05/09/2024
ঠাকুরের জন্ম ১৮৬১ সালে, মৃত্যু ১৯৪১ সালে।
তাহলে ঠাকুর বাংলাদেশকে উদ্দেশ্য করে জাতীয় সংগীত কিভাবে গাইলো? যেখানে বাংলাদেশের জন্ম ১৯৭১ সালে 🤡🙏
১২০ বছর আগের একটা সঙ্গীত যা বাংলাদেশ জন্মের ৬৬ বছর আগের সেটা কোন যুক্তিতে একটা দেশের জাতীয় সঙ্গিত হয়?
যেই সঙ্গীতে দেশের নাম উল্লেখ নেই, যেই সঙ্গীতের ৬ লাইন ৯৮% মানুষ জানেই না, যেই সঙ্গীতের ভাষার মর্মার্থ সহজ বাংলায় বোঝা যায় না সেটা নিয়ে কীভাবে দেশের মানুষের আবেগ আসবে?
একটা দেশের রাষ্ট্রীয় সংঙ্গীতে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সংগ্রামীদের নাম নেই, দেশের ইতিহাসের এক শব্দও উল্লেখ নেই সেটা কোন যুক্তিতে রাষ্ট্রীয় সঙ্গীত হবে? এই রাষ্ট্রীয় সঙ্গীত আবার বাউলশিল্পী গগন হরকরার গান "আমি কোথায় পাব তারে" থেকে আইডিয়া ও সুর চুরি করা। এমন চুরি করা সূরের গান রাষ্ট্রীয় সঙ্গীত হবে কীভাবে?
১৯০৫ খ্রিষ্টাব্দে লেখা সঙ্গীত কোন যুক্তিতে বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত? তখন তো ভারতও স্বাধীন হয়নি! শতবর্ষ পুরোনো সঙ্গীতে কেনো আমাকে বাংলার আবেগ খুঁজতে হবে? তখন তো বাংলাই ছিলো না।
এমন একটা জাতীয় সঙ্গীত যা দেশের যুদ্ধক্ষেত্রে আন্দোলনে সংগ্রামে মানুষের শরীর মন জাগ্রত রাখার এক বিন্দু সক্ষমতা রাখে না, এমন এক রাষ্ট্রীয় সঙ্গীত যা শুনলে সংগ্রামী চেতনা উজ্জীবিত হবে তো দূরের কথা হিংস্র কুকুরও ঘুমিয়ে যাবে এমন সঙ্গীত নিয়ে আবেগ কোত্থেকে আসবে?
দেশের জাতীয় কবি থাকতে কেনো রাষ্ট্রীয় সঙ্গীত অন্য দেশের কবির গান হবে? যেই গানের রচয়িতার প্রতি দেশের মানুষের মতাদর্শের এক বিন্দু মিল নেই সে গান কেনো রাষ্ট্রীয় সঙ্গীত হবে?
যেই সঙ্গীত আমার ভালো লাগে না, আমাকে জাগ্রত করে না, আমাকে মায়া লাগায় না সেই সঙ্গীতের বিরুদ্ধে যৌক্তিক প্রশ্ন করলে কেনো আমি দেশদ্রোহী জামাত শিবির হয়ে যাবো? ফ্যসিস্ট স্বৈরশাসক হটানো হয়েছি কি কালচারাল ফ্যাসিজম দেখতে?