Uttarpara DigitalNews

Uttarpara DigitalNews Watch our channel in YouTube
https://youtube.com/channel/UCZ5PWAk0dngLp7rDXqZnxWg

This is UDN

হুগলির উত্তরপাড়ার সমতটের পরিচালনায় এগারো দিনব্যাপী নাট্য উৎসব একুশে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর উত্তরপাড়ার গণভবনে সময...
20/12/2024

হুগলির উত্তরপাড়ার সমতটের পরিচালনায় এগারো দিনব্যাপী নাট্য উৎসব একুশে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর উত্তরপাড়ার গণভবনে সময় সন্ধ্যা ছটায় ২১ তারিখ থেকে গণভবনে টিকিট পাওয়া যাবে, এই নাট্য উৎসবে উপস্থিত থাকবে বিখ্যাত নাট্য দলগুলি।

16/12/2024

এই সাংবাদিক সংগঠন মানুষের পাশে থাকে তার প্রমান সহ প্রকাশিত হলো ম্যাগাজিন WBNPRWA (রেজিস্ট্রেশন প্রাপ্ত সাংবাদিক সগঠন)

15/12/2024

// পেজটি আপনারা ফলো করুন লাইক করুন শেয়ার করুন//

২৯ ইঞ্চি ক্যারম হুগলির উত্তরপাড়ার মাখলা বন্ধু মহল ক্লাবের প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে এসেছিলেন আন্তর্জাতিক ক্যারম ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ভি.ডি নারায়ণ তিনি এক সাক্ষাৎকারে কি বললেন আপনারা দেখুন তিনি সবাইকে ২৯ ইঞ্চি ক্যারম খেলতে বললেন এর ফলে মানুষের শরীর ভালো থাকে মনোযোগ আসে চোখ ভালো থাকে এছাড়া শরীরের প্রতি অংশ খুব ভালো থাকে। মনে একাগ্রতা আসে এরফলে সব কিছুতে সাফল্য আসে। ক্যারম অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট দেবাসিস চৌধুরীর কন্যার বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ইন্টারন্যাশনাল ক্যারাম ফেডারেশনের সেক্রেটারি জেনারেল।

// Please follow like and share our page//

29 Inch Carrom International Carrom Federation Secretary General Mr. V.D Narayan came to a function at the premises of Makhla Bandhu Mahal Club in Uttarpara, Hooghly. See what he said in an interview. He asked everyone to play 29 inch carrom. As a result, people's body is good, attention is good, eyes are good, besides, every part of the body is very good while playing Carrom. Concentration comes in the mind, as a result, success comes in everything.The Secretary General of the International Carrom Federation came to attend the wedding ceremony of the daughter of Carrom Association of Bengal President Debasis Chowdhury.

14/12/2024

২৪ তম উত্তরপাড়া বই মেলা জমে উঠেছে। এই বইমেলা প্রথম শুরু হয় ২০০১ সালে তারপর থেকে উত্তরপাড়ার মনমোহন উদ্যানে এই বইমেলা প্রত্যেক বছর ডিসেম্বর মাসে হয়ে থাকে। উত্তরপাড়া বইমেলা ৮ থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত চলবে বইমেলার প্রথম দিন উদ্বোধন করেন পাবলিশার্স এন্ড বুক সেলারস গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জি ও সাহিত্যিক হিমাদ্রি শেখর। এবার এই মেলায় ছোট-বড় মিলিয়ে ৮৮ টি বুক স্টল আছে আছে লিটল ম্যাগাজিনের স্টল বেশ কিছু নামি প্রকাশকরা আছেন বইপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো। আট থেকে ৮০ সবাই আসছেন বইমেলাতে মেলা প্রাঙ্গণ সুন্দর আলোকমালা সেজে উঠেছে বিশেষ করে যুব সম্প্রদায়ের ছেলে মেয়েরা বইমেলায় এসে ভিড় জমাচ্ছে ঘুরে ঘুরে বই দেখছে তারা আবার বই কেনাকাটা করছে। উত্তরপাড়া বইমেলা পরিচালনায় উত্তরপাড়ার সমন্বয় বইমেলার দিনগুলি সন্ধ্যা থেকে সংস্কৃতি অনুষ্ঠান হচ্ছে উপস্থিত থাকছেন সংগীত শিল্পী রায়। বিশিষ্ট সংগীত শিল্পী সৈকত মিত্র উপস্থিত ছিলেন ছিলেন সঙ্গীতশিল্পী নিপবিথী সমন্বয়ের সম্পাদক দিলীপ যাদব জানালেন সেই ২০০১ সাল থেকে বইমেলা চলছে, সবাই আসছেন বই কিনছেন এইসঙ্গে সবাইকে বলবো মেলায় আসুন। বই কিনুন মেলায় যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাই। মেলায় ভালই বই বিক্রি হচ্ছে ছাত্র-ছাত্রীদের ও যুবযুবাদের বইয়ের উপর ভালই আকর্ষণ আছে। আমি বইমেলায় আসতে সবাইকে উৎসাহ দিচ্ছি আসুন মেলা দেখুন বই কিনুন বই পড়লে বিশদভাবে সবকিছু জানা যায়। বইমেলায় উপস্থিত ছিলেন উদ্বোধনে পুরসভার কাউন্সিলররা ও অতিথি বৃন্দ।

12/12/2024

উত্তরপাড়া ও মাখলার মাঝে রেল লাইনের পাশে ফেন্সিং দিয়ে ব্লক, পারাপারে অসুবিধা সাধারণ মানুষের তীব্র ক্ষোভ।

পূর্ব রেলের হাওড়া ডিভিশনে উত্তরপাড়া স্টেশনের উত্তর দিকে মাখলা ও উত্তরপাড়া কাঁঠালবাগান বাজারের মাঝখান দিয়ে রেললাইন গিয়েছে সেই রেল লাইনের কাঠালবাগানের দিকে রেললাইন পারাপারের জায়গা রেলের পক্ষ থেকে বুধবার বিকেলে ফেন্সিং দিয়ে ঘেরা হয়েছে নিরাপত্তার স্বার্থে যার ফলে সাধারণ মানুষ জন দুই পাড়ের বাসিন্দাদের রেললাইন পারাপার করা খুব সমস্যা হয়ে গিয়েছে । অর্থাৎ এলাকার বাসিন্দাদের রেললাইন পার করে যাওয়া আসা বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে এলাকার বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাদের বক্তব্য আমরা কিভাবে রেললাইন পার করে উত্তরপাড়ায় যাব বা উত্তরপাড়া থেকে মাখলার দিকে আসবো আমাদের যাওয়া আসা বন্ধ হয়ে গেল। আমরা খুব সমস্যায় পড়ে গেলাম কারণ পাশে যে রেলওয়ে কালভার্ট আছে সেই কালভার্টের তলা দিয়ে সব সময় যাওয়া-আসা করা যায় না। সারাদিনের বেশিরভাগ সময় জলে ডুবে থাকে রেলের পক্ষ থেকে পাম্প মেশিন চালিয়ে সব সময় জল বার করা হয় না ছাত্রছাত্রীরা জলের মধ্যে দিয়ে তো আর যেতে পারে না আর সাধারণ মানুষের ওইভাবে যাওয়া সম্ভব না। তাই তারা রেললাইন পার হয়ে দোকান বাজার ঔষধপত্র কিনতে ইস্কুলে বা ব্যাংকে যাওয়া আসা করতেন এখন সেটাও বন্ধ হয়ে গিয়েছে। রেলের এটা বোঝা উচিত ছিল জানালেন বেশ কিছু বাসিন্দা। তারা ক্ষোভে খুঁজছেন ওই এলাকার গৃহবধূ বর্ণালী হাজরা চৌধুরী বললেন আমাদের খুব সমস্যা হয়ে গেল রেলওয়ে কালভার্ট জলে ডুবে থাকে, আমরা সেই জন্য রেললাইন পার হয়ে দোকান বাজার ও ওষুধপত্র কিনতে যাই। এখন রেল ফেন্সিং দিয়ে দিয়েছে অর্থাৎ ব্লক করে দিয়েছে। কিভাবে এখন আমরা যাওয়া আসা করব রেলের এটা বোঝা উচিত ছিল পাশাপাশি বিকল্প ব্যবস্থা করা আগে উচিত ছিল অবিলম্বে আমাদের সাবওয়ে বা ফুট ব্রিজ করে দিতে হবে রেলের কাছে এটা আমাদের আবেদন আমরা কি তাহলে ঘরে বসে থাকবো সমস্যা সমাধান কিভাবে হবে রেল এটা বলে দিক মাখলার ওই এলাকার প্রবীণ ব্যক্তি দেবাশীষ চৌধুরী বললেন রেল নিরাপত্তা স্বার্থে এটা করেছে সেটা ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ রেলে কালভার্ট জলে ডুবে থাকে কিভাবে তারা রেল লাইনে তলা দিয়ে যাবে সেই জন্য তো রেললাইন পার হয়ে যেতে হয় সেটাও রেল ব্লক করে দিল ফেন্সিং দিয়ে আমাদের দাবি পাশাপাশি আগে সাধারণ মানুষের কথা ভেবে সাবওয়ে বা ফুট ব্রিজ করে দেওয়া দরকার তারপর এটা করলে ভালো হতো আমরা রেলকে আগেও জানিয়েছি কিন্তু তারা কর্ণপাত করেনি সাধারণ মানুষের এই সমস্যা । কি করে ইস্কুল দোকান বাজার করতে যাবে তারা আমাকেও যেতে হয় এইভাবে। আমরা রেলকে আবার বলবো দ্রুত সমস্যার সমাধান করতে । এলাকার কাউন্সিলর অর্ণব রায় জানালেন হঠাৎ করে রেল ওই জায়গাটা ব্লক করে দিল সাধারণ মানুষ কিভাবে রেললাইন পার হবে তাছাড়া রেলওয়ে কনভার্ট জলে ডুবে থাকে রেলের কর্মীরা ঠিকমতো আসে না জল তুলতে। রবিবারেও কেউ জল তুলতে আসে না ডুবে থাকে রেলওয়ে কনভার্ট সেজন্য সবাই রেল লাইন পার করে আগে বিকল্প ব্যবস্থা ভাবা উচিত ছিল অবিলম্বে সাবওয়ে ও ফুট ব্রিজ করার দাবী জানাচ্ছি রেলের কাছে।

// বক্তার বক্তব্য নিজস্ব কর্তৃপক্ষ এর দায় নেবে না //

11/12/2024

উত্তরপাড়া বইমেলা ২০২৪

11/12/2024

হনুমান জি গাছে হুগলির উত্তরপাড়ার মাখলা মানিকতলা এক গৃহস্থ বাড়ির কাঁঠাল গাছে বুধবার দুপুরে হনুমানজিকে দেখা যাচ্ছে। আপনারা দেখুন। লাইক করুন শেয়ার করুন অনুরোধ রইলো।

09/12/2024

ডিমের দাম বাড়ছে পাল্লা দিয়ে আলুর সঙ্গে এই ডিমের দাম বৃদ্ধি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার একদম চুপ বর্তমানে এক পিস ডিমের দাম সাড়ে সাত টাকা থেকে ৮ টাকা। সঙ্গে পাল্লা দিয়ে আলুর দাম ৪৫ টাকা কিলো, আবার কোনো জায়গায় আলু ৪০ টাকা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। তাদের বক্তব্য প্রশাসনের কথা কেউ শুনছে না। সেই জন্য আলুর দাম ৪০ থেকে ৪৫ টাকা ডিমের দাম সাড়ে সাত টাকা থেকে ৮ টাকা । এত দাম কোনোদিন বাড়েনি ডিমের দাম মানে ফাটকা দাম বলছেন সাধারণ মানুষ প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না কি বললেন তারা দেখুন।

01/12/2024

রবিবার রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নারী ও শিশু সংক্রান্ত অপরাজিতা বিলে আইন প্রণয়নের দাবীতে হরিপাল ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্নার উপস্থিতিতে নালিকুল বটতলায় ধর্ণা অবস্থান কর্মসূচি পালন হলো।

30/11/2024

শনিবারের অমাবস্যার রাতে কালীপুজো নদিয়া জেলার চাকদহ ব্লকের বালিয়া বলরামপুরের স্বর্গত মনি মোহন বসুর বাড়িতে কালীপুজো হোম যজ্ঞ করে হয়, এই পুজো দেখতে ভক্তদের সমাগম হয় তারা মায়ের প্রসাদ গ্রহণ করেন।

30/11/2024

শনিবারের অমাবস্যার রাতে কালীপুজো নদিয়া জেলার চাকদহ ব্লকের বালিয়া বলরামপুরের স্বর্গত মনি মোহন বসুর বাড়িতে কালীপুজো এই পুজো দেখতে ভক্তদের সমাগম হয় তারা মায়ের প্রসাদ গ্রহণ করেন

28/11/2024

বৃহস্পতিবার সকালে ইডির হানা হুগলির হিন্দমোটর নিউ স্টেশন রোডের একটি আবাসনে।কেন্দ্রীয় এজেন্সির চার জন আধিকারিক ৬ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে আবাসনে প্রবেশ করেন। রোহিত ও হরষিত আগরওয়াল দুই ভাই এই ফ্ল্যাটের বাসিন্দা। উত্তরপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ওই আবাসন ।

25/11/2024

রোগী মৃত্যু এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে, কাচের দরজা ভেঙে দেওয়ার অভিযোগ।

রোগী মৃত্যু এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে । কাচের দরজা ভেঙে দেওয়া হয় মৃত রোগী রাজারাম প্রজাপতির পরিবার এবং পাড়ার লোকজনের পক্ষ থেকে । একই সাথে অন্য আরেকটি রোগী পরিবার হাসপাতালে ডাক্তার এবং নার্সদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন । ঘটনাস্থলে উত্তরপাড়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । জানা যাচ্ছে বছর ৬৫র রাজারাম প্রজাপতি বালির বাসিন্দা । শনিবার পায়খানা বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রবিবার তার মৃত্যু হলে সঠিক চিকিৎসার করা হয়নি এমন অভিযোগ তুলে ভাঙচুর চালায় তার প্রতিবেশীরা । আতঙ্কিত হয়ে পড়েন ডাক্তার এবং নার্সরা । পাশাপাশি অন্য একটি রোগী পরিবার দুর্ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন । কার্যত ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা উত্তরপাড়া স্টেশন হাসপাতাল চত্বরে । উত্তরপাড়া থানার বিশাল পুলিশবাহিনী এসে কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

24/11/2024

সিঙ্গুরের মহম্মদপুরে ফটোগ্রাফার সোমনাথ মাইতির খুনের ঘটনায় বিজেপি ও এর এস এস কর্মী ধৃত সঞ্জীব পাখীরার ফাঁসির দাবিতে সিঙ্গুরে বড়া তেলিয়ামোড় এলাকায় বিক্ষোভ সমাবেশে। সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছে রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল রাজ্য সভাপতি জয় প্রকাশ মজুমদার, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
গত 6 ই নভেম্বর স্টুডিও থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় গলার নলি কেটে খুন করে ফটোগ্রাফার সোমনাথ মাইতি কে। পুলিশ খুনের ঘটনায় সঞ্জীব পাখিরা কে গ্রেফতার করে। বর্তমানে সে জেলে বিচারাধীন রয়েছে।
এদিন বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন মৃত ফটোগ্রাফার সোমনাথ মাইতির স্ত্রী সুইটি মাইতি ও তার পরিবার।
পাশাপাশি এই খুনের ধিক্কার জানিয়ে বড়া এলাকার 32 জন সক্রিয় বিজেপি নেতা ও কর্মী তৃণমূলে যোগদান করে। বিক্ষোভ মঞ্চে উঠে শোভনদেব চট্টোপাধ্যায় এর কাছ থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেয়।

23/11/2024

BREAKING NEWS

VIDHANSABHA ELECTION 2024..
//MAHARASHTRA//
NDA - 235
INDI.A- 49
OTHERS- 4

//JHARKHAND//
INDI.A- 56
NDA- 24
OTHERS- 1

//WAYNAD// LOKSABHA ELECTION- PRIYANKA GANDHI WINNER WITH MORE THAN 4LAKH MARGIN

//WEST BENGAL VIDHANSABHA// BYELECTION
TMC- 6
OTHERS- 0

ব্রেকিং নিউজ

বিধানসভা নির্বাচন 2024..
//মহারাষ্ট্র//
এনডিএ - 235
INDI.A- 49
অন্যরা- 4

//ঝাড়খণ্ড//
INDI.A- 56
এনডিএ- 24
অন্যরা- ১

//ওয়েনাদ// লোকসভা নির্বাচন- প্রিয়াঙ্কা গান্ধী ৪ লাখেরও বেশি ব্যবধানে বিজয়ী

//পশ্চিমবঙ্গ বিধানসভা// উপনির্বাচন
TMC- 6
অন্যরা- 0

22/11/2024

ডেঙ্গু প্রতিরোধে উত্তরপাড়া পৌরসভার উদ্যোগে জনস্বার্থে প্রচারিত।

19/11/2024

আজ সিঙ্গুর বেড়াবেড়ীতে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস পালন হলো। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না, মিশন ডিরেক্টর(স্যানিটেশন) সন্তোসা গোবি, ডিএম মুক্তা আর্য, এডিএম সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ।

Address

Uttarpara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttarpara DigitalNews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category