Mehejabin’s Tiny World

Mehejabin’s Tiny World I feel no need to explain myself to anyone

অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান খান😍। বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ এর সাথে বিবাহবন্ধনে আ...
04/01/2025

অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান খান😍।
বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। 🤍🤍

নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করা রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা| পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্ক এর কুইন্স এ “রোজাস ব্রাইডাল মেকওভার” প্রতিষ্ঠাতা করেন| প্রায় দশ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন| এছাড়াও মেকওভার এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং তাদের অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন|

নববিবাহিত দম্পতির জন্য অনেক অনেক শুভ কামনা 🌸🎶

31/12/2024

Every person's dream☺️inshallah one day

🫶(2015-2024)🫶
❤️+❤️=❤️❤️❤️❤️

Family goals ❤️
Alhamdulilallah ☺️

19/12/2024

One day Raja Rani 🫶

18/12/2024

দেখতে দেখতে কত গুলো বছর কেটে গেল,ভাবতেই অবাক লাগে
সময় গুলো যেনো চোখের পলকে চলে গেল🥹
৯ টি বছর আমরা এক সাথে আলহামদুলিল্লাহ্
২ জন থেকে ৪ জন এখন আমরা
২ টা পরীর বাবা মা 🥰ভাবা যায়😇আমার কাছে তো মনে হয় আমি এখন ও ক্লাস টেন এ পড়ি 🙊আলহামদুলিল্লাহ্ আমার ২৫ বছর বয়সে ,আমার সব পরিকল্পনার থেকে অনেক বেশি আমি পেয়েছি,আল্লাহ আমাকে দিয়েছে😇

আর কি চাই🥹?
জীবনে আর তেমন কিছু চাওয়ার নেই ,শুধু একটাই চাওয়া
বাঁচতে চাই 🥹
অনেক বছর বাঁচতে চাই আমি 🥹
আমার এই মানুষটার সাথে ,শেষ বয়সে গিয়েও এক সাথে থাকতে চাই❤️🤝যুগ যুগ ধরে 🥹

এই মানুষটার কথা যতই বলি না কেন
কম হয়ে যাবে☺️আলহামদুলিল্লাহ

সে একজন ভালো মানুষ,সে একজন ভালো সন্তান ,একজন ভালো বন্ধু,একজন ভালো প্রেমিক 🙈একজন ভালো স্বামী
আর সব থেকে বড় হচ্ছে একজন সেরা বাবা ☺️

Happy 9th anniversary Ru(maisa + faida)’S papa🥰

সবাই আমাদের জন‍্য অনেক অনেক দোয়া করবেন☺️

11/12/2024

🌻

06/12/2024

তুমি নেকা তুমি বোকা তুমি রাগী তুমি অহংকারী আসলে এগুলোর কোনটাই তুমি নও💔

তুমি তাদের কাছে তেমনি যেমনটা তারা ডিজার্ভ করে🥀

দিনশেষে তুমি তুমিই থাকবে❤️

22/11/2024

Three lady in one frame 🖼️

আমার দুই কন‍্যা🥰আমার দুইটা পাখি
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ❤️❤️

Click:Our personal photographer📸

17/11/2024

কেমনে পটাইলো🤔

😝😂

(বড় জন পিক তুলতে তুলতে ক্লান্ত,সে আর পিক তুলবে না ,তাই তার জামা খুলে দিয়েছিলাম ) আমরা পিক তুলছিলাম আর তখনই সে আমাদের পিছন দিয়ে দৌড় দিচ্ছিল আর সেই মুহূর্তে ক্লিক হয়ে গেছে😄

12/11/2024

পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে!
নিজের মা'কে হ'ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে!
ছেলেটার নাম সা'দ। বয়স ২১ বছর। একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা। কখনো ঋণ করে, কখনো বাপের পকেট আত্মসাৎ করে। তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয়। মায়ের সদুপদেশ যেন বিষ। প্রায় ঝগড়া হতো। সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেড়িয়ে যায়।

দুপুরে ফিরে দেখে মা সবজি কুটছেন। ছেলেটা পিছন থেকে শ্বাসরুদ্ধ করে মা'কে মেরে ফেলে। তারপর ডিপে রেখে আলমারিসহ বিভিন্ন জিনিস ভেঙ্গে ডাকা'তির চিহ্ন রেখে চলে গেলো। ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করলো, যেন সে মাত্র এখন এসেছে। আর ঘটনাটি ছড়লো ডাকা'তি হয়েছে বলে। কিন্তু, সত্য কখনো চাপা থাকে না।

আমি ভাবছি সেই অসহায় মায়ের কথা। সন্তানের থেকে এতো অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্য তিনি রান্নার আয়োজন করছিলেন। ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলা হয়েছিলেন? ছেলে যখন মুখ চে'পে ধরলো, তখন মায়ের চোখ কী ভেবেছিল? যে সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছিলেন, নিজের হাতে বেড়ে তুলেছিলেন, এবং সবকিছু শিখিয়েছিলেন, সেই সন্তানের হিংস্র ভাব তাকে কতটা কষ্ট দিয়েছিল?

মৃত্যুর যন্ত্রণার থেকেও বোধহয় মা বেশী যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায়। নিজের হাতে-গড়া সন্তানের হাত যখন মায়ের গ'লা চে'পে ধরলো, তখন সেই মায়ের জগৎ এমনিও ফুরিয়ে এলো। বোকা মা! অথচ, সব ভুলে তুমি সেই সন্তানের জন্য রাঁধতে বসেছিলে!

©

09/11/2024

Mom Daughter 🥰

1st trip with my two daughters ❣️❣️

Main agar kahoon…..

07/11/2024

Beauty in the aquarium🐋🐟🐠



😇

10/10/2024

এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানে…..

08/10/2024

শান্তি 🌸

হাওরের দুপুর 🥰

07/10/2024

আমি বেশ স্বার্থপর মানুষ

আমি চাই তুমি আমার কাছেই সুখে থাকো, অন্য কারো কাছে না 🥺

Dear unmarried girls,🩷💍Please don’t be scared of being married. Marriage is not ugly, married life is not scary. Just ta...
06/09/2024

Dear unmarried girls,🩷💍

Please don’t be scared of being married. Marriage is not ugly, married life is not scary. Just take your time to judge the person you are going to get married to, be mindful while taking your lifetime decision, don’t rush and don’t be greedy for anything.

Marriage is beautiful, married life is beautiful. Just you have to find the right person by your side.

Written by Nesath Khusbu

Alhamdulillah ❤️

01/09/2024

চলো হারিয়ে যাই , লাল শাপলার বিলে 🌷🌸

আমি তো বার বার যেতে চাই🥺

Indirizzo

Olbia

Telefono

+393338703116

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Mehejabin’s Tiny World pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Video

Condividi