আর জি কর কাণ্ডে দোষী ব্যক্তিদের ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করল, এসইউসিআই ...
প্রচুর সাক্ষ্য প্রমাণ থাকা সত্বেও আর জি কর কান্ডে দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ ও টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল কে গতকাল জামিন দেওয়ার প্রতিবাদে আজ ১৪/১২/২৪ তারিখে সন্ধ্য্য এস ইউ সি আই সি দলের লালপুর- কৃষ্ণচন্দ্রপুর - নালুয়া লোকাল কমিটির পক্ষ থেকে কৃষ্ণচন্দ্রপুর মোড়ে প্রতিবাদ সভা হয়। এই সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বনাথ সরদার, লোকাল কমিটির সম্পাদক লক্ষ্মণ মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় সাধারণ মানুষ আগ্রহ সহকারে সভায় উপস্থিত থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন। এলাকার মানুষ জন উত্তেজিত হয়ে বললেন দোষীদের শাস্তির দাবিতে।
দক্ষিণ ২৪ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট RGM.News
মহেশতলা সম্প্রীতি উড়ালপুলে রাস্তার কাজের কারণে প্রায় তিন মাসের জন্য বন্ধ হল বাইক চলাচল, রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে উড়ালপুল
মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে দুই চাকার যানবাহন চলাচল প্রায় তিন মাসের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পুলিশ সূত্রে খবর সম্প্রতি উড়ালপুলের উপরে রাস্তার কাজের জন্য দুই চাকা অর্থাৎ স্কুটি যান চলাচল বন্ধ করা হয়েছে। সকালবেলা চারচাকা গাড়ি চললেও রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সম্প্রীতি উড়ালপুল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। আজ থেকেই দুই চাকার জন্য সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় উড়ালপুল।
*মহেশতলায় সন্ধ্যায় CPIM এর প্রতিবাদ মিছিল*
*সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে সিপিআইএমের প্রতিবাদ মিছিল । প্রতিবাদ মিছিলটি শুরু হয় মহেশতলার নুঙ্গি মোড় থেকে স্টেশন রোড হয়ে বাটা বটতলা পর্যন্ত । প্রতিবাদ মিছিলে সিপিআইএম পুরুষ ও মহিলা কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো*
বাইট সিপিআইএম নেতা রতন বাগচী
পিএইচ লাইনে মটর বসিয়ে জল নেওয়ার অভিযোগ, মথুরাপুরের বিভিন্ন প্রান্তে পিএইচই অভিযান, বাজেয়াপ্ত ইলেকট্রিক মটর।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বেআইনি ভাবে পরিশুদ্ধ পানীয় জল যারা নিচ্ছে তাদের লাইন কেটে অস্থির ব্যবস্থা করতে হবে।তারপর থেকেই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নড়েচড়ে বসলো। আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুরের বেশ কিছু এলাকায় স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে পি এইচ ই আধিকারিকরা অভিযান চালায়,বেশ কিছু লাইন কাটার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক মোটর নিয়ে যাওয়া হয়। বহুদিন ধরে অভিযোগ ছিল পরিস্রুত পানীয় জল পেতে স্থানীয় বাসিন্দাদের খুবই কষ্ট করতে হয় মাঝে মধ্যেই।
সেই সমস্যা সমাধান করতে সরকারি উদ্যোগে শুরু হয়েছিল পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌছে দেওয়ার ক
দেউলা স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে আত্মঘাতী প্রেমিক যুগল...
ট্রেনে কাটা পড়ে আত্মঘাতী প্রেমিক যুগল। ঘটনাটি শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা রেল ব্রিজ এলাকার। মৃত প্রেমিক যুগল সাবির মোল্লা ও মরিয়ম খাতুন। দুজনেই উস্তি থানার নাজরা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দেউলা রেল ব্রিজ এর কাছে দুই প্রেমিক যুগল ট্রেনের সামনে ঝাঁপ দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। পরে তাদেরকে উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
জানা যায়, মরিয়ম খাতুনের একটি মেয়ে রয়েছে প্রথম স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যায় পরে এলাকারই যুবক সাবির মোল্লার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। সম্পর্কের টানাপোড়েনের জেরে প্রেমিক যুগল আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
ষষ্ঠতম গুরু সম্মেলন
বামদেব সেবা সংঘের উদ্যোগে ষষ্ঠতম গুরু সম্মেলন হলো কলকাতার সুজাতা দেবী সদনে। এদিন অনুষ্ঠানে আলোচনা হয় তারাপীঠ এর আটলা ধামে জন্ম ভিটেতে আগামী ২৬শে ডিসেম্বর ও ২৭শে ডিসেম্বর এবং ২৮শে ডিসেম্বর এই তিন দিন ব্যাপী বাৎসরিক অনুষ্ঠান আছে সেটা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায়। এই সংঘের সঙ্ঘাধিপতি সিদ্ধার্থশেখর রায় (বন্দ্যোপাধ্যায়) এবং সংঘের সাধারণ সম্পাদক তন্ময় নাথ। এই সংঘ সারা বছর ধরে বহু সেবামূলক কাজ করে থাকেন। এদিন অনুষ্ঠানে বামদেব সেবা সংঘের বহু সদস্য এবং ভক্তরা এসেছিলেন প্রায় ৩২০জনের মতো। রাসবিহারী থেকে এসেছিলেন সুপ্রতিক মোদক ও দমদম থেকে এসেছিলেন অভিনন্দা ঘোষ দোস্তিদার এবং ঢাকুরিয়ার সেলিমপুর থেকে এসেছিলেন ইন্দ্রজিৎ ঘোষ দস্তিদার এনারা বলেন আমরা আজকে এসেছি গুরুকে সম্মান জানাতে এবং গুরু বামদেবের আশীর্বাদ নিতে।
বনি সিং