Mehejabin’s Tiny World

Mehejabin’s Tiny World I feel no need to explain myself to anyone

11/12/2023

- চলো বলে ফেলি কত কথা কলি.!!🥺💜🥀

05/12/2023

আমি বার বার বহুবার তোমাকে চাই…

28/11/2023

"১ টাকায় ৫ টা চকোলেট" পাওয়া থেকে "৫ টাকায় ১ টা চকলেট" পাওয়ার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!🙂🥀

বন্ধুদের "নিচে আয়" থেকে "অনলাইন আয়" বলার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!🙂

"মা আর পাঁচ মিনিট ঘুমাতে দাও" বলা থেকে নিজ হাতে "অ্যালার্ম বন্ধ" করার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!🙂🌸

"খেলনা ভেঙে যাওয়ার কষ্টে কেঁদে বুক ভাসিয়ে" দেওয়া থেকে "মন ভেঙে চুরমার" হওয়ার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!💔🙂

"চল আগে দেখা করি তারপর প্ল্যান করি" বলা থেকে "আগে প্ল্যান করি তারপর দেখা করি" বলার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!

"আমি বড় হতে চাই" বলতে বলতে "আমি শৈশবে ফিরে যেতে চাওয়ার" সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!

আমরা অনেক বড় হয়ে গেছি, বড় হচ্ছি বুঝার আগেই অনেক বড় হয়ে গেলাম!🙂

স্ত্রীকে ভালোবাসা সহজ নয়। উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন।  বিয়ের পর মোবাইলের ওয়ালপেপারে স্ত্রীর ছবি রেখেছিলাম। বন্ধুদের...
14/11/2023

স্ত্রীকে ভালোবাসা সহজ নয়। উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন।

বিয়ের পর মোবাইলের ওয়ালপেপারে স্ত্রীর ছবি রেখেছিলাম। বন্ধুদের সাথে আড্ডায় এক বন্ধু সেটা দেখলো।
তারপর সে হাসতে হাসতে অন্য বন্ধুদের বললো,"রিফাতের মোবাইল দেখ। বউয়ের ছবি দিয়ে রেখেছে। ব্যাটা বউ পা'গ'ল।"
সঙ্গে সঙ্গে সবার মধ্যে হাসির ধুম পড়ে গেলো।

এমন বি'ব্র'ত হয়ে পড়লাম যে, বলার মতো নয়।
বি'ব্র'ত অবস্থা থেকে বাঁচার জন্য ওদের বললাম,"তোরা যা ভাবছিস তা না। আসলে অন্য একটা ছবি সিলেক্ট করতে গিয়ে ভু'লে এই ছবিটা পোস্ট হয়ে গেছে। আমি নিজেও খেয়াল করি নি। এই দেখ ছবিটা এখনই ডি'লি'ট করে দিচ্ছি।"

তারপর ওদের দেখিয়ে স্ত্রীর ছবিটা বদলে বন্ধুদের নিয়ে তোলা একটা ছবি মোবাইলের ওয়ালপেপারে দিলাম।

আরেকটা ঘটনা বলি।
স্ত্রীর পরি'শ্রম যেনো কম হয় এজন্য মাছ মুরগী কিনলে বাজার থেকে কু'টি'য়ে আনতাম। স্ত্রীকে রান্নায় সাহায্য করতাম। ছাদে শুকাতে দেয়া কাপড় নিয়ে আসতাম।

মা এসব দেখতেন। এবং মা'র চোখ দেখে বুঝতে পারতাম তিনি এসব পছন্দ করছেন না। তবে তিনি কিছু বলতেন না। কিন্তু যেদিন স্ত্রীর কাপড় ধুলাম সেদিন তিনি আর চু'প থাকতে পারলেন না।

কা'টা কা'টা উচ্চারণে বললেন,"বিয়ে করতে না করতেই বউ পা'গ'ল হয়ে গেছিস! বউয়ের ক'ষ্ট স'হ্য হচ্ছে না, তাই না? ঘরের এসব কাজ আমরা সারা জীবন করি নি?"

এমন নয় যে, আমি শুধু স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করি, মাকেও সাহায্য করি। কিন্তু স্ত্রীকে সাহায্য করাটা তিনি কেনো যেনো নিতে পারতেন না।

আমি 'বউ পা'গ'ল', মায়ের কাছ থেকে এই কথাটা গেলো খালাদের কাছে। আর খালাদের কাছ থেকে পুরো আত্মীয় মহলে র'টে গেলো।

তারপর থেকে আমার আড়ালে এবং সামনে, ঘরে কিংবা বাইরে, হয় রেগে নয়তো কটাক্ষ করে, আত্মীয়দের মধ্যে কেউ না কেউ বলতো,"রিফাত বউয়ের আঁচল ধরে ঘোরে। ও বউ পা'গ'ল হয়েছে। পুরুষ হতে পারে নি।"

যখন তারা এসব বলতো, তখন ল'জ্জা'য় অপ'মানে শে'ষ হয়ে যেতাম। এই ল'জ্জা এবং অপ'মান থেকে মু'ক্তি পাওয়ার জন্য এবং নিজেকে পুরুষ প্রমাণ করার জন্য স্ত্রীকে সাহায্য করা ব'ন্ধ করে দিলাম।

আরেকটা ঘটনা বলি।
বিয়ের শুরুর দিকে প্রতিদিন অফিসের লাঞ্চের সময় স্ত্রীকে ফোন করতাম। সে খেয়েছে কিনা জানতে চাইতাম। সেও আমাকে ফোন দিতো। ফোনের এই কথপোকথন কলিগদের এড়িয়ে করতাম। তবু কী করে যেনো এক কলিগ ব্যাপারটা বুঝতে পারলো। আর তারপরই পুরো অফিসে ছড়িয়ে পড়লো, রিফাত সাহেব বউ পা'গ'ল।

এরপর থেকে আমাকে দেখলে অফিসের সবাই ঠোঁট টি'পে হাসতো। কী যে জ্বা'লা'ময়ী সে হাসি! সেই হাসির য'ন্ত্র'ণা থেকে র'ক্ষা পাওয়ার জন্য অফিস থেকে স্ত্রীকে ফোন করা ব'ন্ধ করে দিলাম। আর সে ফোন করলে সবাইকে শুনিয়ে রূঢ় ভাষায় বলতাম,"প্রয়োজন ছাড়া ফোন দেবে না। অফিস কাজ করার জায়গা। ডেটিং করার জায়গা না।"

তাই বলছিলাম, স্ত্রীকে ভালোবাসা সহজ নয়। নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম, আমি পৃথিবীর সব কিছু ভালোবাসতে পারবো। মা, বাবা, ভাই, বোন, সন্তান, বন্ধু, আত্মীয়, পশু পাখি, এমন কি জড় পদার্থকেও। এবং এসবের জন্য কেউ আমাকে ব্য'ঙ্গ করবে না, আমার ওপর ক্ষি'প্ত'ও হবে না। কিন্তু স্ত্রীকে ভালোবাসতে গেলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে স'র্ব'না'শ! শা'স্তি হিসেবে জুটবে 'বউ পা'গ'ল' উপাধি। আর একজন পুরুষের জীবনে এই উপাধির চেয়ে ভ'য়া'ব'হ আর কিছু নেই।

যাই হোক, গল্পে ফিরে আসি।

এদিকে সবার কাছে নিজেকে পুরুষ প্রমাণ করতে গিয়ে স্ত্রীকে অ'ব'হে'লা করতে করতে ওর জীবনটাকে দু'র্বি'ষ'হ করে তুললাম। ওর জীবন থেকে হাসি হারিয়ে গেলো।

একদিন মাঝ রাতে ঘুম ভে'ঙে দেখলাম, স্ত্রী পাশ ফিরে শুয়ে ফুঁ'পিয়ে ফুঁ'পিয়ে কাঁ'দ'ছে।
জানতে চাইলাম,"কী হয়েছে?"
সে অদ্ভুত বি'ষ'ণ্ণ গলায় বললো,"আমার কী হয়েছে, আমি কেমন আছি, এসব কখনো জানতে চেয়ো না। মনে রেখো, দেয়ালেরও কান আছে। শে'ষে সবাই জেনে যাবে, তুমি বউ পাগল।"

ওর কথা শুনে এতো খা'রা'প লাগলো বলার মতো নয়। বু'ক চি'রে একটা গভীর দীর্ঘ'শ্বাস পড়লো। সেদিন রাতে আর ঘুম এলো না।

পরদিন ভোরে আমার নি'র্ঘুম স্ত্রী শোয়া থেকে উঠলে ওকে বললাম,"এতোকাল পুরুষ হতে গিয়ে আসলে কা'পুরুষের মতো আচরণ করেছি। এবার সত্যিকারের পুরুষ হবো। কারণ এবার পৃথিবীর সবচেয়ে ক'ঠি'ন কাজটা করবো।"
স্ত্রী বললো,"কী সেটা?"
ওর ম'লি'ন দু গালে আলতো হাত রেখে বললাম,"বউ পা'গ'ল হবো।"

"একজন যুবকের কথা"
- রুদ্র আজাদ

06/11/2023

প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে চলো হারিয়ে যাই !

কার সঙ্গে হারাতে চান এমন সুন্দর মুহূর্তে ?

আমার "তুমি" টা হতে হবে নব্বই দশকের মতো! হাজার মানুষের ভিড়ে যার নজর থাকবে আমার দিকে!.🖤🌸
12/10/2023

আমার "তুমি" টা হতে হবে নব্বই দশকের মতো! হাজার মানুষের ভিড়ে যার নজর থাকবে আমার দিকে!.🖤🌸

24/09/2023

চলো হারিয়ে যাই , লাল শাপলার বিলে 🌷🌸

Saree:Love Of Fashion Italy
📷D. K Turjoy (shoto vai)

18/09/2023

My crush 😘

14/09/2023

জীবনে যে কতবার শাড়ি পরলাম কিন্তু কারো দেহ থেকে আত্মা বের হলো না আজ পর্যন্ত 😒আফসোস

POV : When you see her in saree !! 💖👀

09/09/2023

সবাই কিন্তু গলায় দড়ি দিয়েই আত্মহত্যা করে না। আত্মহত্যা করার উপায় সবার আলাদা আলাদা। 🙂কেউ পছন্দের খাবার ছেড়ে দেয়,কেউ কথা বলা ছেড়ে দেয়,কেউ বিশ্বাস করা ছেড়ে দেয়,কেউ গান গাওয়া ছেড়ে দেয়,কেউ ছবি তোলা ছেড়ে দেয়,কেউ ছবি আঁকা,কেউ লেখা,কেউ স্বপ্ন দেখা,আবার কেউ ভালোবাসা.. 💔 একটু একটু করে চঞ্চল মানুষ গুলা নিরবতায় মরে যায়। যা কিনা মৃত্যুর চেয়েও ভয়ংকর 🙂

09/09/2023

মন খারাপের দিনে শাড়ি পড়তে হয় 😊❤️

শাশুড়ী মায়ের শাড়ীতে আমি 🫶

02/09/2023

— আমার নিঠুর মনোহর,যদি পাই তোমার লাগর
খুলিয়া কইতাম তোমারে পরানের খবর...

13/08/2023

- বকুলের মালা শুকাবে

- রেখে দেব তার সুরভে ❤️🥀

06/08/2023

🤍ও প্রিয়তমা ও প্রিয়তমা
আমি প্রিয়তমা,তোমার প্রিয়তমা🤍

“শুভ জন্মদিন” আমার আদরের কলিজার টুকরো আজ তোমার জীবনের একটি বিশেষ দিন। সৃষ্টিকর্তার দেওয়া আমার জীবনের একটি শ্রেষ্ঠ সম্পদ...
12/07/2023

“শুভ জন্মদিন” আমার আদরের কলিজার টুকরো আজ তোমার জীবনের একটি বিশেষ দিন। সৃষ্টিকর্তার দেওয়া আমার জীবনের একটি শ্রেষ্ঠ সম্পদ ও সেরা উপহার হচ্ছে তুমি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আমার কোলে তোমাকে দেওয়ার জন্য। আমার ছায়া তলে তোমাকে সারাটা জীবন রাখতে চাই এভাবেই।”
তোমার হাসি মাখা মুখটা সারা জীবন এমনই থাকুক🫶

‘’শুভ জন্মদিন’’
Rumaisa Rafa Manha

12/07/2023

🇧🇩🫶আমার দেশ🫶🇧🇩
❤️শান্তি❤️

05/05/2023

বলো আমায় কখনো…!’’
ছেড়ে যাবে না…….

22/03/2023
15/03/2023

আমি এক এমন পাখি…….🥀🥀🥀

10/03/2023

ইচ্ছে ছিল……..🥀🥀

10/03/2023

আমার কেউ নেই …..💔

একজন লোক একটি সুন্দরী মেয়েকে বিয়ে করলেন।  উনি উনার স্ত্রী কে খুব ভালবাসতেন, হটাৎ উনার স্ত্রীর চর্মরোগ হয়, ধীরে ধীরে স...
08/03/2023

একজন লোক একটি সুন্দরী মেয়েকে বিয়ে করলেন। উনি উনার স্ত্রী কে খুব ভালবাসতেন, হটাৎ উনার স্ত্রীর চর্মরোগ হয়, ধীরে ধীরে স্ত্রী সৌন্দর্য হারাতে শুরু করে।

একদিন স্বামী স্ত্রী বেড়াতে গেলে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দৃষ্টিশক্তি হারান স্বামী।তবে তাদের বিবাহিত জীবন যথারীতি চলতে থাকে,কিন্তু দিন যেতে না যেতেই স্ত্রীর সৌন্দর্য হারিয়ে ফেলেছেন, অন্ধ স্বামী এটা জানতেন না এবং তাদের বিবাহিত জীবনে কোন পার্থক্য ছিল না।

স্বামী স্ত্রী কে ভালবাসতে থাকেন এবং স্ত্রীও স্বামী কে খুব ভালবাসতেন, একদিন হটাৎ স্ত্রী মারা গেলেন।

স্ত্রী মৃত্যু স্বামী একটি বড় দুঃখ নিয়ে এসেছিলো, স্বামী উনার সমস্ত শেষকৃত্য সম্পন্ন করে সেই শহর ছেড়ে চলে যেতে চাইলেন।

পেছন থেকে একজন ডেকে বললেন, “এখন একা একা হাঁটবেন কী করে?এই সমস্ত দিন আপনাকে আপনার স্ত্রী সাহায্য করতেন।"

তিনি উত্তর দিলেন, “আমি অন্ধ নই..!
আমি অভিনয় করছিলাম কারণ তিনি যদি জানতেন যে আমি একটি রোগের কারণে তার ত্বকের অবস্থা দেখতে পাচ্ছি, তবে এটি তার রোগের চেয়ে বেশি ব্যথা করত।

আমি কেবল তার সৌন্দর্যের জন্য তাকে ভালবাসিনি, তবে আমি তার যত্নশীল এবং প্রেমময় প্রকৃতির প্রেমে পড়েছি, তাই আমি অন্ধ হওয়ার ভান করলাম, আমি শুধু ওকে খুশি রাখতে চেয়েছিলাম।"

( সৌন্দর্য সময়ের সাথে বিবর্ণ হবে, কিন্তু হৃদয় এবং আত্মা সব সময় একই থাকবে, মানুষটিকে বাহিরে থেকে নয়, অন্তর থেকে ভালোবাসুন )



রিপোস্ট

19/02/2023

💔💔💔

14/02/2023

🥀I want to fly like a bird🥀

💕Ishq Wala Love 💕

৪০ সেকেন্ডের  ভূমিকম্পের আগে লোকটি ৩ টি বাড়ির মালিক ছিলো।আর সেই লোক ৪০ সেকেন্ড পর তিনটি  রুটিরও মালিক না। অন্যের দেওয়া ...
09/02/2023

৪০ সেকেন্ডের ভূমিকম্পের আগে লোকটি ৩ টি বাড়ির মালিক ছিলো।আর সেই লোক ৪০ সেকেন্ড পর তিনটি রুটিরও মালিক না। অন্যের দেওয়া রুটি নিয়ে দাঁড়িয়ে আছে সে। তাই কখনো অহংকার করবেন না কারো সাথে। সময়ের সাথে সব ঘুরে যেতে পারে। আল্লাহ চাইলে ১ সেকেন্ডে সব কিছু পরিবর্তন করে দিতে পারেন।

কালেক্টেড।
Alhamdulillah …..

🤭🤭
06/02/2023

🤭🤭

05/02/2023

Indirizzo

Olbia

Telefono

+393338703116

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Mehejabin’s Tiny World pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Video

Condividi


Altro Creatore di video Olbia

Vedi Tutte

Potrebbe piacerti anche