Nandiny Italian Diary

Nandiny Italian Diary Alhamdulillah // Shukria Allah // Bindass life // Travel // Enjoy //Daily vlog // Italian place //
(14)

20/09/2024
ধন্যবাদ আদরের ছোট ভাইয়া ahmed jony এবং ভাবি এত সুন্দর এবং মজার পিজ্জা খাওয়ানোর জন্যThanks dear little brother and sist...
19/09/2024

ধন্যবাদ আদরের ছোট ভাইয়া ahmed jony এবং ভাবি এত সুন্দর এবং মজার পিজ্জা খাওয়ানোর জন্য
Thanks dear little brother and sister for serving such nice and yummy 🍕 pizza

Museum of the Future,Dubai
11/09/2024

Museum of the Future,Dubai

আপনি ততক্ষণ সুখী হতে পারবেন না যতক্ষণ না আপনার মন বলবে আপনি সুখী। 💯🤷🏻‍♀️💯🩵🩵You cannot be happy until your mind says you ...
11/09/2024

আপনি ততক্ষণ সুখী হতে পারবেন না যতক্ষণ না আপনার মন বলবে আপনি সুখী।
💯🤷🏻‍♀️💯🩵🩵
You cannot be happy until your mind says you are happy.
💯🤷🏻‍♀️💯🩵🩵

09/09/2024

“সন্তানকে খেলনা না দিলে এক ঘন্টা কাঁদবে; জ্ঞান না দিলে সারা জীবন কাঁদবে; ধর্মীয় শিক্ষা না দিলে কিয়ামতের দিনেও কাঁদবে।"
“A child will cry for an hour if not given a toy; If you don't give knowledge, you will cry all your life; If you don't give religious education, you will cry on the Day of Judgment."

05/09/2024

ইতালির সুইমিং স্কুল থেকে seendeed যত ধরনের সুইমিং শিখেছে আজকে কিছুটা দেখানোর ট্রাই করবে

ছোট ছোট আশা,দেশের বাহিরের মানুষের ,তাদের এরকম টুকিটাকি সুচি মুসি খাবার খেতে মন চায়,কার কার খেতে মন চাচ্ছে
05/09/2024

ছোট ছোট আশা,দেশের বাহিরের মানুষের ,তাদের এরকম টুকিটাকি সুচি মুসি খাবার খেতে মন চায়,কার কার খেতে মন চাচ্ছে

05/09/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন....
Anti-discrimination student movement

অনেক বছর পর আত্মীয়-স্বজনদের সাথে দেখা করে অনেক ভালো এবং আনন্দ লাগলো 🥰আসলে আমরা যারা দেশের বাইরে থাকি তারা পরিবার এবং আত...
03/09/2024

অনেক বছর পর আত্মীয়-স্বজনদের সাথে দেখা করে অনেক ভালো এবং আনন্দ লাগলো 🥰
আসলে আমরা যারা দেশের বাইরে থাকি তারা পরিবার এবং আত্মীয়-স্বজনকে অনেক মিস করি😞
It was very good and happy to meet relatives after many years
In fact, we who live outside the country miss our family and relatives a lot😞

..............
02/09/2024

..............

Timeline e rekhe dilam....
02/09/2024

Timeline e rekhe dilam....

Burj khalifa # Frame # of future
02/09/2024

Burj khalifa # Frame # of future

ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে ,                 অকর্মন্যদের জীবন তোহ অন্যদের খুঁত খুঁজতেই শেষ হয়ে যায় ।Mistakes ar...
02/09/2024

ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে , অকর্মন্যদের জীবন তোহ অন্যদের খুঁত খুঁজতেই শেষ হয়ে যায় ।
Mistakes are made by those who continue to work, the lives of those who do not work end up finding faults in others.

মেয়েদের সুন্দর চেহারা আর বাপের টাকা না থাকলে নাকি কপালে সুখ হয়না শশুরবাড়িতে মেয়েদের দাম থাকেনা; নিজের থেকে নিচু স্টেটাসে...
01/09/2024

মেয়েদের সুন্দর চেহারা আর বাপের টাকা না থাকলে নাকি কপালে সুখ হয়না শশুরবাড়িতে মেয়েদের দাম থাকেনা; নিজের থেকে নিচু স্টেটাসের ছেলেকে বিয়ে করলে নাকি সুখী হওয়া যায়!! এই আপুটার বাবার অনেক টাকা আবার সুন্দরী দের ভেতর গণণা করলে লাখে একজন হবে। তারপরেও গরিব স্বামীর কাছে অবহেলিত; নির্যাতিত। এতো সুন্দর সব দিকে পারফেক্ট বউ রেখেও পরকিয়া করে বেড়ায়; এতো সাপোর্টিভ বউ যে তার শূন্য পকেটে পাশে থেকে প্রতিষ্ঠিত করে দিছে যখন ফকির ছেলেটার পরিবার অব্দি পাশে ছিলো না আর এই স্ত্রীর উপর এইভাবে জুলুম করছে। আসলে গরিব বা ধনী ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ভুল মানুষ কে চয়েজ করা; এই ধরনের দুই টাকার ফকিরের ছেলে যখন না চাইতেও সুন্দরী বড়লোক বউ পেয়ে যায় এদের মনে একটা কথাই হতে থাকে কি ছিলাম কি হনুরে। আর গরিব এর ফেতর এক শ্রেণির ছেছড়া ফকিন্নি পাওয়া যায় এরা ছোট থেকে জানেনা কিভাবে স্ত্রীর সাথে ট্রিট করতে হয় । তারা নিজের মা কে দেখে আজীবন অবহেলিত নির্যাতিত জীবন কাটায় তাই কিভাবে দাম্পত্য জীবন এনজয় করতে হয় এই শিক্ষাটা কখনো পায়না। অভাবের ভেতর বড় হয় তাই টাকা দেখলে চোখ কপালে উঠে যায়। মেয়েদের একটা কথাই বলবো আবেগে গা ভাসানো উচিত নয়। মেয়েদের চেহারা বা বাপের টাকা লাগেনা জাস্ট ভাগ্য সুন্দর হওয়া জরুরী কারণ মেয়েরা যদি এঞ্জেলিনা জুলিও হয় তবু এক শ্রেণীর মানুষ এর কাছে জরিনা আবার মেয়েটা যদি গোটা বাপের বাড়ি মাথায় করে এনেও দিয়ে দেয় একদল ছোটলোক বলবে অমুকের বউ মঙ্গলগ্রহ আনছে তুমি কেনো আনলেনা।মানুষ যখন নিজের যোগ্যতার তুলুনায় বেশি কিছু পেয়ে যায় তখন নিজেকে অনেক কিছু ভাবে। যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে..🙂

join 👑 Queen's of Gopalgonj 👑 only for girls

এটি একটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ শিক্ষণীয় গল্প, যা শিশুকে সঠিক মূল্যবোধ শেখানোর গুরুত্ব তুলে ধরে।ধরুন, দুপুরে ...
01/09/2024

এটি একটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ শিক্ষণীয় গল্প, যা শিশুকে সঠিক মূল্যবোধ শেখানোর গুরুত্ব তুলে ধরে।

ধরুন, দুপুরে খাওয়া শেষে একটাই মাছ ভাজা রয়ে গেছে।

রাতে খাওয়ার সময় মাছটা কাকে দেবেন? পরিবারে শুধু আপনারা দুজন আর ফুটফুটে এক সন্তান।

কমন যে চিত্রটি আমরা দেখতে পাই:

রাতে খাওয়ার সময় বাচ্চাকে পুরো মাছটা দিয়ে দেয়। আর বাবা মা দুজন ড্যাব ড্যাব চোখে শুধু তাকিয়ে থাকবে আর তার খাওয়া দেখে মনটা ভরে যাবে।

আহ কি শান্তি!

আসলে যা করা দরকার ছিলো:

রাতে ৩ জনই একসাথে খেতে বসব। তার সামনেইমাছটা সমান ৩ ভাগে ভাগ করব। আর ৩ জনেই ৩ টুকরা খেয়ে নিব।

বিশ্বাস করুন, এই ক্ষেত্রে বাচ্চার আস্ত মাছটা খাওয়ার কোনো ফায়দা নাই। বরং তার ব্রেইনে একটা ভুল মেসেজ আজীবনের জন্য সেট হয়ে যাবে।

অথচ, ৩ টুকরামাছ তাকে শেখাবে কীভাবে অল্প জিনিসও সবার সাথে ভাগ করে খেতে হয়। তার অপজিটে থাকা মানুষগুলো খেয়েছে কিনা সেই ব্যপারে খেয়াল রাখার মানসিকতা জাগ্রত হয়। আর এই মেসেজটি আজীবন তার ব্রেইনে ঢুকে থাকবে।

এটা একেবারে ছোটবেলা থেকেই করা উচিত। বাচ্চা তার বয়স অনুযায়ী যতটুকু বোঝার ঠিকই বুঝবে। বাচ্চারা তাদের মতো করে সবই বুঝে।

ট্রিক্সটা কাজে লাগালেই দেখবেন, তাকে কিছু খেতে দিলে আগে আপনার হাতে দেখবে তার মায়ের ভাগটা আছে কিনা! আবার, বাবার ভাগটাও রেখে দিবে।

বর্তমান সময়ে অনেক বাচ্চাদের দেখা যায় সবকিছুই নিজের করে পেতে চায়, তার-ই ভাই বা বোন সে পেলো কিনা সেদিকে খেয়ালই রাখে না। দাদু, কাকা, বাবা, যে যা-ই আনুক না কেন, সবই তার চাই!

এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় কীভাবে ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে শিশুদের মধ্যে মূল্যবোধ এবং ভাগাভাগির শিক্ষা গড়ে তোলা যায়। এটি তাদের পরবর্তীতে জীবনে সঠিক মানসিকতা এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্য করবে।

#সংগৃহিত


29/08/2024

Park Regis by prince hotel ,Dubai ..sea Beach & Sea view

27/08/2024

BURJ KHALIFA , DUBAI

27/08/2024

DUBAI FRAME

27/08/2024

MUSEUM OF THE FUTURE , DUBAI

23/08/2024

আমার ভাইয়া Baktier Ahmed Rony এবং তার টিম নিয়ে ফেনীর বাসীদের সাহায্যের জন্য ওখানে আছে কারো সাহায্য লাগলে এই নাম্বারে যোগাযোগ করবেন.......

ফেনী এবং অাশপাশ এলাকায় কো‌নো মানুষ অাটকা পড়‌লে অামা‌দের অবগত করুন, অামার ৫০ জ‌নের এক‌টি টিম ঢাকা থে‌কে ওখা‌নে কাজ কন‌ছে, অা‌মিও অা‌ছি অাপনা‌দের পা‌শে,,,ওয়াটসঅাপ ০১৯৭৫৩৬৩৭০৭ , ০১৭৮২২২৬০০৫ কল করুন

If you want success in your life 🖤
22/08/2024

If you want success in your life 🖤

21/08/2024

Dubai Appartment pool mina Rashid

05/06/2024

তুমি আইফোন নিয়ে দাঁড়ালে তোমাকে কেউ দেখবে না সবাই আইফোনটা দেখবে।

ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে কেউ আইফোন দেখবে না সবাই ইলন মাস্ককে দেখবে......
তুমি কুড়ি হাজার টাকার ব্র্যান্ডের শার্ট পরলে সবাই শার্টটাকে দেখবে, তোমাকে দেখবে না। হৃত্বিক রোশন ফুটপাথের দু'শ টাকার গেঞ্জি পরলে সবাই হৃত্বিককেই দেখবে।

ব্র্যান্ডের পেছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো। গাদাগুচ্ছের টাকা খরচা করে 'শো অফ' করে কিচ্ছু পাওয়া যায়না। বাবা মায়ের থেকে দামী জিনিস কেনার জেদ না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও, যাতে তোমার ব্যবহার করা ছেঁড়া রুমালও নিলামে একদিন লাখ টাকায় বিক্রি হয়।

'শো অফ' তারা করে যাদের ভেতরটা ফাঁপা হয়, সেজন্যই তারা বাইরেটাকে চকচকে বানিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে।
সংগৃহীত
--

আমাদের জীবনে অজুহাত হলো শরীরে বাসা বেঁধে থাকা মরণঘাতী ক্যান্সারের মত। আমরা যেই লক্ষ্য অর্জন করতে চাই, সেটা না করতে চাওয়া...
04/06/2024

আমাদের জীবনে অজুহাত হলো শরীরে বাসা বেঁধে থাকা মরণঘাতী ক্যান্সারের মত। আমরা যেই লক্ষ্য অর্জন করতে চাই, সেটা না করতে চাওয়ার কারন খুঁজে বের করাটা খুব কঠিন কিছু নয়। এই কারনগুলিই আসলে অজুহাত। এই মরণঘাতী ক্যান্সার হতে আমাদের নিজেদের মুক্ত রাখার চেষ্টা থাকতে হবে। । সবার জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক। সবার জন্য শুভ কামনা রইলো।

শুধুমাত্র অর্থবিত্ত আর পজিশন মানুষকে সুখী করতে পারে না। একজন মানুষ যদি তার প্রিয় কাজগুলো করতে না পারে, তবে যতই অর্থবিত্ত...
02/06/2024

শুধুমাত্র অর্থবিত্ত আর পজিশন মানুষকে সুখী করতে পারে না। একজন মানুষ যদি তার প্রিয় কাজগুলো করতে না পারে, তবে যতই অর্থবিত্ত আসুক, সে কিন্তু সুখী হতে পারবে না। আর সত্যিকার সুখী হওয়াই জীবনের সবচেয়ে বড় সাফল্য। আর এ জন্য আমাদের উচিত নিজের একান্ত ইচ্ছা আর ট্যালেন্টকে খুঁজে বের করা। সবাইকে নতুন দিনের শুভেচ্ছা। আপনাদের সবার সুন্দর স্বপ্ন গুলি পূরণ হউক। সবার জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক। সবার জন্য শুভ কামনা রইলো।

অনেক বছর পর ২02৪ সালের প্রথম কাঁঠাল খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ
01/06/2024

অনেক বছর পর ২02৪ সালের প্রথম কাঁঠাল খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ

🇩🇪 জার্মানির এই দুই ভাই পৃথিবীতে আসার উদ্দেশ্য খুঁজছিলেন ,, কেন আমরা পৃথিবীতে এসেছি এটা খোঁজার জন্য এরা দর্শন,ইতিহাস সহ ...
28/05/2024

🇩🇪 জার্মানির এই দুই ভাই পৃথিবীতে আসার উদ্দেশ্য খুঁজছিলেন ,, কেন আমরা পৃথিবীতে এসেছি এটা খোঁজার জন্য এরা দর্শন,ইতিহাস সহ সমস্ত ধর্মগ্রন্থের বই পড়ে ফেলে কিন্তু কোন উত্তর খুঁজে পাই না,
✅শেষে তারা পবিত্র আল কুরআন পরে এবং সবটা বুঝতে পারে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে!!!
❇️এখন এরা দুই ভাই পুরো জার্মানি জুড়ে ইসলাম ও কুরআনের বাণী ছড়িয়ে দিচ্ছে
আল্লাহ্ এদের দুই ভাইকে কবুল করুক,❤️🗣

Indirizzo

Caserta

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Nandiny Italian Diary pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Nandiny Italian Diary:

Video

Condividi


Altro Creator digitale Caserta

Vedi Tutte