Masud Rana 11

Masud Rana 11 প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দ হীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই ��
(1)

24/01/2025

উপন্যাসের শেষ পাতায় আমি ঠিকই ছিলাম তবে পূর্ণতা ছিলো
বাস্তবতাকে ঘিরে...!
আর মন জুড়ে ছিলোএক সুহাসিনী...!

সুবহানআল্লাহ
08/01/2025

সুবহানআল্লাহ

❤️❤️❤️
07/01/2025

❤️❤️❤️

04/01/2025

তুমি প্রথম আর তুমি শেষ,
তোমাতেই পূর্ণতা,
আর তোমাতেই শূন্যতা..💍❤️‍🩹

03/01/2025

🤲হে আমার রব
যেভাবে চললে আপনি খুশি হবেন আমাদের সেই ভাবে চলার তৌফিক দেন
♥️আমিন❤️

দূরত্ব যদি সত্যি সত্যিই ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়,তবে আমি দূরেই থাকতে চাই -অনেক অনেক দূরে..আপন জনেরা যদি আমাকে আপন ভাব...
29/12/2024

দূরত্ব যদি সত্যি সত্যিই ভালোবাসার
গভীরতা বাড়িয়ে দেয়,
তবে আমি দূরেই থাকতে চাই -
অনেক অনেক দূরে..
আপন জনেরা যদি আমাকে আপন ভাবতে কুন্ঠাবোধ করে,
তবে গোটা পৃথিবীটাকেই আপন বানিয়ে ফেলবো..
কেউ না কেউ তো,
কখনো না কখনো স্মরণ করবে..!

রাইট
28/12/2024

রাইট

26/12/2024

তুমি আমার সেই শান্তি ☺️যার ভাগ কাউকে দিতে চাই না আমি 🥹♥️

26/12/2024

কিছু স্মৃতি মনে রেখো..!!😊
কিছু কথা মনে রেখো..!!😊
জীবনে হইতো আর আমরা
কখনো এক হবো না..!!😊
তবে আমরাও কখনো এক ছিলাম..!!😊
এ কথাটা সব সময় মনে রেখো..!!😊

ফিতনা থেকে বাঁচার দোয়া।
24/12/2024

ফিতনা থেকে বাঁচার দোয়া।

🤲🤲🤲
22/12/2024

🤲🤲🤲

জীবনে চলার পথে কিছু মানুষ প্রয়োজন আছে, তবে কারো কাছে অবহেলিত হওয়ার চেয়ে আপনার একাকিত্বই বরং সুন্দর, গুরুত্ব না পেলে সেখা...
21/12/2024

জীবনে চলার পথে কিছু মানুষ প্রয়োজন আছে,
তবে কারো কাছে অবহেলিত হওয়ার চেয়ে
আপনার একাকিত্বই বরং সুন্দর,
গুরুত্ব না পেলে সেখানে যত্ন বাড়াবেন না।
কিন্তু সমস্যা হচ্ছে, মানুষ দিনশেষে সেই জায়গাগুলোতে ঠাঁই গুঁজতে চায় যেখান থেকে তাকে বারবার তাড়িয়ে দেওয়ার আয়োজন চলে।🤍

জাস্ট একটা Wrong choice, Wrong decision কিংবা একটা wrong person এর জন্য আপনাকে সারাজীবন Suffer করতে হতে পারে।ভুল পছন্দ ক...
20/12/2024

জাস্ট একটা Wrong choice, Wrong decision কিংবা একটা wrong person এর জন্য আপনাকে সারাজীবন Suffer করতে হতে পারে।

ভুল পছন্দ কিংবা ভুল সিদ্ধান্তের ধকল তবু কাটায়ে উঠা যায়। একটা ভুল মানুষ জীবনে ঢুকে যাওয়ার মতন এমন বিপর্যয় মানুষের জীবনে আর হয়না। It will just ruin your good spirits, kill your happiness, destroy your satisfactions & shatter your life.

আমরা বেশিরভাগ মানুষই আসলে আমাদের নিজের সাথে একটা করে ভুল মানুষকে বয়ে নিয়ে যাই। ভুলকে ভালোবেসে ফেলি। তুমুল অসুখী এক জীবন; অথচ এমন ভাবে বেঁচে থাকি যেন আমাদের জীবনে আসলে কিছুই ঘটেনি।

মানুষ হিসেবে আমি প্রচন্ড অভিমানি!সেই অভিমানের খেসারত দিতে হয়েছে পদে পদে, একটা সময় খেয়াল করলাম পরিচিত গন্ডি হতে আমি অনেক ...
19/12/2024

মানুষ হিসেবে আমি প্রচন্ড অভিমানি!
সেই অভিমানের খেসারত দিতে হয়েছে পদে পদে, একটা সময় খেয়াল করলাম পরিচিত গন্ডি হতে আমি অনেক দূরে সরে চলে এসেছি, কাছের মানুষগুলোকে আর চিনতে পারছি না, সবাইকে আবছা লাগে!

এই পৃথিবীতে কেউই অভিমানের দাম দিবে না, এটাই চরম সত্য।
তবুও আমি অভিমান করে বসে রয়েছি, কেউ আমার অভিমানটুকু ভাঙ্গাবে এই আশাও করি না অবশ্য কাউকে কখনো জানতে দেয়নি।
তাই কেউ আর ভাঙ্গায়নি আমার আভিমান....!

19/12/2024

কিছু দূরত্ব থাক
দ্বীনের পথে চলার জন্য
গুনাহ থেকে বাঁচার জন্য।
আলহামদুলিল্লাহ

18/12/2024

অসৎ লোক কাউকে সৎ মনে করে না,
সকলকেই সে নিজের মতো ভাবে।

17/12/2024

একটা মানুষকে সারাদিন মিস করা, তাকে ফিল করা,
তার জন্যে নিজের ভেতর প্রতিনিয়ত কি চলে সেটা তাকে বুঝাতে না পারার মতো বাজে অনুভূতি দুনিয়াতে আর কিছু হতে পারে না!🖤

Indirizzo

Rimini

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Masud Rana 11 pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Video

Condividi