Ciao Sultana

Ciao Sultana Sharing my stupid things�

A letter to myself🤫Dear me🫣,Please love yourself a little bit more than yesterday 🙆‍♀️ Make yourself a priority 🤌 Chase ...
18/04/2024

A letter to myself🤫
Dear me🫣,
Please love yourself a little bit more than yesterday 🙆‍♀️ Make yourself a priority 🤌 Chase your goals 🏞️ Be greatfull for what you have🤗 be proud of yourself 🤨 make friends 🧗‍♀️ you are your own rainbow girl 🌅 Celebrate yourself as ALWAYS🎉

আমার জীবনের চরম সত্য ঘটনা; অতিবাহিত কাল এবং বর্তমান:আমার জিবনে এখন অব্দি ৩ টা ধাপ আমি পার করসি। সবাই করে কম বেশি। আমি শু...
14/03/2024

আমার জীবনের চরম সত্য ঘটনা; অতিবাহিত কাল এবং বর্তমান:
আমার জিবনে এখন অব্দি ৩ টা ধাপ আমি পার করসি। সবাই করে কম বেশি। আমি শুরুতে ছিলাম এক্কেরে নবাব এর মত। আমার বাসায়, আমার পরিবারের সাথে। সেখানে আমার মা আমাকে ভুলেও কিছু করতে দেয় নাই এবং আমি নিজেও কিছু করি নাই। ঘুমের সময় রুমের লাইটটাও আম্মু অফ করসে। আর খাওয়ার পানি আনার জন্য আমার বোন ফিক্সড কামলা ছিলো, বাইরের খাবার আনার জন্য আমার ভাই।
এরপর আসলো হাসবেন্ড এর লাইফ । এখানে হাসবেন্ড আপনাকে বলবেই, কাজ করা লাগবে না আমি করে নিবো, এইটা ভেবে শুয়ে-বসে থাকলেন মানেই হইসে । গাল ফুলা , মুখ ফুলা শুরু। এখানে উল্টা বাইরে থেকে কিছু লাগলে আপনাকেই দৌর দিতে হবে।
এরপরের জীবনটা খুবই মরমান্তিক। আমি থাকি আমার বাসায় একলা। রান্না করি একলা, খাই একলা। আরাম। কিন্তু অনেক আরাম করে বিছানায় শোয়ার ঠিক ৫ মিনিট পর মনে আসে , লাইট অফ করসিলাম ? ওভেন এর প্লাগ খুলসিলাম? জগে পানি ভরসিলাম? মোবাইলটা কই?
এতোকিছুর পরেও, জীবন সুন্দর। আলহামদুলিল্লাহ ।

আম্মুর কাছে খোলা চিঠি ,প্রিয় মা, কেমন আছো? একটু আগেও কথা হলো তোমার সাথে। এভাবে লিখার কারণটা হলো, এই কথাগুলো কখনোই আমি তো...
28/02/2024

আম্মুর কাছে খোলা চিঠি ,
প্রিয় মা, কেমন আছো? একটু আগেও কথা হলো তোমার সাথে। এভাবে লিখার কারণটা হলো, এই কথাগুলো কখনোই আমি তোমাকে সরাসরি বলতে পারবো না। তুমি পড়ে নিও।
আমার যেদিন ফ্লাইট , আমার মনে আছে ওইদিনও তুমি এইটাই বলছিলে, ভাত না খেয়ে থাকিস না। তুই না খাইলে কিন্তু বাঁচবি না। আমাকে ৫০ টা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিসিলা সাথে, আমি ভাত আর ডিম ভাজি ছাড়া কিছুই রান্না করতে জানি না তাই। আর বলসিলা, কিছু করা লাগবে না। তরকারিতে শেষে দিয়া দিস মজা লাগবে। আমি নিশ্চিন্তে চলে আসলাম ইতালি ।
কিন্তু আম্মু, আমি ম্যাগির মশলা ছাড়া রান্না করতে শিখে গেসি জানো? শুধু এইটা না, যেই আমি এক গ্লাস পানিও নিজে নিয়ে খাই নাই কখনও , সেই আমি বিরিয়ানি আর খিচুড়িতেও এখন ম্যাগি মশলা দেই না। কয়টা মশলা রেখে দিসি। মাঝে মাঝে হাতে নিয়ে খালি খাই। ভালো লাগে, তোমার কথা মনে পড়ে।
এই লেখাটা লেখতে গিয়ে বার বার বুক ফাইটা কান্না আসতেসিলো আম্মু। তোমার মেয়ে অনেক বড় হয়ে গেসে আম্মু।
MAGGI 🙆‍♀️❤️

এইজে ছবিতে মেয়েটাকে দেখা যাচ্ছে, কি সুন্দর, সুশীল, ভদ্র লাগতেসে না দেখতে? নাহ। ব্যাপার টা এমন না যেমন দেখতে। মেয়ে মানুষ...
06/02/2024

এইজে ছবিতে মেয়েটাকে দেখা যাচ্ছে, কি সুন্দর, সুশীল, ভদ্র লাগতেসে না দেখতে? নাহ। ব্যাপার টা এমন না যেমন দেখতে।
মেয়ে মানুষ হওয়া মুখের কথা না, সবসময় আমার কিছু না কিছু কিনতে ইচ্ছা করে, কিন্তু টাকার হিসাবও করা লাগে। সারাদিন ওজন কমাতে ইচ্ছা করে, এদিকে আবার পিজ্জা দেখলে মুখ দিয়া লুল পরে। মাঝে মাঝে তো এমন রাগ উঠে, নিজেই ভয় পাইয়া যাই। আবার সংসার ছাইড়া জাইগা কোথাও এমন ভাইবা আবার মানুষটার জন্যই একটু নুডুস বানাইতে মনে চায়।
এইসব ছাড়াও আরও নিক্রিস্টতম রুপ দেখে যেই বান্দা আপনেরে তুলুমুলু করে, জোরাজোরি করে শুধুমাত্র আপনেরে আটকানোর জন্য, সেই বোকা*দা বান্দাটাই আপনের জামাই।
Life is beautiful!

বাসায় ঢুকসি আর লুসি বলে, কি সুন্দর লাইট দেখো? রোমান্টিক না? আমি খুশি হই বললাম, হ্যাঁ খুব রোমান্টিক।  ভিতরে ছ্যাত কইরা উঠ...
06/02/2024

বাসায় ঢুকসি আর লুসি বলে, কি সুন্দর লাইট দেখো? রোমান্টিক না? আমি খুশি হই বললাম, হ্যাঁ খুব রোমান্টিক। ভিতরে ছ্যাত কইরা উঠলো সাথে সাথে। 🥹🥹

One minute I'm happy, then I'm sadI get angry, then relaxI go from chaos into self-controlIt's one of my side effects
03/02/2024

One minute I'm happy, then I'm sad
I get angry, then relax
I go from chaos into self-control
It's one of my side effects

বিগত ৩ দিন যাবত হাড়ভাংগা কোমড় ব্যাথা নিয়ে বাসায় বিরক্ত লাগতেসিলো। ভাবলাম, একটু মুখের যত্ন করা উচিৎ কালকে ক্লাস আসে। গরম ...
21/01/2024

বিগত ৩ দিন যাবত হাড়ভাংগা কোমড় ব্যাথা নিয়ে বাসায় বিরক্ত লাগতেসিলো। ভাবলাম, একটু মুখের যত্ন করা উচিৎ কালকে ক্লাস আসে। গরম টাওয়েল মুখে লাগার আগেই দেখি ঠান্ডা হই যায় । এরপর গরম পানিই মুখে লাগাই দিসি গাইজ। 🐸
গুড নাইট🥹📝

হেলো গাইজ, এক্সামের ১৪ টা বাজাইয়া ছাদে রোদ পোহাইতে আইসি🐸🗽
10/01/2024

হেলো গাইজ, এক্সামের ১৪ টা বাজাইয়া ছাদে রোদ পোহাইতে আইসি🐸🗽

প্রত্তেকটা মেয়ের জীবনের পিছনে একটা শক্ত ভরসার জায়গা থাকে। আমার সেই জায়গাটা হলো, আমার আম্মা। এই বান্দা আমাকে জীবনে কোনো ভ...
07/01/2024

প্রত্তেকটা মেয়ের জীবনের পিছনে একটা শক্ত ভরসার জায়গা থাকে। আমার সেই জায়গাটা হলো, আমার আম্মা। এই বান্দা আমাকে জীবনে কোনো ভয় শিখায় নাই। উল্টো আমি যদি কিছু নিয়ে টেনশনে থাকি, আমাকে ওইখান থেকে বের করে আনসে। এই করে ধাক্কা মাইরা বিদেশেও দিয়ে দিলো। এখানেও তার রোজ ধাক্কা চলতেই আসে।
কিছু কুত্তা বিলাইর জন্য পেজটা এতদিন ডিএক্টিভ ছিলো। আমার মার কথা," কিরে ভাই? আমার মেয়ে হইয়া তুই এমন ভয় পাস কেন? কি হয় খালি আমাকে বলবি, এক রানে পারা দিয়া আরেক রান টান দিয়া ছিড়া ফেলবো। চিনে আমাকে?"

জগতে সব কিছুই অভ্যাসের অন্তর্ভুক্ত । পছন্দ অপছন্দ প্রেম ভালোবাসা। সব। আমি জীবনেও চা কফি ধইরাও দেখি নাই। এখন প্রতিদিন অন...
14/12/2023

জগতে সব কিছুই অভ্যাসের অন্তর্ভুক্ত । পছন্দ অপছন্দ প্রেম ভালোবাসা। সব।
আমি জীবনেও চা কফি ধইরাও দেখি নাই। এখন প্রতিদিন অন্তত একবার হইলেও এই জিনিস খাওয়া লাগে। কিন্তু অভ্যাস পরিবর্তনশীল।

রেসিপি চাহিয়া কেহ লজ্জা দিবেন না।🦭।
08/12/2023

রেসিপি চাহিয়া কেহ লজ্জা দিবেন না।🦭

একটা সুন্দর ছবি তুলতে দাঁড়াইসিলাম।🐸
07/12/2023

একটা সুন্দর ছবি তুলতে দাঁড়াইসিলাম।🐸

কয়দিন আগে একটা আপুর সাথে পরিচয় হলো । আপুর বিয়ে হয়েছে ৯ বছর। বয়সে বেশি মনে হয়নি বলেই আপু বললাম। আপুটা ইতালিতে আছে ৪ বছর। ...
13/11/2023

কয়দিন আগে একটা আপুর সাথে পরিচয় হলো । আপুর বিয়ে হয়েছে ৯ বছর। বয়সে বেশি মনে হয়নি বলেই আপু বললাম। আপুটা ইতালিতে আছে ৪ বছর। স্পন্সর ভিসাতে এসেছিলো। আপুর হাসবেন্ড এখানে ছিলো । তো আমি শুনে খুবই খুশি হয়েছিলাম যে, তার স্ত্রীকে জব করার জন্য উৎসাহ দেখিয়েছেন । কথায় কথায় বুঝলাম, আপুর ইতালিয়ান ভাষা এখনও ক্লিয়ার না। তো আমি এক রকম বোকার মতই বলে বসলাম, এত লেইট কেন ভাষা?
উত্তরে আপু যা বললো, এইটা রেগুলার স্টরি হলেও আপুর সাথে এমন আমি আশা করসিলাম না। কিছুটা এমন ছিলো , " ইতালিতে আমার হাসবেন্ড , শশুর শাশুড়ী সবাই আছে। আমি এখানে আসার পর আমার আম্মুও বলসিলো এখানকার সব কিছু বুঝে শুনে শিখে নিতে। আমিই সংসারে মনোযোগ দিয়ে কোনো কিছুতেই আর আগ্রহ দেখাই নি। একটা সময় জানলাম, ওর বাংলাদেশের আরেকটা মেয়ের সাথে কথা বলে, আরও অনেক কিছু। আমি ওর ওয়াইফ আর আমাকেই থার্ড পার্সন বানাই ফেললো। হয়ে গেল সেপারেশন । ৪ বছর পর আমার কাছে মনে হল আমি মাত্র ইতালিতে আসলাম। সব শিখছি, বুঝতেসি। এইগুলো আগে শিখলে এখন হয়তো অল্প এগিয়ে থাকতাম। "
কথাগুলো শুনে আমার নিজের আম্মুর কথা খুব মনে আসলো। আম্মু আমাকে সব সময় বলে আসতেসে, "মা, নিজের খুটি শক্ত না করে কখনও পা বারাইও না।মানুষ , আজকে কালকে ঠিক , পরশু কোথায় মন যাবে ঠিক নাই। নিজের কাজ নিজে করবা, আরেকজনের উপর ভরশা করে থাকবা না। "
সত্যই বলসিলা আম্মু। ভরসা করে আরও দুই কদম পিছিয়ে যাওয়া লাগে। 😊



simulation ক্লাসে স্যার CSE related কিছু জিজ্ঞেস করলে যখন চুপ করে থাকি, তখন উল্টো জিজ্ঞেস করে, তোমার background কি?এখন স...
12/11/2023

simulation ক্লাসে স্যার CSE related কিছু জিজ্ঞেস করলে যখন চুপ করে থাকি, তখন উল্টো জিজ্ঞেস করে, তোমার background কি?
এখন স্যারকে কিভাবে বুঝাই যে, কিভাবে ব্যাচেলর শেষ করসি🐸🦭


ইতালিতে আসার পর সবচেয়ে বেশি ধোকা খাইসি, যেদিন মোবাইলের কথা না শুনে বাইরের রোদ দেখে পাতলা জামা পড়ে বের হইসি। বাবুরে এমন ব...
11/11/2023

ইতালিতে আসার পর সবচেয়ে বেশি ধোকা খাইসি, যেদিন মোবাইলের কথা না শুনে বাইরের রোদ দেখে পাতলা জামা পড়ে বের হইসি।
বাবুরে এমন বাতাসের ধাক্কা আমার দেশে তুফানেও দেয় না। তারপরেও সবাইকে বুঝাইতে হইবো, তুমি cool🦭🐸

নামতেসে, ধরতেসে আর চোখ বন্ধ করে ৪০ ইউরো জরিমানা😂😂😂
08/11/2023

নামতেসে, ধরতেসে আর চোখ বন্ধ করে ৪০ ইউরো জরিমানা😂😂😂

একটা মানুষের জন্য তোমার যতক্ষন সময় থাকবে, ততক্ষন তুমি তার কাছে অনেক ভাল থাকবা, যেই মুহুর্তে তুমি তোমাকে নিয়ে ভাবা শুরু ক...
05/11/2023

একটা মানুষের জন্য তোমার যতক্ষন সময় থাকবে, ততক্ষন তুমি তার কাছে অনেক ভাল থাকবা, যেই মুহুর্তে তুমি তোমাকে নিয়ে ভাবা শুরু করবে, নিজেকে সময় দিবে, নিজের খেয়াল রাখবে, সেই মুহুর্তে তোমার আশে পাশের সবাই ..............
মনে পরতেসে না আর কি লিখবো। কেউ জানলে হেল্প করেন।🐸☕

আজকে ইতালিতে আমার ১ মাস হলো । এই ১ মাসে সবচেয়ে কাজের যেই বিষয়টা শিখলাম , তা হলো , বাশ খাইলে নিজের বুদ্ধিতে খাওয়া ভালো । ...
28/10/2023

আজকে ইতালিতে আমার ১ মাস হলো । এই ১ মাসে সবচেয়ে কাজের যেই বিষয়টা শিখলাম , তা হলো ,
বাশ খাইলে নিজের বুদ্ধিতে খাওয়া ভালো । গরু ছাগলের বুদ্ধি নিয়া বাশ খাইলে ওই বেদনা না পারবেন বলতে, না পারবেন সইতে।
নিজে বাশ খাইলে হয়তো খাবেন একটা । আর আরেকজনের বুদ্ধিতে বাশ খাইলে buy 1 get 3 খাওয়া লাগে। 🐸


সকালবেলা উঠে দেখি ঠান্ডা লাগসে, গলা ব্যাথা।  ব্যাগে একটা নাপা থাকার কথা ভেবে পকেটে হাত দিয়েই দেখি ১৫ ইউরো!!!এইযে হুট করে...
27/10/2023

সকালবেলা উঠে দেখি ঠান্ডা লাগসে, গলা ব্যাথা। ব্যাগে একটা নাপা থাকার কথা ভেবে পকেটে হাত দিয়েই দেখি ১৫ ইউরো!!!
এইযে হুট করে টাকা পাওয়ার যে আনন্দ। এইটা কখনও বুঝানোর মত না। গলা ব্যাথাও গেসে গা।🫣🙆‍♀️

বন্ধুত্ব ব্যাপারটা আমার কাছে খুবই মুল্যবান । মানে এতোই মুল্যবান যে, আমি জীবনে বফের সাথে ব্রেকআপ করসি বন্ধুর জন্য।এমন রেক...
23/10/2023

বন্ধুত্ব ব্যাপারটা আমার কাছে খুবই মুল্যবান । মানে এতোই মুল্যবান যে, আমি জীবনে বফের সাথে ব্রেকআপ করসি বন্ধুর জন্য।এমন রেকর্ড ও আসে আমার। ছেলে বন্ধু হোক বা মেয়ে। বন্ধু মানে বন্ধু। মেয়ে আর ছেলে কি?
কিন্তু অবশ্যই পিয়র বন্ধু হউয়া লাগবে আমার। বন্ধু হয়ে ঢুকে নকশা দেখাবা আবার সংসারের চিন্তা করবা, এমন হইলে আবার চলব না ভাই। তাইলে এক্কেরে আনসিন লিস্টে পইরা যাইবা, টেরও পাইবা না। আমি আলহামদুলিল্লাহ একদম পুচকা বয়স থেকে এখন অব্দি কিছু জানের বন্ধু পাইসি। আসলে, কিছু না, অনেক পাইসি। এরা আমাকে ১০০ কিমি দূর থেকে দেখলেও ডাক দেয়। এই গেলো বন্ধু।
এবার আসি, ভাইয়া সমাজ। এইটা বলে বুঝানো যাবে না। আল্লাহ আমাকে হয়তো আপন বড় ভাই দেয় নাই। কিন্তু আমাকে যারাই বোন বলসে, এরা আমাকে এখনও বোন ছাড়া ডাক দেয় না। প্রাউড করেই বললাম।
আমি জীবনে মানুষের অনেক ভালোবাসা, স্নেহ আর স্রদ্ধা পাইসি আমার আব্বু আম্মুর পরে। আলহামদুলিল্লাহ । সম্পর্কের মূল্য যেমন সবাই বুঝে না, তেমন রক্ষা করতেও জানে না। কারও দিকে আঙুল দেয়ার আগে অবশ্যই তার ব্যবহার সম্পর্কে জেনে বুঝে আঙুল তোলা উচিত। কারন একটা খারাপ মন্তব্য এর জন্য হয়তো সেই মানুষের সবকিছুই ওলট পালট হয়ে যেতে পারে। মানুষই চেঞ্জ হয়ে যেতে পারে।
তো, সাবধান⚠️
এডিসন সিংগেল। কোনো লম্বা মেয়ে থাকলে নক দেও।

ইতালিতে আসার ১ মাস এখনও হয়নি। কিন্তু অলরেডি আমি বুঝতেসি আমার অনেক পরিবর্তন আসতেসে। অবশ্যই ভালো দিক দিয়ে পরিবর্তন আসসে। ...
23/10/2023

ইতালিতে আসার ১ মাস এখনও হয়নি। কিন্তু অলরেডি আমি বুঝতেসি আমার অনেক পরিবর্তন আসতেসে। অবশ্যই ভালো দিক দিয়ে পরিবর্তন আসসে। অনেক কিছু বুঝি এখন, গুছিয়ে চলি এখন। এইগুলো আগেই বুঝতাম এমন ভাবলেও, এখন সামনে থেকে দেখতেসি এন্ড বুঝতেসি। আর সবাইকে নিয়ে চলার টেন্ডেন্সিটা আলহামদুলিল্লাহ অনেকটা কাটানো সম্ভব হয়েছে।

১০০ টা খারাপ বলে কাদানোর মধ্যে আমার জীবনে এখন গাধামি করে ২ জন হাসানোর মানুষ, সব কিছু বলার মতো ১ জন, গালি আর ভবিষ্যৎ বানীর জন্য ৬ জন আর ছোটবেলা থেকে সবকিছুতে সাপোর্ট করার ৩ জন আসে।
আর কিছু দরকার আছে?

বৃষ্টির মধ্যে পাপ্পু আর এডিসন বললো খিচুরী হলে অনেক ভালো হইত। যেই কথা সেই কাজ। ধুপধাপ খিচুরি আর মুরগী করে ফেললাম। লবন কম...
20/10/2023

বৃষ্টির মধ্যে পাপ্পু আর এডিসন বললো খিচুরী হলে অনেক ভালো হইত। যেই কথা সেই কাজ। ধুপধাপ খিচুরি আর মুরগী করে ফেললাম। লবন কম হইসে সবসময়ের মতই। বাধাকপি ভাজি এডিসন করসে ঐতিহাসিক পেস্তো দিয়ে। পাপ্পু সবচেয়ে কঠিন কাজ করসে। 🐸
কিন্তু রান্না করতে করতে বৃষ্টিই থেমে গেসে।🙂🙃

থান্ডারস্টর্ম এর জন্য ইউনিভার্সিটি থেকে ইমেইল আসলো, "বইন বাসায় থাকেন। যা মনে চায় করেন। শুধু বের হয়েন না বাইরে। বাসায় ক্ল...
19/10/2023

থান্ডারস্টর্ম এর জন্য ইউনিভার্সিটি থেকে ইমেইল আসলো, "বইন বাসায় থাকেন। যা মনে চায় করেন। শুধু বের হয়েন না বাইরে। বাসায় ক্লাস করেন। "

আমিও নগদ ভাতকে বেশি সিদ্ধ করে জাওভাত বানাইয়া , কররা করে একটা আন্ডা ভাজা দিয়া একটা নাইস সবজি নিয়া বসলাম ক্লাস করতে।

Baby, I'ma had the best fu*ckin' night of my lifeand wherever it takes me, I'm down for the rideBaby, Don't you know I'm...
19/10/2023

Baby, I'ma had the best fu*ckin' night of my life
and wherever it takes me, I'm down for the ride
Baby, Don't you know I'm good?
I'm feeling Alright .

ভেবেছিলাম লিখবো না কিছু। থাক না কিছু জিনিস না বলা। কিন্তু পরে ভাবলাম, নাহ হয়তো কারো কোনো উপকারও হতে পারে তাই ভেবে লেখা। ...
18/10/2023

ভেবেছিলাম লিখবো না কিছু। থাক না কিছু জিনিস না বলা। কিন্তু পরে ভাবলাম, নাহ হয়তো কারো কোনো উপকারও হতে পারে তাই ভেবে লেখা।
ইতালির ব্যাপারে আমি এবং আমার এক বন্ধু মিলে খোঁজ নেই , সাথে একটা এজেন্সির সাথেও কথা বলেছিলাম আরও বিষয় নিয়ে জানার জন্য । আমরা ওই এজেন্সির মাধ্যমেই মাস্টার্স এপ্লাই করি। আমার দুইটা ইউনিভার্সিটি (সাপিয়েঞ্জা, জেনোভা) থেকে এক্সেপ্টেন্স আসে। আমার পছন্দ জেনোভা হউয়া সত্তেও এজেন্সি আর বাসার শুনে, সাপিয়েঞ্জার জন্য প্রিইনরোল করলাম। এরপর বসলাম সামারির অপেক্ষায় । মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের ২০ তারিখ আসলো সামারি। সেপ্টেম্বরের ২৬ তারিখে আমি ভিসা এপ্লাই করি। এর মধ্যে আমার ওই বন্ধু জেনোভা তে প্রিইনরোল করে সেপ্টেম্বরের ১০ তারিখ ফ্লাই করে ফেলসে। ভিসা এপ্লাই করে এবার বসলাম ভিসা পাওয়ার অপেক্ষায় । সেপ্টেম্বর , অক্টোবর , নভেম্বর , ডিসেম্বর , জানুয়ারি ২০২৩, ফেব্রুয়ারী ২০২৩ এর ২৬ তারিখ আমার ভিসা রিজেক্ট হলো। রিজন দিলো, আমার পাসপোরটের মেয়াদ কম। পুরো দুনিয়াটাই আওলাই গেলো । একদিনও অপেক্ষা না করে ওইদিনই এপ্লাই করলাম জেনোভা তে। এবার সব নিজেই করলাম। কাঊকে জানালামও না এপ্লাই করছি আবার। এজেন্সির কাছে যাওয়ার সাহস ভরসা কোনোটাই পেলাম না। বেকআপ হিসাবে ভেনিসে এপ্লাই করলাম। বাস। এই দুইটা ই।
জেনোভা থেকেই আবার এক্সেপ্টেন্স আসলো আবার। এবার চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে প্রিইনরোল করলাম। সব শেষ করে জুন ২১ তারিখে চট্টগ্রাম ফাইল জমা দিলাম। সেপ্টেম্বর ৬ তারিখ ইন্টারভিউ দিলাম। ১২ তারিখ ভিসা হাতে পেলাম। এরপর বিমানের টিকিট করে সবাইকে জানালাম এক এক করে।
কি সহজ লাগলো না শুনতে? এই একটা বছর মোটেও সহজ ছিলো না। প্রত্তেকটা বিষয় নিয়ে ১০০ বার ভেবে স্টেপ নেয়া লাগসে। আর টেনশন , মানুষের কথা, ডিপ্রেশন , সেডনেস এইগুলা তো ফ্রি। আরও অনেক ব্যাপার আসে ১ বছরের ভিতর । বিষয়টা এমন, তুমি যেটা চাবা ওইটা মন থেকে চাওয়ার পাশাপাশি তোমার সবটা লাগায় দেও ওইটার পিছনে। এবার পুরা বিষয় উপরওয়ালার উপর ছেরে অপেক্ষা করো। একটা বিষয় এই এক বছরে শিখলাম, তোমার কপালে যেটা থাকবে, সেটা যেভাবেই হোক তুমি পাবা, দেরিতে পাইলেও সেটা অবশ্যই ভালোর জন্যই হবে। কারও বাপেরও ক্ষমতা নাই সেটা নেওয়ার।
আমি সুমাইয়া সুলতানা ।
মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলোজি ফর স্ট্রাটেজি এন্ড সিকিউরিটি
ইউনিভার্সিটি অফ জেনোভা।

Indirizzo

Genova

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Ciao Sultana pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Ciao Sultana:

Video

Condividi