কৃষ্ণনগর শহর

  • Home
  • কৃষ্ণনগর শহর

কৃষ্ণনগর শহর
(1)

যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিনে জানাই প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি!💖💐🙇‍♂️🙏১২ ই জানুয়ারি ১৮৬৩ সালের আজকের দিনে স্বামী বিবে...
12/01/2025

যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিনে জানাই প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি!💖💐🙇‍♂️🙏
১২ ই জানুয়ারি ১৮৬৩ সালের আজকের দিনে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন ।

এই ব্যাপারে আপনার কি মতামত..?? 🤔😁
12/01/2025

এই ব্যাপারে আপনার কি মতামত..?? 🤔😁

জানেন কী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত "ইছামতী" উপন্যাসে বর্ণিত ইছামতী নদীর শুষ্ক বুকে এখন ধানচাষ করা হয়?নদীয়া...
11/01/2025

জানেন কী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত "ইছামতী" উপন্যাসে বর্ণিত ইছামতী নদীর শুষ্ক বুকে এখন ধানচাষ করা হয়?

নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের মাজদিয়ার কাছে, পাবাখালি নামের একটা জায়গায় বাংলাদেশ থেকে ভারতে ঢুকে মাথাভাঙা নদী দুভাগে বিভক্ত হয়েছে। একটা শাখা চূর্ণী নদী রূপে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়েছে আর একটা শাখা ইছামতী নদী নামে দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। ইছামতী নদীয়ার দত্তফুলিয়া দিয়ে প্রবাহিত হয়ে উঃ ২৪ পরগণার বনগাঁ শহরের মধ্যে দিয়ে বসিরহাট মহকুমার হাসনাবাদ পর্যন্ত গিয়ে দুভাগে বিভক্ত হয়ে কালিন্দী ও ধানসা নামে বঙ্গোপসাগরে মিশেছে।

মূলত নদীয়া ও উঃ ২৪ পরগণার মধ্যে দিয়ে বয়ে যাওয়া ইছামতীকে কেন্দ্র করে বিভূতিভূষণ লিখেছিলেন তাঁর বিখ্যাত উপন্যাস "ইছামতী"। আসুন একটু পড়ে নিই বিভূতিভূষণ তাঁর লেখায় কি বলেছিলেন ইছামতী সম্পর্কে।

"ইছামতীর যে অংশ নদীয়া ও যশোর জেলার মধ্যে অবস্থিত, সে অংশটুকুর রূপ সত্যিই এত চমৎকার, যাঁরা দেখবার সুযোগ পেয়েছেন তাঁরা জানেন। কিন্তু তাঁরাই সবচেয়ে ভালো করে উপলব্ধি করবেন, যাঁরা অনেকদিন ধরে বাস করচেন এ অঞ্চলে। ভগবানের একটি অপূর্ব শিল্প এর দুই তীর, বনবনানীতে সবুজ, পক্ষী-কাকলিতে মুখর।

মড়িঘাটা কি বাজিতপুরের ঘাট থেকে নৌকো করে চলে যেও চাঁদুড়িয়ার ঘাট পর্যন্ত–দেখতে পাবে দুধারে পলতে মাদার গাছের লাল ফুল, জলজ বন্যেবুড়োর ঝোপ, টোপাপানার দাম, বুনো তিৎপল্লা লতার হলদে ফুলের শোভা, কোথাও উঁচু পাড়ে প্রাচীন বট-অশ্বত্থের ছায়াভরা উলুটি-বাচড়া-বৈঁচি ঝোপ, বাঁশঝাড়, গাঙশালিখের গর্ত, সুকুমার লতাবিতান। গ্রামের ঘাটে কোথাও দু’দশখানা ডিঙি নৌকো বাঁধা রয়েছে। কোনো ঘাটে মেয়েরা নাইচে, কাঁখে কলসি ভরে জল নিয়ে ডাঙায় উঠে, স্নানরতা সঙ্গিনীর সঙ্গে কথাবার্তা কইচে।..."

বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায় - ইছামতী

সাহিত্য ছেড়ে এবারে নেমে আসুন বাস্তবের কঠিন মাটিতে। ১৯৫০ খ্রীষ্টাব্দে বিভূতিভূষণ ইছামতী উপন্যাস লিখেছিলেন। তার মানে মাত্র ৭০-৭৫ বছর আগেও ইছামতী এখানে প্রবহমান ছিল। বর্তমানে নদীয়ার পাবাখালি থেকে ফতেপুর পর্যন্ত ইছামতীর প্রায় ২০ কিলোমিটার পথই জলশূন্য, সেখানে এখন নদীখাতে ধানচাষ হয়। একদা স্রোতস্বিনী ইছামতী নাব্যতা হারিয়ে অনেক দিন ধরেই মৃতপ্রায়। কচুরিপানা আর পলি জমে নদীর হতশ্রী দশা। পলি জমে মাথাভাঙা নদীর উৎসমুখ থেকে ইছামতী সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে বহু অংশে চর পড়েছে। নদীর উৎসমুখে রেলসেতুর পাশে মাটি ফেলে নদীখাত সম্পূর্ণ অবরুদ্ধ করে তৈরি হয়েছে সড়কপথ। সেই পথে অবিরাম যাতায়াত করে মোটরসাইকেল, টোটো থেকে শুরু করে মোটর ভ্যান পর্যন্ত। চার-পাঁচ বছর আগেও এখানে নদীর ওপর দিয়ে কোনওরকমে হেঁটে যাওয়ার মত একটা সরু আলপথ ছিল, আমি নিজে দেখেছি। এখন দেখি ধীরে ধীরে মাটি ফেলে সেই আলপথটাকে চওড়া করে পুরোদস্তুর বড় রাস্তা বানিয়ে ফেলা হয়েছে, শুধু পিচ দেওয়া বাকি। নদী বুজিয়ে রাস্তা বানিয়ে আবার গালভরা নাম দেওয়া হয়েছে মাজদিয়া-গাজনা রোড।

নদী মানেই পতিতপাবনী। কিন্তু নদীর পরিত্রাণ করবে কে? এই বাংলার কত নদী যে সকলের অজ্ঞাতে হারিয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে স্মৃতি থেকে, তার খবর আজ কত জন রাখেন? নদী আর নৌকা ছিল বাঙালির গ্রাম্যজীবনের বহমানতা। যান্ত্রিক সভ্যতার ছোঁয়ায় হারিয়ে গিয়েছে নৌকা, শুকিয়ে গিয়েছে নদী। শেকড় সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়েছে জীবন। সভ্যতার পালে লেগেছে হাওয়া, মানুষ ছুটে চলেছে দ্রুতগতিতে। তবে কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে তা কিন্তু কারোরই জানা নেই।

Credit - Temples with Atanu

আমেরিকা তার ইতিহাসের সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে চলেছে লস অ্যাঞ্জেলস দাবা'নল ইন্সিডেন্টের কারণে। রিপোর্ট অনুযায়ী, ...
11/01/2025

আমেরিকা তার ইতিহাসের সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে চলেছে লস অ্যাঞ্জেলস দাবা'নল ইন্সিডেন্টের কারণে। রিপোর্ট অনুযায়ী, লস অ্যাঞ্জেলস দাবা'নল ইন্সিডেন্টে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫০ বিলিয়ন ডলার। 😳

😳😮
08/01/2025

😳😮

🙏
08/01/2025

🙏

নদীয়া জেলার রানাঘাটের ভ্যালি অফ ফ্লাওয়ার ' চাপড়া ' গ্রাম 🌼🌸🪻🌹
07/01/2025

নদীয়া জেলার রানাঘাটের ভ্যালি অফ ফ্লাওয়ার
' চাপড়া ' গ্রাম 🌼🌸🪻🌹

রাজ্যের প্রথম লুপ সেতু তৈরি হচ্ছে জলপাইগুড়ির ডুয়ার্সের বাগরাকোটে ৷ শুধুমাত্র পর্যটনের শ্রীবৃদ্ধি নয় সাথে রয়েছে Geopol...
07/01/2025

রাজ্যের প্রথম লুপ সেতু তৈরি হচ্ছে জলপাইগুড়ির ডুয়ার্সের বাগরাকোটে ৷ শুধুমাত্র পর্যটনের শ্রীবৃদ্ধি নয় সাথে রয়েছে Geopolitical গুরুত্বও।

🔸যদিও সেতুটি এখনও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি ৷ তবে রাস্তার মাঝে সর্পিল আকারে নির্মীয়মাণ লুপ সেতুটি দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে বাগরাকোটে ভিড় জমাচ্ছেন পর্যটক, ব্লগার, বাইকার এবং নতুন প্রজন্মের একাধিক ইনফ্লুয়েন্সাররা। শুধু সেতু নয়, সামরিক বাহিনীর প্রয়োজনে নির্মীয়মাণ রাস্তাও পর্যটকদের আকর্ষণের আর এক কেন্দ্রবিন্দু ।

🔸 বেশ কয়েক বছর ধরে জলপাইগুড়ি জেলার বাগরাকোট থেকে নাথুলা পর্যন্ত দুই লেনের এই রাস্তা তৈরি হচ্ছে ৷ এই রাস্তা সিকিমের সঙ্গে যুক্ত করবে পশ্চিমবঙ্গকে ৷ বাগরাকোট থেকে সেনাবাহিনীর ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে সামান্য গেলেই নতুন 717 নম্বর জাতীয় সড়কের এই রাস্তা । আগামিদিনে সেনার ভারত-চিন সীমান্তে যুদ্ধ সরঞ্জাম নিয়ে যাওয়া বা যাতায়াতের জন্য এটি মূল রাস্তা হতে চলেছে ।

🔸শিলিগুড়ি থেকে সেভক হয়ে 10 নম্বর জাতীয় সড়ক এতদিন ছিল বাংলা ও সিকিমের লাইফ লাইন ৷ তবে উত্তরবঙ্গ থেকে সিকিম যাওয়ার ওই রাস্তা মাঝেমধ্যেই বন্ধ হয়ে যায় । এর কারণ তিস্তার ভাঙন ও ধস ৷ এতদিন ওটি ছিল সোনাবাহিনীর পরিবহণের একমাত্র রাস্তা ।

🔸সীমান্তে চিনের আগ্রাসনের ফলে মাঝেমধ্যেই উত্তেজনা ছড়ায় । তাই 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গেলে দেশের সুরক্ষার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় । সেই দিক থেকে বাগরাকোট থেকে নাথুলা পর্যন্ত এই রাস্তাটি হওয়ার ফলে এবার থেকে সামরিক পরিবহণের ক্ষেত্রে সুবিধা হবে । সেনার কাছে একটি বিকল্প রাস্তা থাকবে ৷
in article image
সিকিমের সঙ্গে যুক্ত করবে পশ্চিমবঙ্গকে (নিজস্ব ছবি)জলপাইগুড়ি জেলার বাগরাকোট থেকে প্রথম 18 কিলোমিটারের মধ্যে 12-14 কিলোমিটার রাস্তা পাহাড় কেটে তৈরি করা হচ্ছে । প্রথম 18 কিলোমিটার রাস্তার বরাত পেয়েছে ঝাড়খণ্ডের একটা সংস্থা । বাগরাকোট থেকে লুপ সেতুর দূরত্ব 4-5 কিলোমিটার । ছয় বছর ধরে 45 মিস্ত্রী ও শ্রমিক মিলে 350 জন কাজ করে চলেছেন এই সেতু তৈরির । দু’টি ভাগে সেতু রয়েছে ৷ একটির দৈর্ঘ্য 900 মিটার ও অপরটির 400 ও 500 মিটার ৷

Now becoming popular , Loop Flyover Cum Bridge Of Bagrakote , 41 Km From Siliguri and 106 Kms From Gangtok

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যাডে মহেন্দ্র সিং ধোনি 🇮🇳❤️
06/01/2025

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যাডে মহেন্দ্র সিং ধোনি 🇮🇳❤️

শুভ জন্মদিন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক!! 🥰
06/01/2025

শুভ জন্মদিন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক!! 🥰

🤔🤨
06/01/2025

🤔🤨

জম্মু-শ্রীনগর ট্রেন পরিষেবা শুরু: বন্দে ভারত ও ২ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ঘোষণা। ভারতীয় রেলের অত্যাধুনিক পরিষেবা এবার জ...
05/01/2025

জম্মু-শ্রীনগর ট্রেন পরিষেবা শুরু: বন্দে ভারত ও ২ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ঘোষণা।

ভারতীয় রেলের অত্যাধুনিক পরিষেবা এবার জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষের জন্য। জম্মু-শ্রীনগর রুটে শুরু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস এবং আরও ২টি এক্সপ্রেস ট্রেনের পরিষেবা। বিস্তারিত সময়সূচি নিচে দেওয়া হলো:

বন্দে ভারত এক্সপ্রেস সময়সূচি:

শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা (SVDK) থেকে প্রস্থান: সকাল ৮:১০।

শ্রীনগরে পৌঁছানো: সকাল ১১:২০।

ফিরতি যাত্রা: শ্রীনগর থেকে দুপুর ১২:৪৫।

SVDK-তে পৌঁছানো: বিকেল ৩:৫৫।

যাত্রার সময়: ৩ ঘণ্টা ১০ মিনিট।

মেল/এক্সপ্রেস ট্রেন:

প্রতিদিন ২টি অতিরিক্ত এক্সপ্রেস ট্রেন চলবে।

যাত্রার সময়: ৩ ঘণ্টা ২০ মিনিট।

শীতকালীন বিশেষ প্রস্তুতি:

বন্দে ভারত সহ ৫টি সম্পূর্ণ এ.সি. ট্রেন কাশ্মীর উপত্যকার শীতকালীন পরিবেশের জন্য বিশেষভাবে পরিবর্তিত হয়েছে।

আগের থেকে চলমান ৬টি ট্রেন, যার মধ্যে একটি ভিস্টাডোম কোচও রয়েছে, চালু থাকবে।

কাশ্মীর উপত্যকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে ভারতীয় রেলের এই পদক্ষেপ ঐতিহাসিক। যাত্রীরা দ্রুত এবং আরামদায়ক পরিষেবা উপভোগ করতে পারবেন।

মাতৃভাষা বাংলা শিক্ষার প্রারম্ভিক গ্ৰন্থ " কিশলয় " পুস্তকখানি থেকে একটি ছড়া---    ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির    পাঁচ ব...
02/01/2025

মাতৃভাষা বাংলা শিক্ষার প্রারম্ভিক গ্ৰন্থ " কিশলয় " পুস্তকখানি থেকে একটি ছড়া---

ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির
পাঁচ বোন থাকে কালনায়
শাড়িগুলো তারা উনুনে বিছায়
হাঁড়িগুলো রাখে আলনায়।
কোনো দোষ পাছে ধরে নিন্দুকে
নিজে থাকে তারা লোহা - সিন্দুকে
টাকাকড়িগুলো হাওয়া খাবে বলে
রেখে দেয় খোলা জালনায়
নুন দিয়ে তারা ছাঁচিপান সাজে
চুন দেয় তারা ডালনায়।

--- রবীন্দ্রনাথ ঠাকুর

অক্টোবর 2019 থেকে মার্চ 2024 পর্যন্ত ভারতের সেরা টেস্ট ব্যাটসম্যান ছিলেন। 54 ইনিংসে 50 গড়সহ 2552 রান করেছিলেন, তার মধ্য...
02/01/2025

অক্টোবর 2019 থেকে মার্চ 2024 পর্যন্ত ভারতের সেরা টেস্ট ব্যাটসম্যান ছিলেন।
54 ইনিংসে 50 গড়সহ 2552 রান করেছিলেন, তার মধ্যে ছিল 9 টি সেঞ্চুরি এবং 7 টি হাফ সেঞ্চুরি করেছিলেন।🙂

গত চার মাস খারাপ ফর্মের জন্য দলের বাইরে হয়ে গেছেন..!! 😊
Rohit Sharma

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন 4জন খেলোয়াড়।
02/01/2025

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন 4জন খেলোয়াড়।

ধোনির কখনোই সোশ্যাল মিডিয়া পছন্দ ছিল না…!!
02/01/2025

ধোনির কখনোই সোশ্যাল মিডিয়া পছন্দ ছিল না…!!

🙂
02/01/2025

🙂

দিন শুরু হোক বুড়িমার দর্শনে 🙏🙏
01/01/2025

দিন শুরু হোক বুড়িমার দর্শনে 🙏🙏

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষ্ণনগর শহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কৃষ্ণনগর শহর:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share