Silent Protest নিরব প্রতিবাদ

Silent Protest  নিরব প্রতিবাদ Entertainment

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একজন নারী মা...
04/02/2025

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদার কথা ভাবে। নারী ও পুরুষের চাহিদার এই ভিন্নতার কারণেই তাদের সম্পর্ক আরও জটিল এবং গভীর।

পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে শারীরিক সংযোগে। যদি আপনি আপনার পুরুষ সঙ্গীকে খুশি করতে চান, তবে তার সাথে অবশ্যই শারীরিক Attachment থাকা প্রয়োজন, এবং তা মন থেকে হতে হবে।

নারীরা, বিপরীতে, মানসিক Attachment-এ বেশি গুরুত্ব দেয়। যদি তার মন ভালো থাকে, তাহলে সে স্বাভাবিকভাবেই শারীরিক সংযোগে আগ্রহী হয়। কিন্তু যদি তার মানসিক অবস্থা ভালো না থাকে, তাহলে সে কোনো কিছুতেই সাড়া দেয় না। নারীর মনই তার আসল শক্তি।

একজন নারী চাইলে একজন পুরুষের জীবনকে নতুন করে সাজাতে পারে। আবার সেই নারী চাইলে একজন পুরুষের জীবনকে পুরোপুরি নষ্টও করে দিতে পারে।
একজন নারী চাইলেই একজন পুরুষকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। আবার চাইলে তাকে অসম্মানের তলানিতে নামিয়ে আনতে পারে।
নারী চাইলে একজন পুরুষকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারে। আবার চাইলে তাকে নিঃস্ব করে দিতে পারে।
নারী চাইলে একটি সুন্দর পরিবার এবং সুখী সংসার গড়ে তুলতে পারে। আবার চাইলে সেই সংসারকে ধ্বংস করে দিতে পারে।
নারী একজন পুরুষকে পরিবার, সমাজ, এবং নিজের প্রতি আবদ্ধ রাখতে পারে। আবার চাইলে সে পুরুষকে একা করে, পরিবারহীন করে ছুঁড়ে ফেলে দিতে পারে।
নারী তার শিক্ষা, শক্তি, মায়া, ভালোবাসা এবং মমতার মাধ্যমে পুরো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
নারী চাইলে একজন পুরুষকে শত খারাপ অভ্যাস থেকে মুক্ত করে ভালো মানুষে পরিণত করতে পারে। আবার ভালো মানুষকে নষ্ট করতেও সক্ষম।

নারী, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস।
তুমি তোমার সৌন্দর্য, শিক্ষা, এবং ভালোবাসার শক্তি দিয়ে তোমার সংসার, পরিবার এবং সমাজকে সুন্দর করে তুলবে।
তোমার প্রেম হোক তোমার সংসার,
তোমার ভালোবাসা হোক তোমার স্বামী,
আর তোমার মায়ার বাঁধন হোক তোমার সন্তান।

নারী, তুমি চাইলেই অনেক কিছু করতে পারো। তুমি পারো, পুরো পৃথিবী বদলে দিতে!
©🌸

29/01/2025

মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও!

ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।

তার মতে, মাত্র দুটি উপায় vঅনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-

১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।

২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।

মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।

৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।

চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।

উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।

সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেয়ার জন্য।

তিনি বলেছেন, “আমি আমার কাজটি করেছি। এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করুন।”
সূত্র :- রেড্ডি।
সংগ্রহ :- ভাস্কর।

এতেই বোঝা যায় আমরা জীবন দিতে রাজি আছি মাটি ছাড়তে রাজি না।
09/01/2025

এতেই বোঝা যায় আমরা জীবন দিতে রাজি আছি মাটি ছাড়তে রাজি না।

পুরাটাই মনের শান্তিসোর্স কমেন্টে
29/12/2024

পুরাটাই মনের শান্তি
সোর্স কমেন্টে

 #জনস্বার্থে_প্রচারিত সাবধান হন,,,, সচেতন করুন,,,,মানুষ মানুষেরই জন্য,,,,🙂মিথ্যা রূপচাঁদা মাছ চান্দা মাছ থেকে সাবধান,,,,...
02/11/2024

#জনস্বার্থে_প্রচারিত
সাবধান হন,,,, সচেতন করুন,,,,মানুষ মানুষেরই জন্য,,,,🙂

মিথ্যা রূপচাঁদা মাছ চান্দা মাছ থেকে সাবধান,,,,🤔

আজকাল বিশেষত অনেক শহরে এবং গ্রামগঞ্জের বাজারে একধরনের মাছ বিক্রি হতে দেখা যাচ্ছে, যাকে মৎস ব্যবসায়ীরা রূপচাঁদা মাছ বা চান্দা মাছ অথবা চাঁদা মাছ বলছেন। এই মাছ কোথা থেকে আসে জিজ্ঞাসা করা হলে তাঁরা বলছেন, এই মাছ পুকুরে চাষ করা হয়। দামেও অন্যান্য মাছের তুলনায় বেশ সস্তা। তাই গ্রামগঞ্জে মানুষের পছন্দের তালিকায় একেবারে প্রথম সারিতে এখন এই মাছ। কিন্তু এই মাছের সম্পর্কে শুনলে আপনি চমকে উঠবেন। এই মাছ মূলত মাংসাশী শ্রেণির। এখন অনেক মৎস ব্যবসায়ীও এই মাছ চাষ করছেন। এই মাছগুলি ধরতে ও মারতে পুকুরে তীব্রমাত্রায় বিষ প্রয়োগ করতে হয়। এরা নাকি মানুষখেকো সেই পিরানহা মাছের জাত। যে জলে এই পিরানহা মাছ হয়, সেখানে নামলে সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগে একজন আস্ত মানুষকে হজম করতে। এই মাছ চেনার উপায় হল, এর সামনের দাঁত অবিকল মানুষের মতো। এই মাছ খেলে ফুসফুস ক্যানসার, ব্রেন ক্যানসার, স্ট্রোক ইত্যাদি রোগ শরীরে দানা বাঁধে। যদি কোনো মৎস ব্যবসায়ী এই মাছ বিক্রি করেন, তবে তাঁর বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক জেল- জরিমানা হওয়ারও বিধান রয়েছে। অথচ সাধারণ মানুষকে বোকা বানিয়ে ব্যবসায়ীরা এই মাছকে রূপচাঁদা বা চাঁদা অথবা চান্দা বলে বিক্রি করে চলেছেন। কাজেই সবাইকে সতর্ক হতে হবে,,,,🤔

#𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅

30/10/2024
ভিপি নুরুল হক নুর, যে-কি-না বিভিন্ন সময় কথার পরিবর্তন এর মাধ্যমে অনেক ইন্টারভিউতে বলছেন দ্রুত নির্বাচন দিতে আবার একইসাথ...
17/10/2024

ভিপি নুরুল হক নুর, যে-কি-না বিভিন্ন সময় কথার পরিবর্তন এর মাধ্যমে অনেক ইন্টারভিউতে বলছেন দ্রুত নির্বাচন দিতে আবার একইসাথে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য সময় দিতে। তার এত তাড়া কেন নির্বাচনের বিষয়ে। সে আসলে কি চায় সুযোগে একবার এমপি মন্ত্রী হতে, না-কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? এমন প্রশ্ন অনেকেরই মনে জেগে আছে।

02/10/2024

“প্রেম হল সিগারেটের মতো, যার আরম্ভ হল অগ্নি দিয়ে, আর শেষ পরিণতি ছাই দিয়ে-
জর্জ বার্নার্ড শ।

26/09/2024

“অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥

19/09/2024

বন্ধু তোমার নুনু থাকবেনা।

09/09/2024

Italy VSF এ ভিসা পাসপোর্ট জটিলতা নিয়ে চলছে আন্দোলন।

ভারতের মৌমিতার জন্য মোমবাতি প্রজ্জ্বলন করে ফেলছিলেন আপনারা, অথচ স্বর্ণা দাস নামের একটা মেয়েকে বিএসএফ গু*লি করে মে*রে ফে...
08/09/2024

ভারতের মৌমিতার জন্য মোমবাতি প্রজ্জ্বলন করে ফেলছিলেন আপনারা,

অথচ স্বর্ণা দাস নামের একটা মেয়েকে বিএসএফ গু*লি করে মে*রে ফেলেছে।

এই মেয়েটার বয়স কত ছিলো জানেন? ১৪ বছর।

মেয়েটার একটা ছবি পত্রিকাতে এসেছে। বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া। স্বর্ণার স্কুলের টিচার জানিয়েছেন, স্বর্ণা খুব ভালো ছাত্রী ছিলো। খেলাধুলা আর ছবি আঁকাতেও সে খুব ভালো ছিলো।

জাতীয় সঙ্গীত নিয়ে কিছু বললে আপনার মন খারাপ হয়। কারণ এই গানের "মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি" লাইনটা আপনার প্রিয়।

আপনার দেশের ১৪ বছরের একটা বাচ্চা মেয়েকে বিএসএফ গু*লি করে মে*রে ফেলেছে। লা*শ নিয়ে গেছে। এরচে মলিন বদন একটা দেশের জন্য আর কিছু পারে?

কিন্তু আপনার আমার চোখে অশ্রুটা কই?

নাকি আমাদের অশ্রু এতোটাই দামী যে গ্রামের এক সাধারণ কিশোরী, স্বর্ণা দাসের জন্য ঐটা খরচ করা যায় না?

08/09/2024

মুরুব্বী মুরুব্বী হুম হুম

বাংলাদেশের উন্নয়ন। বিস্তারিত কমেন্ট বক্স এ
31/08/2024

বাংলাদেশের উন্নয়ন। বিস্তারিত কমেন্ট বক্স এ

এই শিক্ষককে যাতে অপমান করবে না চুমা দেবে।
31/08/2024

এই শিক্ষককে যাতে অপমান করবে না চুমা দেবে।

30/08/2024

ছাত্র আন্দোলনের সময় যখন ইন্টারনেট বন্ধ ছিল।

26/08/2024

মিষ্টি নে মিষ্টি

Indirizzo

Milan

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Silent Protest নিরব প্রতিবাদ pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Silent Protest নিরব প্রতিবাদ:

Video

Condividi