Gaan Radio

Gaan Radio An online platform to explore the soul of Music.
(14)

17/12/2023

অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে, আজ গান রেডিওর সরাসরি সম্প্রচার অনুষ্ঠান বন্ধ থাকছে।🙏
আগামী সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের সময়সূচী পেতে গান রেডিওর পেজে চোখ রাখুন।

সকল দর্শক-শ্রোতা বন্ধুদের গান রেডিওর পক্ষ থেকে সর্বদা আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।বাংলার স্বনামধন্য শিল্পী "নির্মলা ম...
16/12/2023

সকল দর্শক-শ্রোতা বন্ধুদের গান রেডিওর পক্ষ থেকে সর্বদা আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
বাংলার স্বনামধন্য শিল্পী "নির্মলা মিশ্র"-র একটি বিখ্যাত বাংলা গান, "এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না।" গানটি শুনুন "রত্না রায়"-র কন্ঠে Gaan Radio, YouTube channel এর Editor's Pick এ।
আশা করি সকলের খুব ভালো লাগবে।
যারা যারা আমাদের YouTube channel এখনো Subscribe করনি, তারা অবশ্যই করে নিও।👇🏻
https://youtube.com/?si=SdB6rmPjnm0FggEe

Song - Emon ekti jhinuk khuje pelam naOriginal Artist - Nirmala MishraOriginal Music Director - Nachiketa GhoshLyricist - Pulak BanerjeeThe song was performe...

প্রিয় দর্শকবন্ধুরা,তোমাদের ভালোবাসাকে পাথেয় করে চলে এলাম আরো এক নতুন পর্বে তোমাদের সাথে কিছুটা সময় কাটাব বলে। আগামী ১৭...
15/12/2023

প্রিয় দর্শকবন্ধুরা,
তোমাদের ভালোবাসাকে পাথেয় করে চলে এলাম আরো এক নতুন পর্বে তোমাদের সাথে কিছুটা সময় কাটাব বলে।
আগামী ১৭ই ডিসেম্বর রবিবার আমাদের ১১১তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে ঠিক সন্ধ্যে ৭টা থেকে বাংলা গানের সম্ভার নিয়ে অতিথি রুপে উপস্থিত থাকবেন এমন একজন মানুষ যিনি ভালো গান-বাজনা কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। "গান রেডিও" -কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ক'জন মানুষ মানসিকভাবে সাহস ও উৎসাহ প্রদান করেন এবং বাস্তবিকভাবে স্বেচ্ছায় সাহায্য করতে এগিয়ে আসেন তাদের মধ্যে অন্যতম নাম "শুভাশীষ মুখার্জী"।
এসো রবিবারের সন্ধ্যা কাটাই শুভাশীষ মুখার্জীর সাথে গানে, গল্পে আর আড্ডায়।
তাই মিস করো না কিন্তু।





সকল দর্শক-শ্রোতা বন্ধুদের গান রেডিওর পক্ষ থেকে সর্বদা আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।বাংলা তথা ভারতবর্ষের প্রবাদপ্রতিম শ...
12/12/2023

সকল দর্শক-শ্রোতা বন্ধুদের গান রেডিওর পক্ষ থেকে সর্বদা আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
বাংলা তথা ভারতবর্ষের প্রবাদপ্রতিম শিল্পী "মান্না দে"-র একটি বিখ্যাত বাংলা গান, "এই কূলে তুমি আর ওই কুলে আমি, মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়।" গানটি শুনুন "পার্থ প্রতিম নন্দী"-র কন্ঠে Gaan Radio, YouTube channel এর Editor's Pick এ।
আশা করি সকলের খুব ভালো লাগবে।
যারা যারা আমাদের YouTube channel এখনো Subscribe করনি, তারা অবশ্যই করে নিও।👇🏻
https://youtube.com/?si=SdB6rmPjnm0FggEe

Song: Ei Kule Ami Aar Oi Kule TumiOriginal Artist: Manna DeyMusic Director: Manna DeyLyricist: Bankim GhoshThe song was performed by Mr. Partha Pratim Nandy ...

আজ গান রেডিও-র 66তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি Band After Death -এর Lead Guitarist "সম্রাট পাল" -কে তাঁর শু...
12/12/2023

আজ গান রেডিও-র 66তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি Band After Death -এর Lead Guitarist "সম্রাট পাল" -কে তাঁর শুভ জন্মদিন(12.12.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তাঁর আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️







আজ গান রেডিও-র 100তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং প্রবীণ সঙ্গীত শিল্পী "শিলা চট্টোপাধ্যায়" - মহাশয়ার শু...
10/12/2023

আজ গান রেডিও-র 100তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং প্রবীণ সঙ্গীত শিল্পী "শিলা চট্টোপাধ্যায়" - মহাশয়ার শুভ জন্মদিন(10.12.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তার আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️







আজ গান রেডিও-র 50তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী "নুতন ভৌমিক" - মহাশয়ার শুভ জন্মদিন(10.12.2023...
10/12/2023

আজ গান রেডিও-র 50তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী "নুতন ভৌমিক" - মহাশয়ার শুভ জন্মদিন(10.12.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তার আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️






Nutan Bhowmick

প্রিয় দর্শকবন্ধুরা,তোমাদের অনেকের আবদার ছিল বহুদিন যন্ত্রসঙ্গীতের কোন সরাসরি সম্প্রচার অনুষ্ঠান হয় না, সেটা করার জন্য। ...
08/12/2023

প্রিয় দর্শকবন্ধুরা,
তোমাদের অনেকের আবদার ছিল বহুদিন যন্ত্রসঙ্গীতের কোন সরাসরি সম্প্রচার অনুষ্ঠান হয় না, সেটা করার জন্য। সেই কথা মাথায় রেখে আগামী ১০ই ডিসেম্বর রবিবার আমাদের ১১০তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে ঠিক সন্ধ্যে ৮টা থেকে মাউথ অরগানে বিভিন্ন গানের সম্ভার নিয়ে অতিথি রুপে উপস্থিত থাকবেন বিজয় রতন সাহা।
এসো রবিবারের সন্ধ্যা কাটাই মাউথ অরগানের সুরে, গল্পে আর আড্ডায়।
তাই মিস করো না কিন্তু।





সকল দর্শক-শ্রোতা বন্ধুদের গান রেডিওর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ! বিখ্যাত সঙ্গীত শিল্পী "শ্রেয়া ঘোষাল" -এর গান "ভালোবাস...
03/12/2023

সকল দর্শক-শ্রোতা বন্ধুদের গান রেডিওর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ!
বিখ্যাত সঙ্গীত শিল্পী "শ্রেয়া ঘোষাল" -এর গান "ভালোবাসার মরশুম" শুনুন "রাজ্যশ্রী ঘোষ শর্মা" -র কন্ঠে আমাদের YouTube চ্যানেল Editor's Pick এ।
আশা করি সকলের খুব ভালো লাগবে।
যারা যারা আমাদের YouTube channel এখনো Subscribe করনি, তারা অবশ্যই করে নিও।👇🏻
https://youtube.com/?si=SdB6rmPjnm0FggEe

Song - Bhalobashar Morshum Originally sung by - Arijit Singh (Male version) and Shreya Ghoshal (Female version)Lyricist - BarishComposer - SanaiThe song was ...

আজ গান রেডিও-র 73তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী "পৌলমী দত্ত ভট্টাচার্য্য"-এর শুভ জন্মদিন(03.12...
03/12/2023

আজ গান রেডিও-র 73তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী "পৌলমী দত্ত ভট্টাচার্য্য"-এর শুভ জন্মদিন(03.12.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তার আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️






Paulami Dutta Bhattacharjee

আজ গান রেডিও-র 78তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী "মধুমিতা মন্ডল"-এর শুভ জন্মদিন(02.12.2023) উপল...
02/12/2023

আজ গান রেডিও-র 78তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী "মধুমিতা মন্ডল"-এর শুভ জন্মদিন(02.12.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তার আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️







Madhumita Mondal

প্রিয় দর্শকবন্ধুরা,তোমাদের ভালোবাসাকে পাথেয় করে চলে এলাম আরো এক নতুন পর্বে তোমাদের সাথে কিছুটা সময় কাটাব বলে। আগামী ৩র...
01/12/2023

প্রিয় দর্শকবন্ধুরা,
তোমাদের ভালোবাসাকে পাথেয় করে চলে এলাম আরো এক নতুন পর্বে তোমাদের সাথে কিছুটা সময় কাটাব বলে।
আগামী ৩রা ডিসেম্বর রবিবার আমাদের ১০৯তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে ঠিক সন্ধ্যে ৮টা থেকে বাংলা গানের সম্ভার নিয়ে অতিথি রুপে উপস্থিত থাকবেন ঋতু দে।
এসো রবিবারের সন্ধ্যা কাটাই গানে, গল্পে আর আড্ডায়।
তাই মিস করো না কিন্তু।





কথায় বলে সংকল্প যদি দৃঢ় হয় তাহলে লক্ষ্যে পৌঁছানো কেবলমাত্র সময়ের অপেক্ষা। আজ যার কথা বলব, তিনি ভারতবর্ষের সংগীত জগতে...
01/12/2023

কথায় বলে সংকল্প যদি দৃঢ় হয় তাহলে লক্ষ্যে পৌঁছানো কেবলমাত্র সময়ের অপেক্ষা। আজ যার কথা বলব, তিনি ভারতবর্ষের সংগীত জগতের একজন নক্ষত্র। জীবনের শৈশব বিহারের একটি প্রত্যন্ত গ্রামে এক গরীব কৃষক পরিবারের শুরু হয়। ছোটবেলায় মায়ের হাত ধরে তার জীবনে গান গাওয়া শুরু। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে মায়ের সাথে মৈথিলী ভাষায় গান গেয়ে বেড়াতেন। এরপর গ্রামের বিভিন্ন থিয়েটার, তারপর মেলায় গান গাওয়ার সুযোগ পেতে থাকেন। কিছু অর্থ উপার্জনও হয়। বাবা-মা একটু অসন্তুষ্ট ছিলেন। তারা চাইতেন ছেলে পড়াশোনায় মন দিক। কিন্তু তাঁর পড়াশোনার চেয়ে গান-বাজনাই বেশি ভালো লাগতো । যাই হোক তিনি মেট্রিক পাশ করলেন। প্রায় অযাচিত ভাবেই 1971 সালে কাঠমান্ডু রেডিওতে গান গাওয়ার সুযোগ পেলেন। তিনি মৈথালি ভাষার একটি গান গেয়েছিলেন। গান সাধারণ মানুষের সাথে সাথে কাঠমান্ডু রেডিওর অধিকর্তাদেরও ভালো লাগলো। ধীরে ধীরে তিনি কাঠমান্ডু রেডিওতে গান গাইতে শুরু করলেন।
ইন্টার পাশ করার পর তিনি বোম্বেতে(বর্তমানে মুম্বাই) চলে আসেন। সেখানে বিদ্যাভবনে গান শেখা শুরু করেন এবং নিজের জীবন চালানোর জন্য বিভিন্ন পার্টি আর হোটেলে গান গাওয়া শুরু করেন। তখনকার সময়ে কখনো একশ, কখনো দেড়শ টাকা উপার্জন করতেন। শুরু হলো জীবনে নিজেকে সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা করার লড়াই। দিনের পর দিন বিভিন্ন সংগীত পরিচালকদের দ্বারে দ্বারে একটা সুযোগের জন্য তিনি ঘুরতে লাগলেন। সে লড়াইটা ছিল অত্যন্ত কঠিন।
অবশেষে ১৯৮০ সালে রাজেশ রোশানের সংগীত পরিচালনায় "উনিশ বিশ" ছবিতে মহম্মদ রফি এবং উষা মঙ্গেসকারের সঙ্গে গান গাইবার সুযোগ পেলেন। ভাগ্যের দরজা খুলে গেল। এরপর ১৯৮১ সালে রাজেশ রোশানের আরো একটি ছবি "সান্নাটাতে" তিনি গাইলেন "আলকা ইয়াগনিক" এর সঙ্গে একটি ডুয়েট সং।
১৯৮৮ সালে "কেয়ামত সে কেয়ামত তাক" ছবিতে গান গেয়ে তিনি প্রত্যেক শ্রোতার মন জয় করে ফেললেন। সেই গান প্রত্যেকের মুখে মুখে ফিরতে লাগলো। আর তাঁকে পিছু ফিরে চাইতে হয়নি কখনো।
তার কণ্ঠস্বরের যাদুতে তিন দশক ধরে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন। গেয়েছেন একের পর এক হিট গান - অ্যায় মেরে হামসফর, পাপা কহতে হ্যায়, অ্যায় আজনাবি, মিতওয়া, ঘর সে নিকালতে হি এমন অজস্র গান। ৩৬টিরও বেশি ভাষায় গাইলেন ২৫০০০এর বেশি গান। জীবনে তিনটি জাতীয় পুরস্কার এবং পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তার ঝুলিতে আছে। যিনি পরবর্তী সময়ে "পদ্মশ্রী" এবং "পদ্মভূষণ" সম্মানে ভূষিত হন। এছাড়াও নেপালের প্রয়াত রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব ২০০১ সালে উদিত নারায়ণকে "প্রবাল গোরখা দক্ষিণ বাহু" পুরস্কার প্রদান করেন।
এমন একজন গায়ক যিনি আজও শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়। তিনি আর কেউ নয় আমার, আপনার প্রিয় গায়ক "উদিত নারায়ন"।
জন্মদিনে "গান রেডিও"-র পক্ষ থেকে তাঁকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আরো বহুদিন তিনি এই ভাবেই সঙ্গীতের সেবা করুন এবং আমাদের মুগ্ধ করুন এই আশা রাখি।
🎁🎉💝🙏🏻🎂🙏🏻💝🎉🎁









Udit Narayan
udit narayan

আজ গান রেডিও-র 76তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং গান Gaan Radio  -র অনলাইন রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা "রব...
27/11/2023

আজ গান রেডিও-র 76তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং গান Gaan Radio -র অনলাইন রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা "রবিকিরণে বর্ষোদয় সিজন ২" -এর "বিচারক" সঙ্গীত শিল্পী "তনুতা ভট্টাচার্য্য"-র শুভ জন্মদিন(27.11.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তার আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️









Tanuta Bhattacharya

আজ গান রেডিও-র 72তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি Band Nandanik এর পারকাসান বাদক মনদীপ ঘোষ কে তাঁর শুভ জন্মদিন...
26/11/2023

আজ গান রেডিও-র 72তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি Band Nandanik এর পারকাসান বাদক মনদীপ ঘোষ কে তাঁর শুভ জন্মদিন(26.11.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তাঁর আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️







আজ গান রেডিও-র 47তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট তবলাবাদক সুশান্ত ভট্টাচার্য্য মহাশয়কে তাঁর শুভ জন্ম...
25/11/2023

আজ গান রেডিও-র 47তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট তবলাবাদক
সুশান্ত ভট্টাচার্য্য মহাশয়কে তাঁর শুভ জন্মদিন(25.11.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তাঁর আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️






প্রিয় দর্শকবন্ধুরা,একটু দেরি হলো কিন্তু নিয়ে চলে এলাম আরো এক নতুন পর্বে তোমাদের সাথে কিছুটা সময় কাটাব বলে। আগামী ২৬শে ন...
24/11/2023

প্রিয় দর্শকবন্ধুরা,
একটু দেরি হলো কিন্তু নিয়ে চলে এলাম আরো এক নতুন পর্বে তোমাদের সাথে কিছুটা সময় কাটাব বলে।
আগামী ২৬শে নভেম্বর রবিবার আমাদের ১০৮তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে ঠিক সন্ধ্যে ৮টা থেকে বাংলা গানের সম্ভার নিয়ে অতিথি রুপে উপস্থিত থাকবেন মৌসুমী ঘোষ।
এসো রাস পূর্ণিমার সন্ধ্যা কাটাই গানে, গল্পে আর আড্ডায়।
তাই মিস করো না কিন্তু।





আজ গান রেডিও-র 38তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যান্ড Anindya & Friends -এর "অনিন্দ্য শঙ্কর চৌধুরী" কে তাঁ...
24/11/2023

আজ গান রেডিও-র 38তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যান্ড Anindya & Friends -এর "অনিন্দ্য শঙ্কর চৌধুরী" কে তাঁর শুভ জন্মদিন(24.11.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তাঁর আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️







অনিন্দ্য শংকর চৌধুরী

সকল দর্শক-শ্রোতা বন্ধুদের গান রেডিওর পক্ষ থেকে শুভ জগদ্ধাত্রী পূজা এবং আগাম রাস পূর্ণিমার শুভেচ্ছা।স্রোতস্বিনী চৌধুরীর  ...
22/11/2023

সকল দর্শক-শ্রোতা বন্ধুদের গান রেডিওর পক্ষ থেকে শুভ জগদ্ধাত্রী পূজা এবং আগাম রাস পূর্ণিমার শুভেচ্ছা।
স্রোতস্বিনী চৌধুরীর গাওয়া আগের একটি নজরুলগীতি আমাদের YouTube channel এর Editor's Pick এ দর্শক-শ্রোতা বন্ধুদের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা পেয়েছে। এবার তার গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে এসেছে গান Gaan Radio, YouTube channel এর Editor's Pick এ।
আশা করি সকলের খুব ভালো লাগবে।
যারা যারা আমাদের YouTube channel এখনো Subscribe করনি, তারা অবশ্যই করে নিও।👇🏻
https://youtube.com/?si=SdB6rmPjnm0FggEe

Song - Tomar Khola HawaParjaay: Puja (553)Upa-parjaay: BaulTaal: KaharwaRaag: SarigaanAnga: SarigaanWritten on: 1914 (Afternoon 17 Bhadra 1321)Place: Shantin...

আজ গান রেডিও-র 105তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি গৌতম চৌধূরী মহাশয়কে তাঁর শুভ জন্মদিন(22.11.2023) উপলক্ষে আ...
22/11/2023

আজ গান রেডিও-র 105তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি গৌতম চৌধূরী মহাশয়কে তাঁর শুভ জন্মদিন(22.11.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তাঁর আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️







আজ গান রেডিও-র 48তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি "চিত্রদীপ সেন" কে তাঁর শুভ জন্মদিন(21.11.2023) উপলক্ষে আমাদে...
21/11/2023

আজ গান রেডিও-র 48তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি "চিত্রদীপ সেন" কে তাঁর শুভ জন্মদিন(21.11.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তাঁর আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️






Chitradip Sen

আজ গান রেডিও-র 60 এবং 102তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যান্ড Folk Bandits -এর "মানালি ভট্টাচার্য্য" কে তা...
17/11/2023

আজ গান রেডিও-র 60 এবং 102তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যান্ড Folk Bandits -এর "মানালি ভট্টাচার্য্য" কে তাঁর শুভ জন্মদিন(17.11.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তাঁর আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️






আজ গান রেডিও-র 82তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যান্ড Tiner Telescope -এর "অমর্ত্য" কে তাঁর শুভ জন্মদিন(14...
14/11/2023

আজ গান রেডিও-র 82তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যান্ড Tiner Telescope -এর "অমর্ত্য" কে তাঁর শুভ জন্মদিন(14.11.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তাঁর আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️






সকল দর্শক-শ্রোতা বন্ধুদের গান রেডিওর পক্ষ থেকে আগাম দীপাবলি, কালী পূজা ও ভাইফোঁটার শুভেচ্ছা।কালী পূজার প্রাক্কালে গান রে...
11/11/2023

সকল দর্শক-শ্রোতা বন্ধুদের গান রেডিওর পক্ষ থেকে আগাম দীপাবলি, কালী পূজা ও ভাইফোঁটার শুভেচ্ছা।
কালী পূজার প্রাক্কালে গান রেডিও তোমাদের জন্য শ্যামা মায়ের গান, একটি অত্যন্ত সুন্দর নজরুলগীতি নিয়ে এসেছে গান রেডিওর YouTube channel এর Editor's Pick এ।
আশা করি সকলের খুব ভালো লাগবে।
যারা যারা আমাদের YouTube channel এখনো Subscribe করনি, তারা অবশ্যই করে নিও।👇🏻
https://youtube.com/?si=SdB6rmPjnm0FggEe

Song: Shyama Naamer Laglo AagunLyricist and Composer : Kazi Nazrul IslamThe song was performed by Chitradip Sen in 48th episode of GAAN RADIO.COPYRIGHT DISC...

আজ গান রেডিও-র 66তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যান্ড After Death-এর "অনিরুদ্ধ সোম" কে তাঁর শুভ জন্মদিন(07...
07/11/2023

আজ গান রেডিও-র 66তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যান্ড After Death-এর "অনিরুদ্ধ সোম" কে তাঁর শুভ জন্মদিন(07.11.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তাঁর আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️







Aniruddha Som

04/11/2023
প্রিয় দর্শকবন্ধুরা,একটু দেরি হলো কিন্তু নিয়ে চলে এলাম আরো এক নতুন পর্বে তোমাদের সাথে কিছুটা সময় কাটাব বলে। আগামী ৪ঠা নভ...
03/11/2023

প্রিয় দর্শকবন্ধুরা,
একটু দেরি হলো কিন্তু নিয়ে চলে এলাম আরো এক নতুন পর্বে তোমাদের সাথে কিছুটা সময় কাটাব বলে।
আগামী ৪ঠা নভেম্বর আমাদের ১০৮তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে ঠিক সন্ধ্যে ৮টা থেকে বাংলার মাটির গানের সম্ভার নিয়ে আরো একবার অতিথি রুপে উপস্থিত থাকবে রূপসা মুখার্জী।
আর থাকছে তোমাদের প্রিয় সুদীপ দা সঙ্গে অনেক গুলি গান সাথে আড্ডা।
তাই মিস করো না কিন্তু।




ছোট্ট মিষ্টি দেখতে মেয়েটির কণ্ঠটিও অত্যন্ত মিষ্টি। বাবা একাধারে অভিনেতা এবং কণ্ঠ শিল্পী। ছোট্ট বেলা থেকেই মেয়ের অভিনয়...
03/11/2023

ছোট্ট মিষ্টি দেখতে মেয়েটির কণ্ঠটিও অত্যন্ত মিষ্টি। বাবা একাধারে অভিনেতা এবং কণ্ঠ শিল্পী। ছোট্ট বেলা থেকেই মেয়ের অভিনয় এবং সঙ্গীতের প্রতিভায় বাবা-মা মুগ্ধ। বড় হওয়ার সাথে সাথে তাঁর প্রতিভা বিকশিত হতে লাগলো। সংগীত এবং অভিনয় এর পাশাপাশি তিনি ভারতনাট্যম, সালসা প্রভৃতি নৃত্যে পারদর্শী হয়ে ওঠেন।
রাজা সেন পরিচালিত কৃষ্ণকান্তের উইল চলচ্চিত্রে ভ্রমরের চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করলেন। 2014 সালে হিন্দি চলচ্চিত্র "লক্ষ্মী" - তে এক "বার বনিতার" অভিনয় করে দর্শকদের মন জয় করেন।
বাংলা সিরিয়াল "শ্রী রামকৃষ্ণ" তে সঙ্গীত পরিবেশনের জন্য "আনন্দলোক" পুরস্কার পান।
তিনি ইন্ডিয়ান আইডল সিজন ২ তে প্রতিযোগিতা হিসেবে অংশগ্রহণ করেন এবং তার গায়কী বহু গুণী শিল্পী এবং সুরকারদের মুগ্ধ করে।
বাংলার আরেক প্রতিভাবান শিল্পী তথা সুরকার প্রীতম চক্রবর্তী সুরে হিন্দি চলচ্চিত্র "রেস"- এ তিনি "যারা যারা টাচ্ মি" ও "খোয়াব দেখে" গান দুটি গেয়ে শ্রোতাদের মন জয় করে নিলেন। হিন্দি চলচ্চিত্র "লুটেরা" -র গান "সাবার লু" -এর জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। চলচ্চিত্র "দম লাগাকে হেই সা" -র "মোহ মোহ কে ধাগে" গানের জন্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এবং বেস্ট ফিমেল সিঙ্গারের পুরস্কার পান।
1985 সালের 2রা নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন সেই বিখ্যাত সংগীত শিল্পী তথা অভিনেত্রী "মোনালি ঠাকুর"।
"গান রেডিও"-র পক্ষ থেকে তাঁকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
🎉🎁🍰💝🎂💝🍰🎁🎉





আজ গান রেডিও-র 83তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যান্ড Reunion Muzik -এর "সৌরদীপ নাথ" কে তাঁর শুভ জন্মদিন(0...
02/11/2023

আজ গান রেডিও-র 83তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যান্ড Reunion Muzik -এর "সৌরদীপ নাথ" কে তাঁর শুভ জন্মদিন(02.11.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তাঁর আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️






আজ গান রেডিও-র 34তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যান্ড "অন্তর্যামী" -এর "কুণাল দত্ত" কে তাঁর শুভ জন্মদিন(02...
02/11/2023

আজ গান রেডিও-র 34তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যান্ড "অন্তর্যামী" -এর "কুণাল দত্ত" কে তাঁর শুভ জন্মদিন(02.11.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তাঁর আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️








"হান্টারওয়ালি 77" নামক এক চলচ্চিত্রে সুরকার হিসেবে কাজ করার সুযোগ পেলেন সরদার মালিক। কিন্তু কোনো এক বিশেষ কারণে তিনি কা...
02/11/2023

"হান্টারওয়ালি 77" নামক এক চলচ্চিত্রে সুরকার হিসেবে কাজ করার সুযোগ পেলেন সরদার মালিক। কিন্তু কোনো এক বিশেষ কারণে তিনি কাজটি শেষ করে উঠতে পারলেন না। তখন দায়িত্ব এসে পড়ল তার 16 বছরের পুত্রের উপর। তার কাজ দেখে ফিল্মের পরিচালক ও প্রযোজক খুশি হলেন। শুরু হলো 16 বছর বয়সী ছেলেটির সুরকার হিসেবে কাজ করা। সালটি ছিলো 1977। এরপর তিনি সুরকার হিসেবে আরো কিছু ফিল্মে কাজ করলেন। যেমন পুণাম (1981), আপস কি বাত(1981), মঙ্গল পান্ডে(1982) ইত্যাদি। একটি ছায়াছবিও দর্শকদের মনে ধরল না, তার সাথে সাথে তাঁর কাজও কেউ নোটিশ করলো না।
তিনি মুম্বাইয়ে বিভিন্ন পরিচালক এবং প্রযোজকদের বাড়িতে হারমোনিয়াম কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে লাগলেন কাজের আশায়। চললো তাঁর সঙ্গীত পরিচালক হিসাবে জীবনে প্রতিষ্ঠা লাভ করার এক প্রবল সংগ্রাম।
1984 সালে "আসমান" হায়াছবিতে কাজ করে প্রথম শ্রোতাদের মুগ্ধ করলেন। ওই একই বছর "সোহিনী মহিওয়াল" চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে কাজ করে প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। আর ডি বর্মন, বাপ্পি লাহিড়ী, লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল, কল্যানজী-আনন্দজী -র মতো বহু খ্যাতনামা সংগীত পরিচালক থাকা সত্ত্বেও নিজেকে প্রতিষ্ঠা করা খুব সহজ ছিলো না।
তবে এরপর থেকে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।
সুর দিলেন একের পর এক হিন্দি চলচ্চিত্রে। তার মধ্যে বাজিগর, খুদ্দার, ইমতেহান, আ গলে লাগ যা, বিজয়পথ, ম্যায় খিলাড়ি তু আনাড়ি, দ্য গ্যামলার, আকেলে হাম আকেলে তুম, দিলজ্বলে, সোলজার, বিবি নাম্বার 1, সৈনিক, বাদশা, বর্ডার - এর মত হিট মুভি। জিতলেন একের পর এক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।
হ্যাঁ, ঠিক ধরেছেন আজ বিশিষ্ট সুরকার তথা সঙ্গীত পরিচালক অনু মালিকের জন্মদিন(2রা নভেম্বর 1962)।
তাঁকে "গান রেডিও"-র পক্ষ থেকে জানাই জন্মদিনের একরাশ শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা এবং আন্তরিক অভিনন্দন!💞🎁🎉💝🙏🏻🎂🙏🏻💝🎉🎁💞






প্রিয় দর্শকবন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল Gaan Radio -তে আমদের পর্বগুলি থেকে বাছাই করা তোমাদের অত্যন্ত পছন্দের গায়িকা শ...
31/10/2023

প্রিয় দর্শকবন্ধুরা,
তোমাদের ইউটিউব চ্যানেল Gaan Radio -তে আমদের পর্বগুলি থেকে বাছাই করা তোমাদের অত্যন্ত পছন্দের গায়িকা শ্রীমতী অম্বিকা দত্ত মন্ডল -র গাওয়া “আমি আসবো ফিরে” গানটি মহালয়ার আজ পাবলিশ হয়েছে।
সাথে থেকো, পাশে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।

গানটির লিংক -
https://youtu.be/CMBFOQ5cZ5g?si=bIYY79nSDt518UCl





Song : Aami Ashbo PhireyOriginal Singer : Neel DuttComposer : Neel Dutt Lyricis : Anjan DuttFilm : Aami Ashbo PhireyDirection : Anjan DuttThe song was covere...

আজ গান রেডিও-র অনেকগুলো সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি "রাতুল মজুমদার" -কে তাঁর শুভ জন্মদিন(25.10.2023) উপলক্ষে...
25/10/2023

আজ গান রেডিও-র অনেকগুলো সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি "রাতুল মজুমদার" -কে তাঁর শুভ জন্মদিন(25.10.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তাঁর আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️









আজ গান রেডিও-র 102তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি "তীর্থরাজ বেপারী" -কে তাঁর শুভ জন্মদিন(24.10.2023) উপলক্ষে ...
24/10/2023

আজ গান রেডিও-র 102তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি "তীর্থরাজ বেপারী" -কে তাঁর শুভ জন্মদিন(24.10.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তাঁর আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️







আজ গান রেডিও-র বেশ কয়েকটি সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং গান Gaan Radio  -র অনলাইন রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগ...
18/10/2023

আজ গান রেডিও-র বেশ কয়েকটি সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং গান Gaan Radio -র অনলাইন রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা "রবিকিরণে বর্ষোদয় সিজন ১ এবং সিজন ২" -এর "গ" বিভাগের "প্রথম" স্থান অধিকারী শিল্পী "রিতেশ দাস"-র শুভ জন্মদিন(18.10.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তার আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️









Ritesh

আজ গান রেডিও-র 40তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং গান Gaan Radio  -র "রবিকিরণে বর্ষোদয় সিজন ১" -এ সারা বৈ...
14/10/2023

আজ গান রেডিও-র 40তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং গান Gaan Radio -র "রবিকিরণে বর্ষোদয় সিজন ১" -এ সারা বৈশাখ মাস জুড়ে যে রবীন্দ্রসঙ্গীত পর্বগুলি হয়েছিল তার সূচনা যাঁর অনুষ্ঠান দিয়ে সেই "স্বর্ণালী বোস রায়"-র শুভ জন্মদিন(14.10.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তার আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️







আজ গান রেডিও-র 43তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং গান Gaan Radio  -র অনলাইন রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা "রব...
14/10/2023

আজ গান রেডিও-র 43তম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং গান Gaan Radio -র অনলাইন রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা "রবিকিরণে বর্ষোদয় সিজন ১" -এর "গ" বিভাগের তৃতীয় স্থান অধিকরিনী শিল্পী "চন্দ্রিকা দে"-র শুভ জন্মদিন(14.10.2023) উপলক্ষে আমাদের সকলের তরফ থেকে জানাই, আগামী দিনের শুভকামনা ও অভিনন্দন।
তার আগামী দিনগুলি আরও সংগীতময় হয়ে উঠুক এই কামনা করি।❤️








Address


Alerts

Be the first to know and let us send you an email when Gaan Radio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share