S h o r t-স্ট্যাটাসツ

S h o r t-স্ট্যাটাসツ আশাকরি সবাই পেইজ টি তে লাইক দিয়ে পাসে থাকবেন� ধন্যবাদ �

01/09/2024

এই ছোট্ট জীবনে চিঠি পাওয়ার সৌভাগ্য হয়েছিলো ২০১৫ তে! দুই লাইনের ছোট্ট একটা চিঠি ছিলো🙂

03/08/2024

ক্ষমতার লোভ খুব খারাপ জিনিস। পাড়ার কুকুরটাও শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে পাড়ায় তার আধিপত্য ধরে রাখতে।

10/07/2024

৩৬ বছর ল্যাং'টা দৌঁড়াইয়া, এখন নাকি অন্যের ছেঁড়া কাপড় দেখলে ল'জ্জা লাগে।

03/07/2024

মাফিয়া মেসির সহযোগিতায়,ম্যাচ ড্র করেও কোয়ার্টার ফাইনালে ব্রাজিল🤭
ধন্যবাদ মেসি

আজ পারতেই হবে😒
01/06/2024

আজ পারতেই হবে😒

23/05/2024

ভোট আর ঠোঁট এখন প'র্য'ন্ত কাউকে আমি দেইনাই 🙂

21/05/2024

একটা ছেলে ক্লান্ত হতে পারে এটা ঘরের মানুষ ও বিশ্বাস করতে চায় না আর তো অফিসের বস কিংবা বাইরের মানুষ।

18/05/2024

জীবন সবাইকে সমান সুযোগ দেয় না। দেখবেন অনেকে হাজার আকাম করেও পার পেয়ে যাবে, ঘুরে দাঁড়াবে। কিন্তু আপনি করলে দুনিয়া ওলট পালোট হয়ে যাবে, জীবনে আর সোজা হয়ে দাঁড়াতেই পারবেন না

18/05/2024

কাউকে গা'লি'র বদলে গা'লি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, ক'ষ্টে'র বদলে ক'ষ্ট দিও না যদিও তোমার প্র'তি'শো'ধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম। তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে ক'ষ্ট হয়, ক্রো'ধে'র সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন!"ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন!"

(সূরা আয-যুমারঃ ১০)

14/05/2024

মানুষকে চেনা কিন্তু সহজ নয়.!
মানুষ শত ক্রোশ দূরে থেকেও বলে পাশে থাকে , আবার হাতে হাত রেখে ও বিশ্বাস ভাঙ্গে, মানুষ গভীর ভালোবাসা ও গোপন রাখে, আবার প্রতারণার ইচ্ছে নিয়েও অকপটে বলে দেয় ভালোবাসি!🖤

13/05/2024

Newsfeed দেখে মনে হচ্ছে একমাত্র আমি আমার মা কে ভালোবাসি না।🙂

মারিয়ার ব্লাউজ পড়ছেন না কেন???
09/05/2024

মারিয়ার ব্লাউজ পড়ছেন না কেন???

09/05/2024

যদি বলা হয়, পৃথিবীর সবথেকে ভারী জিনিস কি?
অনেকে হয়তো উত্তর করবেন, পিতার কাঁধে পুত্রের লাশ!

কিন্তু, আমার উত্তর হবে- পিতার কাঁধের ওপর ভর দিয়ে একজন পূর্ণবয়স্ক কর্মক্ষম পুত্রের বসে বসে অন্নধ্বংস করা পৃথিবীর সবথেকে ভারী জিনিস! 🙂

07/05/2024

জিম্বাবুয়ে বাংলাদেশ ক্রিকেটে পাশের বাড়ির ভাবি

06/05/2024

এই যে এত এত কঠিন সময় পাড়ি দিচ্ছেন। ভয়ংকর সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে নিচ্ছেন। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রেখেই লড়াই করে যাচ্ছেন। ভীরু, কাপুরুষের মত হাল ছেড়ে পালিয়ে যাচ্ছেন না। কাউকে জেনে বুঝে কষ্ট দিচ্ছেন না। শুধু হাফ ছেড়ে বেচেঁ নিশ্বাস নিচ্ছেন।

এগুলোর কোনো ফিডব্যাক নেই?

সব কিছুর ফিডব্যাক আছে। সময় হলেই পেয়ে যাবেন। জানেন তো স্রষ্টার টাইমিং ভয়ংকর পারফেক্ট।

05/05/2024

শতকরা ৯৮ জনই relationship এ আছে
বাকি ২ জন হলো - আমি আর আপনি:3

04/05/2024

আমার লাইফে দেখা সবচেয়ে worst টাইপের মানুষ কারা জানেন? যাদের সাথে ৩/৪ দিন দেখা না হলেই দূরত্ব বাড়ে!

আমার এমন কিছু বন্ধু আছে যাদের সাথে আমার ৬/৭ মাসে একবার দেখা হয় কিন্তু সম্পর্কের ভিতটা এখনো মজবুত! আবার এমন কিছু বন্ধু(!) আছে যারা কয়েকদিন দেখা বা কথা না হলে একসময়ের দহরম মহরম সম্পর্ককে স্রোতে ভাসিয়ে দেয়। সম্পর্ক ঔষধ না যে নিয়ম করে তিনবেলা কথা বলে তা আমাকে টিকিয়ে রাখতে হবে!

এজন্য মাঝে মাঝে দূরত্ব বাড়ান, কে স্রোতে ভাসাবে আর কে আকড়ে রাখবে দেখাটা বড্ড প্রয়োজন।❤️

02/05/2024

আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুই পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুই ঠোঁটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছবে না।

–ইমাম গাজ্জালী (র.)

Indirizzo

Grosseto
1234

Telefono

+601114340192

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando S h o r t-স্ট্যাটাসツ pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Video

Condividi