09/12/2024
Dear girls 🙂
কেউ তোমাকে নিজের পৃথিবী বলে সম্বোধন করলে পটে যেওনা। কেউ তোমাকে পৃথিবীর সব সুখ দিবে বলে স্বপ্ন দেখালেও, বিশ্বাস করিওনা। কেউ তোমাকে রানী বানিয়ে রাখবে এমন স্বপ্নও দেখিওনা।
দুনিয়ার সব taken for granted. নিজের স্বার্থ ছাড়া কেউ এক পা নড়ে না। নিজের জীবন নিজে সাজাও। স্বপ্ন দেখো, পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের জন্য কাজ করো। নিজের পৃথিবীতে নিজেকে সাজিয়ে রাখো।
ট্যুর, হ্যাং-আউট, পার্টি, কনসার্ট, কফি? যা মন চায় তা-ই করো। কিন্তু সবার আগে ক্যারিয়ার গড়ো। পায়ের নিচের মাটি শক্ত করো। নিজের অবস্থান নিশ্চিত করো। নিজের এক্সেস কাউকে দিওনা। কাউকে না।
কারো সাথে জড়ায় গেলে লয়্যাল থেকো, কিন্তু কোনোভাবেই দয়াল সাজিওনা। কেউ তোমাকে ছেড়ে যাবে এমনকিছু হওয়ার আগে তুমি নিজেই ছেড়ে আসতে পারো সেই সাহস সঞ্চয় করো।
আবারও বলছি আগে ক্যারিয়ার গড়ো। ব্যক্তিত্ববান হও। স্টাইলিশ সুন্দরীদের সাথে পুরুষ সময় কাটাতে ভালবাসে। কিন্তু সাহসী ব্যক্তিত্ববান নারীর সাথে সুপুরুষ তার জীবন কাটাতে চায়।
চয়েজ তোমার!
✍️