Viral news-ভাইরাল নিউজ

  • Home
  • Viral news-ভাইরাল নিউজ

Viral news-ভাইরাল নিউজ সত্যের সন্ধানে..

নাম অভয় সিং। বাড়ি হরিয়ানা। ওনার থেকে কী শিখলাম?     আইআইটি মুম্বাই থেকে btech করেছেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ তারপর ড...
16/01/2025

নাম অভয় সিং। বাড়ি হরিয়ানা। ওনার থেকে কী শিখলাম?

আইআইটি মুম্বাই থেকে btech করেছেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ তারপর ডিজাইন এ মাস্টার্স করেছেন। তৃতীয় ছবিটি আইআইটি বোম্বে থেকে পড়াশোনা শেষে ওনাদের ডিগ্রী পাওয়ার দিন অন্য সহপাঠীদের সঙ্গে। এরপর একবছর ফিজিক্স পড়িয়েছেন সম্ভবত আইআইটি র কোচিং ইনস্টিটিউট এ। পাশাপাশি উনি “A beautiful place to get lost” নামে বইও লিখেছেন। এই পোস্টে দুটি ছবি আছে। প্রথম ছবিটি ওনার কম বয়সের। কি হ্যান্ডসাম ছেলে। দ্বিতীয় ছবিটি ওনারই কিন্তু কুম্ভের মেলায় তাকে সন্ন্যাসী রূপে যেভাবে দেখা গেছে। এই কারণেই ওনাকে এখন অনেকে আইআইটি বাবা বলে ডাকছেন।

উনি আইআইটি থেকে পাশ করেও নিজের প্যাশনের পিছনে ছুটেছিলেন। নিজেই বললেন থ্রি ইডিয়টসের মতো প্যাশন ফলো করে ট্রাভেল ফটোগ্রাফার হয়েছিলেন। মানালি থেকে ২০০০ কিমি পায়ে হেঁটেছেন চার ধাম দর্শন করার জন্য।ইন্টারভিউতে এটাও বললেন “এই পৃথিবীতে এতো কিছু শিখে নিলাম কিন্তু বেসিক জিনিস রান্না করাটাই শিখলাম না! ছোট ছোট বিষয়গুলো শেখা ও জানা দরকার”! যেসব মা বাবারা এখনও গর্ব করে বলেন যে আমার বাবু রান্না জানে না, তারা বুঝুন রান্না জানাটা প্রয়োজন (basic need), না জানাটা ব্যর্থতা।

গার্লফ্রেন্ড এর ব্যাপারে জিজ্ঞেস করলে অকপটে স্বীকার করলেন যে অনেক গার্লফ্রেন্ড ছিল, অনেক ভুল ভাল কাজও করেছেন। এটাও বললেন যে “আইআইটি তে ১০ জনের মধ্যে ১ জন মেয়ে কিন্তু ডিজাইন স্কুলে ১০ জনের মধ্যে ৭ জন মেয়ে ছিল।” তারপর বললেন “জীবন এ ঠিক ভুল নয়, জীবন কী সেটা বুঝতে হবে আগে। আর সেটা বোঝা সম্ভব অভিজ্ঞতার মধ্যে দিয়েই। এছাড়া আর কি উপায় আছে বলুন।”

লোকে কী বলে জিজ্ঞেস করাতে উনি বললেন “লোক তো বলবেই, তাতে আমার কিছু যায় আসে না।” উনি বাড়িতে ধ্যান করতেন বলে বাড়ির লোক পুলিশ ডেকেছিলেন। তারপর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। উনি বললেন “ভালোই হয়েছে। আমার মধ্যে আর এই পাপ বোধ নাই যে আমি বাড়ি ছেড়ে পালিয়েছি, ওরাই আমাকে তাড়িয়ে দিয়েছে।” অর্থাৎ নিজে বাড়ি ছেড়ে পালানো টা উনি ঠিক মনে করেন না।

আরও একটি কথা আমার খুব ভালো লাগলো, “আলাদা আলাদা জিনিস বা বিষয়কে চিহ্নিত করুন কিন্তু তাদের মধ্যে তুলনামূলক বিচার করবেন না। differenciate করুন কিন্তু discriminate করবেন না।” অর্থাৎ আমি জানি বিভিন্ন ধর্ম, রাজনীতি আছে। আমি এক ধর্মে বিশ্বাস করি আপনি অন্য ধর্মে বিশ্বাসী বা আমি কালো আপনি ফর্সা বা আমি এক রাজনীতিতে বিশ্বাসী আপনি অন্য রাজনীতিতে। কিন্তু তাদের মধ্যে তুলনা করে কে ছোট কে বড় বিচার না করলেই হলো। সকলেই একসাথে বিরাজ করুক এই সমাজে। তবেই জীবনে আনন্দ থাকবে। ওর মতো হেসে আনন্দ করে জীবন কাটাতে পারবেন।

একটা বাস্তব কথা বললেন “ভারতবর্ষে এই সমস্যা আছে যে যারা বয়সে বড় তারা ভাবে তারা বেশী জানে। মা-বাবারা ভাবে তারা মা বাবা বলেই ছেলের থেকে বেশী জানে। কিন্তু বাবা হয়েছে তো কি হয়েছে, বাবা ক্লাস ১০ পাশ করেও ভাবে তার জ্ঞান সবসময় তার সন্তানের থেকে বেশী। এটা তো ঠিক নয়। তার তো বলা উচিত যে আমি সব জানি না, এতুটুকুই জানি।”

হয়তো মনে হবে যে উনি আইআইটি র একটা সিট নষ্ট করলেন বা অতিরিক্ত গঞ্জিকা সেবনের জন্য আজ উনি মানসিকভাবে অস্থির ও এভাবে হাসতে হাসতে হেলায় সবকিছু ছেড়ে দিয়েছেন। কিন্তু আমার মনে হয় উনি যথেষ্ট ইন্টেলিজেন্ট, স্মৃতিশক্তিও প্রখর। জানার ইচ্ছাও প্রবল। উনি নিজের জীবন দর্শন দিয়ে সমস্ত পার্থিব বস্তু ও সম্পর্কের মায়া ত্যাগ করে এই রাস্তা বেছে নিয়েছেন। সকলের অধিকার আছে তার জীবনকে নিজের মতো কাটাবার। উনি অন্তত কাউকে ঠকাচ্ছেন না, কারও ক্ষতি করছেন না। নিজের মতো করে জীবন উপভোগ করছেন। আমার তো বেশ হিংসা হচ্ছিল আমি ওনার মতো এভাবে অকপটে হাসতে পারি না মন খুলে বলে!

© Shubra sundar

মহাকুম্ভ মেলা 😍১৪৪ বছর পর
16/01/2025

মহাকুম্ভ মেলা 😍
১৪৪ বছর পর

ছবিটা আমার নজর কেড়েছে। সকলের জানা উচিৎ ০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।০২. আপনার কিডনি কখ...
13/01/2025

ছবিটা আমার নজর কেড়েছে। সকলের জানা উচিৎ

০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

০৩. আপনার গলব্লাডার ভীত; যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

০৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত; যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

০৫. বৃহদান্ত্র আতঙ্কিত; যখন আপনি ভাজা-পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

০৬. ফুসফুস তখন ভীত; যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

০৭. লিভার ভীত; যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

০৮. হৃদপিন্ড ভীত; যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

০৯. প্যানক্রিয়াস আতঙ্কিত; যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত; যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

১১. আপনার মস্তিষ্ক ভীত; যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

সুতরাং আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।

#সংগৃহীত

ত্যাগ আর স্পর্ধা নিয়ে আসে জানুয়ারি..এই মাসের কাছে ভারতবাসী চির কৃতজ্ঞ 🧡💚
13/01/2025

ত্যাগ আর স্পর্ধা নিয়ে আসে জানুয়ারি..
এই মাসের কাছে ভারতবাসী চির কৃতজ্ঞ 🧡💚

জীবনের সেরা পারফিউম নতুন বইয়ের গন্ধ!❤️ছবি - সংগৃহীত
11/01/2025

জীবনের সেরা পারফিউম নতুন বইয়ের গন্ধ!❤️

ছবি - সংগৃহীত

দুই সন্তানের মা হয়েও স্বর্ণপদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন দীনেশ কার্তিকের স্ত্রী (দীপিকা)♥️
11/01/2025

দুই সন্তানের মা হয়েও স্বর্ণপদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন দীনেশ কার্তিকের স্ত্রী (দীপিকা)♥️

বরফে ঢাকা কাশ্মীরে বন্দে ভারত, মনমুগ্ধকর দৃশ্য! 🤍
10/01/2025

বরফে ঢাকা কাশ্মীরে বন্দে ভারত, মনমুগ্ধকর দৃশ্য! 🤍

⭕ U-DISE রিপোর্ট অনুযায়ী -📌 পশ্চিমবঙ্গে ৩২৫৪টি স্কুল ছাত্রশূন্য,📌 ৩২৫৪টি  ছাত্রশূন্য স্কুলে ১৪,৬২৭ জন শিক্ষক আছে ও📌 ৬৩৬৬...
10/01/2025

⭕ U-DISE রিপোর্ট অনুযায়ী -

📌 পশ্চিমবঙ্গে ৩২৫৪টি স্কুল ছাত্রশূন্য,
📌 ৩২৫৪টি ছাত্রশূন্য স্কুলে ১৪,৬২৭ জন শিক্ষক আছে ও
📌 ৬৩৬৬টি স্কুল সিঙ্গেল টিচারযুক্ত।

ভাবুন তাহলে কি অবস্থা...

শোক সংবাদ😭নাম -প্রশান্ত দাসদক্ষিণ 24 পরগনা জেলায় সাগর বিধানসভায় মহেন্দ্রগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান বিভাগে ...
10/01/2025

শোক সংবাদ😭

নাম -প্রশান্ত দাস
দক্ষিণ 24 পরগনা জেলায় সাগর বিধানসভায় মহেন্দ্রগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান বিভাগে নবম ও দশম শ্রেণীর এস এল এস টি ২০১৬ এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম সদস্য। ধর্নামঞ্চে ৪-৫ দিন কাটিয়েছিলেন।গতকাল মানসিক চাপ ও সুগারের কারণে গতকাল দুটোর সময় তমলুক আইসিইউতে মারা গেছেন। বয়স আনুমানিক ৩৮।উনার ছোট্ট একটি মেয়ে রয়েছে😭😭😭😭

বি:দ্র: উনি ক্লার্কের চাকরি ছেড়ে বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন।

সরকারি স্কুলের করুন ছবি
09/01/2025

সরকারি স্কুলের করুন ছবি

09/01/2025

ভাই কিছু টাকা দেন। ১ সপ্তাহ পরে দিয়ে দেব । ইতিহাস সাক্ষী ১ বছর পরেও সেই টাকা আর ফেরত পাওয়া যায়না।

মহাকুম্ভ মেলার জন্য বিশেষ ট্রেন, জানুন দিনক্ষণ - মহাকুম্ভ মেলায় পৌঁছতে সুবিধার জন্য দুটি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল দ...
08/01/2025

মহাকুম্ভ মেলার জন্য বিশেষ ট্রেন, জানুন দিনক্ষণ -
মহাকুম্ভ মেলায় পৌঁছতে সুবিধার জন্য দুটি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেল ৷ টাটানগর ও রাঁচি থেকে চলবে ট্রেন দুটি ৷

উত্তরপ্রদেশেরপ্রয়াগরাজে হবে মহাকুম্ভ মেলা ৷ পুণ্যার্থী বা তীর্থযাত্রীদের সুবিধার জন্য চালানো হবে অতিরিক্ত ট্রেন ৷ এমনটাই জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ ।আবারও 12 বছর পর প্রয়াগরাজে হতে চলেছে মহাকুম্ভ মেলা । প্রয়াগরাজে এই মেলা শুরু হবে আগামী বছরের 13 তারিখ থেকে ৷ চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত । আর যেহেতু এই বছর মহাকুম্ভ, তাই পুণ্যার্থীদের যাত্রার সুবিধার জন্য পূর্ব রেলের মতো দক্ষিণ পূর্ব রেলও ঢালাও ব্যবস্থা করেছে । ভারতীয় রেলের পক্ষ থেকে মোট 13 হাজার বিশেষ ট্রেন দেওয়া হয়েছে মহাকুম্ভ মেলার জন্য । এর মধ্যে পূর্ব রেলের তরফে চালানো হবে 42 জোড়া বিশেষ ট্রেন । আর 77 হাজারেরও বেশি বার্থ রাখা হয়েছে ।অন্যদিকে, দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে চালানো হবে আরও একাধিক বিশেষ ট্রেন । দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে আপাতত দুটি বিশেষ পরিষেবা চালানো হলেও অতিরিক্ত 15টি রেক নর্থ সেন্ট্রাল রেলওয়েকে যাত্রীদের সুবিধের জন্য পাঠানো হচ্ছে । দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে মহাকুম্ভ মেলা অভিমুখী ট্রেনগুলিকে সুন্দরভাবে সাজানো হয়েছে ৷ বাইরের দিকে মহাকুম্ভ মেলা লেখায় সুসজ্জিত করে তোলা হয়েছে ট্রেনগুলিকে । আপাতত মহাকুম্ভ মেলার জন্য দক্ষিণ পূর্ব রেলের যেই দুটি বিশেষ ট্রেন চালানো হবে সেগুলি হল:
08057/08058 টাটানগর-টুন্ডলা-টাটানগর স্পেশাল ট্রেন:08057 টাটানগর-টুন্ডলা স্পেশাল ট্রেন টাটানগর থেকে আগামী 19 জানুয়ারি রাত 8টা 55 মিনিটে ছাড়বে । ট্রেনটি টুন্ডলা পৌঁছবে পরেরদিন সন্ধে 7টা 20 মিনিটে । ঠিক একইভাবে ফেরার সময় 08058 টুন্ডলা-টাটানগর স্পেশাল ট্রেনটি টুন্ডলা থেকে আবার আগামী 21 জানুয়ারি ভোর 3টের সময় ছাড়বে । ট্রেনটি একই দিনে রাত 11টা 55 মিনিটে টাটানগর পৌছবে । এই স্পেশাল ট্রেনটি চান্ডিল পুরুলিয়া ও ভজুডি জাংশনে থামবে ।08067/08068 রাচি-টুন্ডলা- রাচি স্পেশাল ট্রেন:08067 রাঁচি-টুন্ডলা স্পেশাল ট্রেনটি রাঁচি থেকে আগামী 19 জানুয়ারি সকাল 10টা 30 মিনিটে ছাড়বে । ট্রেনটি পরের দিন সকাল 6টা 30 মিনিটে টুন্ডলা পৌঁছবে । ফেরার সময় 08068 টুন্ডলা-রাঁচি স্পেশাল টুন্ডলা থেকে আগামী 20 জানুয়ারি বিকেল 4টে 20 মিনিটে ছাড়বে । পরের দিন বেলা 3টে 50 মিনিটে রাঁচি পৌঁছবে । এই স্পেশাল ট্রেনটি মুড়ি এবং বোকারো স্টিল সিটিতে থামবে ।

Pic collected by imageserch
News collected by

https://www.etvbharat.com/bn/!state/south-eastern-railway-to-run-special-trains-for-maha-kumbh-mela-2025-west-bengal-news-wbs24123104052

#কুম্ভমেলা #রেল

রাজ্যের প্রথম লুপ সেতু তৈরি হচ্ছে জলপাইগুড়ির ডুয়ার্সের বাগরাকোটে ৷ শুধুমাত্র পর্যটনের শ্রীবৃদ্ধি নয় সাথে রয়েছে Geopol...
07/01/2025

রাজ্যের প্রথম লুপ সেতু তৈরি হচ্ছে জলপাইগুড়ির ডুয়ার্সের বাগরাকোটে ৷ শুধুমাত্র পর্যটনের শ্রীবৃদ্ধি নয় সাথে রয়েছে Geopolitical গুরুত্বও।

🔸যদিও সেতুটি এখনও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি ৷ তবে রাস্তার মাঝে সর্পিল আকারে নির্মীয়মাণ লুপ সেতুটি দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে বাগরাকোটে ভিড় জমাচ্ছেন পর্যটক, ব্লগার, বাইকার এবং নতুন প্রজন্মের একাধিক ইনফ্লুয়েন্সাররা। শুধু সেতু নয়, সামরিক বাহিনীর প্রয়োজনে নির্মীয়মাণ রাস্তাও পর্যটকদের আকর্ষণের আর এক কেন্দ্রবিন্দু ।

🔸 বেশ কয়েক বছর ধরে জলপাইগুড়ি জেলার বাগরাকোট থেকে নাথুলা পর্যন্ত দুই লেনের এই রাস্তা তৈরি হচ্ছে ৷ এই রাস্তা সিকিমের সঙ্গে যুক্ত করবে পশ্চিমবঙ্গকে ৷ বাগরাকোট থেকে সেনাবাহিনীর ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে সামান্য গেলেই নতুন 717 নম্বর জাতীয় সড়কের এই রাস্তা । আগামিদিনে সেনার ভারত-চিন সীমান্তে যুদ্ধ সরঞ্জাম নিয়ে যাওয়া বা যাতায়াতের জন্য এটি মূল রাস্তা হতে চলেছে ।

🔸শিলিগুড়ি থেকে সেভক হয়ে 10 নম্বর জাতীয় সড়ক এতদিন ছিল বাংলা ও সিকিমের লাইফ লাইন ৷ তবে উত্তরবঙ্গ থেকে সিকিম যাওয়ার ওই রাস্তা মাঝেমধ্যেই বন্ধ হয়ে যায় । এর কারণ তিস্তার ভাঙন ও ধস ৷ এতদিন ওটি ছিল সোনাবাহিনীর পরিবহণের একমাত্র রাস্তা ।

🔸সীমান্তে চিনের আগ্রাসনের ফলে মাঝেমধ্যেই উত্তেজনা ছড়ায় । তাই 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গেলে দেশের সুরক্ষার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় । সেই দিক থেকে বাগরাকোট থেকে নাথুলা পর্যন্ত এই রাস্তাটি হওয়ার ফলে এবার থেকে সামরিক পরিবহণের ক্ষেত্রে সুবিধা হবে । সেনার কাছে একটি বিকল্প রাস্তা থাকবে ৷
in article image
সিকিমের সঙ্গে যুক্ত করবে পশ্চিমবঙ্গকে (নিজস্ব ছবি)জলপাইগুড়ি জেলার বাগরাকোট থেকে প্রথম 18 কিলোমিটারের মধ্যে 12-14 কিলোমিটার রাস্তা পাহাড় কেটে তৈরি করা হচ্ছে । প্রথম 18 কিলোমিটার রাস্তার বরাত পেয়েছে ঝাড়খণ্ডের একটা সংস্থা । বাগরাকোট থেকে লুপ সেতুর দূরত্ব 4-5 কিলোমিটার । ছয় বছর ধরে 45 মিস্ত্রী ও শ্রমিক মিলে 350 জন কাজ করে চলেছেন এই সেতু তৈরির । দু’টি ভাগে সেতু রয়েছে ৷ একটির দৈর্ঘ্য 900 মিটার ও অপরটির 400 ও 500 মিটার ৷

Now becoming popular, Loop Flyover Cum Bridge Of Bagrakote, 41 Km From Siliguri and 106 Kms From Gangtok


07/01/2025

প্রয়াত ইতিহাসবিদ জীবন মুখোপাধ্যায় 😭😭। আপনার লেখা বই পড়ে আজ অনেকেই শিক্ষক, অফিসার হয়েছেন!! তারাদের দেশে ভালো থাকবেন স্যার!!

✅️
07/01/2025

✅️

ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে কেউ বেশি দিন টিকতে পারে নি। 🇮🇳
06/01/2025

ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে কেউ বেশি দিন টিকতে পারে নি। 🇮🇳

এবার কলকাতায় 6 মাসের শিশুর শরীরে মিলল HMPV
06/01/2025

এবার কলকাতায় 6 মাসের শিশুর শরীরে মিলল HMPV

চিনের ভাইরাস ঢুকে পড়ল ভারতে! আক্রান্ত ৮ মাসের শিশু।  |   |   |   |
06/01/2025

চিনের ভাইরাস ঢুকে পড়ল ভারতে! আক্রান্ত ৮ মাসের শিশু।

| | | |

Address


Alerts

Be the first to know and let us send you an email when Viral news-ভাইরাল নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Viral news-ভাইরাল নিউজ:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share