দৈনিক প্রতিরোধক

দৈনিক প্রতিরোধক সব সময় সব রকম খবর পেতে আমাদের সঙ্গে থাকুন

১নং আমানুল্যাহপুরের ৮নং ওয়ার্ডের ডাকাত বাহিনীর প্রধান সবুজের ডান হাত গম আর কৃষকের বীজধান চোর খালেকের ছেলে শাকিল!যাকে ৫ আ...
11/04/2025

১নং আমানুল্যাহপুরের ৮নং ওয়ার্ডের ডাকাত বাহিনীর প্রধান সবুজের ডান হাত গম আর কৃষকের বীজধান চোর খালেকের ছেলে শাকিল!

যাকে ৫ আগস্টের পূর্বেই আফ্রিকায় নিয়ে যায় একই গ্রামের মোস্তফার ছেলে শামিম এবং তার ভাই রিপন।

খবর নিয়ে জানতে পারি‚ শামিম কফিল উদ্দিন কলেজের বিএনপির কর্মী এবং তার ভাই রিপন আওয়ামীলীগের কর্মী ছিল।

আমাদের টীম আমাদের জানায়‚ বিএনপির কর্মী শামিম ও তার ভাই ১৫ লক্ষ টাকা কন্ট্রাকে চোরাই পথে এই সন্ত্রাসী শাকিল কে আফ্রিকায় নিয়ে যায়।

এই আওয়ামী সন্ত্রাসী শাকিল আমানুল্যাপুরের এমন কোন ঘর নাই যেখানে যে ডাকাতি করেনি এবং প্রতিনিয়ত সে নিরিহ মানুষকে নির্যাতন এবং ধর্ষণের মত কাজ করেছিল। তার ভয়ে কেউ মুখ খুলেনি কখনো!

বিভিন্ন সময় বিএনপির কর্মীদের নির্যাতনকারী আওয়ামী সন্ত্রাসী শাকিলকে শেষমেষ বিএনপির কর্মী শামিম ই আশ্রয় দিয়েছে আফ্রিকাতে।

15/02/2025

ব্রাক ছাত্রলীগের সভাপতি অপুর্ব কে মাত্র কট দেওয়া হলো।

পুসাবের কেন্দ্রীয় সদস্য দলের নেতৃত্বে।

ফরিদ,তাকরিম, তালহা, সাকিন,মেহের শাবাব সহ ১০,১২ জনের একটা টিম এর সহয়তায়.

পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।


তারেক জিয়া সহ বিভিন্ন পুরুষের বিছানায় যাওয়া লুইচ্ছা।
10/02/2025

তারেক জিয়া সহ বিভিন্ন পুরুষের বিছানায় যাওয়া লুইচ্ছা।

চরমোনাই পীরের দলে যোগ দিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। মজার বিষয় হইলো পার্বত্য নিয়...
10/02/2025

চরমোনাই পীরের দলে যোগ দিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

মজার বিষয় হইলো পার্বত্য নিয়ে কাজ করার জন্য আমি উনাকে ব্যাক্তিগতভাবে জানি। আমাকেও উনি চিনেন। উনার মত খারাপ লোক আমি খুব কম দেখছি। বান্দরবানের একজন মাফিয়া সন্ত্রাসীকে চরমোনাই শায়েখ গদগদ হয়ে হাতে টিকিট ধরায় দিলো দেখে আশ্চর্য হইতেছি!

হাসিনার পতনের পরে কয়েকবার চেষ্টা করেছে পার্বত্য বাঙালি সংগঠনের ব্যানারে সামনে আসতে, পারেনি। এর আগে সে পাহাড়ে বাঙালি বিরোধী কাজে লিপ্ত থেকেছে। এলাকার একজন অন্যতম মাফিয়া বলতে গেলে।

চরমোনাই টিকিট নিয়ে পার্বত্য এলাকায় লীগের সিট ধরে রাখার কৌশল দেখা যাচ্ছে।

সেই একটা আতঙ্কে আছে প্রথম আলো! কখন বিপ্লবীরা হাজির হয় সেই চিন্তায় অস্থির। ;) প্রথম আলো'র কার্যালয়ের সামনে সেনাবাহিনী মোত...
06/02/2025

সেই একটা আতঙ্কে আছে প্রথম আলো! কখন বিপ্লবীরা হাজির হয় সেই চিন্তায় অস্থির। ;)

প্রথম আলো'র কার্যালয়ের সামনে সেনাবাহিনী মোতায়েন।

Indirizzo

Rome

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando দৈনিক প্রতিরোধক pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a দৈনিক প্রতিরোধক:

Condividi