরে কেউ শ্মাশানে ঠাঁই
এক ভাষাতে মা’কে ডাকি, এক সুরে গাই গান।।

কাজী নজরুল ইসলাম

Indirizzo

Via Prenestina 174 E/f
Rome
00176

Telefono

+393202658940

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando ভয়েস বাংলা ইতালি pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Video

Condividi