LH Riyan

LH Riyan It's The Official Page Of My Youtube Channel LH Riyan. That Have Been Created For My Personal Vlog,

বিদেশে উচ্চ শিক্ষা মানে Enjoy করা নয়।যে লোকটি 24 ঘন্টা তার মায়ের যত্নে ছিল সে এখন -9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবার...
15/04/2024

বিদেশে উচ্চ শিক্ষা মানে Enjoy করা নয়।

যে লোকটি 24 ঘন্টা তার মায়ের যত্নে ছিল সে এখন -9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবার সরবরাহের অর্ডারের জন্য অপেক্ষা করছে কারণ তার টিউশন ফি, জীবনযাত্রার খরচ এবং ঋণ পরিশোধ করতে হবে। একই সাথে তাকে ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, রিপোর্ট ইত্যাদির চাপ নিতে হয়, রান্না করা তার জন্য বোঝার মতো।

এটি একটি আন্তর্জাতিক ছাত্রের জীবনচক্র। এই চক্রে জীবনযাত্রার মান ঠিক রাখতে অনেকেই দেখেছি দুই-বছরে কোন ক্রেডিটই কমপ্লেট করতে পারিনি।
বলে রাখি, দূরের ঘাস দেখতে সবসময় সবুজ লাগলেও যা দেখা যায় তা হয়না।
আসার আগে ভাবুন, বা আপনার মন ঠিকঠাক করুন।

সপ্তাহে বা মাসে সোস্যাল মিডিয়াতে পিক দিয়ে আপনাকে শুধু চাকচিক্য আর সফলতা দেখায় (Show Off)
কিন্তু পেছনের বাকি দিনের গল্পটা কেও দেখাতে চায়না।
লোক আপনাকে তাই দেখায় যা আপনি দেখতে চান।

এটা কঠিন.খুব কঠিন এখানে টিকে থাকা.
বিদেশে উচ্চ শিক্ষায় আসা অনেকেই নিজেকে অনুকূলে (জব+স্কলারশিপ) রেখে এখনো টিকে আছেন।

আসার আগে ভাবুন,
বা আপনার মন ঠিকঠাক করুন।

University of Padova has already published PHD degree Application: deadline June 7th 2023 - 1 pm (CEST)Hurry up guys!!!T...
04/06/2023

University of Padova has already published PHD degree Application: deadline June 7th 2023 - 1 pm (CEST)
Hurry up guys!!!
There are only 3 days left....
Apply link in PDF:https://www.unipd.it/en/sites/en.unipd.it/files/SCHEDE%20BANDO%20INGLESE39_DEF.pdf
💪✍️💪

14/05/2023

যারা নতুন ইটালিতে আসবেন বা আসতেছেন।
হতে পারে Student বা Agriculture ভিসা।
আসার আগেই থাকার জায়গা ঠিক করে আসুন।
এখনই অন্য শহরে থেকে বাস, ট্রেন এ এসে অনেকেই পড়ালেখা করছে। আর নতুন....!!
ভিসা পাওয়ার সাথে সাথেই থাকার জন্য বাসা খুঁজা শুরু করুন।
না হয় হয়ত এমন অবস্থা আপনাদেরও হতে পারে।
এ দেশে দিন দিন মানুষ বাড়ছে, থাকার জায়গা নয়।

"University of Padua" তে অলরেডি যারা অফার লেটার পেয়েছেন, তাদের কারও যদি Accommodation বা এমবাসিতে দেখানোর জন্য বাসার কন্...
08/05/2023

"University of Padua" তে অলরেডি যারা অফার লেটার পেয়েছেন, তাদের কারও যদি Accommodation বা এমবাসিতে দেখানোর জন্য বাসার কন্ট্রাক এর প্রয়োজন হয় ।
ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
আমি এখানের কিছু মালিকদের কাছ থেকে Residence Contract, Rental Contract এবং Ospity নিয়েছি।

আগামি ০৯মে University of Padua তে PHD পোগ্রামে অ্যাপ্লাই শুরু হবে এবং ডেডলাইন এক মাস পর শেষ হয়ে যাবে।সুতরাং, আগ্রহী ক্যা...
05/05/2023

আগামি ০৯মে University of Padua তে PHD পোগ্রামে অ্যাপ্লাই শুরু হবে এবং ডেডলাইন এক মাস পর শেষ হয়ে যাবে।
সুতরাং, আগ্রহী ক্যান্ডিডেটদের এ্যাপ্লাই এর জন্য এখনই ডকুমেন্টস প্রস্তুত কর রাখুন
যেসব সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন।
★ Astronomy
★ Fusion Science and Engineering
★ Geosciences
★ Industrial Engineering
★ Information Engineering
★ Management Engineering and Real Estate Economics
★ Mathematical Sciences
★ Mechatronics and Product Innovation Engineering
★ Molecular Sciences (Curr: Molecular Sciences, Pharmaceutical Sciences)
★ Physics
★ Science & Engineering of Materials and Nanostructures
★ Sciences of Civil, Environmental and
★ Architectural Engineering
★ Sciences, Technologies and Measurements for Space
★ Statistical Science

★ Animal and Food Science
★ Biosciences
★ Crop Science
★ Psychological Sciences

★ Arterial Hypertension and Vascular Biology
★ Biomedical Sciences
★ Clinical and Experimental Oncology and Immunology
★ Molecular Medicine
★ Neuroscience
★ Veterinary Science and Food Safety

★ Economics and Management (Curr: Management, Economics)
★ Human Rights, Society, and Multi-level Governance
★ Brain, Mind and Computer Science
★ Land, Environment, Resources and Health
★ Social Sciences
More information check in University website.

04/05/2023

আমি দু-দিনের ভিতরে বাংলাদেশের National University অন্তর্ভুক্ত এক ভাইয়ের CIMEA ভেরিফিকেশন পেয়েছি। এবং তাড়াতাড়ি পাওয়ার জন্য করনীয় কি..... তা বিস্তারিত দেওয়া হল।



টপিকঃ_accommodation বা বাসা ভাড়া এর সম্পূর্ণ বিস্তারিত ও সুবিধা-অসুবিধা। এমবাসির গত দুই বছর ডকুমেন্টসের মাজে সবচেয়ে বেশি...
22/04/2023

টপিকঃ_accommodation বা বাসা ভাড়া এর সম্পূর্ণ বিস্তারিত ও সুবিধা-অসুবিধা।

এমবাসির গত দুই বছর ডকুমেন্টসের মাজে সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করে তা হল ব্যাংক স্টেটমেন্ট এবং বাসা ভাড়া ডকুমেন্টস।
যাইহোক, সমস্যা হচ্ছে এই নিয়ে এমবাসি প্রশ্নও করে....
বাসা ভাড়া আপনি দুই ভাবে দেখাতে পারেন।
১/ Ospity বা গেস্ট ডকুমেন্টস। আপনার ইউনিভার্সিটি যেই সিটিতে সেই সিটিতে আপনার আত্মীয় স্বজন যাদের স্হায়ী বাসা আছে বা পরিচিত যে কেও থাকলে ভাল হয়। তারা পোষ্ট অফিস থেকে একটা ফরম পূরন করে অফিসিয়াল পারমিশন আনতে হয় যে আপনি গেস্ট হিসেবে থাকবেন এবং এখানে পড়ালেখা করবেন। সাধারণত খরচ ৩০০-৪৫০ ইউরো হয়ে থাকে। মূলত এই খরচ নির্ভর করে বাসার মালিকের উপর চাইলে ওনি ফ্রি-তেও দিতে পারেন। বলে রাখি, বাসার বিভিন্ন সাইজ অনুযায়ী মালিক ১-৭টা Ospity দিতে পারে। সুতরাং বাসার মালিকের ইচ্ছে খরচ কম নাকি বেশী নিবে আর এটা ননরিফান্ডেবল।
২/ Rental ডকুমেন্টস। যদি আপনার আত্মীয় স্বজন বা পরিচিত কেও ঐ সিটিতে না থাকে তাহলে অনলাইন থেকে বাসা বাড়া করতে পারেন। https://housinganywhere.com বা Waitaly.co অথবা ভার্সিটি Wepsite লিংক দিবে যেখান থেকে বাসা বাড়া নিতে পারেন। বাসা নেওয়ার Website এ রুম, সাইজ ও সুযোগ সুবিধার উপর ডিপেন্ড করে রুম ভাড়া দেওয়া আছে। সাধারনত 350-700 ইউরো ভেতর রুম পেয়ে যাবেন। সমস্যা হল এক মাসের বাড়া, ধরি ৪০০ ইউরো এর সাথে বাসার কন্ট্রাকের জন্য আরও ৪০০-৫০০ ইউরো দিতে হবে। অর্থাৎ এক সাথে আপনার ৮৫০ ইউরোর মত চলে যাচ্ছে। যেটা নন রিফান্ডএবল বেশিরভাগ ক্ষেত্রে, পুরোটা পরিশোধ করার পর তারা আপনাকে Rental ডকুমেন্টস দিবে। তবে রুম চেক বা নেওয়ার সময় রুম কখন থেকে খালি আছে তা দেখে নিবেন এবং এক বছরের জন্য নিবেন, এমবাসি সেটা লক্ষ্য করে। যেমনঃ ১/০৯/২০২৩-৩০/০৮/২০২৪
সবচেয়ে সহজ ও ভাল পথঃ
১/ সবচেয়ে ভাল মাধ্যম হচ্ছে যদি আপনি ভার্সিটির একোমোডেশন এ উঠতে পারেন, এর জন্য ইমেইল করে জেনে নিন রুম-সিট আছে কিনা সাথে এমবাসির বাসার সমস্যা তুলে ধরুন। যেভাবেই হোক ভার্সিটি সাহায্য করবেই। না হয় ইমেইল এ কিছু ওয়েবসাইটের লিংক দিবে যেখান থেকে বাসা কন্ট্রাক নিতে পারবেন। কিছু ভার্সিটি আপনাকে অ্যাপ্লাই থেকে ক্লাস পর্যন্ত সম্পূর্ণ ডিটেইলস সহ PDF দিয়ে দেয় যাকে Booklet বলে। সেখানেও বাসা খোজার লিংক পেয়ে যাবেন।
সুবিধা-অসুবিধাঃ
২/ Rental Documents সবচেয়ে বড় সুবিধা হল, ইটালি আসার পর এই ডকুমেন্টস স্কলারশিপ অফিসে বা ওয়েবসাইট এ আপলোড দিলে স্কলারশিপের হোস্টেলের জন্য যে টাকা বরাদ্দ থাকে তা আপনাকে প্রদান করবে। University of Padua বছরে ৩২০০ ইউরো প্রদান করে। তবে এর জন্য আপনাকে আগে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই এবং ISEE(family income documents), Rental Documents জমা দিতে হবে।
২/ Rental Documents এ আর এক সুবিধা হল ইটালি আসার পর থাকার জন্য নির্দিষ্ট একটা জায়গা পাচ্ছেন। যেহেতু আপনি এক বছরের জন্য বাসা বাড়া নিয়ে রেখেছেন।
অসুবিধা গুলো উপরে দেওয়া আছে, তাছাড়া বাসা বাড়া একটু বেশি, কিছুদিন খুজলে হয়ত তারচেয়ে কম খরচে থাকার মত বাসা পেতে পারতেন। কিন্তু, এক বছরের কন্ট্রাকের জন্য আপনি তা পারছেন না। তা ছাড়া আসার পর সপ্তাহ খানেকের ভেতর এক মাসের ডিপোজিট টাকা দিতে হয়। যা বাসা বাড়ার চেয়ে প্রায় ১০০ ইউরো বেশি হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে এত টাকা ম্যানেজ করা সম্ভব হয়না।

২/ Ospity Documents এর সুবিধা এটাই যে আপনি এমবাসিতে আপনার আত্মীয় বা ফ্যামিলির পরিচিত লোকের বাসায় থেকে পড়বেন সেই ডকুমেন্টস দেখাতে পারছেন। বলে রাখি, আমার মাস্টার্স ডিগ্রী দুই-বছরের তাই VFS global গত বছর আমার কাছে দুই বছরের বাসার ডকুমেন্টস চেয়েছিল,
গাঁজা খেয়ে প্রশ্ন যেথা সম্ভব না!! যাইহোক, এটা একমাত্র Ospity documents এ সম্ভব। কারন, ডকুমেন্টসে কবে বাসা ছাড়বেন বাসার মালিককে বললে সেই তারিখ না লিখেও Ospity দিতে পারে।
আর অসুবিধা হল, বাসার মালিক টাকার বিনিময়ে Ospity documents বিক্রি করছে, রুম বছরের জন্য বাড়া নয়। সুতরাং, থাকার জন্য ভার্সিটির কাছা কাছি রুম বা সিট বাড়া নিতে হবে। এর জন্য পরিচিত বা ভার্সিটির স্টুডেন্টের সাথে যোগাযোগ করেন।
নিজ কথাঃ
যারা রিজেক্ট খেয়েছে এর অনেকেই আজকাল কানাকানি করে বলে Ospity documents দিলে ভিসা হয়না। বলে রাখি, এটা সম্পূর্ণ ভুয়া নিউজ। গত তিন বছরে এক্সপিরিয়েন্স রিজেক্টের কারন Ospity documents এই নিউজ এখন পর্যন্ত শুনিনি। তবে রিজেক্ট খাওয়ার মেইন কারন, ভিসা অফিসার জিজ্ঞেস করে, Ospity documents যেই বাসার ওনি কে (Name) who is he ?
সোজা উত্তর, আত্মীয়, ফ্যামিলি পরিচিত আংকেল .... etc etc, সাথে উনার বাসায় থাকার কারন বলতে পারেন যেমন ভার্সিটি কাছে ও অন্যান্য সুযোগ সুবিধা। এই প্রশ্নে আপনার চুপ করে থাকা বা অপরিচিত বলার কারনেই আপনি রিজেক্ট খেতে পারেন। কারন, বাসার গেস্ট কখনো অপরিচিত হয় না।
যাইহোক, আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল।
শেষকথা,
খরচে ও সুযোগ সুবিধা সব দিক থেকে ভিসার পূর্বে Ospity Documents ভাল, আর ভিসার পর Rental Documents.
এখন আপনার ইচ্ছে আপনি কোনটা নিতে চান।
বিঃদ্রঃ Padova তে যদি কারো Ospiti/Rental documents দরকার হয় তাহলে আমি হেল্প করতে পারবো।
Lokman Hossain
MSc in Environmental Engineering
University of Padua

আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহ!! এক কিস্তির স্কলারশিপের টাকা হাতে পেলাম। যা টাকায় দুই লাখ বিশ হাজারের মত।Thanks Univers...
08/04/2023

আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহ!!
এক কিস্তির স্কলারশিপের টাকা হাতে পেলাম।
যা টাকায় দুই লাখ বিশ হাজারের মত।
Thanks University of Padua. ❤️❤️
For new admitted students,
More details
Comment here....!!

অভিনন্দন!! যারা আজকে University of Padua থেকে অফিসিয়াল অফার লেটার পেয়েছেন। দোয়াও ভালবাসা সবার আগামী দিনগুলোর জন্য।পরবর্ত...
17/03/2023

অভিনন্দন!! যারা আজকে University of Padua থেকে অফিসিয়াল অফার লেটার পেয়েছেন।
দোয়াও ভালবাসা সবার আগামী দিনগুলোর জন্য।
পরবর্তী ধাপ: CIMEA Verification
যত তাড়াতাড়ি সম্ভব করে নেন।
বিঃদ্রঃ পরবর্তী কোন রকমের সাহায্যের জন্য কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।
Msc in Environmental Engineering
University of Padua

Congratulations 🤝 🇮🇹Md. Rashed Khan Got admission in Master’s program in "Geoengineering" at one of the natural and Mode...
14/03/2023

Congratulations 🤝 🇮🇹
Md. Rashed Khan Got admission in Master’s program in "Geoengineering" at one of the natural and Modern city.
..
New applicants contact me for more details
What’s app: +393455216749
❤️❤️

Congratulations Brother "Ahmad Zaman Apu"Got admission in Master’s program in "Applied Mathematics" at one of the best u...
12/03/2023

Congratulations Brother "Ahmad Zaman Apu"
Got admission in Master’s program in "Applied Mathematics"
at one of the best university called .
New applicants contact me for more details
❤️❤️

Congratulations Brother. Shawon Bhowmikyou got admission one of the best university called "University of Padua". The ra...
02/03/2023

Congratulations Brother. Shawon Bhowmik
you got admission one of the best university called "University of Padua". The rank 61st in the World and First in Italy.
Stay with me,
Insha'Allah I will try my best to fulfill your dreams 🫶🫶

 #টপিক__ভার্সিটি_এ্যাপ্লাই_প্রসেস_কৌশল।আপনি জানেন কি, ভার্সিটিতে আপনার অ্যাপ্লিকেশনকে দু-ভাগে ভাগ করে রেজাল্ট প্রকাশ করে...
02/02/2023

#টপিক__ভার্সিটি_এ্যাপ্লাই_প্রসেস_কৌশল।
আপনি জানেন কি,
ভার্সিটিতে আপনার অ্যাপ্লিকেশনকে দু-ভাগে ভাগ করে রেজাল্ট প্রকাশ করে।
১/ আপনার পূর্বের ভার্সিটির রেজাল্ট।
২/ CV, Motivation Letter এবং আপনার এ্যাপ্লাই ধরন।
চলুন এ নিয়ে কিছু বলা যাক,
১/ ভার্সিটিতে এ্যাপ্লাই এর জন্য রিকোয়ারমেন্টে যে রেজাল্ট চায়, তার উপরে হলেই হয়। একে রেজাল্টের ৬০% ধরা হয়।
২/ রেজাল্ট ঠিক হয়েও চান্স না পাওয়ার যত সব সমস্যা এই জায়গাতেই। কারন, ৪০% এখানেই।
প্রধান সমস্যা গুলো যেমনঃ
★CV- আপনি যে কোন CV দিতে পারেন তবে আপনার কাছ থেকে ওরা European CV আশা করে। অনেকেই দেখেছি জবের CV দিয়েছে এমনকি BDjob থেকে নেওয়া CV দিয়ে রেখেছে।
প্রায় লোকের CV তে কোন নির্দিষ্ট পার্টের (এক্সপেরিয়েন্স/Study) দুই-তিন লাইন এক পাতায়, বাকি বর্ননা অন্য পাতায় দেখলাম। এটা দেখতে একটু বাঝে দেখায়। দয়াকরে পার্ট উপরে-নিচে করেমিলিয়ে নিবেন।
★Motivation Letter- মূলত আপনার সম্পর্কে, আপনার পূর্বের পড়ালেখা, এই সাবজেক্টই কেন এবং এই ভার্সিটিতে পড়ার কারন এবং ফিউচারে কি কি করবেন বা ফল পেতে পারেন। আপনার সম্পর্কে এসব বিস্তারিত বলতে হয়। অনেকেই সেগুলো বিস্তারিত বলতে পারেনা বা কিছু পয়েন্ট বাদ দিয়ে ফেলে। এমনি অনেকে অন্যেরটা কপি করে মেরে দেয়, এটাও খেয়াল করেনা তার আর আপনার সাবজেক্ট থেকে শুরু করে সবকিছু ভিন্ন!!
★ এ্যাপ্লাই ধরনঃ প্রাইমারিতে পড়েছিলাম, হাতের লেখা সুন্দর হলে মার্ক বাড়িয়ে দেওয়া হয়।
অথচ, আপনারা এখানেও ভুল করছেন!! গুরুত্বপূর্ন ডকুমেন্টস মোবাইলে স্কেটিং করে দিচ্ছেন, তাও আঁকা-বাঁকা, ডকুমেন্টসে কালার এর কোন মিল নেই, সাথে অনেকের ডকুমেন্টস ক্লিয়ার বুঝাই যায়না যে কার না কার!! তাছাড়া, ডকুমেন্টস আপলোড দিবেন, ঠিকঠাক ভাবে দেন। আপনার সার্টিফিকেট কি উল্টো হয়ে আছে নাকি ঠিক ভাবে আছে, তা দেখে সাবমিট করুন। না হয় বাকি ৪০% হারানোর কারনে চান্স পাবেন না।

 #টপিকঃ স্কলারশিপ। Bachelor, Master’s, PHDনতুন যারা আছেন প্রত্যেকেরই ভার্সিটিতে চান্স পাওয়ার চেয়ে, স্কলারশিপ নিয়ে মাথা ব...
31/01/2023

#টপিকঃ স্কলারশিপ। Bachelor, Master’s, PHD
নতুন যারা আছেন প্রত্যেকেরই ভার্সিটিতে চান্স পাওয়ার চেয়ে, স্কলারশিপ নিয়ে মাথা ব্যাথা বেশী। অবশ্য এটার একটা দিক ভাল, সবকিছু জেনে মাঠে নামা উচিৎ।
চলুন এ নিয়ে কিছু বলা যাক!!
প্রথমে বলে নেই,
অন্যন্য দেশের স্কলারশিপ দেওয়ার ধরন, আর ইটালির স্কলারশিপ দেওয়ার ধরন সম্পূর্ণ ভিন্ন। মানে আপনার পূর্বের এডুকেশন রেজাল্ট ভাল বা খারাপ অথবা IELTS এর স্কোরের উপর ডিপেন্ড করে ইটালি কোন স্কলারশিপ দেয় না। সুতরাং পূর্বের রেজাল্ট নিয়ে টেনশন করার কিছু নেই, ভার্সিটিতে চান্স পান তাহলেই হবে।
আর একটা কথা,
PHD তে স্কলারশিপের জন্য কোন এ্যাপ্লাই করতে হয়না। ভার্সিটিতে চান্স পাওয়ার পর অটোমেটিক স্কলারশিপ পাবেন। সাধারণত 1200-1400euro/months
ব্যাচেলর এবং মাস্টার্সে কি কি স্কলারশিপ পাওয়া যায়ঃ
১/ মেরিট বেইস স্কলারশিপ।
২/ ডিপার্টমেন্ট বেইস স্কলারশিপ।
৩/ দেশ-কেন্দ্রিক স্কলারশিপ।
৪/ কোম্পানি বা প্রতিষ্ঠান বেইস স্কলারশিপ।
৫/ রিজিওনাল স্কলারশিপ।

১/ উত্তরঃ আপনি এখানে একবছর পড়াশোনা করার পর রেজাল্ট যদি প্রথম সারিতে মানে চার-পাঁচ জনের ভিতরে থাকে তাহলে এই স্কলারশিপ পাবেন। ইটালি আসার পর আমাদের যা পড়ালেখার মনোযোগ তাতে তা অাশা না করাই ভাল। 😔
এ স্কলারশিপ পাওয়ার জন্য কোথাও এ্যপ্লাই করতে হয়না।
২/উত্তরঃ বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লাসের ভাল স্টুডেন্টের জন্য এ স্কলারশিপ দিয়ে থাকে। ক্লাসের এক বছরের রেজাল্ট প্রথম তিন-চার জনের ভিতর থাকলে আপনিও এক বছর পর এ স্কলারশিপ পাবেন। তবে এ স্কলারশিপ সব ডিপার্টমেন্টে থাকেনা। ভার্সিটিতে চান্স পাওয়ার পর আপনার ডিপার্টমেন্টে আছে কিনা খুজে নেন। এর জন্যও এ্যপ্লাই করতে হয়না।
৩/উত্তরঃ বিভিন্ন দেশ তাদের নিজস্ব দেশের স্টুডেন্টের এই স্কলারশিপ দিয়ে থাকে। University of Padua তে শুধু মাত্র আফগানিস্তান ও চাইনিজ স্টুডেন্টের জন্য চাইনিজ সরকার এ স্কলারশিপ দিয়ে রেখেছে।

৪/ উত্তরঃ কিছু কোম্পানি বা ছোট ছোট কিছু প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠানের কিছু সংখ্যা স্টুডেন্টের এ স্কলারশিপ দিয়ে থাকে। তবে এর জন্য Cover letter/declaration letter/Reference ইমেইল এ পাঠাতে হয়। নির্দিষ্ট সময়ের পর রেজাল্ট জানিয়ে দেওয়া হয়।
৫/ সাধারণত সবাই এই স্কলারশিপ জন্য এ্যপ্লাই করে এবং পেয়ে থাকে। এর জন্য নির্দিষ্ট সময় (জুন-জুলাই) এ্যাপ্লাই করতে হয়। এ সময় ভার্সিটি বেধে ভিন্ন হতে পারে। এ স্কলারশিপে এ্যাপ্লাই এর পর ISEE (family income certificate) ঠিক সময়ের পূর্বে ভার্সিটি যেখানে বলে সেখানে আপলোড করেন তাহলে ইনশাআল্লাহ এ স্কলারশিপ পাবেন।
কিছু কথাঃ
১/ ইটালির সকল ভার্সিটির পাঁচ থেকে আট রকমের স্কলারশিপ থাকে এবং টাকার পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে। সুতরাং, আপনি ভার্সিটিতে চান্স পাওয়ার পর দেখেন ঐ ভার্সিটিতে কি কি স্কলারশিপ আছে। এর আগে অন্য সকল ভার্সিটির স্কলারশিপ নিয়ে মাথা ব্যাথা না নেওয়াই ভাল।
২, স্কলারশিপ নিয়ে জানা ভাল, তবে এটা প্রথম ধাপ নয়। এর আগে অন্যান্য ধাপ গুলো সম্পূর্ণ করুন।
৩/ প্রত্যেক ভার্সিটিতে ISEE পাওয়ার জন্য Family income certificate পেপার মেজিস্ট্রেট, উকিল, Law মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি শেষ করে ইটালি এমবাসি থেকে ট্রান্সলেট এবং লিগালাইজড করে নেন।
৪/ প্রথম বছরে পড়ালেখায় নির্দিষ্ট ক্রেডিট শেষ করতে পারলে, দ্বিতীয় বছরে রিজিওনাল স্কলারশিপে এ্যাপ্লাই করতে পারবেন। ভার্সিটি বেধে ক্রেডিট কম-বেশি হতে পারে।
৫/ ভার্সিটির প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপ গুলো দেওয়া আছে।
https://m.facebook.com/story.php?story_fbid=506816954782636&id=100063630066346.

 #টপিকঃ_Apply_vs_TOLC_vs_IELTSআজকাল ব্যাচেলর স্টুডেন্টের সবচেয়ে বেশী সমস্যাই হল এ দু-টা প্রশ্ন নিয়ে!!১/ কোন কোন ভার্সিটি...
13/01/2023

#টপিকঃ_Apply_vs_TOLC_vs_IELTS

আজকাল ব্যাচেলর স্টুডেন্টের সবচেয়ে বেশী সমস্যাই হল এ দু-টা প্রশ্ন নিয়ে!!
১/ কোন কোন ভার্সিটিতে TOLC লাগেনা ?
২/ অ্যাপ্লাই করতে কি TOLC লাগে ?
৩/ TOLC কি বাধ্যতামূলক লাগবেই ?

১/ উত্তরঃ আপনি ব্যাচেলরে এ যে কোন ভার্সিটিতে আসেন না কেন আজ না হোক কাল TOLC সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবেই।

২/উত্তরঃ আমি আমার ছোট ভাইদের জন্য যত গুলো ভার্সিটিতে এ্যপ্লাই করেছি, কোথাও বাধ্যতামূলক বলা হয়নি যে এ্যাপ্লাই এ TOLC সার্টিফিকেট আপলোড দিতে হবে। অর্থাৎ আপনি ielts, Duolingo or Moi যেকোনটা দিয়ে এ্যপ্লাই করতে পারেন। তবে এ্যাপ্লাই এর সময় TOLC সার্টিফিকেট আপলোড দিয়ে দিলেই সকল সমস্যা সমাধান, না হয় এ্যাপ্লাই এর পর ভার্সিটি আপনার কাছ থেকে দু-দিন পর পর মেইল করে TOLC সার্টিফিকেট চাইবে।
সুবিধা এটাই এ্যপ্লাই করতে পারলেন, আর অসুবিধা! এ্যাপ্লাই করেও ফলাফল শূন্য, অফার লেটার পাবেন না।
৩/উত্তরঃ ব্যাচেলরে এ্যাপ্লাই করে অফার লেটার পেতে চাইলে আপনার IELTS থাকুক আর নাই থাকুক কিন্তু TOLC বাধ্যতামূলক লাগবেই। So, প্রথম ধাপে IELTS আপাতত বাদ দিয়ে TOLC এর প্রিপারেশন নিযে এক্সাম দিন।
জুন-আগস্টে যখন এমবাসিতে ভিসার জন্য পেপার জমা দিবেন, ঐ সময় আপনার IELTS সার্টিফিকেট লাগতে পারে, এর আগে নয়।
বিঃদ্রঃ
১/ অনেকে বলবে Messina, Sapienza University তে TOLC লাগেনা, ভার্সিটির এ্যপ্লাই ফি নাই, IELTS থাকলেই হয়ে যাবে। তাদের জন্য নিচের পিকটা দেওয়া হল। নিজের মতামত, ফ্রি-পাওয়া কোন জিনিসই ভাল না!! আপনি অফার লেটার পাবেন কিন্তু ক্লাস করতে পারবেন না। অর্থাৎ, সম্পূর্ণ প্রসেস এ এত টাকা খরচ করেও ফলাফল শূন্য।
বিশেষ করে সন্দেহ হলে, এই দুই ভার্সিটির ২০২২-২৩ শেসনের ভিসা রেশিও দেখতে পারেন।

Application for academic session 2023/2024 has been started at the ★University of Padua★এক নজরে দেখা যাক ১ বছরে ফ্রিতে র...
23/12/2022

Application for academic session 2023/2024 has been started at the ★University of Padua★

এক নজরে দেখা যাক ১ বছরে ফ্রিতে রিজিওনাল স্কলারশিপের আন্ডারে কি কি সুযোগ সুবিধা আমি পাচ্ছিঃ

Tuition fee : yearly €2,500
Dormitory: 266x12= €3,200
Stipend: 1800x2= €3600
Total: €9,300 EURO,

যা বাংলাদেশি টাকাতে প্রায় ১০.৫ লাখ। এর উপর যদি বাংলাদেশ সরকারের ২.৫% প্রনোদনা যুক্ত করি তাহলে প্রায় ১১ লাখ টাকা হবে ।

এছাড়াও মেরিট বেইস, ডিপার্টমেন্ট বেইস, সংস্থা থেকে স্কলারশিপ দিয়ে থাকে। যেগুলোর ফলাফল এখনো দেওয়া হয়নি।

২০২৩-২৪ শেসনের অ্যাপ্লিকেশন প্রায় মাস খানেক পূর্বে Open হয়েছে। নতুন যারা আছেন, যত তারাতাড়ি পারেন এ্যাপ্লাই করুন।

জিজ্ঞাসা থাকলে মেসেজ না দিয়ে কমেন্টস এর জন্যে অনুরোধ করছি।

good luck.!!

Application for academic session 2023/2024 has been started at the ★University of Pisa★এক নজরে দেখা যাক ১ বছরে ফ্রিতে স্...
23/12/2022

Application for academic session 2023/2024 has been started at the ★University of Pisa★

এক নজরে দেখা যাক ১ বছরে ফ্রিতে স্কলারশিপের আন্ডারে কি কি সুযোগ সুবিধা স্টুডেন্ট পাচ্ছেঃ

Tuition fee : yearly €2,400
Regional study tax: €156
Dormitory: 250x12= €3,000
Stipend: 1345x2= €2690
Meal: daily 2 times = €2500 approx.
Total: 10,746 EURO,

যা বাংলাদেশি টাকাতে প্রায় ১২.৫ লাখ। এর উপর যদি বাংলাদেশ সরকারের ২.৫% প্রনোদনা যুক্ত করি তাহলে প্রায় ১৩ লাখ টাকা হবে ।

বিঃদ্রঃ সবগুলো ডিপার্টমেন্টের অ্যাপ্লিকেশনের Open হয়নি তাই সাবজেক্টের লিস্ট পরবর্তী পোস্টে দিচ্ছি।

জিজ্ঞাসা থাকলে মেসেজ না দিয়ে কমেন্টস এর জন্যে অনুরোধ করছি।

good luck.!!

 #নতুনদের_জন্য_সবচেয়ে_গুরুত্বপূর্ণ_পোস্টযখন অন্যান্য সকল উন্নত দেশ ভার্সিটিতে চান্স পাওয়ার পর পরই টিউশন ফি এবং থাকা খরচ ...
13/12/2022

#নতুনদের_জন্য_সবচেয়ে_গুরুত্বপূর্ণ_পোস্ট

যখন অন্যান্য সকল উন্নত দেশ ভার্সিটিতে চান্স পাওয়ার পর পরই টিউশন ফি এবং থাকা খরচ আগেই নিয়ে যায়, সেখানে ইটালি এক মাত্র দেশ যারা সুধু মাত্র এমবাসিতে ৬ মাসের আপনার একাউন্টের ব্যাংক স্টেটমেন্ট চায়।
অনেকে এটাই ঠিকঠাক ভাবে দিতে পারেনা।

যদি কেও বলে ইটালি স্টুডেন্ট ভিসায় আসার সর্বপ্রথম ধাপ কি!!
আমি বলব ব্যাংক স্টেটমেন্ট!!

গত দু-বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সবচেয়ে বেশী জানা এবং না জানা ভিসা রিজেক্ট হয় ব্যংক স্টেটমেন্ট এর জন্য। হতে পারে আপনি ৬ মাসের ব্যংকে স্টেটমেন্ট দিতে পারেননি অথবা আপনার ট্রান্সজেকশন ঠিক ছিল না।

চলেন একটা উদাহরণ দেই,
আপনার একাউন্টে ১১ লাখ টাকা ছিল, ফ্যামিলি খরচের জন্য একাউন্টে ৩ লাখ আসলো। অর্থাৎ এখন ১৪ লাখ টাকা আছে। এমন অবস্হায় আপনি ব্যাংক স্টেটমেন্ট তুললেন।
এম্বাসেডর এখানে আপনাকে শেষ ট্রান্সজেকশনে লাল কালি দিয়ে দাগ দিয়ে ধরবে যে ট্রান্সজেকশনে টাকা বাড়িয়ে দেখানো জন্য আপনি কাজটা করেছেন।

অতএব এটা ভুলেও করতে যাবেন না এবং ব্যাংকে ১০-২০ লাখের উপর নিচে দেখাবেন না।

আর, না জানা ভিসা রিজেক্ট হওয়ার সবচেয়ে বড় কারনঃ

অনেকে এডমিশন পাওয়ার পর ফেব্রুয়ারি-মার্চের দিকে ব্যংক একাউন্ট খুলে।
আর এমবাসিতে ভিসার জন্য এবং ডকুমেন্টস জমা দেওয়ার জন্য আপনাকে এনরোলমেন্ট দেওয়া হয় এপ্রিলের শেষের দিকে, কিন্তু আপনি ৬ মাস ব্যংকে স্টেটমেন্ট দেখানোর জন্য আগস্ট-সেপ্টেম্বরে জমা দেন।
তাতেই লাগে ভিসা রিজেক্ট হওয়ার দু-রকমের সমস্যা!

১/ সে সময় সকল ভিসার চাপের কারনে আপনার ডকুমেন্টস ঠিকঠাক নিরীক্ষা করতে পারেনা। কোথাও একটু সমস্যা মনে হলেই আপনাকে না জানিয়েই রিজেক্ট!!
২/ এনরোলমেন্ট দেওয়া হয়েছে এপ্রিলে, আপনি এতদিন কি করেছেন!!
৩০-৪০ লাখ ব্যাংক স্টেটমেন্ট দেওয়া, নিশ্চয়ই কোন না কোন সমস্যা আছে অথবা USA, Canada ট্রাই করেছেন। না যেতে পেরে দ্বিতীয় অপশন হিসেবে এখানে আসা.... (my Opinion)
ভুলেও এটা করতে যাবেন না।

বিঃদ্রঃ
১/ যদি আপনি ইটালি আসতে চান, এখনই একাউন্ট খুলে ট্রান্সজেকশন করা শুরু করুন।
২/ ব্যাংক স্টেটমেন্টের সময় ৬ মাসের কম হলেও সমস্যা নেই, তবে এনরোলমেন্ট পাওয়ার মাস খানেকের ভেতর পেপার জমা দিন। এ সময় এমবাসিতে চাপ কম থাকে। ঠিকঠাক ডকুমেন্টস দেখবে এতে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশী থাকে।
৩/ ৬ মাসের কমের কারনে বা অন্য যে কোন প্রশ্ন এম্বাসেডর করে সঠিক এবং বাস্তব কেন্দ্রীক উত্তর দিন। নিজের সমস্যা সঠিক ভাবে তুলে ধরুন।

নিজের কথাঃ
১/ আমার ব্যাংক স্টেটমেন্ট ছিল ৬ মাসের ৩.১০ লাখ (শেষ ট্রান্সজেকশন ৫০ হাজার ছিল)।
স্পন্সারের ছিল ১ মাস ১২ দিন ১৬ লাখ টাকা।
২/ ডকুমেন্টস জমা ৩০ জুন, ইন্টারভিউ ১৪ জুলাই, ভিসা ২৫ এ জুলাই।
৩/ ১৪ জুলাই যারা ইন্টারভিউ দিয়েছে কাউকেই রিজেক্ট করেনি। 🖤 অতএব যত তারাতাড়ি সম্ভব ডকুমেন্টস জমা দিন।

Indirizzo

Padua

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando LH Riyan pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a LH Riyan:

Video

Condividi