Crick choice

Crick choice খেলাধুলার সব তথ্য পেতে আমাদের পেজ টি ফলো করুন 😘😊

তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো বস
02/05/2024

তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো বস



এখন পর্যন্ত আইপিএল ২০২৪ এর পয়েন্ট টেবিলকলকাতা সবার ওপরে
01/04/2024

এখন পর্যন্ত আইপিএল ২০২৪ এর পয়েন্ট টেবিল
কলকাতা সবার ওপরে

হার্দিক পান্ডিয়াকে ট্রোল করলেই খাটতে হবে জেলের ঘানি, বিদ্বেষ রুখতে বড় পদক্ষপ MI ম্যানেজমেন্টের।জমে উঠেছে বিশ্ব ক্রিকেট ল...
01/04/2024

হার্দিক পান্ডিয়াকে ট্রোল করলেই খাটতে হবে জেলের ঘানি, বিদ্বেষ রুখতে বড় পদক্ষপ MI ম্যানেজমেন্টের।
জমে উঠেছে বিশ্ব ক্রিকেট লীগের সবথেকে সেরা লীগ আইপিএল । এবারের আইপিএলে অন্যতম শক্তিশালী দল হলো মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এখনও পর্যন্ত দুই ম্যাচ থেকে একটিও জয় সুনিশ্চিত করতে পারেনি মুম্বই দল। প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৬ রানে পরাজিত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এরপর পরবর্তী ম্যাচে, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং প্রদর্শন ছিল একেবারে নিম্নমানের। চলতি আইপিএলের অষ্টম ম্যাচে ইতিহাস গড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ, আইপিএল ইতিহাসের সর্বোচ্চ স্কোর তারা বানিয়ে ফেলে সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে।(২৭৮)

বাজে পারফরম্যান্সের কারণেই মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকেও ভক্তদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। মুম্বাই দল যেখানেই ম্যাচ খেলতে যাচ্ছে, পান্ডিয়াকে ট্রোলিংয়ের মুখোমুখি হতে হচ্ছে। মুম্বই আগামী ১ এপ্রিল ওয়ানখেড়েতে প্রথম ঘরের ম্যাচ খেলতে চলেছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম জয় ছিনিয়ে নিতে মোরিয়া হতে লড়াই করবে মুম্বই পল্টন। তবে, উক্ত দিনে হার্দিক পান্ডিয়ার উপর ভক্তদের নোক্করজনক আচরণ দেখে এই ম্যাচের আয়োজকরা ওয়াংখাডেতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছেন। মারাঠি সংবাদপত্র ‘লোকমত মারাঠি’ অনুসারে, মুম্বই ক্রিকেট এসোসিয়েশন এই ম্যাচের জন্য নিরাপত্তা বাড়িয়েছে এবং ম্যাচ চলাকালীন দর্শকদের উপর কড়া নজরদারিতে রাখা হবে।

প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, ম্যাচ চলাকালীন কেউ যদি হার্দিককে হয়রানি করে বা ট্রোলিং করে তাহলে তাকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হবে। তবুও ওয়ানখেড়েতে রোহিত শর্মা এতদিন ধরে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন, পান্ডিয়াকে ট্রোল তো হতেই হবে। প্রসঙ্গত, ৫ বারের চ্যাম্পিয়ন রোহিত শর্মার পরিবর্তে গত দুই সিজিনে গুজরাটের ক্যাপ্টেনসি করা হার্দিক পান্ডিয়াকে এবার ১৫ কোটি টাকার অল ক্যাশ ডিলে মুম্বই ফ্রাঞ্চাইজি দলে শামিল করেছে। আর পুরানো ফ্রাঞ্চাজিতে এসে হয়ে উঠেলন দলের ক্যাপ্টেন। টিম ম্যানেজমেন্টের এইরূপ সিদ্ধান্ত মানতে পারেনি MI অনুরাগীরা। ভক্তরা গত ৪ মাস ধরে সোশ্যাল মিডিয়ায় পান্ডিয়াকে ক্রমাগত ট্রোল করেই চলেছে। কিন্তু এখন আইপিএল শুরু হওয়ার সাথে সাথে এই ট্রোলিং মাঠে নেমেছে, যার কারণে হার্দিক পান্ডিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন আয়োজকরা।

মাত্র রাজস্থান রয়্যালসের ১৮৫ রান তাড়া করতে নেমেছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু দুই বল হতে না হতেই খেলা বন্ধ। কেন? ব্যাটসম্য...
01/04/2024

মাত্র রাজস্থান রয়্যালসের ১৮৫ রান তাড়া করতে নেমেছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু দুই বল হতে না হতেই খেলা বন্ধ। কেন? ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের সঙ্গে কথা বলছিলেন আম্পায়ার নিতিন মেনন। এগিয়ে এসে আলাপে যোগ দেন রাজস্থানের জস বাটলারও। রাজস্থান ও দিল্লি মুখোমুখি হয় জয়পুরে। দিল্লির ইনিংসের শুরুতেই খেলা থমকে যায় বিদেশি খেলোয়াড় নিয়ে তৈরি হওয়া ওই পরিস্থিতিতে। রাজস্থান প্রাথমিকভাবে একাদশে রেখেছিল তিন বিদেশি—জস বাটলার, শিমরন হেটমায়ার ও ট্রেন্ট বোল্ট। ফিল্ডিংয়ে নামার সময় তারা হেটমায়ারকে তুলে নিয়ে ইমপ্যাক্ট বদলি খেলোয়াড় হিসেবে নামায় দক্ষিণ আফ্রিকান পেসার নান্দ্রে বার্গারকে। তবে ঝামেলাটা বাধে রিয়ান পরাগের জায়গায় এরপর রোভমান পাওয়েল ফিল্ডিংয়ে নামলে।

দিল্লির টিম ডিরেক্টর সৌরভ গাঙ্গুলী ও কোচ পন্টিংয়ের মতে, পাওয়েলকে ফিল্ডিংয়ে নামানো ঠিক হয়নি। এক ম্যাচে চারজন বিদেশি খেলতে পারেন। বার্গারকে ইমপ্যাক্ট বদলি করার মাধ্যমে রাজস্থানের সেই কোটা পূরণ হয়ে গেছে। পাওয়েল ম্যাচে পঞ্চম বিদেশি হিসেবে নেমেছেন, যা নিয়মবিরুদ্ধ।

দিল্লি ডাগআউটের এই অভিযোগই খণ্ডাতে গিয়েছিলেন চতুর্থ আম্পায়ার মদনগোপাল কাপুরাজ। টিম শিটে খেলোয়াড়দের নাম দেখে বোঝাতে চেয়েছেন, নিয়মের বাইরে কিছু হয়নি। পন্টিংও একটা পর্যায়ে ক্ষান্ত দিয়ে ডাগআউটে ফেরেন। পাওয়েলও ফিল্ডিং চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত রাজস্থানের কাছে ম্যাচটি ১২ রানে হেরেছে দিল্লি।
কিন্তু কোন নিয়মের কারণে রাজস্থান পঞ্চম বিদেশিকে মাঠে নামাল? আইপিএলের প্লেয়িং কন্ডিশন কী বলে?

এ–সংক্রান্ত ধারা ১.২.৫ বলে, ‘একটি দল ম্যাচের শুরুর একাদশে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় রাখতে পারবে না। আর ধারা ১.২.৬ বলে, একটি দল একই সময়ে চারজনের বেশি বিদেশিকে মাঠে রাখতে পারবে না। যদি কোনো দল চারজন বিদেশিকে দলে রাখে, সে ক্ষেত্রে বদলি হিসেবে আরেকজন বিদেশিকে ফিল্ডিংয়ে নামানো যাবে একজন বিদেশিরই জায়গায়। আর কোনো দল যদি চারজনের কম বিদেশিকে শুরুর একাদশে রাখে, তখন বিদেশি খেলোয়াড় বদলি করা যাবে, তবে একই সময়ে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা চারের বেশি হতে পারবে না।’

পাওয়েল যখন বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন, তখন মাঠে দলটির বিদেশির সংখ্যা চারই হয়েছে। কারণ, হেটমায়ার ততক্ষণে বদলি হয়ে একাদশ থেকে বেরিয়ে গেছেন। বাটলার, বোল্ট, বার্গার, পাওয়েলসহ মাঠে বিদেশি খেলোয়াড় চারজনই—এটাই দিল্লি কোচ পন্টিংকে বুঝিয়েছেন চতুর্থ আম্পায়ার।

এই ব্যাপারে আপনাদের মতামত কি 👇👇

30/03/2024

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো?

মাত্র ১৭ বছর  বয়সী সাউথ আফ্রিকান এই ফাস্ট বোলার কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া অনুর্দ্ধ১৯ বিশ্বকাপের " ম্যান অফ দ্যা টুর...
29/03/2024

মাত্র ১৭ বছর বয়সী সাউথ আফ্রিকান এই ফাস্ট বোলার কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া অনুর্দ্ধ১৯ বিশ্বকাপের " ম্যান অফ দ্যা টুর্নামেন্ট" পুরস্কার জিতেছে।

এই বিশ্বকাপে তার নেওয়া ২১ টি উইকেট এখনো অব্দি অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

এটা ছিল তার দ্বিতীয় অনুর্দ্ধ১৯ বিশ্বকাপে অংশগ্রহণ। সে মাত্র ১৫ বছর বয়সেই প্রথমবার তার দেশের হয়ে অনুর্দ্ধ১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল।

কোয়েনা মাপাখা শুধু একটানা ১৪০ + গতিতে বল করতে পারে তাই নয়, ডেথ বোলিং এও যথেষ্ট সাবলীল সে।
এই সাউথ আফ্রিকান বোলারকে মুম্বাই ইন্ডিয়ান কিনে নেই মধুশঙ্কর পরিবর্তে
কিন্তু দুর্ভাগ্যবশত আইপিল অভিষেক ম্যাচেই ৪ ওভার বল করে ৬৬রান দিয়েছে। খুব খারাপ লাগছে এই বাচ্চা ছেলেটির জন্য 😘😘😔

এবার দেখা যাক
পরের ম্যাচে কি করতে পারে সে🤲

Mumbai Indians ❤️





Address


Telephone

+918887752291

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crick choice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share