Life Of Tisha

Life Of Tisha I am Tisha…🇧🇩
Let’s Explore About Life in Italy 🇮🇹🇮🇹

18/01/2025

সেই পুরুষ সবচেয়ে উওম যে তার স্ত্রীরের কাছে সেরা‼️









18/01/2025

তখন শব্দের অনেক দাম ছিলো।
১১ টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০টা Sms পাওয়া যেতো।
প্রতিটা Sms এ Limitation থাকতো।
কথা বলতে বলতে ফুরিয়ে গেলেও অনলাইনে Recharge করার সুযোগ হতো না।
তাই প্রতিটা শব্দ খুব ভাবনা চিন্তা করে লিখতে হতো। তখন একটা "S" লিখার জন্য Keyboard কে ৪ বার প্রেস করতে হতো।
তবু কেউ বিরক্ত হতো না।
Sms বড় হয়ে গেলে তাকে কেটে কেটে ছোট করে পাঠাতে হতো।
তখন Green tick নিয়ে ঝামেলা হতো না।

অনলাইনে বা অফলাইনে দেখার সুযোগও ছিলো না। ছিলো প্রতিটা Sms এর পর ২-৩ মিনিটের অপেক্ষা। রাতের Good Night আর সকালের Good Morning বলার জন্য আলাদা করে Sms বাঁচিয়ে রাখতে হতো। তখন Emoji ছিলো না।
আবেগগুলোকে অনুভবে বুঝে নিতে হতো।
তখন শব্দের দাম ছিলো, আবেগের দাম ছিলো, অপেক্ষার দাম ছিলো, Efforts এর দাম ছিলো। 🌸🖤

07/01/2025

একটা মানুষের ভাগ্য ততো বার পরিবর্তন হয়, যতো বার সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে 🤍

আলহামদুলিল্লাহ ❤️‍🩹

20/12/2024

আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়্যানা মুহাম্মাদ (সাঃ)

11/12/2024

তুমি মানুষকে যতটুকু দিবে; খোদা তোমাকে তারচেয়েও দ্বিগুণ ফিরিয়ে দিবেন!
আনন্দ হলে আনন্দ;
দুঃখ হলে দুঃখ! ❤️

❣️ মানুষকে শুধরে দেওয়ার মতো বিড়ম্বনা আর নেই। ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথেই, আপনি তার বিরাট শত্রু হয়ে যাবেন। যেদিন থেকে এটা...
04/12/2024

❣️ মানুষকে শুধরে দেওয়ার মতো বিড়ম্বনা আর নেই। ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথেই, আপনি তার বিরাট শত্রু হয়ে যাবেন। যেদিন থেকে এটা বুঝতে পেরেছি, সেদিন থেকে বিনা বেতনে শিক্ষক সাজার কাজ ছেড়ে দিয়েছি।

❣️ অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করুন।স্হান পাওয়া তো দুরের কথা উল্টা আঘাতে, অপবাদে জর্জরিত হবেন। নিজের জীবনকে নিজেই গুরুত্ব দিন, অন্যের উপর অধিকার দেখানো বন্ধ করুন।

❣️ কেউ কটু কথা বললে চুপচাপ শুনুন এবং জবাব দেওয়ার অধিকার সময়ের উপর ছেড়ে দিন। মনে রাখবেন সময় ঠিকই একদিন আপনার হয়ে জবাব দিয়ে দিবে।

❣️ মানুষ যদি একবার বুঝে যায় সে আপনার নিকট গুরুত্বপূর্ণ,চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে আপনি কতোটা গুরুত্বহীন! নিজের মনের সাথে যদি নিজের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তখন কোন মানুষ আর স্বাভাবিক থাকেনা।

❣️ সমস্ত জীবনের গল্প যার কাছে বলবো বলে মনস্থির করি,সে-ই একসময় গল্প হয়ে যায়। তার গল্পই শুধু শোনা হয় কিন্তু নিজের গল্প আর বলা হয় না। গল্পের কাছে তো আর গল্প বলা যায় না।

❣️ মাঝে মাঝে কেউ মিথ্যা বললে ,তুমি তা বুঝতে পারো কিন্তু তা রিয়েক্ট না করে তুমি নিশ্চুপ থাকো। তার অর্থ হলো জীবন তোমাকে ম্যাচিউর করে তোলার শিক্ষাটা ভালো ভাবে দিয়ে দিয়েছে।

❣️নীতিবাক্য বলা সহজ,নীতিবান হওয়া কঠিন। উপদেশ দেওয়া যতটা সহজ উপদেশ মানা ততটাই কঠিন। নিজে কতটুকু মানেন সেটা বিবেচনায় রেখে অন‍্যকে উপদেশ দিন এটাই উত্তম।

❣️ কিছু মানুষের নিজের দোষ অন্যের উপর চাপানোর অভ্যাস এতোটাই বিশ্রীভাবে প্রকট যে তারা আজীবন অন্যকে ব্লেইমের পর ব্লেইম দিয়েই যায়। হয়তোবা আপনি তাদের কাছে বিরক্তিকর! তাই কারো জীবনে বিরক্তির কারণ না হয়ে দূরে সরে আসুন।

❣️ অন্যের মনের মত হওয়ার জন্য নিজের সাথে অবিচার করবেন না, জীবন একটাই, নিজের অন্যের ক্ষতি না করে নিজের যা ভালো লাগে করেন। কারন খারাপ ফিল করানোর মানুষের পৃথিবীতে অভাব নাই। Take Care of Yourself! Be Happy, you Deserve it!

❣️কিছু মানুষ আছে যারা আঘাত পেলে পিন ড্রপ সাইলেন্সে চলে যায়। তাদের নিজেদের কষ্টের না আছে কোনো আক্ষরিক রুপ আর না আছে শব্দ। যারা বোঝতে দেয়না, কেউ জানতেও পারে না। এমনকি পাশে খুব কাছের কেউ বসে থাকলেও সে টেরও পাবেনা।

🚩পিঠাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন হচ্ছে চিতই পিঠা।🙈কখনো রসে ডুব দেয় (রস চিতই), দুধে চুব খায়  (দুধ চিতই), গুড়ে মাখামাখি করে...
24/11/2024

🚩পিঠাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন হচ্ছে চিতই পিঠা।🙈
কখনো রসে ডুব দেয় (রস চিতই),
দুধে চুব খায় (দুধ চিতই),
গুড়ে মাখামাখি করে।
আবার সমান তালে শুঁটকি, ধনিয়াপাতা,সরিষা ও মরিচ ভর্তা ছাড়াও সে চলতে পারে না।🤭🤭
সুযোগ পেলে হাঁস মুরগী গরু ভুনার সাথেও চলে তার ইটিস পিটিস।🤓🤓

🚩চরিত্রের দিক থেকে এক রোখা অবস্থানে আছে তেলের পিঠা😊😊
ফুটন্ত তেলে ঝাপ দেয়া ছাড়া তার জীবনে আর কোনো লক্ষ নেই 🥴🥴🥴

17/10/2024

ছয় বছর পর আজ স্বপ্ন বাড়ি যাচ্ছে 🇧🇩
Italy 🇮🇹 To Bangladesh 🇧🇩

゚viralシ ゚viralシ

09/08/2024

পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনাকে কালো যাদু / কুফুরি করা হয়েছে 👻 ॥

24/07/2024

কখনো কখনো আল্লাহ্ তা'আলা যালিমকে ক্ষনিকের জন্য ছেড়ে দেন, আবার কখনো লম্বা সময়ের জন্য।
আর যখন টেনে ধরেন, একদম হালাক করে দেন।
তিনি ছাড় দেন তবে ছেড়ে দেন না।
এজন্যই আল্লাহর রসূল (ﷺ) বলেছেন,"নিশ্চয় আল্লাহ্ তাআ'লা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন।
অবশেষে তাকে এমনভাবে পাকড়াও করেন যে, সে আর ছুটে যেতে পারে না।"
----- [বায়হাকী : ৬/৯৪]।

সুতরাং বিশ্বাসীরা হতাশ না হই।
তিনি আছেন, সব দেখছেন, আর তিনিই বিশ্বাসীদের অভিভাবক।

14/07/2024
11/04/2024

জীবনে প্রথমবার ঈদের নামাজ পরতে গেলাম‼️
আলহামদুলিল্লাহ 🫶🏻🌙🫶🏻



03/04/2024

শবে কদরের উৎপত্তি এবং অনির্দিষ্ট হওয়ার কারণ⁉️
Mizanur Rahman Azhari




আজ ৩০ মার্চ শনিবার দিবাগত রাত ০২ টার সময় ঘড়ির কাটা ১ ঘন্টা পরিবর্তন হবে।ইতালি ও ইউরোপের অর্থাৎ রাত ছোট হবে দিন বড় হবে......
30/03/2024

আজ ৩০ মার্চ শনিবার দিবাগত রাত ০২ টার সময় ঘড়ির কাটা ১ ঘন্টা পরিবর্তন হবে।
ইতালি ও ইউরোপের অর্থাৎ রাত ছোট হবে দিন বড় হবে...
যারা কর্মজীবী সবাই আজ রাতের সময় পরিবর্তনের দিকে খেয়াল রাখবেন 🇮🇹

Indirizzo

Milan

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Life Of Tisha pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Life Of Tisha:

Video

Condividi