11/01/2025
সৌদি আরবে অতি বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । মক্কা মদীনায় রেড এলার্ট জারি করা হয়েছে ।
পৃথিবীর এক প্রান্ত যখন দাবানলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ঠিক তখনই আরেক প্রান্ত অতি বৃষ্টিতে বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে ।
অনেকে হয়তো ভাবছেন, আমরা যারা আমেরিকার ক্ষয় ক্ষতিতে আনন্দিত তারা আরবের মুসলমানদের কষ্ট ক্ষয়ক্ষতিতে কি বলবো ।
ঈমান এমন জিনিস ভাই, যার এটা আছে তার শুধু লাভই … লাভ ।
ক্যালিফোর্নিয়ার কুফফারদের কষ্ট আর আরবের মুসলমানদের কষ্টের আউটকাম তো এক হবেনা । এমনকি ক্যালিফোর্নিয়ার মুসলমানদের কষ্টের আউটকাম আরবে অবস্থানরত কোন অমুসলিমের কষ্টের আউটকাম অবশ্যই এক হবেনা ।
কেন ? ঈমান …
আল্লাহ আযযা ওয়া জাল কুরআনে বলেছেন -
“ যদি তোমরা (মু’মিন) কষ্ট পেয়ে থাকো (তবে জেনে রাখো), তারাও (কাফের) তো তোমাদের মতোই কষ্ট পাচ্ছে । কিন্তু তোমরা আল্লাহর কাছে আশা করো (পুরস্কার এবং জান্নাতের), যা তারা আশা করেনা । আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময় । “
[ সুরা আন-নিসা, ১০৪]
আল্লাহ মুমিনকেও যেমন পরীক্ষা করেন কাফিরদেরও করেন । কিন্তু মুমিনদের জন্য যা গুনাহ মাফের মাধ্যম তা ঈমানহীনতার কারনে কাফিরদের জন্য হয়ে যায় আযাব । অতএব তারা আর আমরা কখনই এক না ।
উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের পর আবু সুফিয়ান রদিআল্লাহু আনহু চিৎকার করে মুসলমানদের উদ্দেশ্যে বলতে থাকেন - এটা বদরের প্রতিশোধ । উমার রদিআল্লাহু আনহু জবাবে বলেন - না … কখনও নয় । তোমাদের মৃতরা জাহান্নামে আর আমাদের মৃতরা জান্নাতে ইন শা আল্লাহ । তোমরা আর আমরা সমান নই ।
আমেরিকার কুফফারদের ক্ষতি আর আরবের মুসলমানদের ক্ষতি এক নয় । তারা আর আমরা (ঈমানদাররা) কখনই সমান নই
©Nusrat Zahan