Dije

Dije Story

06/11/2024

" আমার শরীর স্পর্শ করতে ইচ্ছে করে না তোমার? "

ছেলেটির নির্বিকারে বললো " না "

মেয়েটি ভ্রু কুঁচকে বললো " কেন? "

" তুমি আমার প্রেমে নয়, ভালোবাসায় আছো "

" প্রেম আর ভালোবাসা কি আলাদা নাকি? "

" হ্যা আলাদা।প্রেমে পড়লে তোমার ছোঁয়ার অনেক কারন খুঁজতাম।তোমার বলার আগেই হয়তো স্পর্শ করতাম "

" তাহলে ভালোবাসা কি? "

" ভালোবাসা শুধু একঝলক দেখার অপেক্ষা।আশেপাশে থাকার আকাঙ্ক্ষা!তুমি আমায় দেখে লজ্জায় যে মুচকি হাসো,সেই হাসিতে মন সাগরে উথাল-পাতাল ঢেউ ওঠা।দুপুরের কাক হয়ে তপ্ত শহরে তোমায় খোঁজা "

গল্প #মায়া
লেখক : শাহাদাত

ভালো লাগলে অবশ্যই ফলো করবেন

01/11/2024

পুরুষের যৌনতাকে সম্মান করতে শেখো মেয়ে।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি পৃথিবীর মুখ দেখতে পেরেছো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল। আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, প্রায়োরিটি পাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজেগুজে বের হও, যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয়। তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে। দুলাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শতশত রিয়্যাক্ট পাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। সাদা চামড়াকে পুঁজি করে স্বল্পবসনা হয়ে যে সেলিব্রেটি বনে যাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকূলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালবাসার চাদরে ঢেকে দেয়। যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালবাসে, সমীহ করে চলে।

পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রূক্ষেপ হয় না, তোমার বেলাতেও তেমন ঘটতো। যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতোটাই ডমিনেটিং হতো যে নারীজাতি তথা মানবজাতি বিলুপ্ত হয়ে যেতো। যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারীবিদ্বেষী।

সুতরাং, ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলোও শুধরে নিতে শেখো। স্থান-কাল-পরিস্থিতিভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি।

সংগৃহীত

'সহ'বাসের পরে প্রেমিকা বললো?'সোনা আমরা বিয়েটা কবে করতেছি। আমার পেটে বাচ্ছা এলো বুজি। 'সময় হোক বিয়ে করবো।এখন প‍্যারা দিওন...
01/11/2024

'সহ'বাসের পরে প্রেমিকা বললো?
'সোনা আমরা বিয়েটা কবে করতেছি। আমার
পেটে বাচ্ছা এলো বুজি।

'সময় হোক বিয়ে করবো।
এখন প‍্যারা দিওনা প্লিজজজজজ।

'জান বুজার চেষ্টা করো।
আমি অনুভব করতেছি আমার পেটে সন্তানের আবিরভাব হয়েছে। সেই ৬টি মাস থেকে একে অপরে স্বামী স্ত্রীর মতো রয়েছি।

'তো।

'তুমি এখন আমাকে বিয়ে করো।
নাহলে পরবর্তীতে বাড়ির লোক জানা জানি হলে
অনেক সমস্যা হবে।

'চুপ করবে।
তোমার এক কথা বার বার শুনতে ইচ্ছে হচ্ছেনা।
এই সম্পর্কে পরে কথা বলবো বলছি না।

'প্রেমিকের এমন কথায় মেয়েটি আর একটিও কথা
বলেনা নিশ্চুপ হয়ে যায়।

'এর পরে প্রায় ৫ মাস পরে মেয়েটি বুজতে পারে
তার পেটে সত্যি সন্তান এসেছে।
কারন ইদানিং তার ব*মি- ব*মি ভাব।
আবার মাথা ঘুড়ে।
তাই মেয়েটি সত্যিটা জানার জন‍্যে একটি
হাসপাতালে যায়।
সেখানে গেলে ডাক্তার তাকে বলে।

আপনার সন্তানের বয়স ৪ মাস। আপনি একটু সাবধানে চলাচল করবেন।
বাচ্ছাটি ভালোই আছে।

'ডাক্টারের কথা শুনে মেয়েটি তার Boyfriend কে ফোন
দিয়ে সব কিছু খুলে বলে।
এইটা শুনে ছেলেটি বলে।

'আশ্চর্য সহোবাসের পরে তুমি বাচ্ছা না হওয়ার
ওষুধ খাওনি।

'না।

'কেনো খাওনি।

'ওষুধ খাওয়ার কি দরকার।
আমরা তো বিয়ে করতেছি তাইনা জান।

'নাহ।
আমি তোমাকে বিয়ে করতে পারবোনা। তোমাকে আমি
পছন্দ করিনা। শুধুমাত্র টাইম পাস করেছি।

'কিইইই।

'হ‍্যা তোমার মতো এমন কুসিৎ মেয়ের সঙ্গে কে প্রেম
করবে হ‍্যা। আমি যে টাইম পাস করেছি এইটাই
অনেক বেশি বুজছো।

'এই মজা করিওনা প্লিজজ।
আমার কিন্তু ভালো লাগতেছেনা।

'হাহাহাহাহ।।
হাহাহহা।
হাহাহহাহ মজা করবো কেনো সত্যি বলতেছি সব।

'কথাটি শুনে মেয়েটি
আকাশ থেকে পরার মতো অবস্থা।

'যদি ভালোইনা বাসবে তাহলে আমার সঙ্গে এমন
করলে কেনো।

'কেনো এই সবে তুমি মজা পাওনি।

'প্লিজজজ জান
এমন করিওনা।

'দেখো তোমার সঙ্গে আমার স্টাটাচ যায়না।
তুমি কোথায় আমি কোথায়।

'হ‍্যা বুজলাম।
কিন্তু এই সন্তানের কি হবে।

'নষ্ট করে দাও
সবেতো ৪ মাস মাত্র তাইনা।

'প্লিজজজ তোমার দুটি পায়ে পরি আমার সঙ্গে এমন করিওনা।

'মাপ চাই।
আমাকে আর ফোন দিয়ে ডিস্টাপ করবেনা।

'কথাটি বলেই ছেলেটি ফোনটি কেটে দেয়
এবং বন্ধ করে রাখে ফোন।

'এখন মেয়েটি বুজতেছেনা কি করবে।
তার বাচ্ছাটির কি হবে।
কিভবে বাচবে এই সামাজে। যে সমাজে মানুষ চেনা বড়ই দায়।
'তাই বলিকি ভালোবাসো ঠিক আছে।
কিন্তু শরীর বিলিয়ে দিওনা।

Indirizzo

Florence

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Dije pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Video

Condividi