Information Helps

  • Home
  • Information Helps

Information Helps indian celebrity images video's entertainment

08/11/2023
06/10/2023

ডেঙ্গু থেকে বাঁচতে এবং এলাকাবাসীকে বাঁচাতে অভিনব পদক্ষেপ এক যুবকের। তড়িঘড়ি সমস্যা মেটানো আশ্বাস প্রশাসনের।
বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক হসপিটালে খুত্তুবা গ্রামের এক ব্যক্তি ডেঙ্গু মশা ধরে নিয়ে হসপিটালে হাজির হন।

দুর্গাপুজো শুধুমাত্র কোন ধর্মীয় উৎসব নয়। এটা  এক সর্বজনীন উৎসব। যেখানে শিল্পকলা, সংস্কৃতি, সচেতনতামূলক বার্তা, পুরান ক...
06/10/2023

দুর্গাপুজো শুধুমাত্র কোন ধর্মীয় উৎসব নয়। এটা এক সর্বজনীন উৎসব। যেখানে শিল্পকলা, সংস্কৃতি, সচেতনতামূলক বার্তা, পুরান কিংবা আরো অন্য কিছু - সবকিছুই তুলে ধরা হয়। যার জন্য ইউনেস্কো রাজ্যের এই পুজোকে স্বীকৃতি দিয়েছে।
দুর্গা পুজোকে ঘিরে যে অঘোষিত প্রতিযোগিতা চলে সেখানে প্রতিটি পুজো উদ্যোক্তায় চান অন্যকে টেক্কা দিতে। সে বিষয়ে ভাবনা হোক আলোক সজ্জা, কিংবা মন্ডপ সজ্জা হোক অথবা প্রতিমায় অভিনবত্ব।
হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই মণ্ডপে মন্ডপে মৃন্ময়ী প্রতিমায় চিন্ময়ীর আরাধনা শুরু হবে।
কলকাতার কেআইটি আবাসনে উল্টোডাঙ্গা সংগ্রামী সর্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের ৬১তম বর্ষের ভাবনা - মহালীলায় মহামায়া।
কালা চাঁদ পাঁজার ভাবনায় পুরাণের দেবী কাত্যায়নীর আরাধনাকে তুলে ধরা হচ্ছে। আগামী ১৭ অক্টোবর এই পুজো কমিটির এবারের দুর্গা পুজোর শুভ উদ্বোধন।

https://youtu.be/55Mjd77Crbcরোগের উপশমে ওষুধের সঙ্গে শুশ্রূষার প্রয়োজন। এখন এই ঋতু পরিবর্তনের সময় চারিদিকে জ্বর, সর্দি, ...
30/09/2023

https://youtu.be/55Mjd77Crbc

রোগের উপশমে ওষুধের সঙ্গে শুশ্রূষার প্রয়োজন। এখন এই ঋতু পরিবর্তনের সময় চারিদিকে জ্বর, সর্দি, কাশী লেগেই আছে। এ ক্ষেত্রে ডাক্তারবাবু সঠিক পরামর্শে ওষুধ খাবার পাশাপাশি নিজেদের শুশ্রূষা করুন। steam inhalation এমনই এক পদ্ধতি। বিশেষজ্ঞদের মতে, যখন আপনি ওই স্টিম থেকে নিঃশ্বাস নেন, তখন বাষ্পের আকারে জল আপনার নাক দিয়ে চলে যায় এবং গলা, বায়ুনালী এবং ফুসফুসে পৌঁছয়। এই বাস্প আপনার দেহে উপস্থিত শ্লেষ্মা (কফ) পাতলা করে ভাইরাস-ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে। এদিন স্বাধীন নার্সিং ইনস্টিটিউট এর দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী সেটাই আপনাকে মনে করিয়ে দিলেন।

রোগের উপশমে ওষুধের সঙ্গে শুশ্রূষার প্রয়োজন। এখন এই ঋতু পরিবর্তনের সময় চারিদিকে জ্বর, সর্দি, কাশী লেগেই আছে। এ ক্ষ....

আদতে আইটিআই – এর দ্বিতীয় বর্ষের ছাত্র। তবে মাটির প্রতি টানে বারবার সে ফিরে যায় সেখানে। মনের আনন্দে কৃষি কাজে নিমগ্ন হয়। ...
29/09/2023

আদতে আইটিআই – এর দ্বিতীয় বর্ষের ছাত্র। তবে মাটির প্রতি টানে বারবার সে ফিরে যায় সেখানে। মনের আনন্দে কৃষি কাজে নিমগ্ন হয়। বীরভূম জেলার ইলামবাজার ব্লক এর ঘুষিড়া অঞ্চলের নেতাজি কলোনী গ্ৰামের বাসিন্দা অসীম বাড়ৈ ইলামবাজার গভমেন্ট আইটিআই কলেজের ফিটার ট্রেড এর দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার ফাঁকে কৃষিকাজেও অত্যন্ত মনযোগী অসীম। এবারও সে তার জমিতে ফুলকপি চাষ করেছে। খাদ্য রসিক বাঙালীর কাছে ফুলকপির গ্রহণযোগ্যতা চিরকালীন। এমনিতেই ফুলকপিতে ঔষধী গুন আছে। এতে ক্যালোরী কম কিন্তু প্রোটিন বেশি থাকে । ভিটামিন, মিনারেল, ফাইটোক্যামিকেলস বিভিন্ন উপাদান ভরপুর এই সব্জী। এটা মূলত শীতকালের সবজি হলেও বর্তমানে কৃষি ক্ষেত্রে বিভিন্ন গবেষণা এর জন্য উন্নতমানের বীজ তৈরি হয়েছে যার ফলে সারা বছর ধরেই আমরা বাজারে ফুলকপি দেখতে পাই। চাষিও সারা বছর এই ফসলের দাম পান।

১০০ বছরের পুরনো গৌড়ীয় মঠ। এই মঠেই উদ্বোধন করা হল ইসকন মন্দিরের। ফলে মায়াপুর নয়, এবার খাস উত্তর কলকাতায় প্রতিষ্ঠিত হ...
29/09/2023

১০০ বছরের পুরনো গৌড়ীয় মঠ। এই মঠেই উদ্বোধন করা হল ইসকন মন্দিরের। ফলে মায়াপুর নয়, এবার খাস উত্তর কলকাতায় প্রতিষ্ঠিত হল ইসকন মন্দির। উত্তর কলকাতার পরেশনাথ জৈন মন্দিরের কাছে খান্না সংলগ্ন এই মন্দির। কলকাতার উত্তর কলকাতার সাপুরজিতে এই নতুন ইসকন মন্দির স্থাপন করা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও মন্দিরটি একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করবে, যেখানে ভক্তরা সঙ্গীত, নৃত্য এবং অন্যান্য অনুষ্ঠান চর্চা করতে পারবেন।

ourism বা পর্যটন আক্ষরিক অর্থ বেড়ানো। ত্রিপুরার আঞ্চলিক ককবরক ভাষায় বলে ঘুরিমুং। ভারত তথা পৃথিবীর বিভিন্ন পর্যটন ক্ষেত...
29/09/2023

ourism বা পর্যটন আক্ষরিক অর্থ বেড়ানো। ত্রিপুরার আঞ্চলিক ককবরক ভাষায় বলে ঘুরিমুং। ভারত তথা পৃথিবীর বিভিন্ন পর্যটন ক্ষেত্র গুলির মধ্যে অন্যতম ত্রিপুরা অন্যতম। এখানকার প্রচুর দর্শনীয় স্থানে সারা বছর ধরে লক্ষ লক্ষ পর্যটক আসেন। এই সমস্ত ছবির মত জায়গাগুলির পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা, যেমন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, উনোকোটি, চোদ্দ দেবতার মন্দির, রাশবা মন্দির, সমপূত্র পাহাড় ইত্যাদি।
এই পর্যটনগুলিকে কেন্দ্র করে গতকাল অর্থাৎ ২৭ সেপ্টেম্বর, ত্রিপুরার আগরতলায় অবস্থিত ত্রিপুরা রাজবাড়ীতে প্রতিবছরের মত এবছরও বিশ্ব পর্যটন দিবস পালিত হয়।

মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কালনায় Shikarpur F.P School এ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন ও বিভিন্ন সাং...
27/09/2023

মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কালনায় Shikarpur F.P School এ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয় ।

বিভিন্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শুরু হয়েছে স্বাধীন ট্রাস্টের অন্তর্গত শান্তিনিকেতন ...
27/09/2023

বিভিন্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শুরু হয়েছে স্বাধীন ট্রাস্টের অন্তর্গত শান্তিনিকেতন ডি.এড এবং শান্তিনিকেতন বি.এড কলেজের ২০২১-২৩ ও ২০২২-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী-শিক্ষকদের প্র্যাকটিস টিচিং এবং বিভিন্ন বিদ্যালয় সংক্রান্ত কার্যাবলীর প্রশিক্ষণ। নিয়ম মেনে শিক্ষাদান, বিদ্যালয়ের কাজকর্ম, অনুশাসন ও রীতিনীতি যথাযথ পালন এবং শিক্ষার্থী-শিক্ষক হিসেবে স্বমূল্যায়নের মধ্য দিয়ে একযোগে নিষ্ঠা সহকারে কলেজের শিক্ষার্থীরা তাদের প্রশিক্ষণকার্য করে চলেছে।

27/09/2023

ওয়েস্ট ম্যানেজমেন্ট হল একটি প্রক্রিয়া যা বর্জ্য সৃষ্টি, সংগ্রহ, পরিবহন, নিষ্পত্তি এবং পর্যবেক্ষণ ওতপ্রোত ভাবে জড়িত। এর উদ্দেশ্য হল বর্জ্যের পরিমাণ কমানো এবং এর নেতিবাচক প্রভাবগুলিকে শেষ করা। তাই ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত নীতি। এটি বর্জ্য থেকে দূষণ কমাতে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে এবং আমাদের পরিবেশের গুণমান উন্নত করতে সহায়তা করে। য়েস্ট ম্যানেজমেন্টের বিভিন্ন পদ্ধতি রয়েছে। কিছু সাধারণ পদ্ধতি আছে, যেমন পুনর্ব্যবহার, বর্জ্যকে এমন শক্তিতে রূপান্তর করা ও বর্জ্যকে এমন উপায়ে সরিয়ে ফেলা যা পরিবেশের ক্ষতি করে না। আজ স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা খোসকদমপুর ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টে গিয়ে সেই শিক্ষায় নিয়ে এলো।

ওয়েস্ট ম্যানেজমেন্ট হল একটি প্রক্রিয়া যা বর্জ্য সৃষ্টি, সংগ্রহ, পরিবহন, নিষ্পত্তি এবং পর্যবেক্ষণ ওতপ্রোত ভাবে জড়িত। এ...
27/09/2023

ওয়েস্ট ম্যানেজমেন্ট হল একটি প্রক্রিয়া যা বর্জ্য সৃষ্টি, সংগ্রহ, পরিবহন, নিষ্পত্তি এবং পর্যবেক্ষণ ওতপ্রোত ভাবে জড়িত। এর উদ্দেশ্য হল বর্জ্যের পরিমাণ কমানো এবং এর নেতিবাচক প্রভাবগুলিকে শেষ করা। তাই ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত নীতি। এটি বর্জ্য থেকে দূষণ কমাতে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে এবং আমাদের পরিবেশের গুণমান উন্নত করতে সহায়তা করে। য়েস্ট ম্যানেজমেন্টের বিভিন্ন পদ্ধতি রয়েছে। কিছু সাধারণ পদ্ধতি আছে, যেমন পুনর্ব্যবহার, বর্জ্যকে এমন শক্তিতে রূপান্তর করা ও বর্জ্যকে এমন উপায়ে সরিয়ে ফেলা যা পরিবেশের ক্ষতি করে না। আজ স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা খোসকদমপুর ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টে গিয়ে সেই শিক্ষায় নিয়ে এলো।

27/09/2023

হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হল একটি দীর্ঘস্থায়ী মেডিকেল অবস্থা যেখানে ধমনীতে রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। উচ্চ রক্তচাপের কোন লক্ষণ বা উপসর্গ নেই, তাই এটিকে "নীরব ঘাতক" বলা হয়। যদি চিকিৎসা না করা হয়, তাহলে উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক, স্ট্রোক, হৃদযন্ত্রের ব্যর্থতা, কিডনি রোগ এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়। হাইপারটেনশনের কারণগুলি এখনও পুরোপুরি বোঝা যায়নি, তবে এটি জীবনযাত্রার পদ্ধতি এবং জেনেটিক কারণের সংমিশ্রণের ফলে হয় বলে মনে করা হয়। জীবনযাত্রার কারণগুলির মধ্যে রয়েছে স্থুলতা, ধূমপান, অতিরিক্ত লবণ যুক্ত বা চিনি যুক্ত খাবার খাওয়া সহ নানা বিষয়। তাছাড়া পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস থাকলেও এই রোগ হয়ে পারে।

27/09/2023

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসে তার স্মরণে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে লালডাঙ্গা মাঠে এদিন অনুষ্ঠিত হলো বিদ্যাসাগর কাপ। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও সমষ্টি উন্নয়ন আধিকারিক। মঙ্গলকোট ব্লকের তিন নম্বর চক্রের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ছটি দল অংশ নেয়। এই প্রতিযোগিতায় ফাইনালে উঠেন শিমুলিয়া এক নম্বর অঞ্চল ও মাজিগ্রাম অঞ্চল। জয় লাভ করে শিমুলিয়া এক নম্বর অঞ্চল। এই খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, বিডিও জগদীশচন্দ্র বারুই ও তিন নম্বর চক্রের বিভিন্ন আধিকারিকরা সহ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশো গ্রামবাসী।

আউশগ্রাম-১নং অঞ্চলের দায়েমনগর গ্রামের মাঠে ১৬টি দলের নকআউট ফুটবল প্রতিযোগিতায় আজ মুখোমুখি হয়েছিল 'NS sports academy বন...
27/09/2023

আউশগ্রাম-১নং অঞ্চলের দায়েমনগর গ্রামের মাঠে ১৬টি দলের নকআউট ফুটবল প্রতিযোগিতায় আজ মুখোমুখি হয়েছিল 'NS sports academy বনাম Rajbandh junior Club' খেলায় ৫-১ গোলে NS sports academy জয়লাভ করে।

ঢেড়শ একটি লাভজনক ফসল। এটি উষ্ণ-মৌসুমী আবহাওয়ার ফসল যা বিশ্বজুড়ে অনেক ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে হয়। বাংলায় এটি ...
27/09/2023

ঢেড়শ একটি লাভজনক ফসল। এটি উষ্ণ-মৌসুমী আবহাওয়ার ফসল যা বিশ্বজুড়ে অনেক ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে হয়। বাংলায় এটি একটি জনপ্রিয় সবজি। ভিটামিন এ, সি এবং কে, সেইসাথে ডায়েটরি ফাইবারের একটি ভাল উৎস এই সবজি। তবে এই ফসলের চাষের আগে জমি ঠিক ভাবে প্রস্তুত করা জরুরী। মাটির উর্বরতা এবং জল নিষ্কাশনেও নজর দিতে হবে। এর বীজ সরাসরি মাটিতে পোঁতা যায় অথবা নার্সারি থেকে সংগ্রহ করে পুঁততে হবে। ফলন হলে কচি এবং নরম থাকা অবস্থায় বাজারজাত করা দরকার।

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্য তাঁকে শ্রদ্ধা জানালেন আশাকর্মী দিদিরা। এই উপলক্ষ্যে বিভিন্ন সাব-সেন্টার...
27/09/2023

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্য তাঁকে শ্রদ্ধা জানালেন আশাকর্মী দিদিরা। এই উপলক্ষ্যে বিভিন্ন সাব-সেন্টারে এই দিনটিকে পালন করা হয়। বুধবার সকল আশাকর্মীদের একসাথে একজায়গায় পাওয়া যায়, তাই তারা আজকে নিজ নিজ সাবসেন্টারে পালন করেন।

Address


Telephone

+918483005746

Website

Alerts

Be the first to know and let us send you an email when Information Helps posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Information Helps:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share