Yudi Was Here

Yudi Was Here Hello Guys, I am a student Living in Italy. i make videos about Living in italy,visa & Admission

05/01/2025

ইতালির ভিসার জন্য সেরা এজেন্সি

31/12/2024

STUDY IN ITALY FULL PROCESS GUIDELINE | BANGLADESH TO ITALY STUDENT VISA 2024

Hello everyone! I’m thrilled to share the inspiring journey of Sourav Saha, one of my applicants, who successfully obtained a student visa for the academic session 2024-25 to study in Italy. 🎉

STUDY IN ITALY FULL PROCESS GUIDELINE | BANGLADESH TO ITALY STUDENT VISA 2024

Sourav received admission offers from several prestigious Italian universities but ultimately chose to enroll in Alma Mater Studiorum - Università di Bologna—Italy's top-ranked and No. 1 university. Here’s why this choice is so remarkable:

- University Highlights
- Ranked 1st in Italy and globally recognized.
- Holds the title of the oldest university in Italy.
- Ranked 2nd oldest in Europe and 5th oldest worldwide.

Sourav secured admission for a Master's in Telecommunication Engineering, a program renowned for its cutting-edge curriculum and research opportunities.

The full details of his admission process, the steps to secure a student visa, and everything you need to know about studying in Italy are available in the video. Whether you’re planning for the same journey or just exploring your options, this video will guide you through the entire process.

Don’t miss out—watch now for all the essential information and tips! 🎥📚

The University of Bologna, established in 1088, is widely recognized as the world's oldest university in continuous operation.

In the 2025 QS World University Rankings, the University of Bologna is ranked 133rd globally and 3rd in Italy.

In the 2025 Times Higher Education (THE) World University Rankings, it holds the 146th position worldwide, making it the top-ranked university in Italy for the fifth consecutive year.

While the University of Bologna is Italy's oldest university, the title of the oldest university in the world belongs to the University of al-Qarawiyyin in Fez, Morocco, founded in 859.

Social Media -

Facebook Account : https://www.facebook.com/ynnusunny

Instagram : https://www.instagram.com/i_m_yudi/

page : https://www.facebook.com/yudiwashere

29/12/2024

ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন ইতালি স্টাডি ভিসার জন্য ?

উচ্চ শিক্ষার জন্য অনেকেই ইতালি আসতে চান কিন্তু এই পথে বাধা হয়ে দাঁড়ায় ব্যাংক স্টেটমেন্ট । অনেকে জানেই না কিভাবে প্রোপার ব্যাংক স্টেটমেন্ট শো করতে হয় , কতদিনের শো করতে হয় , কারো কারো ধারনা এজেন্সি চাইলেই তাদের এই বেপারে সাহায্য করতে পারে আর এই ফাঁদে পা দিয়েই অনেকে এজেন্সির কাছে ফাইল প্রসেসিং এর জন্য জমা করেন । ফলাফল দাঁড়ায় ৭-১২ মাসের অপেক্ষার সময় আর টাকা দুটোই লস ।

ভিসা হওয়ার ক্ষেতে ব্যাংক স্টেটমেন্ট অনেক বড় ভূমিকা রাখে , ৬০-৭০% ভিসা রিজেক্ট হয় ঠিক এই একটা কারনেই । আমরা ভাবি এটা কত না কঠিন ব্যাপার , আসলেই কি তাই ?

পুরো ভিডিও তে এই টপিকটাই কভার করেছি । একজন শিক্ষার্থী যে কিনা নিজেই তার ফাইল প্রসেস করেছিলো , তার বাবার বিজনেস ছিলো ক্যাশ ইন তাই সে কিভাবে স্পন্সর আর তার নিজের ব্যাংক স্টেটমেন্ট রেডি করেছে সেটা বর্ননা করেছে , পাশাপাশি এডিশনাল কি কি ডকুমেন্টস সাবমিট করেছিলো আর কখন ,কিভাবে রেডি করেছে সেটাও বলেছে ।

আশা করি এই ভিডিওর পর আর আপনাদের ব্যাংক সম্পর্কিত কোন প্রবলেম থাকবে না ।

Social Media -

Facebook Account : https://www.facebook.com/ynnusunny

Instagram : https://www.instagram.com/i_m_yudi/

page : https://www.facebook.com/yudiwashere

27/12/2024

1.5 LAKH BDT BANGLADESH TO ITALY STUDY VISA JOURNEY | ১.৫ লক্ষ টাকায় বাংলাদেশ থেকে ইতালি স্টাডি ভিসা ফুল প্রসেস জার্নি

Hello Guys ,Hope you all are doing good.One of my applicant got Study Visa For Italy , Pursuing Masters Degree in Electronic Engineering at Italy's one of the most prestigious university " University of Modena and Reggio Emilia - Unimore "

In this video He has shared his experience and journey from applying to Italian Universities and Getting His Study Visa. His visa was refused on the first attempt but we didn't quit, We did Appeal on the Embassy's Decision and Got The Visa.

Social Media -

Facebook Account : https://www.facebook.com/ynnusunny

Instagram : https://www.instagram.com/i_m_yudi/

page : https://www.facebook.com/yudiwashere

ইতালির ১৫টি মজার তথ্য:১. পিজ্জার রাজধানী: ন্যাপোলিতে সকালবেলা পিজ্জা খেতে না পারলে মনে হয়, দিনটা শুরুই হলো না!২. ভ্যাটি...
25/12/2024

ইতালির ১৫টি মজার তথ্য:

১. পিজ্জার রাজধানী: ন্যাপোলিতে সকালবেলা পিজ্জা খেতে না পারলে মনে হয়, দিনটা শুরুই হলো না!

২. ভ্যাটিকানের খোঁজ: ভ্যাটিকান সিটি এত ছোট যে, ম্যাপে খুঁজতে গেলে মাঝে মাঝে ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করতে হয়!

৩. বিশ্ববিদ্যালয়ের কৌতুক: বোলোন্যা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার চেয়ে পিজ্জা অর্ডার দেওয়া বেশি জনপ্রিয়—শিক্ষার্থীরা পিজ্জার জন্য পরীক্ষাও ফেলে রাখে!

৪. নাচের টাওয়ার: পিসার টাওয়ার কাত হয়ে আছে, কিন্তু সবাই হাসতে হাসতে বলে, "এটা নাচের কসরত করছে!"

৫. পাস্তায় পাগলামি: ইতালিতে পাস্তার ৩০০+ প্রকার, কিছু দেখতে জুতার মতো, মানে যদি খাবার না হয়, তাহলে অন্তত অভিনবতা তো আছে!

৬. কফির রাজ্য: এখানে "এস্প্রেসো" এত জনপ্রিয়, যে, কাউকে বললে তারা মনে করে আপনি বিদেশী!

৭. নতুন বছর উদযাপন: নতুন বছরে "সালুট!" বলার সময় মনে হয়, যেন সবাই নতুন বছরের জন্য প্রস্তুত হচ্ছেন একটি বড় জঙ্গলের জন্য!

৮. সিজারের সেলফি: "সিজার" মুদ্রা এত পুরনো যে, সিজার নিজেই এসে সেলফি তুলতে পারেন!

৯. সিসিলির স্বাদ: সিসিলির স্ট্রিট ফুড এত মজাদার যে, ক্যানোলি খেতে গেলে লোকেরা একে অপরকে খোঁজে!

১০. মাংসের উৎসব: জেনোভাতে "ফালাসি" উৎসবের সময় মাতাদোরেরা বলেন, "এখন খাওয়ার সময়—লড়াই করা থাক!"

১১. সপ্রা সি নদীর মদ: এখানে মদ এত সুস্বাদু যে, পানি খেতে গেলে সবাই বলে, "কী দরকার?"

১২. পাস্তার জুতা: ইতালির পাস্তা এত লম্বা যে, লোকেরা মাঝে মাঝে পাস্তা দিয়ে জুতা তৈরি করার পরিকল্পনা করে!

১৩. ফ্লোরেন্সের কৌতুক: ফ্লোরেন্সে শিল্পের এত আধিক্য যে, শিল্পীরা এখনও কাজ করার চেয়ে পর্যটকদের রঙিন কাহিনি শোনাতে ব্যস্ত!

১৪. টমেটোর যুদ্ধ: "লা টোমাটিনা" উৎসবে টমেটো এত শক্তিশালী হয়ে ওঠে যে, টমেটোই যেন যুদ্ধের রাজা!

১৫. মাংসের সার্কাস: মাতাদোরেরা মাংসের লড়াইয়ে এসে বলেন, "এটা খেলার সময়—কিন্তু খাওয়া আমাদের ভুলে যাওয়া চলবে না!"

ইতালি: হাসি, স্বাদ এবং সংস্কৃতির এক অদ্ভুত দেশ, যেখানে সবকিছু মজার!

PIC : BUSRAAISLEK

🇮🇹ইতালিতে পড়ালেখার পর Permanent Residency (PR) পাওয়ার জন্য বেশ কিছু উপায় রয়েছে। নিচে সহজ এবং কার্যকর কিছু উপায় উল্লেখ কর...
25/12/2024

🇮🇹ইতালিতে পড়ালেখার পর Permanent Residency (PR) পাওয়ার জন্য বেশ কিছু উপায় রয়েছে। নিচে সহজ এবং কার্যকর কিছু উপায় উল্লেখ করা হলো: 😲😲

১. লং-টার্ম রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করুন👇

আপনি যদি ইতালিতে কমপক্ষে ৫ বছর ধরে বৈধভাবে থাকেন এবং কাজ, পড়ালেখা, বা ব্যবসার জন্য ভিসা রাখেন, তাহলে লং-টার্ম রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারেন।

শর্ত:

বৈধ রেসিডেন্স পারমিট থাকা।

অর্থনৈতিক স্থিতিশীলতা দেখানো।

ইতালীয় ভাষার A2 লেভেলের জ্ঞান।

২. কাজের মাধ্যমে PR👇

পড়ালেখা শেষে আপনি যদি চাকরি পান, তাহলে আপনি একটি Work Permit এর মাধ্যমে কাজ শুরু করতে পারবেন। কাজের অভিজ্ঞতা এবং ট্যাক্স পেমেন্ট ৫ বছর ধরে নিয়মিত থাকলে PR পাওয়ার সুযোগ থাকে।

৩. ইতালিয়ান সিটিজেনশিপের জন্য বিবাহ👇

যদি কোনো ইতালিয়ান নাগরিককে বিয়ে করেন, তাহলে ২ বছরের মধ্যে আপনি PR বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন (যদি ইতালিতে থাকেন)।

৪. ইনভেস্টমেন্ট বা ব্যবসা শুরু করা👇

ইতালিতে ইনভেস্টমেন্ট বা ব্যবসা শুরু করলে, আপনি PR এর জন্য দ্রুত আবেদন করতে পারবেন।

শর্ত: নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে।

৫. ইতালির নাগরিকত্বের জন্য আবেদন👇

PR পাওয়ার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে এর জন্য আরও কিছু সময় লাগবে (১০ বছর)।

প্রয়োজনীয় কাগজপত্র:

বৈধ পাসপোর্ট।

রেসিডেন্স পারমিট।

আর্থিক স্টেটমেন্ট।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

ইতালিয়ান ভাষার দক্ষতার সার্টিফিকেট।

যারা একটা স্পেসিফিক দেশকে টার্গেটে রেখেছেন তাদের বলছি হাতে কিছু অপশন রাখা সবসময়ই ভালো। ফিনল্যান্ডঃ যদিও এখন পার্ট-পার্ট-...
24/12/2024

যারা একটা স্পেসিফিক দেশকে টার্গেটে রেখেছেন তাদের বলছি হাতে কিছু অপশন রাখা সবসময়ই ভালো।

ফিনল্যান্ডঃ যদিও এখন পার্ট-পার্ট-টাইম জব পাওয়া কঠিন তবে এই দেশটা সবদিক দিয়ে ভালো। বিশেষ করে PR নিয়ে আপনার প্যারা নেওয়া লাগবে না। ফিনল্যান্ডে অনেক গুলো ভার্সিটি আছে। আপনি ফ্রি তে আবেদন করতে পারবেন। সাধারণত প্রতি বছর জানুয়ারির ৫ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। কিছু ভার্সিটি যেমন Aalto University, University of Helsinki আবেদন প্রক্রিয়া আগে থেকেই শুরু হয়। এখানে দেখার বিষয় হলো ফিনল্যান্ডের টিউশন ফি অনেক। কিন্তু রেজাল্ট ভালো থাকলে ও ইন্টারভিউ ভালো হলে ৫০-১০০% পর্যন্ত স্কলারশিপ পাবেন।
Website: https://www.studyinfinland.fi/

ডেনমার্কঃ ডেনমার্কে পৃথিবীর সেরা কিছু ভার্সিটি আছে। তবে টিউশন ফি বিশেষ করে সাইন্সের সাবজেক্ট গুলোতে অনেক বেশি। যদি স্পাউস নিয়ে যেতে পারেন তবে টিউশন ফি নিয়ে প্যারা খেতে হবে না। দুইজন মিলে যা ইনকাম করবেন খুব সুন্দর করে চলতে পারবেন।
Website: https://studyindenmark.dk/
বেলজিয়ামঃ অনেকেই হয়তো বেলজিয়াম নিয়ে খুব বেশি কিছু জানে না, বা শুনে নি। কিন্তু ইউরোপীয় দেশ গুলোর মধ্যে বেলজিয়াম ও ভালো অপশন। ভার্সিটি ভেদে টিউশন ফি ৯০০-৫০০ ইউরো। ডকুমেন্টস সব ঠিক থাকলে এমবাসি ভিসা নিয়ে প্যারা দেয় না। Ghent University, UHasselt, VUB দেখতে পারেন।
Website: https://www.studyinbelgium.be/en

ইতালি: এক সময় ইতালি বেশ জনপ্রিয় ছিলো এবং অনেক বাংলাদেশি ব্যাচেলর, মাস্টার্স লেভেলে লেখাপড়া করার জন্য যেত। কিন্তু গত কয়েক বছর ভিসা রেশিও খুব খারাপ ছিলো। কিন্তু এবছর দেখলাম ভালোই ভিসা দিয়েছে। ইতালির অনেক ভার্সিটির টিউশন ফি কম এবং খুব কম খরচে ভালো সাবজেক্টে পড়তে পারবেন। রেজাল্ট ভালো থাকলে স্কলারশিপও পেয়ে যেতে পারেন। ইতালির ভার্সিটি গুলো ভালোই স্কলারশিপ দিয়ে থাকে।
Website: https://studyinitaly.esteri.it/en/home_borse

চেক রিপাবলিকঃ জার্মানির পাশের এই দেশে বেশ কিছু ভালো ভার্সিটি আছে। আপনার যদি IT, Computer Science রিলেটেড সাবজেক্টে পড়ার ইচ্ছে থাকে দেখতে পারেন। খুব কম খরচে মাস্টার্স শেষ করতে পারবেন এবং পড়া শেষে জব নিয়ে প্যারা খাওয়া লাগবে না। Masaryk University, Brno University of Technology, Czech University of Life Sciences দেখতে পারেন।
Website: https://www.studyin.cz/

জার্মানিঃ এবার নরওয়েতে ২৫০+ স্টুডেন্ট যাচ্ছে। জার্মান এমবাসির ইন্টারভিউ কলের জন্য যদি এক বছর অপেক্ষা করতে না হতো তাহলে এই ২৫০ জনের মধ্যে হয়তো ১০০+ জার্মানি দৌড় দিতো। যদি দুই বছর অপেক্ষা করতে পারবেন জার্মানি দেখতে পারেন।
Website: https://www2.daad.de/.../international-programmes/en/result/

নেদারল্যান্ডসঃ টাকা-পয়সা থাকলে নেদারল্যান্ডস দেখতে পারেন। দেশ, পড়ালেখার মান সবকিছুই ভালো কিন্তু টিউশন ফি আমার কাছে অনেক মনে হয়েছে।
Website: https://www.studyinholland.nl/

আইসলেন্ডঃ এই দেশে খুব অল্প কয়েকজন বাংলাদেশি আছেন যারা মাস্টার্স লেভেলে লেখাপড়া করছেন। একাডেমিক রেজাল্ট ভালো হলে ও IELTS এ ৬.৫ থাকলে University of Iceland দেখতে পারেন। এই ভার্সিটিতে কোন টিউশন ফি নেই।
Website: https://study.iceland.is/

ফ্রান্সঃ ফ্রান্স এমবাসি ভিসা নিয়ে ভালোই প্যারা দেয়। কিন্তু ফ্রান্সের অনেক ভার্সিটিতে টিউশন ফি খুব কম, সেইসাথে স্কলারশিপও অফার করে। যদি স্কলারশিপ পেয়ে যান তাহলে ভিসা নিয়ে খুব একটা ঝামেলা হবে না। University of Paris-Saclay, Saint-Aubin, Université de Paris দেখতে পারেন।
Website: https://www.campusfrance.org/en

সুইডেন: খুব সুন্দর এবং পরিপাটি একটা দেশ। সুইডেনের কিছু ভার্সিটি ওয়ার্ডের বেস্ট। একাডেমিক রেজাল্ট, IELTS স্কোর ভালো হলে চেষ্টা করে দেখতে পারেন। সাবজেক্ট রিলেটেড দুই বছরের জব এক্সপেরিয়েন্স থাকলে SI স্কলারশিপের জন্য ট্রাই করা যেতে পারে। এছাড়াও ভার্সিটি বা ডিপার্টমেন্টের বেশ কিছু স্কলারশিপ আছে। ভার্সিটির ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন।
Website: https://studyinsweden.se/

পোল্যান্ডঃ পোল্যান্ডে অনেক বাংলাদশি আছে। আগে অনেক বাংলাদেশি ব্যাচেলর, মাস্টার্স লেভেলে পোল্যান্ড যেতো। কারণ পোল্যান্ডের ভার্সিটি গুলোর টিউশন ফি অনেক কম। সেই সাথে জীবনযাপনের ব্যায় ও কম। পোল্যান্ডের জন্য University of Warsaw, Warsaw University of Technology দেখত পারেন।
Website: https://study.gov.pl/

** অপশন রাখা ভালো। তবে বেশি অপশন থাকলে আবার সমস্যা। 😄

যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পোস্টটি তাদের জন্য। আমাদের দেশের অনেক শিক্ষার্থী এখন দেশের বাহিরের কোন ভার্সিটি থে...
23/12/2024

যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পোস্টটি তাদের জন্য।

আমাদের দেশের অনেক শিক্ষার্থী এখন দেশের বাহিরের কোন ভার্সিটি থেকে উচ্চশিক্ষা চায়। গত দুই - তিন বছর থেকে কলেজ পাশ করা শিক্ষার্থীদের দেশের বাহিরে পড়তে যাওয়ার হার উর্ধমুখী। তবে অনেকই আছে বিষয় গুলো ভালো করে না বুঝে এজেন্সির কাছে গিয়ে প্রতারণার শিকার হয়।

প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে ডকুমেন্ট রেডি করা। যে যে ডকুমেন্ট লাগবে:
১। পাসপোর্ট
২। এসএসসি সার্টিফিকেট এবং নম্বর পএ
৩। এইচএসসি সার্টিফিকেট এবং নম্বর পএ
৪। রিকমেন্ডেশন লেটার
৫। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট (যদি থাকে)
৬। আইইএলটিএস

কোন দেশে যাবেন!
দেশ সিলেক্ট করা অনেক গুরুত্বপূর্ণ। আপনার পরিবার যদি আপনাকে ভালো সাপোর্ট দিতে পারে তাহলে বলবো ইউরোর বা আমেরিকার দিকে যেতে।

জার্মানি : ৭০% ভার্সিটিতে কোন টিউশনি ফি ছাড়াই পড়তে পারবেন। তবে দেশের যেকোনো একটা ভার্সিটি তে আগে এক বছর পড়তে হবে।।তারপর ব্যাচেলরের জন্য আবেদন করতে পারবেন। আইইএলটিএস : ৫.৫ মিনিমাম।

ডেনমার্ক : ডেনিশ ভার্সিটি গুলোতেও আবেদন করতে হলে ১২+১ বছরের পড়ালেখা দেখাতে হবে। টিউশন ফি বছরে গড়ে ৮০০০ - ১৫০০০ ইউরো। ভিসার জন্য ব্যাংকে কোন প্রকার টাকা দেখাতে হয় না। এটাই ডেনমার্কের বড় সুবিধা। আইইএলটিএস : ৬.০ মিনিমাম।

হল্যান্ড: একে সবাই টিউলিপ ফুলের দেশ বলে জানে। হল্যান্ড ইউরোপের সুখী এবং সুন্দর একটি দেশ। এই দেশের ভার্সিটি গুলোরে ব্যাচেলর করতে গেলে বছরে প্রায় ৮০০০ - ১৬০০০ ইউরো গুনতে হবে।

চায়না : এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। চায়নাতে প্রায় ২০০০+ ভার্সিটি আছে। এরমধ্য কয়েকশত ভার্সিটিতে বিদেশি শিক্ষার্থীরা লেখাপড়া করে। চায়নিজ ভার্সিটি গুলো ব্যাচেলর লেভেলের স্টুডেন্টদের নানান ধরণের স্কলারশিপ দিয়ে থাকে। অন্য দেশ গুলোর ভার্সিটির তুলনায় চায়নিজ ভার্সিটির স্কলারশিপ গুলো পাওয়া তুলনামূলক সহজ।

রাশিয়া : কারো যদি ইচ্ছা হয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস, কম্পিউটার সাইন্স রিলেটেড বিষয় গুলোতে পড়া তাহলে রাশিয়া ভালো অপশন হতে পারে। ইংরেজি মাধ্যমে টিউশন ফি বছরে গড়ে ৩০০০ ডলার। রাশিয়ান মাধ্যমে পড়লে আরো কম।

ফিনল্যান্ড : ফিনিশ ভার্সিটি গুলোতে ২০১৭ সাল পর্যন্ত ফ্রি তে পড়ালেখা করা যেতো। তবে এখন আর সে সুযোগ নেই। বছরে ৮০০০ - ১২০০০ ইউরো টিউশন ফি দিয়ে পড়তে হবে।

জাপান : জাপানের ভার্সিটি গুলো পৃথিবী বিখ্যাত। তবে টিউশন ফি অনেক ইউরোপীয়ান ভার্সিটি গুলোর তুলনায় কম। বছরে গড়ে ৫০০০ মার্কিন ডলার।

ভারত: ভারত আমাদের পাশের দেশ। এইজন্য আমরা হয়তে অনেকই সেখান যেতে চাই না। তবে ভারতে ৬-১০ লাখ টাকার মধ্যে অনেক ভালো ভার্সিটি তে ব্যাচেলর শেষ করা যাবে। কম্পিউটার সাইন্স বিষয়ে লেখাপড়া করার জন্য ভারত ভালো অপশন হতে পারে।

কানাডা: যদি আপনার বাবার অনেক টাকা থাকে কানাডা আপনার জন্য। বছরে গড়ে ৮ - ১০ লাখ টাকা শুধু টিউশন ফি দিতে হবে। তবে ভার্সিটি ভেদে টাকার পরিমাণ কম বা বেশি হতে পারে। আইইএলটিএস স্কোর ৬.৫ থাকা ভালো।

দক্ষিণ কোরিয়া : দেশটি আপনার জন্য ভালো একটা অপশন হতে পারে। টিউশন ফি বছরে গড়ে ৫০০০ মার্কিন ডলার। আইইএলটিএস এ ৫.৫ থাকলে কাজ চালিয়ে নিতে পারবেন।

অস্টিয়া: অনেকেই হয়তো আমরা এই দেশটি সম্পর্কে জানি না। এটি ইউরোপের অন্যতম ধনী দেশ। টিউশন ফি বছরে ৭৫০ ইউরোর মতো। ১২+১ বছরের শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যাচেলর আবেদনের জন্য। ইংরেজিত মাধ্যমে
খুব কম সংখ্যক মেজর সাবজেক্টে পড়া যায়।

এস্তোনিয়া: এস্তোনিয়া ইউরোর ছোট দেশ। টিউশন ফি বছরে গড়ে ৩০০০ ইউরো। আইইএলটিএস এ ৫.৫ হলেই আবেদন করতে পারবেন।

পোল্যান্ড : পোলিশ ভার্সিটি গুলোতেও কম খরচে লেখাপড়া করা যায়। টিউশন ফি বছরে ২০০০ - ৫০০০ ইউরো হবে। আইইএলটিএস এ ৬.০ থাকা ভালো।

নরওয়ে, সুইজারল্যান্ড এ হবে না। ব্যাচেলর লেভেলে এই দেশ গুলোর এম্বাসি ভিসা দেয় না।

* চেষ্টা করলে নিজে নিজেই আবেদন করতে পারবেন। শুধু শুধু এজেন্সিকে এক বস্তা টাকা কেন দিবেন! একন অনেক গ্রুপ রয়েছে, ইউটিউব চ্যানেল আছে। সহজেই যে কারো থেকে হেল্প নিতে পারেন।

*মূলকথা, প্রথমে দেশ সিলেক্ট করুণ > এরপর ভার্সিটি চয়েজ করুণ > এডমিশন রিকয়ামেন্ট গুলো চেক করুণ > আবেদনের তারিখ, টিউশন ফি দেখে নিন >যা যা ডকুমেন্ট লাগবে রেডি করুণ > এখন সময় মতো অনলাইনে আবেদন করুণ > এডমিশন লেটার পেলে ভার্সিটির টিউশন ফি সহ প্রয়োজনীয় খরচ ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেন > এরপর এম্বাসির জন্য কাগজপত্র প্রস্তুত করতে হবে> শেষে ভিসার জন্য আবেদন করুণ। 💁‍♂️🙅‍♂️

* টিউশন ফি ভার্সিটি ভেদে কম বা বেশি হতে পারে। ভার্সিটির অফিসিয়াল পেজে সঠিক তথ্য পাবেন। এখানে আমি গড় টিউশন ফির কথা উল্লেখ করেছি।

© collected

23/12/2024

STUDY IN ITALY - APPLICATION FULL PROCESS | JOURNEY OF A BANGLADESHI UNIPD STUDENT

Hello, everyone! In this video, I will introduce you to someone who successfully processed their study visa on their own without any help from an agency. If they can do it, you can too! Just believe in yourself and take charge of the process.

How can You process your own file ? Here is the video -

STUDY IN ITALY UNIVERSITY APPLICATION TO VISA APPLICATION A2Z FULL PROCESS | BANK STATEMENT - https://www.youtube.com/watch?v=jp6vieM_8tA

Looking For a Scholarship In Italy ? Here is the video -

SCHOLARSHIP IN ITALY 🇮🇹 - REGIONAL AND GOVERNMENT | APPLICATION PROCESS & DOCUMENTS - https://www.youtube.com/watch?v=4lV4SRLUtdc

Here is the full playlist = https://youtube.com/playlist?list=PLSHx2_iXRJZ7nYvSZl6vLgb0RSa86KfA7&si=Bp05lSr4h4JyJqAQ

Feel Free to Share it to someone who's interested to studying in Italy = https://youtu.be/XlE-IfLOFdQ

Social Media -

Facebook Account : https://www.facebook.com/ynnusunny

Instagram : https://www.instagram.com/i_m_yudi/

page : https://www.facebook.com/yudiwashere

23/12/2024

ইতালির বেস্ট সিম কার্ড 🇮🇹 ?

ইতালিতে আসার পর সর্বপ্রথম কোন জিনিসটার প্রয়োজন হয় আপনার ? একটা সিম কার্ড , আমি অলমোস্ট সব অপারেটর ব্যবহার করেছি ইতালির আর আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে । ইতালিতে আসার পর প্রথম আমি এই অপারেটর থেকেই সিম নিয়েছিলাম ।

21/12/2024

GOING TO UNIVERSITY OF PADOVA IN -6 DEGREE | STUDY IN ITALY

🌍 Experience the University of Padova in Extreme Winter Conditions! ❄️

Join me as I navigate through the chilly -6°C weather to explore one of the oldest and most prestigious universities in the world, the University of Padova, Italy. Whether you're planning to study in Italy or just curious about what it's like to be a student at a world-class university during the harsh winter season, this video is for you!

🏫 What's in this video?

A winter morning commute to the University of Padova.
Tips for surviving and studying in extreme cold weather in Italy.
Real-life student experiences and a glimpse of campus life.
Insights into studying abroad in Italy and life as an international student.
📚 Why Study in Italy?
Italy is home to some of the best universities in Europe, offering high-quality education, affordable tuition, and rich cultural experiences. Learn why studying at the University of Padova could be the perfect choice for you!

✅ Keywords:

University of Padova
Study in Italy
Life as an international student in Italy
Winter in Italy
Study abroad experiences
Italy education system
University of Padova student life
Surviving Italian winters

✨ Don't Forget to Like, Comment & Subscribe for more student vlogs, study abroad tips, and life in Italy videos!

This video was shoot around January 2023 maybe I am not sure about the month.

Social Media -

IG : https://www.instagram.com/i_m_yudi/
FB : https://www.facebook.com/yudiwashere
Twitter : https://twitter.com/ImYuDi2020

18/12/2024

ইতালিতে প্রথম দিন - আমার ২ জন এপ্লিকেন্ট ভিসা পেয়ে আজ ইতালি পৌছালো

আশা করি সবাই ভালো আছেন । এর আগে আমার যেসব এপ্লিকেন্ট ভিসা পেয়েছে তাদের কোন না কোন ফ্যামিলি মেম্বার ইতালিতে ছিলো বলে তাদের কে পিক করতে এয়ারপোর্ট যাওয়ার দরকার হয় নি । কিন্তু এই ২ জন কে বলেছিলাম আমি নিজে গিয়ে রিসিভ করবো আর তাদের রিসিভ করা , সিম কিনা থেকে শুরু করে যতটুকু পেরেছি হেল্প করেছি ।

পুরো ভিডিও টি দেখার জন্য অগ্রিম ধন্যবাদ ।

Social Media -

IG : https://www.instagram.com/i_m_yudi/
FB : https://www.facebook.com/yudiwashere
Twitter : https://twitter.com/ImYuDi2020

#ইতালি #পড়াশোনা #ইতালিভিসা

তুমি ভাবতেসো ইতালির ভিসা হয় না , রেশিও জিরো জিরো , এখনো চিন্তায় মগ্ন যে আবেদন করবে নাকি দেশেই থাকবে -আর এদিকে আমার এপ্লি...
17/12/2024

তুমি ভাবতেসো ইতালির ভিসা হয় না , রেশিও জিরো জিরো , এখনো চিন্তায় মগ্ন যে আবেদন করবে নাকি দেশেই থাকবে -

আর এদিকে আমার এপ্লিকেন্ট একেকজন রিক্স নিয়ে আবেদন করে এখন ভিসা পেয়ে ইতালি।

17/12/2024

SCHOLARSHIP IN ITALY 🇮🇹 - REGIONAL AND GOVERNMENT | APPLICATION PROCESS & DOCUMENTS

Hello Guys, In This Video I Tried To Deliver Whole Info Regarding Scholarship In Italy .

Free Education In Italy and a small brief explain about Tuition Fees system , How does family income convert into Italian ISEE and Zero Tuition Fees.

0. Types of Scholarship Available In Italy.
1. How to apply for scholarship in Italy .
2. Which documents you need to prepare in Bangladesh For Regional Scholarship in Italy.
3. How to process all documents for scholarship in Italy.
4. How to Make ISEE Parificato.
5.Italian Regional Scholarship Full Process , Deadlines

ITALIAN Govt. Scholarship - https://www.esteri.it/en/opportunita/borse-di-studio/

Regional Scholarship - https://drscholars.com/italy-regional-scholarships-fully-funded/

Veneto Govt. Scholarship - https://www.unipd.it/en/regional-government-scholarships

Er.go Scholarship - https://www.er-go.it/international-students/benefits/focus-on-scholarship

Ersu Scholarship - https://ersucagliari.it/en/services/scholarship.html
https://www.ersupalermo.it/foreign-students/

DSU Scholarship - https://www.unipi.it/index.php/tuition-fees-and-financial-support/item/2275-dsu-scholarship

Social Media -

IG : https://www.instagram.com/i_m_yudi/
FB : https://www.facebook.com/yudiwashere

আজকের দিন টা বেশ ভালো ছিলো , আমার ২ জন এপ্লিকেন্ট আজ ইতালিতে সহি সালামত পৌছালো । গতকাল রাতে যখন তারা বাংলাদেশ থেকে ফ্লাই...
16/12/2024

আজকের দিন টা বেশ ভালো ছিলো , আমার ২ জন এপ্লিকেন্ট আজ ইতালিতে সহি সালামত পৌছালো ।

গতকাল রাতে যখন তারা বাংলাদেশ থেকে ফ্লাই করে তখন থেকেই কন্টিনিউয়াসলি যোগাযোগ রেখেছি , এবং এদের জন্য কাজ থেকে ৩ দিনের ছুটি আগে থেকেই নিয়ে রেখেছিলাম ।

যেহেতু প্রথমবার আসতেছে তাই যত টুকু হেল্প / ইনফো অনলাইনে দেয়া সম্ভব ছিলো দিয়েছি । মাঝ রাতে সৌরভ ভাই কল দিয়ে জানালো যে তারা ইস্তানবুল পৌছে গিয়েছে আর তখন যে ঘুম ভাংলো আর ঘুমাই নি , ইতালিতে তখন ৩ টা বাজে রাতে । ভাবলাম যদি এখন ঘুমাই তাহলে আর সকালে উঠা অসম্ভব আর বেচারা ২ জন এয়ারপোর্টেই দিন কাটাতে হবে ।

সকাল সকাল আমার শহর থেকে ট্রেনে করে গেলাম ভেনিস ,সেখান থেকে আবার বাসে করে গেলাম এয়ারপোর্ট । ইমিগ্রেশন সম্পর্কে আগেই জানিয়ে দিয়েছিলাম যেনো যত দ্রুত সম্ভব লাইনে এসে দাঁড়িয়ে থাকে । এয়ারপোর্ট থেকে পিক করে তাদের নিয়ে আসলাম আমি যেই শহরে থাকি / পাদোভা । তারা যাবে বলোনিয়া এবং মদেনা শহরে । ভাই ব্রাদার মিলে খাওয়া দাওয়া করলাম , শহর ঘুরে দেখালাম , সিম কিনলাম , ট্যুর প্ল্যান করলাম , ছবি ভিডিও করে ভালো একটা দিন পার করলাম ।

সৌরভ ভাই এর সিজিপিএ এর যেমন ভালো ছবি তুলার স্কিলও অনেক ভালো , আর ভাই চরম লেভেলের মিশুক মানুষ ।

Shahbab Ashfak - Università di Modena e Reggio Emilia
Master's In Electronics Engineering

Sourav Saha - Università di Bologna
Master's In Telecommunication Engineering

অবশেষে তাদের ট্রেনে তুলে দিয়ে বাসায় এসে এখন ২ দিনের অঘুম একবারে নিবার করবো ।

ইতালির টপ ইউনিভার্সিটির একটি - ইউনিভার্সিটি অফ রোমা / স্যাপিয়েঞ্জা ইউনিভার্সিটি রোমের স্যাপিয়েঞ্জা ইউনিভার্সিটি ইউরোপে...
15/12/2024

ইতালির টপ ইউনিভার্সিটির একটি - ইউনিভার্সিটি অফ রোমা / স্যাপিয়েঞ্জা ইউনিভার্সিটি

রোমের স্যাপিয়েঞ্জা ইউনিভার্সিটি ইউরোপের বৃহত্তম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। এটি 1303 সালে পোপ বনিফেস অষ্টম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বহু শতাব্দী ধরে সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য একটি সুপরিচিত গন্তব্য। Sapienza একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, যার মানে টিউশন ফি তুলনামূলকভাবে কম। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তাদের শিক্ষায় সহায়তা করার জন্য অনেক বৃত্তি প্রদান করে।

* Sapienza 185th in THE World University Rankings

রোমের স্যাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেক সুবিধা রয়েছে। এই সুবিধার মধ্যে কিছু অন্তর্ভুক্ত:

* বিশ্বের অন্যতম সুন্দর শহরে পড়ার সুযোগ।
* বিশ্বের সেরা এবং সবচেয়ে সুপরিচিত অধ্যাপকদের একজনের কাছ থেকে শেখার সুযোগ।
উন্নত গবেষণায় অংশগ্রহণের সুযোগ।
* সারা বিশ্বের শিক্ষার্থীদের সাথে নেটওয়ার্ক করার এবং একটি সামাজিক নেটওয়ার্ক তৈরি করার সুযোগ।

রোমের স্যাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয়ে বৃত্তিঃ

* স্যাপিয়েঞ্জা ইন্টারন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম
* ইরাসমাস+ স্কলারশিপ প্রোগ্রাম
* ইতালীয়ান সরকারী বৃত্তি প্রোগ্রাম
* রিজিওনাল স্কলারশিপ

ইংরেজি দক্ষতা পরীক্ষা = ন্যূনতম স্কোর প্রয়োজন

CEFR = B2

TOEFL iBT =80

TOEFL =550

TOEIC = 730

IELTS= 5.5

🇬🇧ইউকে স্টূডেন্ট ভিসা প্রসেস পদ্ধতি 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ইউকে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য একজন 🇧🇩বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারকে ন...
13/12/2024

🇬🇧ইউকে স্টূডেন্ট ভিসা প্রসেস পদ্ধতি 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

ইউকে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য একজন 🇧🇩বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে:

১. উপযুক্ত কোর্সে ভর্তি নিশ্চিত করুন
ইউকে-ভিত্তিক যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে (যেমন বিশ্ববিদ্যালয়) ভর্তি হতে হবে।
আবেদন করতে পারেন নিজে নিজে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে । অথবা ভাল বিশ্বস্ত কোনো এজেন্ট এর সহায়তা নিতে পারেন।

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি Confirmation of Acceptance for Studies (CAS) পেতে হবে।

২. প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করুন আবেদন করতে যেসব ডকুমেন্ট প্রয়োজন:
বৈধ পাসপোর্ট।

*Confirmation of Acceptance for Studies (CAS)।

*ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ (যেমন IELTS স্কোর)।

*একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট।

*ব্যাংক স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল সাপোর্টের প্রমাণ (অন্তত ২৮ দিন ধরে টিউশন ফি এবং জীবনযাত্রার খরচের অর্থ থাকতে হবে)।

*মেডিকেল পরীক্ষা রিপোর্ট (টিউবারকুলোসিস টেস্ট)।

*ভিসা ফি জমার প্রমাণ।

৩. ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করা

UKVI-অনুমোদিত IELTS টেস্ট অথবা সমমানের টেস্ট দিয়ে ইংরেজি ভাষার দক্ষতা নিশ্চিত করতে হবে।

৪. মেডিকেল টেস্ট
টিউবারকুলোসিস (TB) টেস্ট করতে হবে ইউকে সরকার অনুমোদিত কোনো সেন্টারে।

৫. ফিনান্সিয়াল প্রমাণ দেখানো
ইউকে স্টুডেন্ট ভিসার জন্য ফিনান্সিয়াল যোগ্যতা দেখাতে হবে।
টিউশন ফি এবং ৯ মাসের (বা কোর্সের সময় অনুযায়ী) জীবনযাত্রার খরচের প্রমাণ থাকা বাধ্যতামূলক। ২০২৫ সাল থেকে নতুন ফিনানশিয়াল এমাউন্ট প্রতিমাসের জন্য

*1483 লন্ডনে অবস্থিত বিশ্ববিদ্যালয়
*1136 লন্ডনের বাহিরে অবস্থিত বিশ্ববিদ্যালয়

৬. স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফি জমা দিন
ভিসা ফি জমা দিতে হবে (বর্তমানে £৪৯০)।
Immigration Health Surcharge (IHS) প্রদান করতে হবে (প্রায় £900-1035 প্রতি বছর)।

৭. ভিসা অ্যাপ্লাই করুন
UK Visas and Immigration (UKVI) ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট ভিসার জন্য অনলাইন আবেদন পূরণ করুন।

প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান বা আপলোড করতে হবে।

৮. বায়োমেট্রিক তথ্য প্রদান
আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট ও ছবি) দিতে হবে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে।

৯. ইন্টারভিউ প্রস্তুতি
আবেদনকারীর শিক্ষার উদ্দেশ্য এবং পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হতে ভিসা ইন্টারভিউ হতে পারে।

১০. ভিসার ফলাফল : আবেদন প্রসেসের শেষে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন।

ভিসা অনুমোদিত হলে, পাসপোর্টে ভিসা স্ট্যাম্প দেয়া হবে।

আপনার আবেদন সঠিকভাবে সম্পন্ন করতে প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে অনুসরণ করুন।
স্টুডেন্ট ভিসায় ইউকে আসতে ইচ্ছুকে শেয়ার করতে পারেন।🇬🇧

 # **ইওটভোস লোরান্ড ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২৫**🇭🇺**আয়োজক দেশ: হাঙ্গেরি**আয়োজক প্রতিষ্ঠান: ইওটভোস লোরান্ড  ইউনিভার্সিটি...
12/12/2024

# **ইওটভোস লোরান্ড ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২৫**🇭🇺

**আয়োজক দেশ: হাঙ্গেরি

**আয়োজক প্রতিষ্ঠান: ইওটভোস লোরান্ড ইউনিভার্সিটি

🔰**প্রোগ্রামের স্তর:

* হাঙ্গেরিয়ান ভাষায় প্রস্তুতিমূলক কোর্স (অ-ডিগ্রী; ১ বছর)
* ব্যাচেলর প্রোগ্রাম (স্নাতক; ৩ বা ৩.৫ বছর)
* মাস্টার্স প্রোগ্রাম (স্নাতকোত্তর; ২ বছর)
* ডক্টরাল প্রোগ্রাম (২+২ বছর)

✅**সুবিধাসমূহ:**

1. টিউশন ফি এবং আবেদন ফি মওকুফ।

2. উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে থাকার ব্যবস্থা বা প্রতি মাসে **৪০,০০০ HUF (হাঙ্গেরিয়ান ফরিন্ট)** ১২ মাসের জন্য।

3. স্বাস্থ্যসেবা সেবা।

4. অতিরিক্ত বেসরকারি স্বাস্থ্যবীমা।

5. বিনামূল্যে ভিসা।

6. বিনামূল্যে বসবাসের অনুমতি।

7. বিনামূল্যে গ্রন্থাগার পরিষেবা।

8. বৃত্তির অর্থ প্রদান:

o **৪৩,৭০০ HUF প্রতি মাসে**(প্রস্তুতিমূলক ভাষা কোর্স, ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামের জন্য)।

o **১৪০,০০০ HUF প্রতি মাসে** ডক্টরাল প্রোগ্রামের প্রথম দুই বছরের জন্য।

o **১৮০,০০০ HUF প্রতি মাসে** ডক্টরাল প্রোগ্রামের পরবর্তী দুই বছরের জন্য।

📌**যোগ্যতার মানদণ্ড:**

1. আবেদনকারীর অবশ্যই যোগ্য তালিকাভুক্ত দেশের নাগরিক হতে হবে।

2. পূর্ববর্তী একাডেমিক রেকর্ড ভালো হতে হবে এবং উচ্চশিক্ষায় আগ্রহী হতে হবে।

3. ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

4. আবেদনকারী হাঙ্গেরির নাগরিক বা দ্বৈত নাগরিক হওয়া যাবে না।

5. শরণার্থী, রাষ্ট্রহীন ব্যক্তি, আশ্রয়প্রার্থী, অভিবাসী এবং **উচ্চশিক্ষা আইনের ধারা ৩৯(১এ)** এর আওতার বাইরে থাকা ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।

⚠**আবেদনের শেষ তারিখ:**

১৫ জানুয়ারি, ২০২৫

, , , , , .

Indirizzo

Via Porta Portello
Padua
35132

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Yudi Was Here pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Yudi Was Here:

Video

Condividi