Sadia Mitu

Sadia Mitu assalamualaikum everyone,,,I'm mitu,,,i live in the Italy ,, this is my page keep support and follow
(1)

একটা শরীর। ১৮/২০ জন পুরুষ।১১৩ টা কা ম ড়ের দাগ। ১৫০ গ্রাম বী র্য।জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চে পে ধরে ...
15/08/2024

একটা শরীর।

১৮/২০ জন পুরুষ।

১১৩ টা কা ম ড়ের দাগ।

১৫০ গ্রাম বী র্য।

জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চে পে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে র ক্ত বেরিয়ে আসে?

এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরে ছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ।

চোখ দিয়ে র ক্ত বেরিয়ে আসার আগমুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, ‘আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে।’

আহা জীবন🥺🥺।

আবার ও প্রমাণিত মেয়েরাই মেয়েদের বড় শত্রু😊😊

26/07/2024

আমি ব্যাংকে কেন টাকা পাঠাবো ভাই 🤔🤔

১ যেখানে মাথামোটা সরকার ৭৫ হাজার টাকা ঘোষনা দিয়েও টাকা লাগে ৫ লাখ প্লাস
২/ ৩০ হাজার টাকার টিকিট ১ লাখ টাকা
৩/ নিরাপত্তার দোহায় দিয়ে লাগেজ কেটে দামি জিনিস চুরি করা
৪/অপমান লাঞ্চনা একদম ফ্রী
৫ / এখন প্রায় সময়ই দেখবেন কিছু খনিকের পোলা প্রবাসীদের নিয়ে উল্টা পাল্টা বলে

এবার শুরু করা যাক দেশে আসা নিয়ে,,
১ / বাংলাদেশের মহান দর্শনীয় জায়গায় পা রাখার সাথে সাথে আপনার দুঃখ শুরু
২/ সাথে কোনো শখের জিনিস টিভি, ফ্রিজ মোবাইল বা অন্য কিছু নিলে মনে হবে জীবনের সবচাইতে নিকৃষ্ট পাপ বুঝি এটাই, জিনিসের ডাবল দাম দিলে সেটা আনতে পারবেন না হলে এয়ারপোর্টেই রেখে আসতে হবে
৩/ আপনার লাকেজ একবারের বেশি ব্যাবহার করতে পারবেন না
৪ / আমি যতদূর যানি একজন প্রবাসী মারা গেলে দুই দেশের অর্থ মিলিয়ে সে ৯ লাখ টাকা পাবে, সেটার হুগা মারা
৫/ ভোগান্তি, হয়রানি একদম ফ্রীতে পাবেন,,

এতোকিছুর পরেও যদি ব্যাংকে টাকা পাঠান তাহলে আপনি ময়লা আবর্জনা ছাড়া কিছুই নয়,,দয়া করে নিজের অধিকার আদায়ে সচেতন হোন,,
এখনই সময় নিজেদের উপর করা জুলুমের প্রতিশোধ নেওয়ার,, সকল রেমিট্যান্স যোদ্ধাদের কাছে অনুরোধ কেউ আগামী ৬ মাসের জন্য ব্যাংকে টাকা পাঠাবেন না,, এয়ারপোর্টে প্রবাসী হয়রানি বন্ধ না হওয়া অবধি এটা আমাদের চালিয়ে যেতে হবে ✊✊✊✊
©️▪️

দেয়ালে এতদিন ভবিষ্যৎ আকাঁ ছিলো! অথচ আমরা বোকারা ভাবতাম, এটা ১৯৫২ সালের চিত্র😅©
20/07/2024

দেয়ালে এতদিন ভবিষ্যৎ আকাঁ ছিলো!
অথচ আমরা বোকারা ভাবতাম, এটা ১৯৫২ সালের চিত্র😅
©

19/07/2024

বাংলাদেশ তুমি কেমন আছো জানতে চাচ্ছে তোমার দেশের হাজারো প্রবাসী🥺

ওদেরকে আল্লাহ নির্মমভাবে দুনিয়াতে বেদনাদায়ক কষ্টদায়ক জীবন দান করুন আমীন দেশের এই পরিস্থিতির জন্য ওরাই দায়ী
19/07/2024

ওদেরকে আল্লাহ নির্মমভাবে দুনিয়াতে বেদনাদায়ক কষ্টদায়ক জীবন দান করুন আমীন দেশের এই পরিস্থিতির জন্য ওরাই দায়ী

19/07/2024

এই মূহুর্তে গনভবন ঘেরাও করার চেস্টা চলছে
আশাকরি বিজয় হয়েই ফিরবে আমাদের ছাত্র জনতা.! ✊

Source ফোন কল ফ্রম গনভবন (Dipu Jr)

18/07/2024

প্রিয় বাংলাদেশ কে ইন্টারনেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। যাদের সুযোগ আছে লিখে টুইট করুন , ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন।🥺🥺🥺 দ্রুত প্রবাসী ভাইয়েরা পোস্ট করেন

সবাই এটা লিখে পোস্ট করুন
স্টারলিংক হচ্ছে ইলন মাস্কের ফ্রি ইন্টারনেট সেবা ।
পোস্টগুলো তাদের দৃষ্টিতে আসলে বাংলাদেশের জন্য নেট ওপেন করে দিবে ।

17/07/2024

আপডেট ২০ মিনিট আগে.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ জন নিহত
৪০০ জন আহত,, ২৫ জন মৃত্যুর সাথে লড়াই করছে।
আহ্ বাংলাদেশ। 😭😭

আজ ঢাবি,জাবি,রাবি-কে বাঁচাতে না পারলে প্রিয় মাতৃভূমির কবর খুঁড়ে রাখুন।
কপি করে যাস্ট পোস্ট করতে থাকেন!!
বেশি সময় লাগবে না!
যে যেই গ্রুপেই পারেন পোস্ট করেন প্লিজ।
সবাই গ্রুপে অন্তত ১টা হ্যাশট্যাগ পোস্ট করেন, তাহলে আজকের মধ্যেই ১০ লক্ষ হ্যাশট্যাগ পূর্ণ হবে ইনশাআল্লাহ।।।


















17/07/2024

চাকরি বাঁচানোর জন্য যদি ছাত্রদের ওপর গু*/লি চালানোর অর্ডার মানতে হয়, তাইলে চাকরি ছেড়ে দেন। আরেকজনের সন্তান মে/রে এই চাকরির বেতন দিয়ে আপনার সন্তানের ভাত কিনবেন কিভাবে? 🙂

03/07/2024
ইতালির গ্রীষ্মকালীন ফল
06/06/2024

ইতালির গ্রীষ্মকালীন ফল

I've received 41,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
28/05/2024

I've received 41,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

🎉 Facebook recognised me as a top rising creator this week!
20/05/2024

🎉 Facebook recognised me as a top rising creator this week!

I've received 4,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
20/05/2024

I've received 4,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

The journey of motherhood ☺️☺️
19/05/2024

The journey of motherhood ☺️☺️

Me checking my baby's diaper🤭
18/05/2024

Me checking my baby's diaper🤭

একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো অবশ্যই দরকার দিনশেষে তার নিজের একটা পরিচয় থাকে, কারো পরিচয় এ পরিচিত হওয়ার থেকে নিজের একটা ন...
17/05/2024

একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো অবশ্যই দরকার দিনশেষে তার নিজের একটা পরিচয় থাকে, কারো পরিচয় এ পরিচিত হওয়ার থেকে নিজের একটা নিজস্বতা থাকা দরকার, তাহলে হয়তো অনেক মেয়েই মানুষিক ভাবে ভালো থাকবে,
আর একটা কথা হলো এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করতে নেই তাহলে সে অবশ্যই আপনার সরলতা কে কাজে লাগিয়ে কষ্ট দিবে.......দুনিয়াটা আসলে নিঃস্বার্থ মানুষের জন্য না,,
যারা স্বার্থপর তাদের জন্য, আপনি যতো বেশি স্বার্থপর হতে পারবেন ততো ভালো থাকতে পারবেন🥲

বাংলাদেশ বিমানে জাপান যাওয়ার ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট...
16/05/2024

বাংলাদেশ বিমানে জাপান যাওয়ার ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট পর আসছি।

বাচ্চাটা ২ মিনিট পরই টয়লেট থেকে বের হয়ে ওর মায়ের কাছে না গিয়ে ভুল করে উল্টা দিকে চলে গেল🙆🏿‍♂️

এদিকে প্রথমবার প্লেনে চড়ে আমাদের রাজু মিয়া (৩২) জাপান যাইতেছিলো, হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে সে টয়লেটে ঢুকলো🙄

পাঁচ মিনিট পর বাচ্চার মা এসে দরজায় টক টক আওয়াজ করছেন আর বলছেন, হয়ে গেছে নাকি? তাহলে দরজা খোল, আমি ধুইয়ে দিয়ে প্যান্ট পরিয়ে দেব🤭

টয়লেটের ভিতর থেকে বিস্মিত রাজুমিয়া ভাবছে, উফ! একেই বলে সার্ভিস!🫠🫠
কে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সার্ভিস খারাপ?🌚

13/05/2024

এরাবিয়ান রা যখন পাশে বসে ফোন এ কথা বলে,মনে হয় সূরা পড়তেসে....😒পড়েই যাইতেসে, আমিন বলবো মনে চায়😅।

বিবাহিত জীবনে প্রত্যেকটি মা কে  শুনতে হয় ,কি কাজ করো ?মা হ‌ওয়া কি খুব সহজ....মায়ের কাজ তো অফিসের ৮ ঘন্টা নয় , ২৪ ঘন্...
18/03/2024

বিবাহিত জীবনে প্রত্যেকটি মা কে শুনতে হয় ,
কি কাজ করো ?
মা হ‌ওয়া কি খুব সহজ....
মায়ের কাজ তো অফিসের ৮ ঘন্টা নয় , ২৪ ঘন্টা।
যেখানে কোন রেস্ট নেই, বেতন নেই, ছুটি ও নেই।

ইতালির গ্রীন কার্ড পাওয়া একটা পরিবারের দুচোখ ভরা স্বপ্ন- ইউরোপ চষে বেড়ানোর। ভাসমান শহর ভ্যানিসের বুকে বোটে চেপে ওরা ভেস...
01/03/2024

ইতালির গ্রীন কার্ড পাওয়া একটা পরিবারের দুচোখ ভরা স্বপ্ন- ইউরোপ চষে বেড়ানোর। ভাসমান শহর ভ্যানিসের বুকে বোটে চেপে ওরা ভেসে বেড়াবে শহরময়।

অথচ কে জানত, তাদের গন্তব্য ইতালি ছিল না; ছিল মাটির ঘর কবর। ইউরোপে তাদের যাত্রার কথা ছিল না। যাত্রার কথা ছিল অনন্ত মহাকালে...

Collected
বেইলী রোড আগুনের ঘটনায় একই পরিবারের ৫ জন মারা যায়।

সবাই দেখলাম টুইংকেল খান্নার গ্র্যাজুয়েশনের স্টোরি শেয়ার করেছেন এবার বাংলাদেশি ভার্সন দেখুন♥️রিকশা চালিয়ে স্ত্রীকে করিয়েছ...
19/01/2024

সবাই দেখলাম টুইংকেল খান্নার গ্র্যাজুয়েশনের স্টোরি শেয়ার করেছেন এবার বাংলাদেশি ভার্সন দেখুন

♥️রিকশা চালিয়ে স্ত্রীকে করিয়েছেন এম এ পাস, অবশেষে চাকরি

বগুড়ার গাবতলী বাগবাড়ি এলাকার রিকশা চালক ফেরদৌসের এমএ পাশ স্ত্রী সীমানুর খাতুন এখন শিক্ষক। সোমবার (১৫ জানুয়ারি) বগুড়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখার সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েই যোগদান করেছেন। আরও পেয়েছেন ঋণ পরিশোধের অর্থ, বাড়ির টিন ও আউটসোর্সিং করার জন্য ল্যাপটপ।

তিনি সরকারি আজিজুল হক কলেজ থেকে এম এ পাস করেছেন।

Family & partner এর সাপোর্ট থাকলে মেয়েরা সব পারে সব 😍 সেটা নায়িকা হোক বা সাধারন কোন মেয়ে হোক

ধন্যবাদ©️

আমেরিকার পুরুষদের একটা বউ থাকে আরেকটা গার্লফ্রেন্ড থাকে, কিন্তু সে ভালোবাসে তার বউ কে ।ইউরোপের পুরুষদের একটা বউ থাকে আরে...
14/01/2024

আমেরিকার পুরুষদের একটা বউ থাকে আরেকটা গার্লফ্রেন্ড থাকে, কিন্তু সে ভালোবাসে তার বউ কে ।

ইউরোপের পুরুষদের একটা বউ থাকে
আরেকটা গার্লফ্রেন্ড থাকে,
কিন্তু সে ভালোবাসে তার গার্লফ্রেন্ড কে ।

সৌদি আরবের পুরুষদের কোনো গার্লফ্রেন্ড থাকে না, বউ থাকে চারটা, কিন্তু সে ভালোবাসে তার ঊট কে ।

বাংলাদেশের পুরুষদের বউ থাকে একটা গার্লফ্রেন্ড থাকে চারটা, কিন্তু সে ভালোবাসে তার মা কে ।

#সংগ্রহীত

Only moms can relate🥲💔
10/01/2024

Only moms can relate🥲💔

সন্তানকে ভালোবাসলে প্রথমে সন্তানের মাকে সম্মান ও ভালোবাসা দিতে হবে🙂
09/01/2024

সন্তানকে ভালোবাসলে প্রথমে সন্তানের মাকে সম্মান ও ভালোবাসা দিতে হবে🙂

🇮🇹ইতালি ভেনিস,                          ভালোবাসার নগরী।😍🥀📸
28/12/2023

🇮🇹ইতালি ভেনিস,
ভালোবাসার নগরী।😍🥀
📸

27/12/2023

প্রয়োজনীয়_কিছু_টিপস জেনে রাখুন!

🔸কাঠের আসবাবপত্রে চা-পাতা ফোটানো ঠান্ডা পানি দিয়ে পলিশ করুন ঝকঝকে হয়ে উঠবে।

🔸ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন দাগ উঠে যাবে।

🔸ডিটারজেন্টের সথে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন, কেমন ঝকঝক করে।

🔸ছোট্ট টুকরো কাপড়ে পাতিলেবুর রস মাখিয়ে চামড়ার ব্যাগ বা স্যুটকেশে ঘষলে উজ্জ্বলতা বাড়বে।

🔸অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বের হয়। দু-তিনটে দেশলাই কাঠি জ্বালালে দু-তিন মিনিটের মধ্যে ঘর থেকে গন্ধ চলে যাবে।

🔸 ইস্ত্রি করার সময় কাপড়ে যে পানি ছিটান তাতে কয়েক ফোঁটা পারফিউম ফেলে দিন। ইস্ত্রি হওয়া কাপড়টি সুগন্ধ ধরে রাখবে।

🔸চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে এক ফোঁটা ভিনিগার দিয়ে কাঁচ পলিশ করুন এতে চশমা ঝকঝকে হয়ে যাবে।

🔸উলের পোশাক ধোয়ার পর এক বালতি পানিতে আধ চামচ গ্লিসারিন দিয়ে তাতে ডুবিয়ে নিন, পোশাকের নরম ভাব বজায় থাকবে।

🔸ফ্লাক্সের ভেতরে অংশ ভালভাবে ধুতে হলে ফ্লাক্সে গরম পানি ভর্তি করুন। তাতে কয়েক টুকরো কাগজ ফেলে দিন। ঘণ্টাখানেক পর ভাল করে ঝাকিয়ে নিয়ে পানি ফেলে দিন,ভেতরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। ©️

৭৬১ দিন! (১৯৪২ সাল)। The Diary of Anna Frank এই মেয়েটি বাড়ীর পিছন দিকের লুকোনো চিলেকোঠায় লুকিয়ে ছিলো। বেশী না। ৭৬১ দিন। ...
17/12/2023

৭৬১ দিন! (১৯৪২ সাল)। The Diary of Anna Frank

এই মেয়েটি বাড়ীর পিছন দিকের লুকোনো চিলেকোঠায় লুকিয়ে ছিলো। বেশী না। ৭৬১ দিন। মানে ২৫ মাস, অর্থাৎ দুই বছরের একটু বেশী।

যেখানে লুকিয়ে ছিলো সে জায়গাটার আয়তন ৪৫০ বর্গফুট। আর ওইটুকু জায়গায় মেয়েটিসহ মোট ছিলো আটজন।

দুই বছর ওই জায়গাতেই থাকা, ঘুম থেকে ওঠা, বাথরুম সারা, সামান্য কিছু খাওয়া, ওইখানেই সন্ধ্যে, রাত দেখা। বাইরে সারা শহরে নাৎসি বাহিনী, গেস্টাপো ঘুরে বেড়াচ্ছে, উপরে আকাশ থেকে বোমা বর্ষণ হচ্ছে। ধরা পড়লেই শেষ।

আর আমাদের মতো হাতে সেলফোন? সেলফোনে সারা বিশ্ব দেখা? ইন্টারনেট? ল্যাপটপ? স্কাইপি, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারে ভিডিও চ্যাট?
১৯৪২ সালে স্বপ্নেও কেউ ভাবেনি ওসবের কথা। তাহলে? সময় কাটানো কীভাবে? মেয়েটি ডায়েরি লিখতো প্রতিদিন।

মাত্র ১৫ বছরের মেয়েটি প্রতিদিন লিখে গেছে ডায়েরি।
লিখেছে তার কথা, তার বাবা মায়ের কথা। লিখেছে তার শরীর কীভাবে বদলে যাচ্ছে সেসব বর্ণনাও। সে অকপটে লিখে গেছে সব কথা।

সে লিখেছে–

'Because paper has more Patience than People'.

কী সাংঘাতিক কথা ১৫ বছরের মেয়ের। মানুষের ধৈর্য নেই, কিন্তু কাগজের আছে। মানুষ আরেক মানুষের আদর্শ, ধর্মবিশ্বাস এসবের সম্মান দেয়না, কিন্তু কাগজ দেয়। মেয়েটি তাই কাগজকেই বলে সব কথা।

কিন্তু শেষ রক্ষা হয়নি। কোনোও এক বিশ্বাসঘাতক তাদের ধরিয়ে দেয়। পরিবারের আটজনের অনেককেই মেরে ফেলা হয়। এই মেয়েটি আর তার বড় বোন টাইফাস জ্বরে মারা যায় নির্যাতন ক্যাম্পেই। শুধুমাত্র মেয়েটির বাবা বেঁচে ফিরতে পেরেছিলেন।

মেয়েটি এত কিছুর পরেও আনন্দ, সৌন্দর্য, মানুষের মহত্ত্ব এসবের উপর বিশ্বাস হারায়নি। মেয়েটি যেসব কথা লিখেছিলো তার থেকে কয়েকটি প্রিয় উদ্ধৃতি দিচ্ছি। আমি নিশ্চিত যে, আপনাদের এই যে খুব খারাপ লাগছে এ সময়ে, এখন কথাগুলো পড়লে বদলে যাবে আপনার ভাবনা।

'How Wonderful it is that nobody need wait a single moment before starting to improve the World'.

'ভাবলে ব্যাপারটা কতো চমৎকার যে, আসলে পৃথিবী বদলে দেবার জন্য কারও এক মুহূর্ত অপেক্ষা করার দরকার নেই'।

'Think of all the Beauty still left around you and be Happy'.

'চারিদিকের যেসব সৌন্দর্য এখনও বাকী আছে তা দেখো আর আনন্দিত হও'।

'I can shake off everything as I write; My Sorrows disappear, my Courage is reborn'.

'আমি লিখতে শুরু করলেই সব ঝেড়ে ফেলতে পারি। আমার দুঃখ দূর হয়ে যায়, আমার সাহস ফিরে আসে'।

“I've found that there is always some beauty left. In nature, Sunshine, freedom, in yourself; these can all help you'.

'আমি দেখেছি সৌন্দর্য কোথাও না কোথাও শেষমেশ থাকেই। প্রকৃতিতে, সূর্যালোকে, স্বাধীনতায়, নিজের ভেতরে। আর এই সৌন্দর্যগুলো তোমাকে সাহায্য করবেই'।

'I don't think of all the misery, but of the beauty that still remains'.

'আমি দুঃখ কষ্টের কথা ভাবিনা, ভাবি যা সৌন্দর্য এখনও বাকী রয়ে গেছে তার কথা'।

'Whoever is happy will make others happy'.

'যে নিজে সুখী, সে অন্যকেও সুখী করতে পারে'।

'In the long run, the Sharpest weapon of all is a kind and gentle spirit'.

'শেষমেশ সবচেয়ে উপযুক্ত অস্ত্র হলো- দরদী এবং মরমী একটি মন'।

'Where there's hope, there's life. It fills us with fresh courage and makes us strong again'.

'যেখানে আশা আছে, সেখানেই জীবন আছে। এই আশা আমাদের নতুন সাহস জোগায় এবং শক্ত হতে সাহায্য করে'।

'Inspite of everything, I still believe that people are really good at heart'.

'সবকিছুর পরেও আমি বিশ্বাস করি যে, মানুষ তার ভেতরে সত্যিই ভালো'।

মেয়েটির লেখায় বারবার 'যতোটুকু সৌন্দর্য বাকী আছে' এ কথা কেনো বলেছে তা বোঝা যাবে দ্বিতীয় ছবিতে। চিলেকোঠার জানালাটা গাঢ় রঙের পর্দা দিয়ে ঢাকাই থাকত, কিন্তু বাইরে বোমাবিধ্বস্ত শহরের চেহারা তখন এমনই।

মেয়েটির নাম এ্যানা ফ্র্যাঙ্ক।

So don't lose "hope"...Stay "motivated"...And fight till the
"end".

Indirizzo

Bologna

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Sadia Mitu pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Sadia Mitu:

Video

Condividi



Potrebbe piacerti anche