তীব্র গরমে পথচারীদের সরবত বিতরণ
কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, মেমারি,
২০ মে ২০২৪
মেমারি নিম্বার্ক কাঠিয়াবাবা আশ্রমের পক্ষ থেকে এদিন সহস্রাধিক পথচারীদের সরবত বিতরণ করা হয়। আশ্রমের পক্ষ থেকে জানা যায়, তীব্র গরমের ফলে মানুষ নাজেহাল হয়ে পড়ছেন। বাইরে কাজে বেরিয়ে অনেকেই তৃষ্ণার্ত হয়ে পড়ছেন। এমতাবস্থায় তাদের তৃষ্ণা নিবারণের জন্য আশ্রমের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আশ্রমের পক্ষ থেকে আরও জানা যায়, আজকের কর্মসূচি ছাড়াও অন্যান্য বিভিন্ন দিনেও এই আশ্রমের পক্ষ থেকে মেমারি শহরের বিভিন্ন এলাকায় থাকা অক্ষম অসহায় নর নারায়ণ দের যৎসামান্য সেবা প্রদান করা হয়। আশ্রম গুরুজীর পরিচালনায় আশ্রমের ভক্ত সকল এই কর্মসূচি সম্পন্ন করেন।
নুদিপুর জি টি রোড মোড়ে পথ দুর্ঘটনায় মৃত এক যুবক
কলমের মুখ, সংবাদদাতা, মেমারি,
২০ মে ২০২৪
নুদিপুর জি টি রোড মোড়ে আজ দুপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত ওই যুবকের নাম সুমন্ত হেমরম, বয়স আনুমানিক ২৮ বছর। মৃত যুবকের বাড়ি হুগলি জেলার ধনেখালি থানার হাজিপুর কলাপাড়া এলাকায়। এদিন সোমবার দুপুর প্রায় ১টা ২০ মিনিট নাগাদ ঘটে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় নুদিপুর সংলগ্ন এলাকায় এক যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন এবং সেই সময় নুদিপুর জিটি রোড থেকে জৌগ্রাম রোডে জৌগ্রাম এর দিকে একটি ডাম্পার যাচ্ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যুবক হঠাৎ ডাম্পারের নীচে পড়লে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ।
পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত যুবককে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা ক
মেমারির কালসি এলাকায় একটি রাইস মিলে আগুন
কলমের মুখ, সংবাদদাতা, মেমারি,
২০ মে ২০২৪
মেমারির কালসি খেলার মাঠ সংলগ্ন এলাকায় একটি রাইস মিলে এদিন রাত প্রায় ৯ টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। যদিও আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। এই খবর লেখা পর্যন্ত আগুন মোটামুটি নিয়ন্ত্রণের পথে। ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কথা রাখলো প্রশাসন, ধন্যবাদ জানালেন জনগণ
কলমের মুখ, অতনু ঘোষ, মেমারি,
১৯ মে ২০২৪
কথা রাখলো প্রশাসন, ধন্যবাদ জানালেন জনগণ। ঘটনাটি মেমারি - ১ ব্লকের অন্তর্গত দেবীপুর কালীতলা এলাকার। এই এলাকায় দেবীপুর - বুলবুলি তলা রাস্তার ধারেই তিনটি স্কুল। বেশিরভাগ ছোট ছোট ছেলেমেয়েরা পড়ে এই স্কুল গুলিতে। প্রায়শই ঘটে দুর্ঘটনা। তাই এলাকার মানুষ একত্রিত হয়ে পথ অবরোধ করে স্পিড ব্রেকারের দাবি তোলেন। পুলিশ গিয়ে উপস্থিত হলেও অবরোধকারীরা বিডিওর উপস্থিতি চেয়ে অনড় থাকেন। ঘটনাস্থলে পৌঁছান জয়েন্ট বিডিও অনন্যা বেরা। তিনি জানান _ স্পিড ব্রেকার তৈরি করা হবে। এবং ২৪ ঘন্টার মধ্যেই স্পিড ব্রেকার তৈরির উদ্যোগ নেওয়া হয়। অবশেষে এলাকাবাসীদের দাবি পূরণ হয়, ব্লক প্রশাসনের আশ্বাস দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কাজ শুরু করা হয়। তৈরি করা হয় কাছাকাছি তিনটি এবং সামান্য দূরে আরও
স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ মেমারির দেবীপুর কালীতলায়
কলমের মুখ, অতনু ঘোষ, মেমারি,
১৮ মে ২০২৫
গতকাল মেমারির দেবীপুরের কালীতলা এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে এবং সেই পথ দুর্ঘটনায় একটি শিশু আহত হয়। স্থানীয়দের অভিযোগ যে দেবীপুর বুলবুলিতলা এই রাস্তার ওপর কোন স্পীড ব্রেকার নেই, এবং দেবীপুর কালীতলা এলাকায় বেশ কয়েকটি পাবলিক স্কুলও আছে। স্পীড ব্রেকার না থাকার কারণে রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলাচল করে। এই কালীতলা এলাকায় যদি স্পিড ব্রেকার থাকতো তাহলে গতকালের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
তাই আজ শনিবার সকাল থেকেই দেবীপুর কালীতলায় স্পিড ব্রেকারের দাবিতে রাস্তায় বসে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষেরা।
ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ। অবরোধকারীদের সাথে কথা বলেন পুলিশ আধিকারিক। কিন্তু তাতেও অবরোধ ওঠেনা, অবরোধকারীদের
দিলালপুর গ্রামে শেষ পর্যন্ত ভোট পড়লো ৫০ টিরও বেশি
কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, মেমারি, ১৩ মে ২০২৪
কড়া নিরাপত্তা, কিন্তু দেখা নেই ভোটারদের। পূর্ব বর্ধমানের মেমারির দিলালপুর গ্রামে ২৫৩ নম্বর বুথে এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়।
২০২৪ লোকসভা নির্বাচনে একটি কংক্রীটের ব্রিজ ও সামান্য কয়েকশো মিটার রাস্তার দাবিতে ভোট বয়কট করেছেন দিলালপুর গ্রামবাসীগণ।
এই ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২৯৮ জন। সকাল সাড়ে দশটা পর্যন্ত পাঁচটি ভোট পড়েছে, বলে জানিয়েছেন ২৫৩ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার।
দিলালপুর গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু এই নির্বাচন থেকে দূরে থেকেছেন আজ।
ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন মেমারি ১সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস। তিনি জানান, ব্রীজ নির্মাণ কাজ কিন্তু প্রসেসিং - এ রয়েছে। এই কাজ সম্পূর্ণ হতে হয়তো কোনো কারণে দেরী হচ্ছে।
মাতৃ দিবস পালন ও জগৎগুরু শঙ্করাচার্য জন্মতিথি স্মরণ উপলক্ষ্যে যৎসামান্য সেবা
কলমের মুখ, সুভাষচন্দ্র দাস, মেমারি,
১২ মে ২০২৪
মেমারি নিম্বার্ক কাঠিয়াবাবা আশ্রমের পক্ষ থেকে আজ যথাযোগ্য মর্যাদায় মাতৃ দিবস পালন ও জগৎগুরু শঙ্করাচার্য জন্মতিথি স্মরণ উপলক্ষ্যে মেমারি শহরের সকল অভুক্ত নরনারায়ণকে যৎসামান্য সেবা দান করা হয়। মাতৃ দিবস পালনের উদ্দেশ্য নিয়ে যে আলোচনা উঠে আসে তার সারমর্ম নিম্নরূপ।
"মাতৃদিবসে" সমস্ত মাতার চরণে সহস্র কোটি প্রণাম। ভারতে কেন মাতৃদিবস পালন করা হয়?
ব্যক্তি, পরিবার, এবং সামগ্রিক ভাবে সমাজ গঠনে মায়েরা যে অমূল্য ভূমিকা পালন করেন আজ তার স্বীকার করার দিন। এই দিনটি মায়েরা যে উৎসর্গ, কঠোর পরিশ্রম এবং ভালোবাসা বর্ষণ করেন , তার স্বীকৃতি এবং সম্মান করার একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে। মায়ের সম্মানে ও মাতৃত্ব বা মাতৃ ঋণপত্র এবং সমাজ
মেমারি কলেজে ডি সি - আর সি ভেন্যুর চিত্র
নির্বাচনের প্রাক্কালে মেমারিতে পুলিশের নাকা চেকিং
কলমের মুখ, সংবাদদাতা, মেমারি,
১১ মে ২০২৪
লোকসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহায়তায় মেমারি থানার পক্ষ থেকে শুরু হল নাকা চেকিং। এদিন মেমারি শহরের বামুণপাড়া মোড় এবং সাতগেছিয়া চৌরাস্তার মোড়ে মেমারি থানার ওসি দেবাশিস নাগ -এর নেতৃত্বে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এই গাড়ি চেকিং কর্মসূচিতে সামিল হন। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, এদিন মেমারি শহরের চেকিং পয়েন্টে ৫৫ টি বাইক, চার চাকা গাড়ি ও বড় গাড়ি গুলি চেক করা হয়। নির্বাচনের আগে অবৈধ অর্থ উদ্ধারে এই অভিযান চালানো হয়।
ঘরেতে অভাব তবু উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্যে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে ক্ষেতমজুর পরিবারের সোমা
কলমের মুখ, অতনু ঘোষ, মেমারি,
১১ মে ২০২৪
নুন আনতে পান্তা ফুরানো সংসার, টালীর ছাউনি দেওয়া এক চিলতে ঘর। সমস্ত প্রতিকূলতাকে দূরে ঠেলে লড়াই জারি রেখেছিল পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর গ্রামের মেয়ে সোমা মালিক। দেবীপুর ষ্টেশন গার্লস হাই স্কুলের ছাত্রী সোমা এবছর উচ্চ মাধ্যমিকে দেবীপুর ষ্টেশন গার্লস হাই স্কুলের মধ্যে সর্বোচ্চ ৪৬০ নাম্বার পেয়ে সবাইকে অবাক করে দিয়েছে।
বাবা ক্ষেতমজুর, মা গৃহবধূ। তবে আর্থিক অনটন তার পড়াশোনায় বাধা হতে পারেনি।
লক্ষে অবিচল থেকেছে সোমা। তাই এত আর্থিক অনটন নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯০%এর উপর নাম্বার পেয়েছে সে। যে কারণে খুশির জোয়ার তার ভাঙ্গা মাটির বাড়িতে। এমন খুশির খবরে ত
ভোট দানের প্রচারে দিলালপুরে নির্বাচন কমিশনের প্রতিনিধি, ভোট বয়কটে অনড় গ্রামবাসী
কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, মেমারি,
১০ মে ২০২৪
" ব্রীজ চাই কংক্রিটের, রাস্তা চাই পাকা,
তা নাহলে ভোট বাস্ক রইবে পড়ে ফাঁকা। অনেক হলো প্রতিশ্রুতি ভাওতাবাজি কথাও,
মুখের কথার নেইকো দাম কাজে করে দেখাও।
গ্রামবাসীদের এই বয়কট থাকবে জারি ততদিন,
পাকা রাস্তা, পাকা ব্রিজ হবে না যতদিন।"
_ দিলালপুর গ্রামবাসী বৃন্দ।
মেমারি শহর ও দিলালপুর গ্রামের সংযোগকারী একটিমাত্র বিপজ্জনক কাঠের সেতুর পরিবর্তে কংক্রীটের সেতু ও মাত্র কয়েক মিটার রাস্তার সংস্কারের দীর্ঘদিনের আবেদন দিলালপুর গ্রামবাসীর। কিন্তু ভোট আসে, ভোট যায়। ভোটের আগে নেতা, বিধায়ক, প্রশাসক এসে প্রতিশ্রুতি দিয়ে যান, অথচ সেতু সংস্কার হয় না! প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এ বারের লোকসভা ভোট বয়কটের ডাক দিয়েছেন পূর্ব বর্ধমা
উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য ষষ্ঠ স্থান পেল মেমারির আফরিন মন্ডল
কলমের মুখ, সংবাদদাতা, মেমারি,
০৮ মে ২০২৪
২০২৪ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে ষষ্ঠ এবং পূর্ব বর্ধমান জেলার মধ্যে সম্ভাব্য প্রথম মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির, ইউনিট - ১ এর ছাত্রী আফরিন মন্ডল। বিজ্ঞান বিভাগের এই ছাত্রীর প্রাপ্ত নম্বর ৪৯১ (৯৮.০২%)। মেমারির শোভনা গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্রী আফরিন ছোট থেকেই মেধাবী। রেজাল্টের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা থেকেই ধারাবাহিক ভাবে প্রথম স্থান অর্জন করতে থাকে সে। আফরিন জানায়, দিনে ৮ থেকে ১০ ঘন্টা নিয়মিত পড়াশোনা করতো। বাবা আজিম মন্ডল প্রাথমিক বিদ্যালয়ের গেস্ট লেকচারার। মা মেমারি পোষ্ট অফিসের এজেন্ট। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আফরিন জানায়, সে মধ্যবিত্ত পরিবারের একটি গ্রামের মেয়ে। খুব কাছ থেকে দেখেছি মানুষের প্র
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিজয় সংকল্প পত্র (ইস্তাহার) প্রকাশ
কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, পূর্বস্থলী, ০৪ মে ২০২৪
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার বিজয় সংকল্প পত্র তথা ইস্তাহার প্রকাশ করলেন। এদিন পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠান ভবনে আহুত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ইস্তাহারটির আবরণ উন্মোচন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়, ইলেকশন এজেন্ট শুভাশিস হালদার সহ অন্যান্যরা। ইস্তাহার প্রকাশ করে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার জানান, নির্বাচনে জেতার পর তিনি পূর্ব বর্ধমান লোকসভা এলাকাটিকে সোনার পূর্ব বর্ধমান গড়ে তোলার জন্য সর্বশক্তি নিয়োগ করবেন। ভাগীরথী নদীর উপর কালনা - শান্তিপুর ব্রিজটি এবং কাটোয়াতে একটি ব
দুর্ঘটনায় মৃত কর্মীর বাড়িতে শ্রদ্ধা জ্ঞাপনের তৃণমূল নেতৃত্ব
কলমের মুখ, সংবাদদাতা, মেমারি, ০৩ মে ২০২৪
পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, নিত্যানন্দ ব্যানার্জি সভাপতি মেমারি-১নং ব্লক তৃণমূল কংগ্রেস গতকাল পথ দুর্ঘটনায় মৃত তৃণমূল কংগ্রেস কর্মী স্বর্গীয় স্বপন বিশ্বাস ও কেমরি হসপিটালে ভর্তি প্রহ্লাদ বিশ্বাসের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন ও মৃত ব্যক্তির বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে চিরশান্তি প্রার্থনা করলেন এবং উভয়ের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন।
ডাঃ শর্মিলা সরকারের সমর্থনে পথসভা দলুইবাজার - ২ অঞ্চলে
কলমের মুখ, সংবাদদাতা, মেমারি,
২৪ এপ্রিল ২০২৪
মেমারির দক্ষ সংগঠক নিত্যানন্দ ব্যানার্জি সভাপতি মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠন, সিনিয়র নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব কে সঙ্গে নিয়ে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডা: শর্মিলা সরকারের সমর্থনে অঞ্চলে অঞ্চলে পথসভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন মীর পারভেজ উদ্দিন সভাপতি মেমারি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল, মৃন্ময় ঘোষ শিক্ষা কর্মাধ্যক্ষ মেমারি ১ নং পঞ্চায়েত সমিতি, আব্দুল হাকিম জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেমারি ১ নং পঞ্চায়েত সমিতি, মোহাম্মদ মহাসিন কর্মাধ্যক্ষ বন ও ভূমি মেমারি ১ নং পঞ্চায়েত সমিতি, ডাঃ কৃষ্ণপদ বিশ্বাস কাউন্সিলর ৫ নং ওয়ার্ড মেমারি পৌরসভা, মধুমালা বসু , প্রধান ন
শ্রী শ্রী স্বামী কৃষ্ণপ্রেমদাস মহারাজের অষ্টম তিরোভাব দিবস পালন মেমারি কাঠিয়াবাবা আশ্রমে
কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, মেমারি,
২৪ এপ্রিল ২০২৪
যথাযথ ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রী শ্রী স্বামী কৃষ্ণপ্রেমদাস মহারাজের অষ্টম তিরোভাব দিবস পালন করা হল আজ মেমারি নিম্বার্ক কাঠিয়াবাবা আশ্রমে। এই দিবস পালন উপলক্ষ্যে আজ ভোর থেকে আশ্রম চত্বরে শুরু হয় হরিনাম সংকীর্তন এবং শ্রী শ্রী স্বামী কৃষ্ণপ্রেমদাস মহারাজের চরণে শ্রদ্ধা অর্পন তথা বিশেষ পূজা পাঠ। পূজা ও শ্রদ্ধা নিবেদন করেন আশ্রমের বর্তমান মহারাজ স্বামী সৎরূপদাস কাঠিয়াবাবা। একইসাথে এদিন আশ্রম কুঠীরে বহু ভক্ত ও সাধারণ মানুষ উপস্থিত হন শ্রী শ্রী স্বামী কৃষ্ণপ্রেমদাস মহারাজের চরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য। উপস্থিত সকল ভক্তদের দুপুরে অন্নভোগ বিতরণ করা হয়। স্বামী সৎরূপদাস কাঠিয়াবাবা সারা বিশ্বের স
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সি পি আই (এম) প্রার্থী নীরব খাঁ -র নির্বাচনী প্রচার
কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, মেমারি ২৩ এপ্রিল ২০২৪
মঙ্গলবার মেমারি ১ পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে দেশের ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র রক্ষার স্বার্থে কৃষক ও বেকার সৃষ্টিকারী বিজেপি ও তার দোসর দুর্নীতিবাজ ও নারী সম্মান লুটেরা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী নীরব খাঁ-র সমর্থনে গ্রাম দেবীাপুর অঞ্চলের পুণ্যগ্রাম থেকে একটি রোড শো শুরু হয়। সকাল এই রোড শো শুরু হয়ে গ্রাম দেবীপুর, গৌরীপুর, নিশিরাগড়, পলতা, ইছাবাছায় শেষ হয়। সমস্ত গ্রামের মোড়গুলিতে প্রার্থী নীরব খাঁকে সংবর্ধনা জানানো হয়। বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকায় তাদের রীতিনীতি মেনে সংবর্ধনা দেওয়া হয়। মিছিলে ছিলেন বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অভিজিৎ কোঙার,
১৩ মে আসছে দিন, বাংলা বিরোধীদের বিসর্জন দিন
কলমের মুখ, সংবাদদাতা, মেমারি,
২২ এপ্রিল ২০২৪
মেমারির দক্ষ সংগঠক নিত্যানন্দ ব্যানার্জি সভাপতি মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠন অঞ্চল নেতৃত্ব কে সঙ্গে নিয়ে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডা: শর্মিলা সরকারের সমর্থনে মগলমপুর, বাগিলা স্টেশন বাজার ও মোবারকপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় নিত্যানন্দবাবু ভোটের দিন ১৩ মে তৃণমূল কে ভোট দানের মধ্য দিয়ে বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান সভাপতি মেমারী ১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস, মীর পারভেজ উদ্দিন সভাপতি মেমারী ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল, রাহুল দেব ঘোষাল সভাপতি মেমারী ১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ, গীতা দাস সভানেত্রী মেমারী
জি টি রোডের ওপর লরীর ধাক্কায় মৃত্যু
কলমের মুখ, সংবাদদাতা, মেমারি,
২২ এপ্রিল ২০২৪
পূর্ব বর্ধমান জেলার মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত ছিনুই ও বিনয়পল্লীর মাঝে। জি টি রোডে সকাল ১০ টা নাগাদ রসুলপুরের দিক থেকে আসা একটি লরীর ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহীর। মৃতের নাম বাদল সরকার বয়স আনুমানিক ৫৪ বছর। বাড়ি ছিনুই এলাকায়। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়, মৃত বাদল সরকার রসুলপুর থেকে বাজার করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দ্রুতগতি সম্পন্ন একটি লরী পিছন থেকে এসে সাইকেল আরোহীকে ধাক্কা মেরে চলে যায়। তৎক্ষনাৎ এলাকাবাসীরা বাদলবাবুকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কর্তব্যরত ডাক্তার গুরুতর ভাবে আহত বাদল সরকারকে পরীক্ষা করার পর মৃত ঘোষণা ক
প্রাক্তন বিজেপি প্রার্থীর তৃণমূলে যোগদান
কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২০ এপ্রিল ২০২৪
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে রাজ্য বিজেপি সদস্য ২০১৪ সালে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, প্রসেনজিৎ দাস মুখপাত্র রাজ্য তৃণমূল কংগ্রেস, মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়িকা নার্গিস বেগম, মেমারি - ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি রাজ্য কমিটির সদস্য সন্তোষ রায়-এর এই যোগদানে জেলা রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়।