RGM.News

RGM.News News channel
(2)

15/12/2024

আর জি কর কাণ্ডে দোষী ব্যক্তিদের ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করল, এসইউসিআই ...

প্রচুর সাক্ষ্য প্রমাণ থাকা সত্বেও আর জি কর কান্ডে দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ ও টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল কে গতকাল জামিন দেওয়ার প্রতিবাদে আজ ১৪/১২/২৪ তারিখে সন্ধ্য্য এস ইউ সি আই সি দলের লালপুর- কৃষ্ণচন্দ্রপুর - নালুয়া লোকাল কমিটির পক্ষ থেকে কৃষ্ণচন্দ্রপুর মোড়ে প্রতিবাদ সভা হয়। এই সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বনাথ সরদার, লোকাল কমিটির সম্পাদক লক্ষ্মণ মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় সাধারণ মানুষ আগ্রহ সহকারে সভায় উপস্থিত থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন। এলাকার মানুষ জন উত্তেজিত হয়ে বললেন দোষীদের শাস্তির দাবিতে।

দক্ষিণ ২৪ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট RGM.News

14/12/2024

মহেশতলা সম্প্রীতি উড়ালপুলে রাস্তার কাজের কারণে প্রায় তিন মাসের জন্য বন্ধ হল বাইক চলাচল, রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে উড়ালপুল

মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে দুই চাকার যানবাহন চলাচল প্রায় তিন মাসের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পুলিশ সূত্রে খবর সম্প্রতি উড়ালপুলের উপরে রাস্তার কাজের জন্য দুই চাকা অর্থাৎ স্কুটি যান চলাচল বন্ধ করা হয়েছে। সকালবেলা চারচাকা গাড়ি চললেও রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সম্প্রীতি উড়ালপুল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। আজ থেকেই দুই চাকার জন্য সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় উড়ালপুল।

14/12/2024

*মহেশতলায় সন্ধ্যায় CPIM এর প্রতিবাদ মিছিল*

*সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে সিপিআইএমের প্রতিবাদ মিছিল । প্রতিবাদ মিছিলটি শুরু হয় মহেশতলার নুঙ্গি মোড় থেকে স্টেশন রোড হয়ে বাটা বটতলা পর্যন্ত । প্রতিবাদ মিছিলে সিপিআইএম পুরুষ ও মহিলা কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো*

বাইট সিপিআইএম নেতা রতন বাগচী

14/12/2024

পিএইচ লাইনে মটর বসিয়ে জল নেওয়ার অভিযোগ, মথুরাপুরের বিভিন্ন প্রান্তে পিএইচই অভিযান, বাজেয়াপ্ত ইলেকট্রিক মটর।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বেআইনি ভাবে পরিশুদ্ধ পানীয় জল যারা নিচ্ছে তাদের লাইন কেটে অস্থির ব্যবস্থা করতে হবে।তারপর থেকেই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নড়েচড়ে বসলো। আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুরের বেশ কিছু এলাকায় স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে পি এইচ ই আধিকারিকরা অভিযান চালায়,বেশ কিছু লাইন কাটার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক মোটর নিয়ে যাওয়া হয়। বহুদিন ধরে অভিযোগ ছিল পরিস্রুত পানীয় জল পেতে স্থানীয় বাসিন্দাদের খুবই কষ্ট করতে হয় মাঝে মধ্যেই।
সেই সমস্যা সমাধান করতে সরকারি উদ্যোগে শুরু হয়েছিল পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌছে দেওয়ার কাজ। কিন্তু এরপরও অনেক জায়গায় পানীয় জল সঠিক ভাবে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ আসছিল।আরো অভিযোগ ছিল এলাকার বহু মানুষ সরকারি পাইপলাইনে বৈদ্যুতিক মোটর বসিয়ে পানীয় জল নিয়ে নিচ্ছিল, যার ফলে এলাকায় জল সাপ্লাই সমস্যা হচ্ছিল একাবাসীর। প্রশাসনের তৎপরতায় এবারে জল সঠিকভাবে পাওয়া যাবে বলে মনে করছে এলাকাবাসী।
তবে এলাকাবাসীর অভিযোগ বৈদ্যুতিক মোটরগুলির নিয়ে চলে যাওয়ায় তারা সমস্যায় করেছে। আগে থেকে তাদেরকে কোনভাবে সতর্ক করা হয়নি।

14/12/2024

দেউলা স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে আত্মঘাতী প্রেমিক যুগল...


ট্রেনে কাটা পড়ে আত্মঘাতী প্রেমিক যুগল। ঘটনাটি শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা রেল ব্রিজ এলাকার। মৃত প্রেমিক যুগল সাবির মোল্লা ও মরিয়ম খাতুন। দুজনেই উস্তি থানার নাজরা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দেউলা রেল ব্রিজ এর কাছে দুই প্রেমিক যুগল ট্রেনের সামনে ঝাঁপ দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। পরে তাদেরকে উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
জানা যায়, মরিয়ম খাতুনের একটি মেয়ে রয়েছে প্রথম স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যায় পরে এলাকারই যুবক সাবির মোল্লার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। সম্পর্কের টানাপোড়েনের জেরে প্রেমিক যুগল আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

13/12/2024

ষষ্ঠতম গুরু সম্মেলন

বামদেব সেবা সংঘের উদ্যোগে ষষ্ঠতম গুরু সম্মেলন হলো কলকাতার সুজাতা দেবী সদনে। এদিন অনুষ্ঠানে আলোচনা হয় তারাপীঠ এর আটলা ধামে জন্ম ভিটেতে আগামী ২৬শে ডিসেম্বর ও ২৭শে ডিসেম্বর এবং ২৮শে ডিসেম্বর এই তিন দিন ব্যাপী বাৎসরিক অনুষ্ঠান আছে সেটা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায়। এই সংঘের সঙ্ঘাধিপতি সিদ্ধার্থশেখর রায় (বন্দ্যোপাধ্যায়) এবং সংঘের সাধারণ সম্পাদক তন্ময় নাথ। এই সংঘ সারা বছর ধরে বহু সেবামূলক কাজ করে থাকেন। এদিন অনুষ্ঠানে বামদেব সেবা সংঘের বহু সদস্য এবং ভক্তরা এসেছিলেন প্রায় ৩২০জনের মতো। রাসবিহারী থেকে এসেছিলেন সুপ্রতিক মোদক ও দমদম থেকে এসেছিলেন অভিনন্দা ঘোষ দোস্তিদার এবং ঢাকুরিয়ার সেলিমপুর থেকে এসেছিলেন ইন্দ্রজিৎ ঘোষ দস্তিদার এনারা বলেন আমরা আজকে এসেছি গুরুকে সম্মান জানাতে এবং গুরু বামদেবের আশীর্বাদ নিতে।
বনি সিংহের রিপোর্ট RGM.News

13/12/2024

৫৫তম বার্ষিকী উদযাপন

কলকাতার প্রথম মাল্টি স্পেশালিটি হাসপাতাল সি কে বিড়লা হসপিটাল-সি এম আর আই তার ৫৫তম বার্ষিকী উদযাপন করলো বুধবার নিজস্ব অডিটোরিয়ামে। এই উপলক্ষে একটি আলোচনা সভা আয়োজন করা হয় এবং এই আলোচনা সভায় নেতৃত্ব দেন অভিজ্ঞ চিকিৎসক ডঃ সুকুমার মুখার্জী। এই আলোচনা সভায় আধুনিক চিকিৎসা শাস্ত্রে উদ্ভাবনী প্রযুক্তির ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এবং এছাড়াও এই বিশেষ দিনটিকে স্মরণীয় করতে সি এম আর আই 'ভালো থেকো'ক্যাম্পেনের সূচনা করেন যা পশ্চিমবঙ্গের মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার প্রতীক। এদিন এই সভায় উপস্থিত ছিলেন ডঃ অভিক ভট্টাচার্য, ডঃ জি কে‌ পুরুষোত্ত, ডঃ অনুপম ঘোষাল, ডঃ অমিতাভ চন্দ্র, ডঃ সুস্মব্রত রায়, ডঃ সুকুমার মুখার্জি, ডঃ সঞ্জয় দি বক্সী, ডঃ এন ভি কে মোহন, ডঃ অজয় মন্ডল এবং পঙ্কজ কুমার গুপ্ত সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

বনি সিংহ

12/12/2024

৪৯ তম বর্ষে সরবেড়িয়া গ্রামে রাস উৎসব..

দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থানা অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের সরবেরিয়া গ্রামে ৪৯ তম রাস উৎসব অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রধান অতিথি মাননীয় দেবী শংকর মিদ্দা (প্রত্নতত্ত্ববিদ), কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান প্রশান্ত হালদার, মথুরাপুর এক নম্বর ব্লকের কর্মাধ্যক্ষা বর্ণালী গায়েন , সরবেড়িয়া গ্রামের মেম্বার টুলু রানী হালদার এবং আজ কমিটির সভাপতি আস্তিক গায়েন ও অন্যান্য ব্যক্তিবর্গন। প্রতিবছরের ন্যায় এ বছর রাস উৎসবটি পিছিয়ে গেল কারণ স্কুলের বাৎসরিক পরীক্ষার জন্য। মূলত এই রাস উৎসবের মডেল গুলো ছিল চোখে পড়ার মতো। যেমন ইলেকট্রিক মডেল কুমোর পাড়ার গরুর গাড়ি, ভূতের বাবার শ্রাদ্ধ, মানুষ মডেল, এবং বিভিন্ন দেবদেবীর মডেল। আজকের এই অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করলেন দেবী শংকর মিদ্যা( প্রত্নতাত্ত্বিক), এবং কৃষ্ণচন্দ্রপুরের প্রধান প্রশান্ত হালদার মহাশয়। পরবর্তী সকল বিশিষ্ট ব্যক্তিরা প্রদীপ প্রজননের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয়। মঞ্চে উপস্থিত ব্যক্তিদের কে উত্তরীয় ব্যাচ এবং পুস্তকবক দিয়ে অব্যর্থনা করা হয়।
অনুষ্ঠানের আরম্ভ নিত্য দিয়ে অনুষ্ঠানে সূচনা ঘোষনা হয়। অনুষ্ঠান সূচনা হয় ৭ই ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে ।এই অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো।

12/12/2024

জল অপচয় রুখতে মহেশতলায় কাউন্সিলর এর তৎপরতায় বন্ধ করা হলো ৬০টি রাস্তার কল

প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রীর বার্তার পরই তৎপর হয় PHE দপ্তর। পানীয় জলের বেআইনি লাইন কাটার কাজ শুরু করে PHE দপ্তর। ঠিক তেমনি মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে জল অপচয় রুখতে কাউন্সিলরের তৎপরতা। ৩৪ নম্বর ওয়ার্ডে রাস্তায় যে সমস্ত স্ট্রিট কল রয়েছে বেশ কিছু জায়গায় সেই সমস্ত কল থেকে জল অপচয় হচ্ছিল। সাংসদ এর উদ্যোগে প্রত্যেক বাড়ি বাড়ি জলের লাইন দিয়ে দেওয়া হয়েছে। রাস্তার কলগুলি কেউ আর ব্যবহার করছিল না এর পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে জল অপচয় হচ্ছিল সেই কারণেই রাস্তার কলগুলিকে বন্ধ করা হলো কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগ।

11/12/2024

ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনা মৃত্যু হল এক বাইক আরোহী..

বাইক দুর্ঘটনা তার ফলেই মৃত্যু হল এক বাইক চালকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের বৈরাগী মোর সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই বাইক চালক রামগঙ্গার দিক থেকে মিলন মোড়ের দিকে যাচ্ছিল তখন হঠাৎ করেই ঘন কুয়াশা থাকার কারণে অন্য একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে এলাকার মানুষজন ছুটে আসে। এরপরই ঢোলাহাট থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই বাইক চালককে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মূলত এলাকার মানুষজন জানায় ভোরের দিকে ঘন কুয়াশা থাকার কারণে। এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে।

11/12/2024

মেটিয়াব্রুজ কারবালা মোড়ে সেলাই মেশিনের জগতে আলোড়ন ফেলোদেওয়া বিশ্বস্ত এক নাম ইউনুস ট্রেডিং কোম্পানি

মেটিয়াব্রুজ কারবালা মোড়ে ইকরা স্কুলের বিপরীতে উনুস ট্রেডিং কোম্পানি যেখানে রয়েছে অত্যাধুনিক সেলাই মাসিনের সম্মাবার juki,JACK,zoje,SIRUBA,
SINGER,USHA, সব রকম ব্রান্ডের।সেলাই মেশিন, ফ্যাটলক,ফোর থ্রেড, গেজিং, কাজ সেলাই,বোতাম টাঁকা ইত্যাদি সারা ভারত বর্ষে সাপ্লাই দিয়ে থাকে ন্যায্য মূল্যে

Prop: SK. ABDUL ইউনুস

RGM.News

Mob: +916291135211

+91 8777641365

Yunus TRADING CO.

Address: U-4, Karbala Road, Bartala Kolkata - 700 018

10/12/2024

মহেশতলার পদির হাটি অঞ্চলে নিকাশি নালার পলি উত্তলনের কাজ পরিদর্শন করতে যাবেন মেয়র পারিষদ শ্রী তারক সিং মহাশয় ও সঙ্গে থাকবেন মহেশতলার অন্যান্য পুর প্রতিনিধিরা। এই পলি উত্তলনের পর নিকাশি নালার ভিতরের অবস্থা সি সি ক্যামেরার মাধ্যমে LED Screen ও দেখা যাবে।

10/12/2024

Address


Alerts

Be the first to know and let us send you an email when RGM.News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share