Tisha Arman ITALY

Tisha Arman ITALY Let’s Explore The Beauty Of Islam And Learn Lots Of About Our Islam 🖤🕋♥️

নবীজি ﷺ এর হায়াতের দিনগুলো স্মরণ করিয়ে দিল এই ছবিটি। ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা এলেন, নিজেদের অবস্থা জানালেন। আমার নবীজি...
07/03/2024

নবীজি ﷺ এর হায়াতের দিনগুলো স্মরণ করিয়ে দিল এই ছবিটি। ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা এলেন, নিজেদের অবস্থা জানালেন। আমার নবীজি ﷺ তখন নিজের জামা উঁচিয়ে দেখালেন—তাতে দুটো পাথর বাঁধা!
আমরা উদরপূর্তি করে আহার করছি। ভাত ভালো না লাগলে রুটি খাচ্ছি। তাতেও না হলে বিরিয়ানি, পোলাও কিংবা রেস্তোরাঁয় চলে যাচ্ছি। আমাদেরই এক অংশ দুনিয়ার এক প্রান্তে না খেয়ে পেটে পাথর বেঁধে সময় কাটাচ্ছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কী জবাব দিব জানি না...
আমাদের মাফ করুন ইয়া রব!

ওলামায়ে দেওবন্দ

05/03/2024

কিয়ামতের আগে কোনো একদিন এভাবেই মানুষ কোরআন লগইন করতে চাইবে, কিন্তু লগইন করতে পারবে না। মানুষ নিজের বুকশেলফ থেকে কোরআন হাতে তুলে দেখবে পৃষ্ঠা গুলো সাদা। একে ওকে কল দিবে, দৌড়ে ইমাম সাহেবদের কাছে যাবে সবারই একই অবস্থা হবে। আল্লাহ সকল কিতাব থেকে, হাফেজদের মেমোরি থেকে, সর্বপরি দুনিয়া থেকে কোরআনকে আসমানে তুলে নিবেন।

হে আমার ভাই ও বোন, সময় থাকতে এখুনি কোরআনমুখী হোন। আসন্ন রমাদানে কোরআন শিখুন, কোরআন পড়ুন, জানুন, অনুধাবন করুন। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দিন।

লেখা : জুনায়েদ আহমেদ (হাফি.)

03/03/2024

আরবিতে খুব সুন্দর একটা কথা আছে আল্লাহর দেওয়া কোনো নেয়ামতকে যদি জীবনে দীর্ঘ সময় ধরে রাখতে চান
তাহলে সেই নিয়ামতের কথা মানুষকে বলে বেড়ানো থেকে যথাসম্ভব বিরত থাকুন💚

03/03/2024

যখন আপনি দিনে এক ওয়াক্ত সালাত দিয়ে নতুন করে জীবন শুরু করবেন"🌼তখন রব আপনাকে
পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করবে.🤲

Assalamu alaikum🌸Will you reply my salam..?
01/03/2024

Assalamu alaikum🌸
Will you reply my salam..?

কী মর্মান্তিক দৃশ্য!🥹🥹🥹🥹বেলী রোডের অগ্নিকাণ্ডে নিহত এক পরিবারের ৫ সদস্যের জন্য কবর খনন করা হচ্ছে। "একজন ইতালি প্রবাসী। স...
01/03/2024

কী মর্মান্তিক দৃশ্য!🥹🥹🥹🥹
বেলী রোডের অগ্নিকাণ্ডে নিহত এক পরিবারের ৫ সদস্যের জন্য কবর খনন করা হচ্ছে।

"একজন ইতালি প্রবাসী। স্ত্রী-সন্তান নিয়ে বিরিয়ানি খেতে গেলেন বেইলি রোডের 'কাচ্চি ভাই' রেস্টুরেন্টে। স্বামী স্ত্রী ও তিন সন্তান—পুরো পরিবার সেখানেই আগুনে পুড়ে মারা গেলেন। পুরো পরিবার ওখানেই শেষ। স্বজনদের ভাষ্যমতে পরিবারের সদস্য তারা ৫ জন-ই। কিছুদিন আগেই তিনি দেশে এসেছেন স্ত্রী সন্তানদের ইতালি নিয়ে যেতে। পুরো পরিবার নিয়ে ইতালি সেটেল হওয়ার প্ল্যান ছিল।"

কিন্তু আজ?

আজ তাদের পুরো পরিবারের জন্য কবর খনন করা হচ্ছে। পাশাপাশি ৫টি কবর‌।

এই জীবন কত অনিশ্চিত; কত অনিশ্চিত।
তবুও আমাদের কতো চিন্তা জীবন নিয়ে🥹🥹🥹

আমরা চিন্তা করি, ৪ বছর পর কে কই থাকবো। আমরা জানিই না ৪ সেকেন্ড পর আমরা বেঁচে থাকবো কিনা। আমরা জানি না, আমাদের আর ঘরে ফেরা হবে কিনা, আমাদের কাছের মানুষরা আর ঘরে ফিরবে কিনা।

জীবনের চেয়ে অনিশ্চিত কিছু আর একটাও নাই।

বেইলি রোডের মর্মান্তিক ঘটনা আমাদের কে আবারো মনে করিয়ে দিলো জীবন কতো অনিশ্চিত🥹🥹হয়তো আজকের জন্য  তাদের  কতো পরিকল্পনা ছি...
01/03/2024

বেইলি রোডের মর্মান্তিক ঘটনা আমাদের কে আবারো মনে করিয়ে দিলো জীবন কতো অনিশ্চিত🥹🥹
হয়তো আজকের জন্য তাদের কতো পরিকল্পনা ছিল, জীবন নিয়ে কতো স্বপ্ন ছিল এক মুহূর্তেই সবকিছু শেষে হয়ে গেলো।
আল্লাহ্ নিহতদের জান্নাতুল ফেরদৌস দান করুন। নিহতদের পরিবার কে ধৈর্য্য দান করুন।
এই অনিশ্চিত জীবন নিয়ে কোনো আশা নেই, শুধু এইটাই আশা আল্লাহ্ সকলকে তুমি হুসনুল খাতিমা ( সুন্দর মৃত্যু) দিও আমিন🥹🥹

28/02/2024

ভয়ংকর কথা হলো..!

আঘাতপ্রাপ্ত মানুষ একদিন সব ভুলে গেলেও রব কিছুই ভুলেন না! প্রতিটা শব্দ, প্রতিটা অহ্মরের উচ্চারণ, আচরনের অডিও - ভিডিও রেকডিং তার কাছে মজুদ! প্রতিশোধ যদি বান্দা নিতো, ঢের ভালো ছিলো। কিন্তু শাস্তি যখন রব দিবেন, নিশ্চয়ই তার আযাব অত্যন্ত কঠোর! নিশ্চয়ই আপনার রব কিছুই ভুলেন না"!!!

[সূরা মারিয়াম, আয়াত: ৬৪]

23/02/2024

Astagfirullah!🥺
Yaa'الله please remove all the difficulties in our life..
Ameen.♡

19/02/2024

তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো?
সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়!

ﺇِﻧَّﻤَﺎ ﺃَﺷْﻜُﻮ ﺑَﺜِّﻲ ﻭَﺣُﺰْﻧِﻲ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ

অর্থ : 'আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি!'❤️

- (সূরা ইউসুফ, ৮৬)🌿

বিপদে-মুসিবতে যখন কেউ মানুষের সাথে কিছু শেয়ার না করে শুধু আল্লাহর কাছেই চোখের পানি ফেলে, তখন আল্লাহ ভীষণ খুশি হন!✨

সবচেয়ে বড় স্বস্তি এটাই যে,'আল্লাহ যার ভালো চান, তাকে দুঃখ কষ্টে ফেলেন!'🌸

- (বুখারি, ৫৬৪৫)🤍🌿

19/02/2024

Don't be jealous of people who wear beautiful make up and expensive outfit. Who have an iPhone and Mansion.

Keep your jealousy on someone who knows how to read Qur'an with tajweed, cover herself properly, treating her parents right. A woman who wear sabr and imaan. A woman with kindness that can be a model to everyone.

Be like that.♡︎

🔵 ১.দাউদ ইবনু আবি হিন্দ চল্লিশ বছর যাবৎ রোযা রেখেছিলেন।কিন্তু তার স্ত্রীও এই ব্যাপারে কিছু জানতেন না।প্রত্যেক দিন তাঁর স...
11/02/2024

🔵 ১.দাউদ ইবনু আবি হিন্দ চল্লিশ বছর যাবৎ রোযা রেখেছিলেন।কিন্তু তার স্ত্রীও এই ব্যাপারে কিছু জানতেন না।প্রত্যেক দিন তাঁর স্ত্রী খাবার বানাতেন এবং দাউদ কাজে বের হওয়ার সময় তাঁর সাথে ঐ খাবার দিয়ে দিতেন।কিন্তু দাউদ বাজারে গিয়ে খাবার গুলো একজন গরীব মানুষকে দিয়ে দিতেন এবং মাগরিবের পর বাসায় ফিরে তাঁর স্ত্রীর সাথে খাবার খেতেন অর্থাৎ ইফতার করতেন।বাজারের লোকেরা ভাবত তিনি তাঁর স্ত্রীর সাথে খাবার খেয়ে এসেছেন, আর তাঁর স্ত্রী ভাবতেন তিনি বাজারে গিয়ে তাঁর তৈরি করে দেয়া খাবার খাবেন।কিন্তু দাউদ সিয়াম রাখতেন এটা তিনি কাউকেই জানতে দিতেন না।
এমনকি তিনি বিশ বছর ধরে কিয়ামুল লাইল করেছেন,কিন্তু তার স্ত্রী এটাও কখনো জানতে পারেন নি।

•২. আলী ইবনু আবি তালিব (রাঃ) এর নাতির ছেলে,যাইনুল আবিদীন দশ বছর ধরে মদীনার গরীব লোকদের খাবার দিতেন কিন্তু কেউ জানতে পারত না তাদের কে খাবার দিচ্ছে।প্রতিদিন সকালে তারা বাড়ির সামনে খাবার পেত।শেষ পর্যন্ত যাইনুল আবিদীন মারা যাওয়ার পর তারা বুঝতে পারল যে তিনিই খাবার দিতেন।কারণ সেদিন থেকেই তাদের খাবার আসা বন্ধ হয়ে গিয়েছিল।পরে যাইনুল আবিদীন (রাঃ) কে গোসল করানোর সময় তারা তাঁর পিঠে অনেক দাগ দেখতে পেল যেই দাগ গুলো গরিবদের জন্য খাবার বহন করতে করতে তাঁর পিঠে বসে গিয়েছিল।

•৩. আল-আমিশ (রাঃ) বলেন,আমি ইব্রাহীম আন নাখা'ঈ (রাঃ) এর কাছে গিয়ে দেখলাম তিনি কুরআন পড়া শুরু করেছেন এবং এক টানা পড়েই যাচ্ছেন।কিন্তু অন্য কেউ আসার আগে সাথে সাথে তিনি কুরআন পড়া বন্ধ করে পাশে সরিয়ে রাখতেন।তিনি বিশ্বাস করতেন যে আমি তাঁর এই গোপন আমলের কথা কাউকে বলব না।তাই আমাকে বলতেন "আমি চাই না লোকজন আমাকে কুরআন পড়া অবস্থায় দেখুক।"

•৪.হাসান ইবনু আবি সিনান রাহিমাহুল্লাহ এর স্ত্রী বলেছেন " আমার স্বামী প্রায়ই আমার সাথে চালাকি করে আমাকে ঘুম পাড়িয়ে দিতেন,যেমনটি আমরা বাচ্চাদের চালাকি করে ঘুম পাড়িয়ে দেই।যখন আমি ঘুমিয়ে পড়তাম তখনই তিনি সালাতে দাড়িয়ে যেতেন।
একবার হাসানের স্ত্রী তাকে সালাত পড়তে দেখে ফেললেন আর বলে উঠলেন,"আবু আব্দুল্লাহ! কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন?নিজের উপর একটু রহম করুন।"
আবু আব্দুল্লাহ উত্তর দিলেন "কি বোকার মত কথা বলছ!তুমি আমাকে দুনিয়াতে ঘুমাতে বলছ!আমি অবশ্যই ঘুমাব,বিশ্রাম ও নিব।কিন্তু সেদিন __যেদিন আমাকে আর ঘুম থেকে উঠতে হবেনা।"

সুবহানআল্লাহ!

ভাবুন তো!উপরে উল্লেখিত ৪ টি ঘটনার ব্যক্তিদের সাথে আমাদের কতই না পার্থক্য! আমরা সামান্য কিছু ভালো কাজ করে,কিছু দান সদকা করে,রমাদানে কিছু রাকাত তারাবীহ আদায় করে কিংবা কুরআন খতম দিয়ে বুক ফুলিয়ে গর্ব করে সর্বত্র বলে বেড়ায়।
অথবা মুখে না বললে ও অনেকেই মনে মনে চাই লোকে আমার প্রশংসা করুক অথবা আমাকে ভালো কাজটি করতে দেখুক।
অথচ উনারা নিজেদের আমল গুলো লুকিয়ে রাখতে কতই না তৎপর ছিলেন!


আমরা প্রত্যেকদিন ফরজ এবং সুন্নত সালাতে অসংখ্য বার বলি
" আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল মাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি"
(সুরা ফাতিহাঃআয়াত ৫)

প্রতিবার আমরা এভাবেই নিজেদের স্বরণ করিয়ে দিতে পারি যে "শুধুমাত্র আল্লাহর কাছেই আমরা এই দুয়া করছি এবং আল্লাহর জন্যই প্রতিটি আমল করছি"।

পাশাপাশি রমাদানে পরিকল্পনা করে আমরা এমন ভাবে গোপন আমল শুরু করার চেষ্টা করতে পারি যাতে আল্লাহ ছাড়া অন্য কেউ কখনোই আমাদের আমলের ব্যপারে না জানে। হোক সেটা সালাত,দু 'আ,যাকাত,সদকা,কুরআন তিলাওয়াত বা তারাবীহ, প্রতিটি কাজ হবে শুধুমাত্র আল্লাহর জন্য।

বিচার দিবসে হয়তো প্রতিটি গোপন আমলের কথা আমাদের স্বরণ করিয়ে দিয়ে এগুলোর পুরষ্কার লক্ষ গুণ করে আমাদের সামনে উপস্থাপন করা হবে ইন শা আল্লাহ!
অথবা যদি আমরা কখনো কোন বিপদের মুখে পতিত হই,তখন আমাদের এই আমল গুলোর উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারব,
"হে আল্লাহ!আমি রমাদানে প্রত্যেক রাতে ইবাদত করেছিলাম শুধু তোমার জন্য। প্রতিটি যিকির করেছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য।
এটা তুমি আর আমি ছাড়া আর কেউ জানেনা।আমি যদি এই কাজ কেবল তোমার জন্যেই করে থাকি,তবে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা কর।"

বিশ্বাস করুন!আল্লাহ আমাদের এই দুয়া কখনোই ফিরিয়ে দেবেন না।

তথ্যসুত্র
বইঃধূলিমলিন উপহার রমাদান
লেখকঃশাইখ আহমাদ মুসা জিবরীল

11/02/2024

পথ চলতে যেয়ে কিছু মেয়েদের দেখি নিজেদের সুন্দর দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করছেন...

চোখ সাজানো, ম্যাকআপ, দামি জামা, জুতা আরও কত কি! এক ঝলক বা এক পলক বা কিছু মূহুর্ত সবাই দেখছেন, বিভিন্ন এডজেকটিভ ওয়ার্ডস শুনে নিজেকে খুবই প্রাউডি লাগছে। গর্জিয়াস ফীল হচ্ছে... তারপর?

দিনশেষে বেসিনের সামনে দাড়িয়ে ম্যাকআপ রিমুভাল দিয়ে বা ফেইসওয়াস দিয়ে মুখ ধুয়ে ওয়ার্ম শাওয়ার নিয়ে শরীর ফ্রেশ হয়ে গেলেও গুনাহ খাতাটা কিন্তু রয়ে গেলো সেভাবেই... শেষ শ্বাসটুকু কখন ফেলতে হয় জানি না আমরা, একা চলে যেতে হবে দুনিয়াটা ছেড়ে। শুরু হবে হিসাব, প্রতিটা কাজের হিসাব। কে দিবে সেই হিসাব?

যাদেরকে সৌন্দর্য দেখিয়ে মুগ্ধ করেছিলাম তারা কি কেউ থাকবে সাথে? তারা কি নিবে গুনাহের ভার? কেউ কি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে আসবে সেদিন?

কেউ না দেখুক আমার সুখ, আমার সৌন্দর্য আর নিয়ামতগুলো। আল্লাহ রব্বুল আ'লামীন আমাদেরকে যেসব নিয়ামাহ দিয়েছেন রহমত স্বরূপ দিয়েছেন। আলহামদুলিল্লাহ! মানুষকে দেখিয়ে গুনাহগার হয়ে কিভাবে সম্ভব হবে আগুনের বাসস্থানে নিজের অবস্থান বেছে নেয়া?!?

কি এমন ক্ষতি হবে যদি নিজেকে সবার সামনে এনে তুলে না ধরি? কি এমন ক্ষতি হবে নিজের খুব সুন্দর একটা প্রোফাইল পিকচার যদি না দেই? কি এমন ক্ষতি হবে আউটিংয়ের গর্জিয়াস মোমেন্টের ছবিগুলো যদি সোসাল মিডিয়াতে আপলোড না করি?

আজ আমরা তওবা করার সুযোগ পাচ্ছি... একটু পরই সেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে... শুরু হয়ে যেতে পারে আমার হিসাব দেয়ার পালা....

আল্লাহুম্মাগ ফিরলী!

- Collected

02/02/2024

এক মহিলা খুব নামাজ পড়ে। রোজা রাখে। দান-সদকাও করে। কিন্তু কথা বলার সময় প্রতিবেশীকে খোঁচা মেরে কথা বলে। কষ্ট দেয়। এমন মহিলার ব্যাপারে আপনার কী অভিমত ইয়া রাসূলাল্লাহ?
- সে জাহান্নামি!

আরেক মহিলা কোনো মতো ফরজ ইবাদতগুলো করে। অল্পই দান-সদকার সামর্থ্য রাখে। কিন্তু সে কাউকে খোঁচা মেরে কথা বলে না। এ মহিলার ব্যাপারে আপনার কী অভিমত ইয়া রাসূলাল্লাহ?
- সে জান্নাতি!

[আল-আদাবুল মুফরাদ, ইমাম বুখারী (১১৯); সহিহ ইবনে হিব্বান, (৫৭৬৪)]

অথচ আজকাল ঠেস দিয়ে কথা বলাটা একটা 'যোগ্যতা' জ্ঞান করা হয়। আমরা যতটা ভালো মুসলিম তার জীবন্ত সাক্ষী আমাদের স্বভাব-চরিত্র।

(সংগৃহীত)

01/02/2024

–শীঘ্রই এমন একটি যুগ আসবে, বাইরে থেকে মানুষকে মানুষই মনে হবে, কিন্তু ভেতর থেকে তারা হবে নেকড়ের চেয়েও নিকৃষ্ট!

-তাদের যুবকেরা হবে ধূর্ত, শিশুরা হবে অস্থির-অশান্ত, বৃদ্ধরা হবে সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ থেকে বিরত!

-তাদের মাঝে পাপিষ্ঠরা হবে সম্মানিত ও প্রভাবশালী! আর মুমিনরা হবে অপমানিত ও অধীনস্থ

….

ইবরাহিম ইবনু আদহাম ( রহিমাহুল্লাহ )

30/01/2024

জীবনে এমন অসংখ্য জিনিস হারিয়েছিলাম💔
যা আমি খুব করে চাইতাম আমার হোক🖤

সেগুলো না পাওয়ার কষ্টে কখনো কখনো রবের প্রতিই অভিযোগ করে বসতাম🥹আসতাগফিরুল্লাহ!😭

রবের পবিত্রতার কসম!
হারানো জিনিসগুলোর পরিবর্তে তিনি আমাকে এতোটাই উত্তম জিনিস দান করেছেন যে; এগুলোর কথা ভাবলেই আমি এক আকাশ পরিমান আনন্দিত হই🥰🥰

আলহামদুলিল্লাহ 🖤🖤🖤🖤

✍️©️

বদনজরের ( রুকইয়াহর) গোসলের নিয়ম:প্রথমে একটি বালতি বা গামলায় পানি নিবেন। এরপর সেই পানিতে দুইহাত কবজি পর্যন্ত ডুবিয়ে নিম...
28/01/2024

বদনজরের ( রুকইয়াহর) গোসলের নিয়ম:

প্রথমে একটি বালতি বা গামলায় পানি নিবেন। এরপর সেই পানিতে দুইহাত কবজি পর্যন্ত ডুবিয়ে নিম্নে বর্ণিত দরুদ শরিফ ও সুরাগুলো পড়বেন:

১) দরুদ শরিফ (যেকোন দরুদ) ৭বার
২) সুরা ফাতিহা ৭ বার
৩) আয়াতুল কুরসি ৭ বার
৪) সুরা কাফিরুন ৭ বার
৫) সুরা ইখলাস ৭ বার
৬) সুরা ফালাক ৭ বার
৭) সুরা নাস ৭ বার
৮) শেষে আবার দরুদ শরিফ
পড়বেন ৭ বার

এরপর হাত উঠিয়ে সেই পানি দিয়ে গোসল করে নিবেন।

✅লক্ষণীয়:

✅দরুদ শরিফ ও সুরা পড়ে পানিতে ফুঁ দেওয়ার প্রয়োজন নেই।
✅এই পানির সাথে অন্য কোনো পানি মিশাবেন না, শুধু এটা দিয়েই গোসল করবেন।
✅যদি টয়লেট আর গোসলখানা একসাথে হয় তাহলে অবশ্যই বাইরে থেকে পানি পড়ে তারপর ভেতরে নিয়ে গোসল করবেন।
✅প্রথমে এই পানি দিয়ে গোসল করার পর আপনি চাইলে অন্য পানি দিয়ে আবার গোসল করতে পারবেন।

🥴🥴🥴
28/01/2024

🥴🥴🥴

26/01/2024

যিনি অপ্রত্যাশিতভাবে বিপদে ফেলতে পারেন,
তিনিই কল্পনাতীতভাবে সেখান থেকে উদ্ধারও করতে পারেন🖤

যিনি এমন কিছু নিয়ে যান, যা হারানোর কথা কখনো কল্পনাও করিনি। তিনিই এমন কিছু দিতেও সক্ষম, যা পাওয়ার কথা স্বপ্নেও কখনো ভাবিনি! 😇

"নিশ্চয়ই তিনি কাঁদান, তিনিই হাসান!"♥️♥️

26/01/2024

প্রচলিত একটা কথা আছে- খারাপ সময়ে মানুষ চেনা যায়😍

কিন্তু আমরা কি কখনো এভাবে ভেবে দেখেছি যে, ভালো সময়েও মানুষ চেনা যায়? 🙄🙄

খারাপ সময়ে যেমন আমদের কাছ থেকে অনেক মানুষ দূরে চলে যায়, তেমনি ভালো সময়েও কিন্তু কিছু কিছু মানুষ দূরে সরে যায়।

যারা বন্ধু সেজে পাশে থাকার ভান করে শুধু আপনার খারাপ সময়টা উপভোগ করে যাচ্ছিলো, ভালো সময়ে আপনার সেই ভালোটা সহ্য করতে না পেরে তারা দূরে সরে যায়।
তারা কোনোভাবেই দেখতে চায় না আপনার ভালো, আপনার উন্নতি।
ভেতরে ভেতরে তাদের হেরে যাবার তীব্র যন্ত্রণায় অসুস্থ বোধ করে তারা।
তাই নিজেকে সুস্থ রাখতে আপনার কাছ থেকে সহসাই কেটে পড়ে তারা; নানান অজুহাতে দুরত্ব গড়ে তোলে আপনার সাথে।
তাদের কথায় আচার-আচরণে ফুটে ওঠে তাদের সেই ভালো না লাগা ভাব। চাইলেও তারা ঠিক সহজ হতে পারে না আপনার সাথে।
আপনার খারাপ সময়ে আপনার পোস্টে এসে নানান সান্ত্বনামূলক কথা বললেও, ভালো সময়ে তারা থাকে একদম চুপচাপ; নয়তো নামকাওয়াস্তে একটা মন্তব্য করে দায়সারা হয় শুধু।

এধরনের মানুষগুলো শত্রুর চাইতেও ভয়ংকর হয়👎👎

মানুষ শুধু খারাপ সময়ে নয়🙅🏻‍♀️. ভালো সময়েও চেনা যায়...🌸..এবং.....চিনে রাখতে হয় ।।

26/01/2024

নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব ‼️
🎙️Mizanur Rahman Azhari








19/01/2024
19/01/2024

ছোট বাচ্চারা অসুস্থ হলে ১ টি দোয়া পরে ফু দিন‼️
ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে📍

18/01/2024

মেয়েরা ঘুমানো আগে যদি এই ১ টা সূরা তিন বার পাঠ
করে।তাহলে স্বামীর সংসারে কোনো অভাব থাকবেনা‼️
ইনশাআল্লাহ 📍

17/01/2024

ধরেন আপনে কাউরে এত কষ্ট দিলেন, সে ভাত খাইতে বইসাও কাঁদলো,
এই ভাতের দানা গুলা আপনেরে ক্ষমা করবে ভাবসেন?
আপনে কাউরে এত কষ্ট দিলেন,সে জায়নামায ভিজায় ফেললো কেঁদে।
এই জায়নামায আপনেরে ক্ষমা করবে ভাবসেন?
আপনে কাউরে এত কষ্ট দিলেন,যে তার ভেতরটা দুমড়ায় মুচড়ায় গেলো!
সে আপনেরে ক্ষমা করলেও,তার রুহ আপনারে ক্ষমা করবে ভাবসেন?

কড়ায় গন্ডায় সব হিসাব এই পৃথিবীতেই মিলবে।
Every drop of tear is a debt,it has to be paid off‼️

17/01/2024

পিতা-মাতার জন্য দোয়া📍

14/01/2024

খুব কাছের বলতে কি আদৌ কেউ আছে?
কত কাছের মানুষের কথায় ক্ষতবিক্ষত হয়ে যায় অন্তর! কত গভীর সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায় মুহুর্তেই! পাহাড়সম বিশ্বাস ছিল যার প্রতি, অবিশ্বাসের দেয়াল উভয়ের মাঝে দাঁড়িয়ে যায় সহসাই!

মানসিক কষ্ট যাই আপনি পেয়ে থাকেন এই দুনিয়ার জীবনে, তার সিংহভাগই তো আসে এই কাছের মানুষদের থেকে।
প্রচন্ড বিপদে দিক বিদিক শুন্য আপনি, অবাক হয়ে তাকিয়ে দেখবেন, আপনার ভালবাসার মানুষগুলোর মধ্যেই অনেকে সেদিন চিনেও করবে না চেনার ভান।

এ পৃথিবীর সবচেয়ে বড় বিষ্ফোরন হয় মানুষের এই ছোট্ট অন্তরে। আর তা হয় মানুষের কারনেই।

এরই নাম দুনিয়া। গেঁথে নিন অন্তরে, এ দুনিয়া আপনার বাড়ি নয়। এখানকার কষ্টগুলোও চিরস্থায়ী নয়। দেখবেন, কষ্টগুলো তখন আর অসহ্য মনে হবে না। পারবেন শত বিপদেও বলতে সহজেই “আলহামদুলিল্লাহ”।

বিশ্বাস করুন গভীরভাবে, আপনার একমাত্র বন্ধু আপনার রব। যিনি আপনাকে মায়ের পেটে পেলেছেন, যখন আপনার কোনই বন্ধু ছিল না। কবরের একাকিত্বে যদি কেউ সাথী হয়, তাহলে হবে একমাত্র তাঁরই রহমত ও দয়া। তাঁকে সন্তুষ্ট রাখাই যদি হয় আপনার একমাত্র চাওয়া পাওয়া, কে দুরে সরে গেলো, কেই বা কাছে আসলো, খুব একটা ভাবান্তর আর হবে না কখনই।

©

Indirizzo

Milan

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Tisha Arman ITALY pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Video

Condividi


Altro Creatore di video Milan

Vedi Tutte