Jakir's Daily

Jakir's Daily আমার যা আছে সব স্বপ্ন, সবইত মাওলা তুমি জানো।

বাংলাদেশ বিমানে জাপান যাওয়ার ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট...
04/11/2024

বাংলাদেশ বিমানে জাপান যাওয়ার ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট পর আসছি।

বাচ্চাটা ২ মিনিট পরই টয়লেট থেকে বের হয়ে ওর মায়ের কাছে না গিয়ে ভুল করে উল্টা দিকে চলে গেল🙆🏿‍♂️
এদিকে প্রথমবার প্লেনে চড়ে আমাদের রাজু মিয়া (৩২) জাপান যাইতেছিলো, হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে সে টয়লেটে ঢুকলো🙄
পাঁচ মিনিট পর বাচ্চার মা এসে দরজায় টক টক আওয়াজ করছেন আর বলছেন, হয়ে গেছে নাকি? তাহলে দরজা খোল, আমি ধুইয়ে দিয়ে প্যান্ট পরিয়ে দেব🤭

টয়লেটের ভিতর থেকে বিস্মিত রাজুমিয়া ভাবছে, উফ! একেই বলে সার্ভিস!🫠🫠
কে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সার্ভিস খারাপ?🌚

একমত আমরা সবাই।
25/10/2024

একমত আমরা সবাই।

16/09/2024

Winter is coming in Italy

11/09/2024

কেয়া বাত!! 😂😂

05/09/2024

শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূরণ হলো আজ।

আপনার অনুভূতি কেমন?

আলহামদুলিল্লাহ 😍
03/09/2024

আলহামদুলিল্লাহ 😍

31/08/2024

#এরা_আসলে_কি_চেয়েছিল?

টিভি সাক্ষাৎকারে কিশোর ফাইয়াজ বলে,

"রিমান্ডে থাকার সময় জামাতে নামাজের ফুটেজ চেক করতে বলেছে, আমি যদি নামাজ পড়ি তবে আমি ছাত্র শিবির কর্মী।"

ঢাকা ভার্সিটির এক শিক্ষার্থী বলেন,

"আমি ছয় মাস গোসলখানায় ফজরের নামাজ পড়েছি। ছাত্রলীগের ছেলেরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো, যে নামাজ পড়ে সেই শিবির কর্মী। "

জহুরুল হক হলের শিক্ষার্থী । ২০১০-১১ সেশন ।

আয়না ঘর থেকে মুক্তি পাওয়া তানভীর মাহতাব,

"ভেতর থেকে ডাকলে একজন আসে । আমি তখন তার কাছে একটি কোরআন শরীফ চাই । সে বলে 'কুরআন শরীফ দিয়ে কি হবে ?' আমি বললাম ' রমজান মাস একটু কোরআন পড়তে ইচ্ছে করছে ।' সে বলল 'কুরআন পড়ে কি হবে, তোর আল্লায় তোরে বাঁচাইতে পারবো? "


যারা পর্দা করে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে বাসায় পড়াশোনা করা উচিত - অধ্যাপক ওয়াহিদুজ্জামান চাঁন , ঢাকা বিশ্ববিদ্যালয় ।

ঢাবি'তে কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে অংশ নেয়া ছাত্রদের শাস্তি চেয়ে ডিনের চিঠি- কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাসির ।

আয়না ঘর থেকে মুক্তি পাওয়া বন্দী ‌

"আয়না ঘরের ভিতরে বড় ফ্যান চালিয়ে রাখা হতো যাতে ভেতরে শব্দ বাহিরে না যায় । একবার পনেরো মিনিটের জন্য ফ্যান নষ্ট ছিল, তখন মসজিদের মাইক থেকে সেহেরির জন্য ডাকা হচ্ছিল শুনে বুঝলাম রমজান মাস চলছে "

৩৮ তম বিসিএসে প্রথম হয়েও বাদ পড়লেন মারুফ কোরআনের হাফেজ হওয়ার কারণে ।
বুয়েটের মেধাবী ছাত্র আবরার নামাজী ছিল । ভারতের শোষণ নিয়ে লিখতো তাই ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করল শিবির ট্যাগ দিয়ে ।

আয়না ঘরের বন্দী ব্যারিস্টার আরমান

"আশেপাশে মসজিদ ছিল, হালকা আজান শোনা যেত । তখন তারা জোরে মিউজিক ছেড়ে যেত যাতে আজান শুনতে না পারি - এনটিভিতে দেওয়া সাক্ষাৎকারে"
ইসলামের প্রতি এত বিদ্বেষ, এত বিদ্বেষ!

এদেশে সংখ্যালঘু আসলে কারা?

আওয়ামী লীগের এজেন্ডা আসলে কি ছিল?

©

বর্তমান আওয়ামিলীগের অবস্থা দেখতে অবশ্যই আপনার এই ছবিগুলো দেখা উচিৎ, ক্যাপশনে বিস্তারিত দেওয়া আছে প্রতিটি ছবির সাথে। শেষট...
30/08/2024

বর্তমান আওয়ামিলীগের অবস্থা দেখতে অবশ্যই আপনার এই ছবিগুলো দেখা উচিৎ, ক্যাপশনে বিস্তারিত দেওয়া আছে প্রতিটি ছবির সাথে।
শেষটা দেখলে চমকে যাবেন 😂😂

বন্যার প্রবল স্রোতে জীবন থেমে গেছে, অথচ হাতের ঘড়িটি সময়ের নিয়মে এখনও চলছে। মৃত্যুর আগে এবং পরের মুহূর্তগুলিতে শুধুই ঘড...
26/08/2024

বন্যার প্রবল স্রোতে জীবন থেমে গেছে, অথচ হাতের ঘড়িটি সময়ের নিয়মে এখনও চলছে। মৃত্যুর আগে এবং পরের মুহূর্তগুলিতে শুধুই ঘড়ির কাঁটাগুলি ঘুরছে, কিন্তু জীবনের সময়ের চাকা থেমে গেছে চিরদিনের জন্য। তার পরিবার এখনো তাকিয়ে আছে সেই সময়ের দিকে, অপেক্ষা করছে, যদি কখনো ফিরে আসে তাদের প্রিয়জন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জামাই খাইলে বউ খুশি, এইরকম কিছু খাবার😍
22/08/2024

জামাই খাইলে বউ খুশি, এইরকম কিছু খাবার😍

বন্যায় ভেসে গেলো খামারির স্বপ্ন😭
21/08/2024

বন্যায় ভেসে গেলো খামারির স্বপ্ন😭

17/08/2024

ডাক্তাতারদের ৫/১০ মিনিট দেখার ভিজিট ৬০০/ ৮০০ / ১২০০ টাকা থেকে কমিয়ে ২০০ / ৩০০ টাকা করা হোক, এখানেও সংস্কার জরুরী-

আমিন।
14/08/2024

আমিন।

12/08/2024

সংখ্যালঘুরা আন্দোলন করতে আসছে! ওরা জানেই না কোথায় আগুন লাগাইছে, আরেকজন নিজের থানার নাম কইতে পারে না! স্ক্রিপ্ট ভুলে গেছে😄

08/08/2024

২ কোটি প্রবাসী সব সরকারের আমলে নির্যাতিত হয়েছে ঘরে বাইরে।আর হতে দেয়া যাবেনা।

সাম্প্রতিক আন্দোলনে প্রবাসীরা মোমবাতির আলোর মতো ভূমিকা রেখেছে। বাংলাদেশ যখন অন্ধকারে ডুবেছিল তখন প্রবাসীরা নিজেদেরকে ঝুঁকিতে রেখে দেশকে আলোকিত করেছে।

আমার প্রধান অনুরোধ ড. মোহাম্মদ ইউনুস আপনার কাছে। নিয়ম না জেনে বুঝে মধ্যপ্রাচ্যে আন্দোলন করতে গিয়ে যারা গ্রেপ্তার হয়েছে। তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করুন।

আর প্রবাসীদের প্রতিনিধিত্ব সরকারের সকল পর্যায়ে নিশ্চিত করুন। সরকারে প্রবাসীদের সংরক্ষণ জরুরি।

আমার আন্দোলন এখন এদিকেই শুরু হবে।

05/08/2024

Indirizzo

Alba Adriatica
1207

Telefono

+8801740648864

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Jakir's Daily pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Jakir's Daily:

Video

Condividi

Società Di Media nelle vicinanze


Altro Alba Adriatica società di media

Vedi Tutte