Ratan Emu

Ratan Emu Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Ratan Emu, Creatore di video, Parma.

26/04/2024

'লোকে কি ভাববে'- এই ভাবতে ভাবতেই তোমার দিনের আলো চুরি হয়ে যায়। তোমার সুন্দর একটা স্বপ্ন, দারুণ একটা ভবিষ্যতের দরজা বন্ধ হয়ে যায় শুধু লোকে কি বলবে এই বাধাতেই। দেখো জীবন টা তোমার কারো দয়ার দান নয় যে, কেউ কিছু বললো আর তোমার ভালো থাকার পাসওয়ার্ড গুলো সব লক হয়ে গেল।

জীবন টা তোমার, সিদ্ধান্ত গুলোও তোমার! ভাল হলেও তোমার, খারাপ হলেও তোমার! তুমি হাসলেও কেউ আইফেল টাওয়ার দিয়ে যাবেনা হাতে, আর তুমি কাঁদলেও কেউ তাজমহল ধরিয়ে দিয়ে যাবে না! তাহলে কে কি ভাববে এই ভেবেই কেন দিন গুলো নষ্ট করছো! নিজের ইচ্ছে গুলোকে সম্মান দাও! এই ইচ্ছে গুলোই দিনের শেষে তোমাকে সফল সুখী মানুষে পরিণত করে!

সুতরাং নিজেকে শোনো, নিজের একদম ভেতরের দুমড়ানো মুচড়ানো আমি টা কে এবার টেনে বের করো। নিজের ভালো লাগা গুলোকে গুরুত্ব দাও, নিজেকে নিজের প্রাপ্য সম্মান টুকু দাও, দেখবে মুহুর্তে তোমার পৃথিবী বদলে যাচ্ছে। বিশ্বাস করো!! তোমার তুমি, ভীষণ দামী!!

06/04/2024

যে পুরুষ তোমাকে ভালোবাসবে তোমার জন্য তার যত বাজে স্বভাব আছে সে পরিবর্তন করবে। তোমাকে তার জীবনে মেইন প্রায়োরিটি দিবে। তোমার ভালোলাগা, তোমার মন্দ লাগা, তোমার মুড সুয়িং সবটুকুই সে বুঝে নিবে ভালোবেসে। কারন যে পুরুষ তোমাকে ভালোবাসবে সে তার চোখে তোমাকে এঞ্জেল ভাববে তাই তোমার শান্তিকে ভালোবেসে সে তোমাকে সুখি করতে, সুখের পরিবেশ বানাবে তোমার জন্য । কারন কোন এঞ্জেল কখনও ন*র*কে থাকতে পারেনা ।

সে যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে তবে সেই পুরুষ মানুষটা ঠিকই বুঝতে পারবে তোমাকে। ভালোবাসায় প্রতিটা মানুষই পরিবর্তিত হয়। ভালোবাসার মানুষটাকে সুখী দেখার চাইতে বড় কোন চাওয়া হয় না॥❤️‍🩹

02/04/2024

হেরে দেখুন, আপনি জগত চিনবেন; জিতে দেখুন, জগত আপনাকে চিনবে; আর এই হেরে যাওয়া থেকে জিতে যাওয়ার মাঝখানের সময়টুকুতে একটু সচেতন হলে জীবনের জন্য প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় বেশ কিছু মানুষ চিনবেন।

একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম ২ কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক টিকটকারকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যায়, কোটি টাকার গাড়ি দিয়ে বিমানবন্দর থেকে রিসিভ করে শোরুম উদ্ভোধন করার জন্য!

একজন ডিসেন্ট গুগল, মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারও মাসে ১০ লাখ টাকা পায় না!
ঢাকা মেডিকেলে পড়া ডাক্তাররা মাসে ২৫ হাজার টাকা বেতনের দাবিতে রাস্তায় পুলিশের মাইর খায়!
বুয়েট থেকে পাশ করা ছেলেটাও শুরুতে ৫০ হাজার টাকা বেতনের একটা জব পায় না!
বর্তমান সমাজ ও বিশ্ব-ব্যবস্থায় পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে!
আমার বিশ্বাস আগামীর দিনগুলোতে আমাদের ছেলে মেয়েরা ডাক্তার-ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার পরিবর্তে ফুড অ্যাপ্পি, Rafsan The Chotobhai, Hero Alom, Salman Muqtadir, Tawhid Afridi বা কাপল ব্লগার হওয়ার স্বপ্ন দেখবে!

30/03/2024

আমরা সে**ক্স ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরিনা,
এক সাথে একই বিছানায় ঘুমালেই
কিন্তু মানুষটার কাছে যাওয়া যায়না...
দুজন মানুষ ১০০ স্কয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারেনা!
আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি,
যারা বহু বছর পরও সংসারের মানে বুঝে উঠতে পারেনি!!

সংসার করতে করতে একসময় মানুষ ধরে নেয়,
একই বালিশে ঘুমানো,একই টেবিলে খাওয়া,
একই রুমে ঘুরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহন করাটাই হয়তো সংসার!! ব্যপারটা কি আসলে তাই?

তাহলে, কিছু সংসার কখনো কখনো টিকে না কেন???
তারাও তো একই বিছানায় ঘুমায়,একই টেবিলে খাবার খায়, একজন অন্যজনকে সঙ্গ*মে কো-অপারেট করে!
তবুও, সংসারগুলো ভাঙ্গে কেন???

তুমি একটা মানুষের সাথে আছো-পাশে আছো,
চোখের সামনে আছো-তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে... এই দূরত্বটা ভীষণ অন্যরকম___
বলা যায় না,বুঝানো যায় না,সহ্যও করা যায় নাহ ;
কারো বুকের উপর শুয়ে থেকেও
মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে!!

"দাম্পত্য জীবনে আসলে আমি কি চাই?"
সবই চাই, যা যা সবাই চায়!!
তবে আমি সেটাও চাই ; যেটা অনেকেই বুঝতে চায় নাহ!!

সংসার মানে আসলে অভ্যাস,
এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না ; অভ্যাস অবশ্যই, তবুও সবই কি অভ্যাস?
নতুন কিছুই কি থাকে না???

আমরা একই ছাদের নিচে থাকি,
অথচ কখনো একসাথে আকাশ দেখি না...
কখনো সমুদ্র পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না!!
আমরা কখনো জিজ্ঞাসা করিনা
"তুমি কেমন আছো?/তোমার মন খারাপ কেন?"
আমরা হাত ধরে বসে থাকি না!
আমরা সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না!!
আমরা কিছুতেই বুঝতে চাই না যে-আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরও তাকে সময় দেওয়া প্রয়োজন!!
আমরা হয়তো শরীরের দিক থেকে কাছে আসি রোজ ; অথচ,আমাদের মনের দূরত্ব বেড়েই চলে...

রান্না করার জন্য বুয়া রাখলেও হয়,
সঙ্গমের জন্য পতিতাই এনাফ ;
তবুও সংসার কেন করা লাগে বলতে পারেন??
সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আদ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না,এর বাইরেও অনেক কিছু থাকে!!

আমি একা! তুমি একা! আমরা একা! প্রচন্ড রকমের একা!!

অথচ___
"দিনশেষে আমার একটা আশ্রয় প্রয়োজন হয়,
একজন ব্যক্তিগত মানুষ প্রয়োজন হয় ;
একটা নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয়...
সমঝোতা প্রয়োজন হয়, কারো কন্ঠস্বরে আমার জন্য
গভীর ভালোবাসার প্রয়োজন হয়!!
একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয়,
এই স্পর্শটা কামনার স্পর্শ নয়
এটা শুধু মাত্র ভালোবাসার স্পর্শ ;
কামনা ছাড়া ভালোবাসা পূর্ণতা পায়না এটা ঠিক
তবে কামনা ও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না, এটাও তো মানতে হবে!!"

সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা
আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায়,
যে দাম্পত্যে প্রেম থাকে না,সেখানে অভিনয় করে বাঁচতে হয়;
এরকম অনেক দম্পতি আছে,
যারা শুধু অভিনয় করেই গোটা জীবনটা
একটা অপছন্দের মানুষের সাথে
একই ছাদের নিচে কাটিয়ে দেয়!!

দাম্পত্য জীবনে কলহ থাকবেই,
এটাকে ইন্সটেন্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না! ঝগড়া হওয়ার পর কান্না কাটি না করে
মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয়
মানুষ কি আসলে এতটাই নিষ্ঠুর-
যে "ভালোবাসাকে" অবহেলা করতে পারে!!

সংসার শুধু একটা অভ্যাস, এটা থেকে বের হতে হবে... সংসার একটা স্বর্গ!!
এখানে শুধু দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম-ভালোবাসা-নির্ভরশীলতা-গুরুত্ব-প্রায়োরিটি- শ্রদ্ধাবোধ-এডজাস্টমেন্ট সব প্রয়োজন হয় ;সব মানে সব!!

দাম্পত্য জীবন সুন্দর তখনি হয়,
যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি ;
পাশের মানুষটা অস্তিত্ব হোক,অধিকার হোক,
বেঁচে থাকার ডেফিনেশন হোক,একটা এডিকশন হোক!! আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্থ থাকার অ্যালকোহল!!
আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরী ; ভীষন জরুরী.....
©️

24/03/2024

ইসমে আজম পড়ে দোয়া করলে সে দোয়া বিফলে যায় না।
সবাই ১ বার করে ইসমে আজম পড়ে দোয়া করে দিন, যাতে মহান আল্লাহ তায়ালা আমার মনের নেক আশাটা পূর্ণ করে দেয় এবং আমার দোয়াগুলো কবুল করে নেয়।

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতা ওয়াহ'দাকা লা-শারিকা লাকাল মান্নান, ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুম "

পড়া শেষে, আমিন লিখবেন।
(C)

03/03/2024

তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু? তাহলে দেখ, তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন?
- যদি দেখ তিনি তোমাকে তার যিকিরে মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে স্মরণ করতে চান।
- যদি দেখ তিনি তোমাকে কুরআন দ্বারা মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমার সাথে কথা বলতে চান।
-যদি দেখ, তিনি তোমাকে ইবাদাত/আনুগত্যে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন।
- যদি দেখ, তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন।
-যদি দেখ, তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে অপমানিত করেছেন।
- যদি দেখ, তিনি তোমাকে দুআর দ্বারা ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে কিছু দিতে চান।
অতএব, সবসময় নিজের অবস্থা দেখ। তুমি কোন কাজে মশগুল? আল্লাহ তোমাকে যে কাজে ব্যস্ত রেখেছেন, সেটাই তোমার অবস্থান তাঁর কাছে।
আল্লাহতালা আমাদের অনুধাবন করার তৌফিক দান করুন।

18/02/2024

আমাকে একদিন জিজ্ঞেস করা হলো,
"আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা কে?"
আমি হালকা করে হেসে বললাম আমার "স্ত্রী"।
অপরজন একটু অবাক হয়ে বললেন বাকিরাতো সবাই "মা" বলছেন। এবার আমি বললাম অনেকই বলতেই পারেন "মা"। তবে আমার মতে তিনিতো আমার "মা"। তিনি আমাকে জন্ম দিয়েছেন, তিনিতো আমাকে ভালবাসবেন, উনার সাথে তো আমার রক্তের সম্পর্ক। উনার পেট থেকে আমার জন্ম। তবে আমার স্ত্রী, তার সাথেতো আমার কোন রক্তের সম্পর্কই ছিল না, তাও সে আমাকে ভালবেসে আমার পাশে দাঁড়িয়েছে। আমার জীবনে সব সময় আমাকে শক্তি দিয়েছে। নিজের পরিবার ছেড়ে আমার সাথে সেই কষ্টের জীবনেও আসতে রাজি হয়েছে শুধুমাত্র আমার ভালবাসার কথা ভেবে। তাই আমার স্ত্রী আমার জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মহিলা।

13/02/2024

গন্তব্য যখন দূরের পথ হয়, স্বপ্ন যখন থাকে আকাশ ছোয়ার, তখন পিছনে ফিরে তাকাতে হয় না, পিছন দিকে যেতে হয় না।

পিছন থেকে অনেকে ডাকবে, বিরক্ত করবে, গালি দিবে, সমালোচনা করবে। আপনি সামনে এগিয়ে গেলে, ওরা সব সময় আপনার পিছনেই থাকবে। ঐসব পাত্তা দিলে, আপনাকেও তাদের পর্যায়ে, অর্থাৎ পিছনে ফিরে আসতে হবে।

এই সব উপেক্ষা করে গন্তব্যের পথে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কারো মন্তব্য যাতে কখনো, আপনার গন্তব্য ঠেকাতে না পারে। #

25/01/2024

টাকা খুব ছোট একটা শব্দ !! অথচ ছোট শব্দটার প্রভাব এত বেশি যে, এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার !!

08/01/2024

একটা ভালো দিনের অপেক্ষায় অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয় l

05/01/2024

মানুষ কি অদ্ভুত...
নিজের বাবা মাকে চিন্তায় ফেলে জীবন শুরু...
আবার নিজের সন্তানের চিন্তায় জীবন শেষ...

14/12/2023

বিশেষ দ্রষ্টব্য আপুদের জন্য কিছু কথা ঃ যে ছেলে বিয়ের আগে ভালোবাসার নামে আপনার কাছে যদি শারীরিক সম্পর্ক করতে চায়। তাহলে বুঝে নিবে সেই ছেলেটি আপনাকে নিয়ে তেমন কোন ফিউচার দেখছে না। ওই জন্য আপনিও ছেলেটির কাছে এমন কিছু চেয়ে বসবেন যেটা তার দেয়া অসাধ্যের ব্যাপার । যেমন ধরুন গাড়ি বাড়ি গা ভর্তি সোনার গয়না।

আমি এটাও জানি যখন আপনি এগুলো ওই ছেলেটির কাছে চাবেন, তখন দুটো জিনিস করবে যদি সে বাটপার হয়ে থাকে তাহলে।

১.বলবে তুমি একটা লোভী মেয়ে আমাকে ভালোবাসো না এইসব এইজন্য চাচ্ছো বিয়ের আগেই!!

২.আর একটা কিছু না বলেই আপনাকে রেখে ভেগে যাবে দেয়ার ভয়ে ।

আর আপনি তাকে,
১.উত্তরটি দেবেনঃ আমি যদি বিয়ের আগে এই সবচেয়ে অর্থলোভী মেয়ে হই,,
তাহলে তুমিও একটা নারী লোভী পুরুষ।। কারণ তুমিও বিয়ে না করে এসব চাচ্ছো।

আর ২. আর আপনার ২ নাম্বার উত্তরটি দেওয়ার প্রয়োজন নেই কারণ সে ইতি মধ্যে কেটে পড়েছে আপনাকে ছেরে হাহাহা। 😂

যে আপনাকে ভালোবাসবে সে আপনার কাছে বিয়ে না করে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে যাবে না।

যে আপনাকে ভালোবাসবে সে তার সব কিছু উজার করে দিয়েই সে আপনাকে ভালো রাখার চেষ্টা করবে তার ক্ষমতা অনুযায়ী, কিন্তু বিনিময়ে কিছুই চাবেনা।

আর মনে রাখবেন প্রতিটা ছেলের কাছে তার টাকাই সব চেয়ে বড় ভালোবাসা।
যদি সে আপনার কাছে কিছু না চেয়েই আপনার পিছনে টাকা খরচ করতে থাকে তাহলে বুঝে নিবেন ছেলেটি আপনাকে নিঃসন্দেহে ভালবাসে ।👌

নিজের অভিজ্ঞতা থেকে বলছি মিলিয়ে নেন কথাগুলো আপুরা।

এই স্বার্থপর দুনিয়ায় টাকাই সব আপনি না খেয়ে থাকলে কেউ এসে বিনে পয়সায় আপনাকে খাওয়াতে আসবে না। 🙂

30/11/2023

জীবনে পথ চলতে এমন একজন বন্ধু দরকার, সত্যি মন দিয়ে সে আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, বিশ্বাস করবে, ভরসা করবে এবং ভালোবাসবে যে কিনা সেটা রক্ষা করবে আজীবন শত ঝগড়ার পর ও জানতে চাইবে, তুই ভালো আছিস বন্ধু? তুই খেয়েছিস বন্ধু ? তোর দিন আমাকে ছাড়া কিছুতেই ভালো কাটতে পারে না রে বন্ধু। কথা না বললেও পাশে থাকবে, কাছে থাকবে আর বলবে, আমি আছিতো বন্ধু (don't worry......) তুই কথা না বল্লেও আমি সব সময় পাশে আছি পাশে ছিলাম ভবিষ্যতেও পাশে থাকবো রে বন্ধু ইনশাআল্লাহ ।
যার জন্য গরবে বুকটা ভরে উঠবে আপনার। শতো বিপদেও ছেড়ে যাবে না কখনোই আপনাকে । এমন বন্ধু কয়জন পেয়েছেন এই ছোট্ট ক্ষুদ্র জীবনে আল্লাহ্ পাক আমাদের সবাই কে এই কথা গুলো গুরুত্ব বোঝার ও মানার তৌফিক দান করুন ??? আমিন 🤲🤲🤲

25/11/2023

জীবনকে খুব বেশি জটিল করে লাভ নাই, হাসি খুশির মধ্যে কেটে যাক। আল্লাহ ভরসা।

23/11/2023

অনেকেই আছেন সারাক্ষণ ঝগড়া করার মুডে থাকে। ঝগড়ার কোনো উপকরণ না পেলে আপনার ভালো কাজেও দোষ খুঁজে বেড়াবে ।🔫
এখন সব বাদ দিয়ে আমাকে দেখুন , মন খুলে প্রান খুলে হাসুন । 💙

19/11/2023

বিয়ের পরে সেটা আর ভালোবাসা থাকে না, স্বামী স্ত্রী যেন দুটো যন্ত্র হয়ে যায়। যেখানে সবকিছু চলে নিয়ম মাফিক। ভালোবাসা হচ্ছে একটা অনিয়ম। যখন সেখানে নিয়মকানুন চলে আসে তখন আর ভালোবাসা থাকে না।
#

08/11/2023

- শত শত দোয়া কবুলের ভিড়ে একদিন আমার আপনার দোয়াটাও কবুল হয়ে যাবে!! ইন'শা'আল্লাহ!

08/11/2023

#মানুষ সুখের জন্য,ঘর বদলায়,স্বামী বদলায়,স্ত্রী বদলায়,ব্যবসা বদলায়,চাকরি বদলায়,বন্ধু বদলায়,তারপরও সুখি হয় না!কারণ সে নিজেকে বদলায় না!

06/11/2023

🍁বইয়ের অধ্যায় কোথায় শেষ হবে, তার নমুনা শুরুতেই দেয়া থাকে... কিন্তু জীবনের অধ্যায় কোথায় শেষ হবে... তার নমুনা কোথাও দেয়া থাকে না।

31/10/2023

আদর্শবান স্ত্রী তো সেই,
যে তার স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে---!!

25/10/2023

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে/মেয়ের সাথে; যে ভবিষ্যত নিয়ে দিক নির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই বুঝে নিতে পারবে, ফিনান্সিয়াল ক্রাইসিস বুঝবে। যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে।
শুধু "আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো" তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয়।
পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে; মন দিয়ে মনের কথা বলার আর শুনবার মানুষ একজনও থাকে না!

14/10/2023

প্রতিটা মানুষ জীবনে একা থাকা মাঝে যে শান্তিটা আরেকজনের সাথে থাকার ভিতরে সে শান্তিটা আমার কাছে লাগে না আর সর্বক্ষণে যদি কোন মানুষ আপনার টুকটুক ধরে আপনার ভুল খুঁজে ওরকম মানুষ পাশে থাকার থেকে না থাকাই অনেক ভালো

10/10/2023

লোকে কি বলবে.?
এই রোগটাই আমাদের শেষ করে দিচ্ছে.!
বিশ্বাস করেন আপনার চল্লিশার খাবারের দিনও লোকে বলবে"
লবন কম হয়ছে.।

22/09/2023

আমি প্রচন্ড অভিমানী হয়ে জন্মেছি। এজন্যে জীবনে অনেক কষ্টও পেয়েছি। আমার জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি। মানুষের চরিত্রে অভিমান যত কম থাকে, ততই ভালো। অভিমান মানুষকে বড় কষ্ট দেয়।
—হুমায়ূন আহমেদ

21/09/2023

-মানুষ কথা দেয় শুধুমাত্র উপস্থিত মুহূর্তটা সুন্দর করার জন্য
Good night ❤️

14/09/2023

লোভী এবং হিংসুক মানুষকে এড়িয়ে চলা উচিত। এরা নিজের প্রয়োজন ছাড়া আপনার আমার জীবনে কোন কাজে আসবে না। এই ধরনের মানুষের সাথে মেশা মানে আমাদের সময় নষ্ট করা !

27/08/2023

জীবন থেকে হারিয়ে যাওয়া সব চেয়ে দামী জিনিস ছিলো আমার মা।
Miss u

রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সগিরা।।

22/08/2023

সময়ের সাথে সাথে যদি কোন সম্পর্ক পালটে যায় ।তাহলে বুঝে নিও সেই সম্পর্কের ভালোবাসা নয় ,প্রয়োজন ছিল ।

02/08/2023

প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায়!
কেন না অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাদায়...!😢🥲

27/07/2023

নারী ততক্ষণ ই আপনার যতক্ষণ সে রাগ করে। অভিমান করে, ঝগড়া করে, চিল্লাচিল্লি করে, অধিকার খাটায় বিরক্ত করে।,ভালবাসে,আদর যত্ন করে, খেয়াল রাখে,।

কিন্তু যখন ই একবার আপনি তার আত্ম সম্মানে আঘাত করবেন।
ইগনোর করবেন,ব্যস্ততা দেখাবেন, অবহেলা করবেন দিনের পর দিন,তখন যদি একবার নিজেকে গুটিয়ে নেয়, আপনার সব কিছু থেকে সরিয়ে নেয়,একবার যদি মুখ ফিরিয়ে নেয় বিশ্বাস করেন তখন হাজার বার চাইলেও আর আগের সেই মানুষটি কে পাবেন না।

হাজার কান্না করেও ধরে রাখতে পারবেন না, আটকে রাখতে পারবেন না!ওই যে কথায় বলেনা যে নারী খোঁপার মতো বেঁধে রাখতে পারে সে নারী খোলা চুলের মতো ছেড়ে দিতেও পারে।

তাই বুঝতে শিখুন,জানতে শিখুন, সম্মান করতে শিখুন,আগলে রাখতে শিখুন।
কোনটা অভিমান,কোনটা অভিযোগ,কোনটা রাগ,কোনটা ভালোবাসা,কোনটা মুড সুয়িং।

শুধু ছেড়ে গেছে,চলে গেছে,মন ভরে গেছে, এই অপবাদ না দিয়ে চলে যাওয়ার কারণ খুঁজুন!মেয়ে জাতি বড় অভিমানী।

আর নারী জাতি বড় সম্মানের জিনিস

Indirizzo

Parma

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Ratan Emu pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Ratan Emu:

Video

Condividi