KALAMER MUKH

KALAMER MUKH Kalamer Mukh Bengali Fortnightly News and Literature . কলমের মুখ বাংলা

18/06/2024

স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে কর্মশালা

কলমের মুখ, সংবাদদাতা,পাল্লা রোড,
১৮ জুন ২০২৪

স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে তিনটি পৃথক বিষয়ে কর্মশালা শুরু হল জেলার স্কুল গুলিতে। পুষ্টিযুক্ত স্বাস্থ্যকর খাদ্যাভাস ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন বিষয়ে এবং কোন নিরামিষ আহারে আমিষসম একই পুষ্টিগুণ আছে ও নিত্য খাদ্য তালিকায় প্যাকেটজাত খাবারের বদলে টাটকা খাবারের গুরুত্ব কেন বেশী সেই নিয়ে সচেতন প্রচারাভিযানে জেলার ৩৯টি ভিন্ন স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর আট হাজার চারশ জন ছাত্রছাত্রীদের এই কর্মশালায় অংশগ্রহণের লক্ষ্যমাত্রা রেখে এদিন রথতলা মনোহরদাস বিদ্যানিকেতন থেকে এই উদ্যোগের সূচনা হয়। ওই একই সংস্থার উদ্যোগে ইলেকট্রনিক বর্জ্যের বিষয়ে সচেতনা ও সংগ্রহ অভিযানও শুরু করা হয়েছে ওই একই স্কুল গুলিতে। এদিন যার সূচনা হয় কাঞ্চননগর ডি.এন.দাস হাই স্কুল থেকে। এই উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের থেকে এক টন বৈদুতিন বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে সুরক্ষিত ভবিষ্যতের জন্য আর্থিক সঞ্চয়ের ভাবনা স্কুলস্তর থেকেই গড়ে তুলতে ও তার পদ্ধতিও কর্মশালায় শেখানো হবে , যার সূচনা হবে উদয়পল্লী শিক্ষানিকেতন থেকে। স্বেচ্ছাসেবী সংস্থার তরফে সন্দীপন সরকার জানান, "তিনটি পরিবেশ ও সামাজিক সমস্যা নিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ভাবনা গড়ে তুলতে ও তাদের সুষম ভবিষ্যতের জন্য এহেন উদ্যোগ। এই জেলার বাইরেও অন্যান্য জেলা গুলিতেও এই অভিযান সংস্থার তরফে চলবে"। জাতীয় শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত ও অরুপ কুমার চৌধুরী এই উদ্যোগের বিষয়ে সাধুবাদ জানান।

17/06/2024

মেমারি ব্রাইট ষ্টার ক্লাবের পরিচালনায় কৌশিক মজুমদার স্মৃতি নৈশ ফুটবল প্রতিযোগিতা

কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, মেমারি,
১৬ জুন ২০২৪

মেমারি ব্রাইট ষ্টার ক্লাবের পরিচালনায় মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয় মাঠে গত রাতে সারারাত ব্যাপী "কৌশিক মজুমদার স্মৃতি" ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার পৌর প্রধান স্বপন বিষয়ী, উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত সহ পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর এবং যুব নেতা সৌরভ সাঁতরা প্রমুখ। ক্লাব সম্পাদক রাজু দেবনাথ যুব সমাজ কে আরও বেশি করে খেলাধূলায় এগিয়ে আসার আহ্বান জানান।

16/06/2024

ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বে গন্তার - ১ অঞ্চলে তৃণমূলের বিজয় মিছিল

কলমের মুখ, সংবাদদাতা, মেমারি,
১৬ জুন, ২০২৪

গণদেবতার আশীর্বাদধন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। মানুষের আশিস মাথায় নিয়ে ২০২৪ এর অষ্টাদশতম লোকসভা নির্বাচনে আবারও একবার তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। মেমারি - ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির নেতৃত্বে মেমারি - ১ নং ব্লক এলাকায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ঐতিহাসিক জয় এর জন্য গন্তার-১ অঞ্চলের সকল তৃণমূল কর্মী ভাই-বোন দের সঙ্গে নিয়ে বিজয় উৎসব এর মধ্য দিয়ে এলাকার মানুষকে শুভেচ্ছা জানালেন। নিত্যানন্দ বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন মীর পারভেজ উদ্দিন সভাপতি মেমারী ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল, অপর্ণা ক্ষেত্রপাল প্রধান গন্তার ১ নং গ্রাম পঞ্চায়েত, মধুসূদন মল্লিক উপপ্রধান গন্তার ১ নং গ্রাম পঞ্চায়েত, সৌমিত্র চট্টোপাধ্যায় সভাপতি গন্তার ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি সহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ।

10/06/2024

বর্ধমান আঞ্চলিক কার্যালয়ে শিক্ষা সংক্রান্ত আলোচনা চক্র

কলমের মুখ, সংবাদদাতা, বর্ধমান,
১০ জুন ২০২৪

পূর্ব বর্ধমান আঞ্চলিক কার্যালয়ে এদিন জেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা দের উপস্থিতিতে শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩৮৩টি বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের কিভাবে আগামী শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের পঠন-পাঠন পরিচালন করতে হবে, এবং কি ধরনের প্রশ্নপত্র আসবে ও পাশাপাশি ছাত্রছাত্রীরা কিভাবে এই পঠন-পাঠনের সাথে পরিচিত হবে সে বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলার ডিআই অফ স্কুল শ্রীধর প্রামাণিক, পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ বোর্ডের ডেপুটি সচিব রাজু দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা পূর্ব বর্ধমান তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির জেলা সভাপতি অতনু নায়েক জানান, আজকের অনুষ্ঠান অত্যন্ত ফলপ্রসু এবং যে উদ্দেশ্য নিয়ে এই প্রখর তাপপ্রবাহে জেলা বিভিন্ন প্রান্তের শিক্ষক- শিক্ষিকা শিক্ষা কর্মীবৃন্দ উপস্থিত হয়েছেন তার জন্য তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি শিক্ষা সংসদের আধিকারিক বৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান সংগঠনের পক্ষে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ, সহ বিভিন্ন সংস্থার হাতে বৃক্ষ চারা তুলে দেওয়া হয় 'বৃক্ষবন্ধু সমন্বয় দলের' পক্ষ থেকে। 'বৃক্ষবন্ধু' সোমনাথ গুপ্ত জানান, এই সমস্ত সংস্থার হাত ধরে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী আগামী জীবনের দিশা ও স্বপ্ন দেখে থাকে। তাই তাদের মাধ্যমে যদি সমাজ সচেতনতার সাথে সাথে পরিবেশের যথার্থ জ্ঞান ছড়িয়ে দেওয়া যায় তাহলে আগামী প্রজন্মের পরিবেশ সুস্থ স্বাভাবিক সজীব হয়ে উঠবে এবং তিনি পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অন্তর্গত সমস্ত ছাত্রছাত্রীকে বৃক্ষ-প্রেমী হয়ে ওঠার আবেদন জানান।

09/06/2024

মেমারি - ১ ব্লকের বিভিন্ন এলাকায় তৃণমূলের বিজয় মিছিল

কলমের মুখ, সংবাদদাতা, মেমারি,
০৯ জুন ২০২৪

বাংলার মানুষ দিয়েছে রায়, বাংলা বিরোধীদের হলো বিদায়!
মেমারির জননেতা নিত্যানন্দ ব্যানার্জি সভাপতি মেমারি-১নং ব্লক তৃণমূল কংগ্রেস, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় এর জন্য মেমারি ১ নং ব্লকের বিভিন্ন অঞ্চলে এলাকাবাসী কে ধন্যবাদ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে উপস্থিত হলেন বিজয় মিছিলের মধ্য দিয়ে। সঙ্গে উপস্থিত ছিলেন বিকাশ হাঁসদা সভাপতি মেমারি ১ নং পঞ্চায়েত সমিতি, মৃন্ময় ঘোষ শিক্ষা কর্মাধ্যক্ষ মেমারি ১ নং পঞ্চায়েত সমিতি, সমীর চন্দ্র মজুমদার কৃষি কর্মাধ্যক্ষ মেমারি ১ নং পঞ্চায়েত সমিতি, তশমিনা খাতুন নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ মেমারি ১ নং পঞ্চায়েত সমিতি, মীর পারভেজ উদ্দিন সভাপতি মেমারি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। নিত্যানন্দ ব্যানার্জি জানান, এলাকার প্রতিটি জায়গায় উন্নয়নের কাজ আরও করা হবে।

09/06/2024

রক্তদান শিবিরের মধ্য দিয়ে বিজয় উৎসব উদযাপন মেমারি ৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীদের

কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, মেমারি, ৯ জুন ২০২৪

রক্তদান শিবিরের মধ্য দিয়ে বিজয় উৎসব উদযাপন মেমারি পৌরসভার সুলতানপুর ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় রবিবার সুলতানপুর প্রাথমিক বিদ‍্যালয়ে। শিবির উদ্বোধন করেন, মেমারি তৃণমূল ব্লক সভাপতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত‍্যানন্দ ব‍্যানার্জী। বর্ধমান রশ্মি ব্লাড সেন্টারের সহযোগিতায় শিবিরে ১৬ জন মহিলা সহ মোট ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন, মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিঠু সরকার। ব্যবস্থাপনায় ছিলেন ৩ নম্বর ওয়ার্ড নেতৃত্ব সেখ মইদুল সেখ তাহের, ভ্রমর রায়, সেখ হাবিব, বিপ্লব মন্ডল, সেখ ওয়াসেফ, সিদ্দিক কুরেশি, অরুণ মণ্ডল প্রমুখ। উদ্যোক্তাদের মইদুল সেখ জানান, লোকসভা ভোটে তৃণমূলের ২৯টি আসন জয়লাভের জন্য আমরা বিজয় মিছিল না করে রক্তদান শিবির করে মানবসেবায় ব্রত হয়েছি।

মেমারিতে পারিবারিক বিবাদ, গ্রেপ্তার ১ কলমের মুখ, আনোয়ার আলি, মেমারি, ০৮ জুন ২০২৪ মেমারি ১৪ নং ওয়ার্ডের দীঘীরপাড় এলাকায় ...
08/06/2024

মেমারিতে পারিবারিক বিবাদ, গ্রেপ্তার ১

কলমের মুখ, আনোয়ার আলি, মেমারি,
০৮ জুন ২০২৪

মেমারি ১৪ নং ওয়ার্ডের দীঘীরপাড় এলাকায় পূর্বের পারিবারিক বিবাদের ঘটনার জেরে শুক্রবার রাত ১০ টা নাগাদ নেশাগ্রস্ত অবস্থায় মারপিট হচ্ছিলো বরুন সরেন ও তরুন সরেন নামে দু ভাইয়ের মধ্যে। প্রতিবেশি দীপু মুর্মু বচসা ও মারপিট থামাতে গেলে বরুন সরেন দীপু মুর্মুকে বটি দিয়ে আঘাত করে মারতে যায়। বচসার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় পুলিশ সময় মতো না পৌঁছালে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতো। দীপু মুর্মুর লিখিত অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ বরুন সরেনকে গ্রেপ্তার করে শনিবার সকালে বর্ধমান আদালতে পেশ করা হলে, আদালত ধৃতকে আগামী ১০ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।

মেমারিতে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১ কলমের মুখ, আনোয়ার আলি, মেমারি, ০৮ জুন ২০২৪ :বাড়িতে মহিলার একা থাকার সুযোগে প্...
08/06/2024

মেমারিতে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১

কলমের মুখ, আনোয়ার আলি, মেমারি,
০৮ জুন ২০২৪ :

বাড়িতে মহিলার একা থাকার সুযোগে প্রতিবেশী দ্বারা শ্লীলতাহানির অভিযোগে মেমারিতে গ্রেপ্তার ১। ধৃতের নাম সেখ ভাদু ওরফে সেখ আব্দুল রউফ। পুলিশসূত্রে জানা যায় গত ৭ জুন শুক্রবার রাত দেড়টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারির বাগিলা অঞ্চলের বহরমপুর এলাকায় এক মহিলার বাড়ির দরজা ভেঙে শ্লীলতাহানির চেষ্টা করে প্রতিবেশী সেখ ভাদু এবং ঘটনার কথা সবাইকে জানালে প্রাণনাশের হুমকি দেয়। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ তদন্ত করে শুক্রবার গ্রেপ্তার করে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার সকালে বর্ধমান আদালতে পেশ করা হলে, আদালত ধৃতকে আগামী ১০ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।

08/06/2024

মেমারিতে বাইক ছিনতাই, গ্রেপ্তার ৪

কলমের মুখ, আনোয়ার আলি, মেমারি,
০৮ জুন ২০২৪

গভীরাতে বাইক ছিনতাই পূর্ব বর্ধমান জেলার মেমারির চেকপোষ্ট থেকে। পুলিশসূত্রে জানা যায় গত ৭ জুন শুক্রবার রাত ১ টা নাগাদ সুদীপ্ত দাস ও রাহুল গোস্বামী নামে দুই যুবক মেমারি চেকপোষ্ট সংলগ্ন এলাকায় একটি পানের গুমটির ধারে গল্প করছিল। সেই সময় চারজন দুষ্কৃতি তাদের কাছে থেকে বাইক ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। ঘটানার সময় তাদরে মধ্যে বচসা ও ধস্তাধস্তি হয়ে বলে জানা যায়। শুক্রবার বেলায় মেমারি ১৪ নং ওয়ার্ডের দিঘীরপাড় নিবাসী সুদীপ্ত দাস ও হাসপাতাল মোড় নিবাসী রাহুল গোস্বামী মেমারি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে উক্ত ঘটনায় জড়িত চার জনকে গ্রেপ্তার করে। ধৃত মেমারি তক্তিপুর নিবাসী সেখ ইমরান, সেখ বোরহান, সেখ আব্দুল রবিউল ও কালনার নতুন গ্রামের সাহেব মল্লিককে শনিবার সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ। বর্ধমান আদালতের বিচারক ধৃতদের আগামী ১০ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।
বাইক ছিনতাইয়ের এই ঘটনায় মেমারি এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে ভাবে বাইক ছিনতাই ঘটনাকে কেন্দ্র করে বচসা তৈরি হয় তাতে স্থানীয়রা নিরাপত্তার অভাববোধ করছেন।

08/06/2024

বিধায়কের নেতৃত্বে গন্তার ১ নং অঞ্চলে তৃণমূলের বিজয় মিছিল

কলমের মুখ, সংবাদদাতা, মেমারি,
০৮ জুন ২০২৪

মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য - এর নেতৃত্বে গন্তার ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকায় বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। বিধায়ক সহ এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেন সেখ মোয়াজ্জেম, মহঃ জাহাঙ্গীর ব্লক নেতৃত্ব ও অঞ্চল নেতৃত্ব এবং এলাকার তৃণমূল কর্মী সমর্থকগণ। পঞ্চায়েত অফিসের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি সমগ্র গন্তার এলাকা পরিক্রমা করে।

মেমারিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের কলমের মুখ, আনোয়ার আলি, মেমারি, ০৫ জুন ২০২৪মেমারি থানার অন্তর্গত তাতারপুর সংলগ্...
06/06/2024

মেমারিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের

কলমের মুখ, আনোয়ার আলি, মেমারি,
০৫ জুন ২০২৪

মেমারি থানার অন্তর্গত তাতারপুর সংলগ্ন এলাকায় গতকাল রাতে পথ দুর্ঘটনায় মারা গেলেন দুই যুবক। স্থানীয় মানুষের বর্ণনায় জানা যায় ওই দুই যুবক বাইকে করে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তখনই হঠাৎ তাতারপুর সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় তাদের। দুর্ঘটনা স্থলেই লুটিয়ে পড়ে ওই দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ । স্থানীয়দের সহযোগিতায় নিয়ে আসা হয় মেমারি হাসপাতালে ।
হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা ওই দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন। পরে মেমারি থানার পুলিশ ওই মৃত দুই যুবককে মেমারি থানায় নিয়ে আসে। জানা যায় ওই দুই যুবকের বাড়ি মেমারি সংলগ্ন এলাকায়। একজনের নাম শেখ আজিবুল ইসলাম, বাড়ি বড়র এলাকায়। অন্যজনের নাম হাসিবুল শেখ, বাড়ি ইলাম ডাঙ্গা এলাকায়।, ঘটনাটি জানা মাত্রই পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

05/06/2024

বৃক্ষরোপণ করতে হবে এবং সেই বৃক্ষ কে যত্ন করতে হবে : নিত্যানন্দ ব্যানার্জি

কলমের মুখ, সংবাদদাতা, মেমারি,
০৫ জুন ২০২৪

বৃক্ষ রোপনের সাথে সাথে সেই বৃক্ষকে যত্নও করতে হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুর্গাপুর অঞ্চলের বীরশিমূল গ্রামে "বন সৃজন মহোৎসব" শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মেমারির জননেতা নিত্যানন্দ ব্যানার্জি সভাপতি মেমারি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি,কর্মাধ্যক্ষ পূর্ব বর্ধমান জেলা পরিষদ। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ এর সহযোগিতায় একটি বৃক্ষ রোপন করেন এবং স্থানীয় একটি শিশু বিদ্যালয়ের কচি কাঁচা দের সঙ্গে কিছুটা সময় কাটান।

05/06/2024

স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

কলমের মুখ, সংবাদদাতা, বর্ধমান,
০৫ জুন ২০২৪

স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হল আজ বর্ধমান রাজ কলেজে বৃক্ষরোপণ ও বাড়ি বাড়ি ইলেকট্রনিক বর্জ্য সংগ্রহের মাধ্যমে। সংগঠনের সভাপতি পার্থ প্রতীম মিত্র জানান, দূষণহীন পরিবেশের লক্ষ্যে এদিন ৭৮কেজি ই-বর্জ্য সংগ্রহ করা হয় ও বৃক্ষদত্তকের মাধ্যমে সবুজায়নের বার্তা দেওয়া হয়।

05/06/2024

বৃক্ষবন্ধু সমন্বয় দলের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

কলমের মুখ, সংবাদদাতা, বর্ধমান,
০৫ জুন ২০২৪

বিদ্যালয় ক্লাব বিভিন্ন অফিস কাছারি সহ নানা জায়গায় বৃক্ষরোপণ ও বৃক্ষ রোপনের উপকারিতা বিষয়ক সচেতনতা শিবির আয়োজনের মাধ্যমে, বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হল। বর্ধমান দুই ব্লকের বিভিন্ন প্রান্তে 'বৃক্ষবন্ধু সমন্বয়' দলের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে প্রথমে বিভিন্ন বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে বৃক্ষচারা তুলে দিয়ে সম্মানিত করা হয়। বিদ্যালয় ও ছাত্র ছাত্রীদের দীর্ঘ ১৪ বছর ধরে এই কাজটি করে চলেছেন এলাকার বিশেষভাবে পরিচিত শিক্ষক 'বৃক্ষবন্ধু' সোমনাথ গুপ্ত। এদিন এলাকারই ব্লক স্তরের পার্টি অফিসে বৃক্ষরোপনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির অনুষ্ঠানও সম্পাদিত হয়। 'বৃক্ষবন্ধু সমন্বয়' দলের হাত ধরে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ বর্ধমান দুই ব্লকের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক সভাপতি পরমেশ্বর কোনার, জেলা পরিষদ সদস্য সনৎ মন্ডল সহ প্রত্যেকে এই কর্মসূচির প্রশংসা করেন। তারা বলেন 'বৃক্ষবন্ধু' সোমনাথ বাবু যেভাবে বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপনের মাধ্যমে ও পরিচর্যার মাধ্যমে এই সুন্দর কাজ করে চলেছেন এটি সমাজের বুকে অনন্য নজির সৃষ্টি করে চলেছে। তারা প্রত্যেকে তার এই মহান কাজের সাথে যুক্ত আছেন বলে জানান। সভাপতি পরমেশ্বর কোনার বলেন, লোকসভা নির্বাচনের বিপুল সাফল্যকে তারা সামাজিক কাজের মাধ্যমে উদযাপিত করতে চলেছেন, এটি তাদের মধ্যে অন্যতম তিনি এজন্য সকলকে ধন্যবাদ জানান।

05/06/2024

মেমারি বিধানসভা এলাকার মানুষ কে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য

কলমের মুখ, সংবাদদাতা, মেমারি,
০৫ জুন ২০২৪

ভারতের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার কে বিপুল ভোটে জয়ী করার জন্য মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তাঁর বিধানসভা এলাকার প্রতিটি ভোটার কে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন। তিনি বলেন, এই জয়ের পিছনে এলাকার প্রতিটি তৃণমূল কর্মীর অবদান আছে। তিনি আরও জানান, রাজ্যের তৃণমূল সরকার মানুষের পাশে ছিল আছে থাকবে।

04/06/2024
দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, মেমারি, ৩ জুন ২০...
03/06/2024

দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার

কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, মেমারি, ৩ জুন ২০২৪

মেমারি থানা এলাকার দেবীপুর অঞ্চলে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ৬২ বছরের এক বৃদ্ধ কে গ্রেফতার করলো মেমারি থানার পুলিশ। এলাকায় লোকনাথ পুজো উপলক্ষে মেলা বসেছিল। সেখানেই মেলা স্থলে ছিল ওই শিশু কন্যা। সেখানেই তপন পাত্র নামে এক ব্যক্তি শিশু কন্যাটিকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে আড়ালে ডেকে নিয়ে যায়। তাই দেখে পিছু নেয় শিশু কন্যার জেঠাইমা। তিনি দেখেন অভিযুক্ত তপন পাত্র শিশুটির সঙ্গে অমানবিক আচরণ করছে। সঙ্গে সঙ্গে জেঠাইমা চিৎকার করে লোক জড়ো করেন। তারা অভিযুক্তকে আটকে রেখে মেমারি থানায় খবর দিলে পুলিশ তাকে নিয়ে মেমারি থানায় তুলে নিয়ে আসে। আজ পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।লোকনাথ পুজোর দিন ঘটে গেল এক আমানবিক ঘটনা। সাত বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে তার প্রতিবেশী এক প্রৌঢ়কে গ্রেপ্তার করলো মেমারি থানার পুলিশ। পস্কো আদালতের মহামান্য বিচারক ধৃত তপন পাত্রকে ১২ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বৃক্ষ রোপনের মাধ্যমে কৃতী ছাত্র ছাত্রী সংবর্ধনা ও রবীন্দ্র নজরুল স্মরণ সন্ধ্যা কলমের মুখ, সংবাদদাতা, বর্ধমান,০১ জুন ২০২৪...
02/06/2024

বৃক্ষ রোপনের মাধ্যমে কৃতী ছাত্র ছাত্রী সংবর্ধনা ও রবীন্দ্র নজরুল স্মরণ সন্ধ্যা

কলমের মুখ, সংবাদদাতা, বর্ধমান,
০১ জুন ২০২৪

বৃক্ষ রোপনের মাধ্যমে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ও রবীন্দ্র-নজরুল স্মরণ সন্ধ্যা উদযাপন হল বর্ধমানের রেনেসাঁ টাউনশিপের অন্তর্গত সলিস টাউনশিপ এ । এদিনের অনুষ্ঠানের মূল আয়োজক বর্ধমান রেনেসাঁ, সলিশ টাউনশিপের 'সলিস ফ্লাট ওনার্স অ্যাসোসিয়েশন'। এ দিনের অনুষ্ঠানের প্রথমে শ্বেত চন্দন বৃক্ষ রোপনের মাধ্যমে কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'বৃক্ষবন্ধু' সোমনাথ গুপ্ত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নজরুল আলম সাহেব, এসোসিয়েশনের সভাপতি শোভন মন্ডল ও সম্পাদক স্বরূপ মন্ডল। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে অভিজিৎ সাহা, আদিত্য মন্ডল, জগন্নাথ সেট সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। 'বৃক্ষবন্ধু' সোমনাথ গুপ্ত জানান, বর্তমান কালে যেভাবে পরিবেশের উষ্ণতা বেড়ে চলেছে সেদিকে নজর রেখে বিশেষ করে কৃতী সমাজকে আগামী দিনে আরও সচেতন করার জন্য বৃক্ষ রোপনের মাধ্যমে এবং বৃক্ষ লালন পালনের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ একজন প্রীতি ছাত্র বা ছাত্রী একটি সমাজের অনেকটা অংশ জুড়ে বিচরণ করতে পারে। তাই তাদেরকে যত বেশি সচেতন করা হবে আমাদের সমাজ তত বেশি করে পরিবেশবান্ধব হয়ে উঠবে। তিনি এ বিষয়ে উল্লেখ করে বলেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতন আশ্রমে প্রচুর গাছপালা লাগিয়েছিলেন, এবং বর্তমানে গাছের তলায় শিক্ষাদান ব্যবস্থা আজও চলে আসছে। প্রকৃতির কাছে শিক্ষা লাভ করে প্রকৃতিকে সুন্দর করে তোলার দায়িত্ব আমাদের সকলের। নজরুল আলম সাহেব এদিনের অনুষ্ঠানে মূল সঞ্চালক হিসাবে বিশেষ দূরদর্শিতার পরিচয় প্রদান করেন। এদিনের অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুল নৃত্যের পাশাপাশি সংগীত, আবৃত্তি ,কবিতা ও বক্তব্য পরিবেশন করা হয় । এই মনমুগ্ধকর অনুষ্ঠানে সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। উপস্থিত সকল ব্যক্তিত্ব ও ছোট ছোট শিশু ছাত্র-ছাত্রীরা এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে অনুপ্রাণিত হয় এবং সকলেই সলিস ফ্ল্যাট অনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্য সদস্যাবৃন্দকে এই ধরনের অনুষ্ঠান পরিচালনার জন্য ও আয়োজন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করে । পাশাপাশি আগামীতে এই ধরনের হারিয়ে যাওয়া অনুষ্ঠানগুলিকে বেশি করে আয়োজন করার অনুরোধ জানায়।

02/06/2024

মেমারি প্রেসক্লাব সম্বর্ধনা দিলো উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রীকে

কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, মেমারি,
০১ জুন ২০২৪

মেমারি প্রেসক্লাবের পক্ষ থেকে উচ্চ- মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফল প্রাপ্তির কারণে মেমারির এক ছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হল। দুর্গাপুর অঞ্চলের শ্যামনগরে বসবাসকারী দেবীপুর স্টেশন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সোমা মালিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর ৪৬০ নম্বর পেয়ে স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর লাভ করে। বাবা জয়দেব মালিক পেশায় ক্ষেত মজুর। বাড়িতে নতুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তিন বোনের মধ্যে সোমা বড় বোন। স্বাভাবিক ভাবেই অত্যন্ত সংগ্রাম করেই সোমা মালিক এই সাফল্য লাভ করে।
আজ শনিবার মেমারি প্রেসক্লাব এর পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে মেমারি প্রেসক্লাবের সভাপতি তথা মেমারির বরিষ্ঠ সাংবাদিক নূর আহমেদ এবং বর্ষীয়ান সাংবাদিক পার্থসখা অধিকারী ছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অন্যান্য সদস্যগণ। সভাপতি, সোমা মালিকের হাতে সম্বর্ধনা পত্র, পুস্তক, একটি গাছের চারা ও মিষ্টির প্যাকেট উপহার হিসেবে তুলে দিয়ে আশীর্বাদ করেন। আগামী দিনে সোমার উচ্চশিক্ষার সাফল্য কামনা করে মেমারি প্রেসক্লাব । এবং আগামী দিনে শিক্ষা অর্জনের প্রয়োজনে মেমারি প্রেসক্লাব যে তার পাশে থাকবে সে কথা জানাতে ভুল করেননি সভাপতি নূর আহমেদ।

27/05/2024

মেমারিতে রেমাল ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তার কেড়ে নিলো বাবা-ছেলের প্রাণ

কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, মেমারি, ২৭ মে ২০২৪

রেমাল ঘূর্ণিঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তার কেড়ে নিলো বাবা-ছেলের প্রাণ। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার কলানবগ্রাম এলাকার কুমারপাড়াতে। ঘটনার বিবরণে জানা যায়, কুমারপাড়ার ফড়ে সিং (৬৪) তার বাড়ি থেকে বেরোবার সময় দেখেন বাড়ি সংলগ্ন কলাগাছ ঝড়ের দাপটে ভেঙে পড়ে আছে। তিনি সেগুলি সরাতে যান। সেইসময় কলাগাছের সঙ্গে লেগে থাকা ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের সংস্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে বাড়ির ভেতর থেকে ছুটে আসেন ছোটো ছেলে তরুণ সিং (৩০)। তরুণ বাবাকে ধরার পরেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর কোনোভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের নিয়ে যাওয়া হয় বড়শুল হাসপাতালে। সেখান থেকে তাদের পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। দুঃখজনক এই খবর পেয়ে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য পৌঁছে যান বর্ধমান হাসপাতালে। তিনি সেখানে পৌঁছে মৃতদের আত্মার শান্তি প্রার্থনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। বিধায়ক জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকল রাজ্যবাসীর পাশে আছেন। তাঁর প্রতিনিধি হিসাবে তিনি ওই পরিবারের পাশে থাকবেন, তাদের সবরকম সহযোগিতার চেষ্টা করবেন।

26/05/2024

প্রয়াত শিক্ষকের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মেমারি বিধানসভার বিধায়ক

কলমের মুখ, সংবাদদাতা, মেমারি,
২৬ মে ২০২৪

মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এস টি সেলের সভাপতি কৃষ্ণ সরেনের দাদা শিক্ষক সুজয় সরেনের অকাল প্রয়াণে তার বাড়িতে উপস্থিত হলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। সেখানে উপস্থিত হয়ে তিনি প্রথমে সুজয় বাবুর মৃতদেহে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান। একই সাথে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক মহঃ জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন দলীয় কর্মী বাপ্পা দাস। শ্রদ্ধা জানানোর পর প্রয়াত সুজয় বাবুর পরিবারের প্রতি সমবেদনা জানান বিধায়ক মধুসূদন ভট্টাচার্য।

26/05/2024

বাঙালির প্রাণের দুই কবির জন্মদিন উপলক্ষে পরশপাথর আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, মেমারি, ২৬ মে ২০২৪

মানবিক আদর্শের রূপরেখা __ পরশপাথর, একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটির কর্মসূচি বিবিধ অর্থাৎ এর সদস্যগণ ঝালেও থাকেন আবার ঝোলেও থাকেন মানে স্বেচ্ছায়সেবা করতে গিয়ে এনারা যেমন অসহায়ের সহায় হয়ে ওঠেন আবার ঠিক তেমনি এরা মহাপুরুষগণের আদর্শে পথ চলতে গিয়ে তাঁদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেও ভোলেন না। তাই তারা আজ মেমারি সংলগ্ন আমাদপুর গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মৃতি বিজড়িত আমাদপুর উচ্চ বিদ্যালয়ে বাঙালির প্রাণের দুই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করলেন। প্রায় ২০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজকের প্রতিযোগিতার বিষয়গুলি ছিল সংগীত, আবৃত্তি ও অংকন। প্রতিযোগিতার শেষে পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয় বিজয়ীদের হাতে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা যায় সমাজ সেবার পাশাপাশি বিগত ৪ বছর ধরে এই ধরনের অনুষ্ঠান করে আসছে পরশপাথর।

26/05/2024

কবি নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজে কবি প্রণাম সহ কৃতী ছাত্র ছাত্রী সংবর্ধনা

কলমের মুখ, অতনু কুমার ঘোষ, মেমারি,
২৬ মে ২০২৪

রবিবার মেমারির কবি নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে নজরুল জয়ন্তী পালনের মধ‍্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় পাশাপাশি এলাকার বিভিন্ন বিদ‍্যালয়ের মাধ‍্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে তাদের উৎসাহিত করা হয়। সমবেত উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ তশমিনা খাতুন, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতি বছরই কবি নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়ে উৎসাহিত করা হয়। এ বছরও তার ব্যতিক্রম নয়। এলাকার দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রী দের উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায় অর্থ। সে ক্ষেত্রে যদি কোন ছাত্র-ছাত্রী পড়াশোনার সহযোগিতা জন্য আবেদন জানালে সাধ্যমত তাদের পাশে দাঁড়াবার আশ্বাস দিলেন কবি নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের সভাপতি অরুন কুমার বোস।
এদিনের এই বর্ণময় অনুষ্ঠানে কলেজের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি কলেজের শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহণ করেন। নাচে গানে কবিতার মধ‍্যদিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।।

26/05/2024

সি আই টি ইউ মেমারি - ১ (পশ্চিম ) এরিয়া সমন্বয় কমিটির উদ্যোগে রক্তদান শিবির

কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, মেমারি, ২৬ মে ২০২৪

সি আই টি ইউ মেমারি - ১ (পশ্চিম) এরিয়া সমন্বয় কমিটির উদ‍্যোগে মেমারির সোমেশ্বরতলা আট চালায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজসেবী ও বিশিষ্ট চিকিৎসক অভয় সামন্ত এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ডাঃ অভয় সামন্ত তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন __ মানুষের জন্য মানুষকেই রক্ত দিতে হবে। সি পি আই এম এর প্রাক্তন বিধায়ক সন্ধ‍্যা ভট্টাচার্য তাঁর বক্তব্যের মধ্য দিয়ে সকল রক্তদাতাকে শুভেচ্ছা জানান।সি আই টি ইউ মেমারি ১ পশ্চিম এরিয়া সমন্বয় কমিটির সভাপতি বদ্রীচরণ লাহা বক্তব্যে বলেন গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের মধ্যে ও নির্বাচবী ব্যস্ততার কারণে রক্তদান কর্মসূচী না হওয়ায় ব্ল্যাডব্যাঙ্কগুলি রক্তশূণ্যতায় ভুগছে। জরুরী প্রয়োজনে মানুষের জীবন বাঁচাতে এই পরিস্থিতে এই কর্মসূচী নেওয়া হয়। বর্ধমান শহীদ শিব শংঙ্কর সেবা সমিতি তথা রশ্মি ব্লাড ব্যাংক এই শিবিরে রক্ত সংগ্রহ করে। শিবিরটিতে ১৬ জন মহিলা সহ মোট ৫৮ জন রক্তদান করেন। শিবিরে সারাক্ষণ উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন পশ্চিম এরিয়া সমন্বয় কমিটির সম্পাদক পীযূষ বিশ্বাস, মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত কুমার, পিন্টু ভট্টাচার্য্য, অনিল মুখার্জী, অশোক যশ, ডঃ শ্যামল ভট্টাচার্য্য প্রমুখ। রক্তদান শিবিরকে ঘিরে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ - উদ্দীপনা লক্ষ্য করা যায়।

26/05/2024

মেমারি পৌরসভার উদ্যোগে নজরুল জয়ন্তী

কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, মেমারি, ২৫ মে ২০২৪

মেমারি পৌরসভার উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সাথে পালন করা হয়। পৌরভবনে অফিসের ভিতর কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ও ১৩ নং ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলর বিদ্যুৎ দে। এছাড়াও উপস্থিত সকল স্থানীয় শিল্পীবৃন্দরা পুষ্পার্ঘ নিবেদন করেন কবির প্রতিকৃতিতে। সঙ্গীতের মাধ্যমের শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন স্বাতী স্যানাল, পুলক সিংহরায়, ভূমিকা বর্মন মুখার্জী, জয়ন্ত গাঙ্গুলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান স্বপন বিষয়ী ও পৌরকর্মী দিব্যেন্দু ভট্টাচার্য্য।

26/05/2024

পূবসাম এর সম্প্রীতি সমন্বয় মেমারিতে

কলমের মুখ, রোদ্দুর ইসলাম: মেমারি,
২৫ মে ২০২৪

পূর্ব বর্ধমানের মেমারিতে প্রতিষ্ঠিত পূবসাম তথা পূর্ব বর্ধমান সাংস্কৃতিক মঞ্চের সম্প্রীতি সমন্বয় অনুষ্ঠিত হল সংস্থার সভাপতি তথা মেমারির বরিষ্ঠ গল্পকার শুভাশিস মল্লিকের মেমারির মাঝেরপাড়ার বসতবাড়িতে।একান্ত ঘরোয়া অনুষ্ঠান হলেও ঐকান্তিক আপ্যায়নে এই স্বল্প উপস্থিতিতে বাংলার দুই বরেণ্য কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি কে সামনে রেখে দুই কবি কে নিয়ে কবিতা,গান, আলোচনা ও গল্পের মাধ্যমে তাঁদের জন্ম মাস টি কে (ইংরাজি মাস অনুসারে মে মাস) স্মরণ করা হয়। এক‌ই সঙ্গে পূবসাম এর আগামী পথ চলা নিয়েও সদস্যদের মধ্যে আলাপচারিতা হয়। পূবসাম সম্পাদক সন্দীপ রায়ের সঞ্চালনায় আঞ্জুমানোয়ারা আনসারি, কমলেশ মন্ডল, সুদীপ্ত মন্ডল, সত্য রঞ্জন বিশ্বাস, বাদল মান্ডি, সুফি রফিক উল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গের আন্তরিক উপস্থিতি ও বক্তব্য যথেষ্ট হৃদয় গ্ৰাহী হয়েছিল। অনুষ্ঠানে বিশেষ প্রাপ্তি দুই বরেণ্য কবির প্রতিকৃতি সম্বলিত একটি সুচারু স্মারক --- যেটি সম্পূর্ণ রূপে কাগজের তৈরি।

26/05/2024

দেবীপুর কালীতলা নাট্যদীপের রবীন্দ্র - নজরুল সন্ধ্যার আয়োজন

কলমের মুখ, নিজস্ব সংবাদদাতা, মেমারি, ২৫ মে ২০২৪

মেমারির দেবীপুর কালীতলা নাট্যদীপ নাট্যসংস্থার পরিচালনায় আজ সন্ধ্যায় রবীন্দ্র - নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের আলোকচিত্রে মাল্যদান এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর এই অনুষ্ঠানে নাচ,গান, আবৃত্তি ও গীতি আলেখ্য পরিবেশনের মাধ্যমে সান্ধ্যকালীন পরিবেশ উৎসব মুখর ও আনন্দময় হয়ে ওঠে। এই সাংস্কৃতিক সন্ধ্যায় উদ্বোধনী সঙ্গী‌ত পরিবেশন করেন প্রথিতযশা শিল্পী গুরুপদ গাঙ্গুলী। এর পরেই রবীন্দ্র ও নজরুল বিষয়ে আকর্ষণীয় বক্তব্য রাখেন সুমন মন্ডল। সঙ্গীত পরিবেশন করেন গুরুপ্রসাদ মন্ডল, তিলোত্তমা ঘোষ, তাপসী রায়, হৃদয় দত্ত, সংস্থার বর্ষীয়ান সদস্য উদয় কুমার কুমারের গানে সকলে আপ্লুত হয়ে করতালির মাধ্যমে তাকে সম্মান জানায়। নৃত্যে শাশ্বতী বিশ্বাস ছাড়াও গীতি আলেখ্যর মাধ্যমে নৃত্য পরিবেশন করেন আত্রেয়ী রায়, সৃজনী নায়েক, অনুষ্কা ঘোষ, দীপিকা ক্ষেত্রপাল ও অনেকে। গীতি আলেখ্য সঞ্চালনা করেন পায়েল হালদার। মন ছুঁয়ে যাওয়ার মত বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করেন সংস্থার সদস্য চিন্ময় ব্যানার্জী। এছাড়াও মহুল দাস ও ধীরেন নন্দী মহাশয়ের আবৃত্তি মানুষকে মুগ্ধ করে দেয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মাউথ অর্গান বাজিয়ে অলক কুমার চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অয়নাংশু চৌধুরী। সাংস্কৃতিক সম্পাদক হৃদয় কুমার দত্তের পরিকল্পনায় সমগ্র অনুষ্ঠানটি সুসম্পন্ন হওয়ায় সংস্থার সম্পাদক অলক কুমার চৌধুরী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

25/05/2024

মেমারির শোভনা এলাকায় জি টি রোডের ওপর দুর্ঘটনায় মৃত ১

কলমের মুখ, অতনু ঘোষ, মেমারি,
২৫ মে ২০২৪

নিয়ন্ত্রণ হারিয়ে জি টি রোডের পাশের গাছে ধাক্কা মারলো একটি ছোট হাতি গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক বাইক চালক। ঘটনাটি ঘটেছে এদিন শনিবার আনুমানিক প্রায় সকাল দশটা নাগাদ মেমারির শোভনা মোড় সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কথায় জানা যায়, একটি ছোট হাতি গাড়ি দেবীপুরের দিক থেকে জিটি রোড ধরে মেমারির দিকে যাচ্ছিল। এবং সেই সময় এক বাইক আরোহী মেমারির দিক থেকে দেবীপুরের দিকে আসছিল। শোভনা মোড় সংলগ্ন এলাকায় ছোট হাতি গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিক থেকে ডানদিকে চলে যায় এবং মেমারির দিক থেকে আসা বাইক আরোহী কে ধাক্কা মারার পর রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে। এই ঘটনায় ছোট হাতি গাড়ির ভিতরে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হয়।
এরপর স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা চলাকালীন বছর ২৫ এর শাহরুখ মন্ডলের মৃত্যু হয়। জখম অপর ব্যাক্তি বারিক শেখের অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অল্প বিস্তর আহত মইরুদ্দিন শেখ কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদের সকলের বাড়ি কালনার নিভুজী এলকায়।
দুর্ঘটনায় ছোট হাতি গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়,
অপরদিকে বাইকটিও অল্পবিস্তর ক্ষতি হয় এবং বাইক চালকও অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা যায়। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ।

সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিবৃতিকলমের মুখ, বিশেষ সংবাদাতা, মেমারি,২২ মে ২০২৪বামফ্রন্ট সরকার রঙ্গনাথ মিশ্র ...
23/05/2024

সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিবৃতি

কলমের মুখ, বিশেষ সংবাদাতা, মেমারি,
২২ মে ২০২৪

বামফ্রন্ট সরকার রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশের ভিত্তিতে গোটা দেশে একমাত্র ও সর্বপ্রথম ওবিসি সংরক্ষণকে ১৭শতাংশ করে। সংখ্যালঘু, মূলত মুসলমান সমাজের অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে যাঁরা পিছিয়ে পড়া, তাঁদের শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণের অধিকার নিশ্চিত করেছিল। রঙ্গনাথ মিশ্র কমিশনের নির্দেশিত পথেই এই কাজ করেছিল বামফ্রন্ট সরকার।
আগে থেকেই এই সংরক্ষণের প্রস্তুতি শুরু হয়েছিল। প্রয়াত সিপিআই(এম) সাংসদ মাসুদাল হাসান ও তৎকালীন ওবিসি কমিশনের উদ্যোগে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে ভাগ করে তালিকা করা হয়েছিল। বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশান বেঞ্চের রায়ে ২০১০ সাল পর্যন্ত ওবিসি সংরক্ষণের যে তালিকা করা হয়েছিল বামফ্রন্ট সরকারের সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে।
ক্ষমতায় আসার পর থেকে মমতা ব্যানার্জি ওবিসি সংরক্ষণকে তছনছ করে দিয়েছে। প্রতিটি সরকারি নিয়োগে, শিক্ষায়, বিজ্ঞাপন থেকে নিয়োগ কোথাও মমতা ব্যানার্জির সরকার সংরক্ষণের এই আইনকে মানেনি। সবচেয়ে পিছিয়ে পড়া অংশকে সামনে আনতে যে উদ্দেশ্যে বামফ্রন্ট সরকার ওবিসি সংরক্ষণের ব্যবস্থা করেছিল, ‘জনপ্রিয়’ হওয়ার মোহে সেটাকে ভেঙে ফেলার উদ্দেশ্যে একদিকে খোলামকুচির মতো শংসাপত্র বিলি করে যেমন দুর্নীতি করেছে, তেমনই কমিশন ও সংবিধানের নির্দেশকে তোয়াক্কা না করে রাজনৈতিক স্বার্থে যা করেছেন, তার ফলশ্রুতিতেই হাইকোর্টের এই রায়।
হাই কোর্ট ইতিমধ্যে কয়েকবার রাজ্য সরকারকে সর্তক করে মমতা ব্যানার্জির সরকারের আমলের আইনকে পর্যালোচনা করতে বলেছিল। কিন্তু বর্তমান রাজ্য সরকার তা করেনি। প্রতিদিন মমতা ব্যানার্জি ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কুৎসা করে গেছেন। আর তাঁর ১২বছরের আমলে নিয়োগ, নির্মাণ ও সবটাই ত্রুটিপূর্ণ।
সিপিআই(এম) রাজ্য সরকারের কাছে দাবি করছে, দ্রুত আদালতের নির্দেশ ও ওবিসি অ়ংশের চাহিদাকে মান্যতা দিয়ে পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করে ভুল সিদ্ধান্ত শুধরে নেবে। কিছুতেই পিছিয়ে পড়া অংশের স্বার্থহানি আমরা মানবো না। তাঁদের স্বার্থ সুরক্ষিত রাখতে হবে। দরকার পড়লে পিছিয়ে পড়া অংশের মানুষ রাস্তায় নেমে এই সরকারকে উচিত শিক্ষা দেবে।
কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার কেউই সংবিধানের নির্দেশিত আইন অনুযায়ী সংরক্ষণ পাওয়ার যোগ্য তাঁদের দিকে ফিরেও তাকাচ্ছে না। লক্ষ, লক্ষ পদ তফসিলি জাতি, আদিবাসী ও ওবিসিদের জন্য সংরক্ষিত তা পূরণ করা হচ্ছে না। দুই সরকার মিলে সংরক্ষিত পদকে সামনে রেখে একদিকে মেরুকরণের রাজনীতি করছে। অন্যদিকে, সংরক্ষণ যাঁদের অধিকার তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে চলেছে। আরএসএস সব সময় তফসিলি জাতি ও আদিবাসীদের সংরক্ষণের বিরোধিতা করে এসেছে।

ফটো ঃ ইন্টারনেটের সৌজন্যে প্রাপ্ত।

Address


Alerts

Be the first to know and let us send you an email when KALAMER MUKH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share