Uttambarik.Com

  • Home
  • Uttambarik.Com

Uttambarik.Com Happy � all

21/07/2024
উত্তম বারিকের ক্ষতি করতে গিয়ে অনেক লাভ করিয়ে দিয়েছেন  উত্তম বারিককে হারানো হয়েছে, এটা কিন্তু মা মাটি মানুষের নেত্রী ...
07/06/2024

উত্তম বারিকের ক্ষতি করতে গিয়ে অনেক লাভ করিয়ে দিয়েছেন উত্তম বারিককে হারানো হয়েছে, এটা কিন্তু মা মাটি মানুষের নেত্রী মমতাময়ী মা তিনি কিন্তু জেনে গেছেন যে গোটা তৃণমূল দলের কাঁথি সাংগঠনিক জেলার প্রায় সব নেতা বিরোধীতা করল তা সত্বেও উত্তম বারিকের এই যে লড়াই তাতেই উনি জিতে গেলেন এবং জেলা বাসী তথা লক্ষ লক্ষ কর্মীদের মন জয় করেছেন। এতে উত্তম বারিকের গ্রহণযোগ্যতা নেত্রীর কাছে আরও বেড়ে গেল আমার যা মনে হয় নিজস্ব মতামত আগামী দিনে দলনেত্রী সর্ব ভারতীয় তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবরাজ সর্ব ভারতীয় তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নির্দেশে কাঁথি সাংগঠনিক জেলার শেষ কথা উত্তম বারিক বলবেনI যারা বিরোধিতা করেছিলেন তাদের কে উত্তম বারিককের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
একার দমে সাথে লক্ষ লক্ষ কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় উনি হারলেও এখনও জিতে আছেন সবার মনে প্রাণে তাইতো তিনি সাত লক্ষ পনেরো হাজার চারশো একত্রিশটি ভোট পেয়েছেন, যেটা তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না।
ঊর্ধ্বতম নেতৃত্বের কাছে একটাই আবেদন গদ্দারদের শাস্তি দেওয়া হোক।
Mamata Banerjee জিন্দাবাদ
Abhishek Banerjee জিন্দাবাদ

গণতন্ত্রে মানুষই শেষ কথা বললেন। অত্যাচারী, স্বৈরাচারী বিজেপি দেশের মানুষের সামনে, দেশের সংবিধানের সামনে এবং সর্বোপরি দেশ...
05/06/2024

গণতন্ত্রে মানুষই শেষ কথা বললেন।

অত্যাচারী, স্বৈরাচারী বিজেপি দেশের মানুষের সামনে, দেশের সংবিধানের সামনে এবং সর্বোপরি দেশের গণতন্ত্রের সামনে মুখ থুবড়ে পড়লো। সিবিআই, ইডি, আয়কর দপ্তরের একের পর অনৈতিক ব্যবহার, বিচার ব্যবস্থার একাংশকে প্রভাবিত করা এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ - সংবাদমাধ্যমকেও নিজেদের অঙ্গুলিহেলনে চালনার ফলাফল হাতেনাতে পেল অপশাসক বিজেপি। সকল চক্রান্ত, ষড়যন্ত্রের যোগ্য জবাব দিয়েছে দেশের মানুষ।

এই জয় গণতন্ত্রের জয়, মানুষের জয়। পশ্চিমবঙ্গের সকল মা-মাটি-মানুষকে আমার বিনম্র চিত্তে প্রণাম। জাতি-ধর্ম-বর্ণ-বর্গ-সহ বিভিন্ন ভাষাভাষির মানুষকে আমার প্রণাম। তৃণমূল কংগ্রেসের সকল কর্মী, সমর্থককে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

জয় বাংলা।

23/05/2024

Lagahat.. market. Darua

" আমরা করবো জয় ✊💚 "দিদির আগমনে এই বিপ্লবের ভূমি আজ ধন্য 💚আপামর কাঁথি লোকসভা কেন্দ্রবাসীকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জান...
17/05/2024

" আমরা করবো জয় ✊💚 "
দিদির আগমনে এই বিপ্লবের ভূমি আজ ধন্য 💚

আপামর কাঁথি লোকসভা কেন্দ্রবাসীকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাই আজকের এই সুবিশাল পদযাত্রাকে জনজোয়ারে পরিণত করার জন্য। তৃণমূল সুপ্রিমো মাননীয়া Mamata Banerjee মহাশয়ার গৌরবোজ্জ্বল উপস্থিতি আমাদের আপামর কাঁথিবাসীকে আনন্দিত, উচ্ছ্বসিত, হ্লাবিত ও প্লাবিত করেছে। আজকের এই জনজোয়ারই বলে দেয় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা। দিদির আশীর্বাদ নিয়ে আগামীতেও আপনাদের সকলের সমর্থন, ভালোবাসা চলার পথের পাথেয় করে এগিয়ে যাবো।

আগামী ৮ই জুলাই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খেজুরি ১ নম্বর ব্লকের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের  ৫৫ নম্বর আসনে সর্ব ...
19/06/2023

আগামী ৮ই জুলাই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খেজুরি ১ নম্বর ব্লকের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৫৫ নম্বর আসনে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী উত্তম বারিক মহাশয় কে,
ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে , আজকে হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতে মোহাটি বুথে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রথম সাংগঠনিক আলোচনায়, উপস্থিত ছিলেন পটাশপুর বিধান সভার বিধায়ক সন্মাননীয় শ্রী উত্তম বারিক মহাশয়, উপস্থিত ছিলেন খেজুরি ১ নম্বর ব্লকের সভাপতি সন্মাননীয় বিমান নায়ক মহাশয়, ও উপস্থিত ছিলেন হেঁড়িয়া অঞ্চলের সভাপতি দীপক ঘোড়াই , উপস্থিত ছিলেন মথুরা বুথ সভাপতি সন্মাননীয় প্রদীপ জানা মহাশয়, উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ গন।(ar)

আগামী ৮ই জুলাই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খেজুরি ১ নম্বর ব্লকের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের  ৫৫ নম্বর আসনে সর্ব ...
19/06/2023

আগামী ৮ই জুলাই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খেজুরি ১ নম্বর ব্লকের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৫৫ নম্বর আসনে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী উত্তম বারিক মহাশয় কে,
ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে , আজকে টিকাশী গ্রাম পঞ্চায়েতে দহ্মিন কলমদান বুথে ৮ টি গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি দের নিয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রথম সাংগঠনিক আলোচনায়, উপস্থিত ছিলেন পটাশপুর বিধান সভার বিধায়ক সন্মাননীয় শ্রী উত্তম বারিক মহাশয়, উপস্থিত ছিলেন খেজুরি ১ নম্বর ব্লকের সভাপতি সন্মাননীয় বিমান নায়ক মহাশয়, ও উপস্থিত ছিলেন টিকাশি অঞ্চলের সভাপতি স্বপন দাস মহাশয় ,(ar)

খেজুরি ১ নম্বর ব্লকের অন্তর্গত, টিকাশি গ্রাম পঞ্চায়েতের, পূর্বচড়া বাসন্তী মন্দিরে পূজো নিবেদন করে, মায়ের আশির্বাদ গ্রহন ...
17/06/2023

খেজুরি ১ নম্বর ব্লকের অন্তর্গত,
টিকাশি গ্রাম পঞ্চায়েতের, পূর্বচড়া বাসন্তী মন্দিরে পূজো নিবেদন করে, মায়ের আশির্বাদ গ্রহন করে ভোটের নির্বাচনী প্রচার শুরু করলেন,খেজুরি ১ নম্বর ব্লকের ৫৫ নম্বর আসনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রার্থী এবং পটাশপুর বিধান সভার জনপ্রিয় বিধায়ক সন্মাননীয় শ্রী উত্তম বারিক মহাশয়, এবং উপস্থিত ছিলেন পটাশপুর ১ নম্বর ব্লকের সভাপতি সন্মাননীয় বিমান নায়ক মহাশয়, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী খোকন দাস মহাশয়।(ar)

আগামী ৮ই জুলাই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খেজুরি ১ নম্বর ব্লকের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের  ৫৫ নম্বর আসনে সর্ব ...
17/06/2023

আগামী ৮ই জুলাই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খেজুরি ১ নম্বর ব্লকের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৫৫ নম্বর আসনে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী উত্তম বারিক মহাশয় কে,
ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে , আজকে লাহ্মী গ্রাম পঞ্চায়েতের বেগুনাবাড়ী বুথে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রথম সাংগঠনিক আলোচনায়, উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রার্থী এবং পটাশপুর বিধান সভার বিধায়ক সন্মাননীয় শ্রী উত্তম বারিক মহাশয়, উপস্থিত ছিলেন খেজুরি ১ নম্বর ব্লকের সভাপতি সন্মাননীয় বিমান নায়ক মহাশয়, উপস্থিত ছিলেন খেজুরি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রার্থী শঙ্কর বাগ মহাশয়, উপস্থিত ছিলেন বেগুনাবাড়ী বুথের প্রার্থী রীণা মন্ডল মহাশয়া, এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ গন।(ar)

আগামী ৮ই জুলাই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খেজুরি ১ নম্বর ব্লকের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের  ৫৫ নম্বর আসনে সর্ব ...
17/06/2023

আগামী ৮ই জুলাই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খেজুরি ১ নম্বর ব্লকের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৫৫ নম্বর আসনে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী উত্তম বারিক মহাশয় কে,
ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে , আজকে টিকাশি গ্রাম পঞ্চায়েতে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রথম সাংগঠনিক আলোচনায়, উপস্থিত ছিলেন পটাশপুর বিধান সভার বিধায়ক সন্মাননীয় শ্রী উত্তম বারিক মহাশয়, উপস্থিত ছিলেন খেজুরি ১ নম্বর ব্লকের সভাপতি সন্মাননীয় বিমান নায়ক মহাশয়, উপস্থিত ছিলেন টিকাশি অঞ্চলের অঞ্চল সভাপতি সন্মাননীয় স্বপন দাস মহাশয়, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি ও উপস্থিত ছিলেন টিকাশি গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুথের সন্মাননীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বৃন্দ গন।(ar)

পটাশপুর ২নং ব্লকের অন্তর্গত ছোট উদয়পুরে ভাই ভাই মিলন সংঘের পরিচালনায় শ্রী শ্রী মনসা মায়ের পূজার শুভ সূচনা করলেন পূর্ব মে...
06/06/2023

পটাশপুর ২নং ব্লকের অন্তর্গত ছোট উদয়পুরে ভাই ভাই মিলন সংঘের পরিচালনায় শ্রী শ্রী মনসা মায়ের পূজার শুভ সূচনা করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী উত্তম বারিক মহাশয়। সঙ্গে উপস্থিত রয়েছেন সাউথখন্ড অঞ্চলের প্রধান মাননীয় শ্রী বিজনবন্ধু বাগ মহাশয়, বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী রমাকান্ত জানা মহাশয় ও বিশিষ্ট অতিথিবৃন্দ।।(ar)

পটাশপুর ২নং পঃ সমিতির অন্তর্গত বড় উদয়পুরে নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্রের আজ শুভারম্ভ করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের...
06/06/2023

পটাশপুর ২নং পঃ সমিতির অন্তর্গত বড় উদয়পুরে নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্রের আজ শুভারম্ভ করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী উত্তম বারিক মহাশয়। সঙ্গে উপস্থিত রয়েছেন ২নং ব্লকের মাননীয় শ্রী শঙ্কু বিশ্বাস মহাশয়, ২নং পঃ সমিতির সহ সভাপতি মাননীয়া সুনিতা বেরা মহাশয়া, সাউথখন্ড অঞ্চলের প্রধান মাননীয় শ্রী বিজনবন্ধু বাগ মহাশয়, বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী রমাকান্ত জানা মহাশয় ও বিশিষ্ট অতিথি(ar)

আজ পটাশপুর ২নং ব্লকের প্রতাপদীঘির বাগমারী সাথী সংঘের পরিচালনায় সার্ব্বজনীন শ্রী শ্রী মনসা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠ...
22/05/2023

আজ পটাশপুর ২নং ব্লকের প্রতাপদীঘির বাগমারী সাথী সংঘের পরিচালনায় সার্ব্বজনীন শ্রী শ্রী মনসা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে পুরস্কার বিতরণ প্রদান করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী উত্তম বারিক মহাশয়। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী দূর্গাপদ পাহাড়ি মহাশয়, বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী মানস রায় মহাশয়, বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী স্বপন মাইতি মহাশয়, বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী সুরজিৎ মাইতি মহাশয়।।(ar)

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে, হাই মাদ্রাসা বোর্ডে ষষ্ঠ  স্থানাধিকারী পটাশপুর ২ নম্বর ব্লকের পঁচেট ৪ নম্বর অঞ্চলের খড়াই হাই ম...
21/05/2023

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে, হাই মাদ্রাসা বোর্ডে ষষ্ঠ স্থানাধিকারী পটাশপুর ২ নম্বর ব্লকের পঁচেট ৪ নম্বর অঞ্চলের খড়াই হাই মাদ্রাসা স্কুলের ছাত্রী সবনাম খাতুন (৮২৮)বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধান সভা জনপ্রিয় বিধায়ক সন্মাননীয় শ্রী উত্তম বারিক মহাশয়, উপস্থিত ছিলেন পটাশপুর ২ নম্বর ব্লকের সভাপতি সন্মাননীয় শ্রী দূর্গা পদ পাহাড়ী মহাশয়, উপস্থিত ছিলেন পটাশপুর ২ নম্বর ব্লকের সহ সভাপতি সন্মাননীয় স্বপন মাইতি মহাশয়, উপস্থিত ছিলেন সন্মাননীয় সুরজিৎ মাইতি মহাশয়, উপস্থিত সন্মাননীয় আবু সালেম মহাশয়, উপস্থিত ছিলেন সন্মাননীয় ফনি চন্দ্র শীল মহাশয়(ar)

পটাশপুর বিধানসভায়  #তৃণমূলেনবজোয়ার কর্মসূচি নিয়ে উপস্থিত থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অ...
20/05/2023

পটাশপুর বিধানসভায় #তৃণমূলেনবজোয়ার কর্মসূচি নিয়ে উপস্থিত থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়। আজ উক্ত কর্মসূচির প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র মাননীয় শ্রী তন্ময় ঘোষ মহাশয় , জেলার রাজনীতির চালিকাশক্তি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী উত্তম বারিক মহাশয় সহ ব্লক নেতৃত্ব থেকে বুথ স্তরীয় পর্যন্ত সকল নেতৃত্ব।।(ar)

পঃবঃ সরকারের আর্থিক সহযোগিতায় কাঁথি ১নং পঃ সমিতির সাবাজপুট গ্রাঃ পঃ এ অধীনস্থ সমুদ্রপুর  শোধিত জলপ্রকল্পের শুভ সূচনা করল...
19/05/2023

পঃবঃ সরকারের আর্থিক সহযোগিতায় কাঁথি ১নং পঃ সমিতির সাবাজপুট গ্রাঃ পঃ এ অধীনস্থ সমুদ্রপুর শোধিত জলপ্রকল্পের শুভ সূচনা করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী উত্তম বারিক মহাশয়। সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয়া মধুমিতা মন্ডল মহাশয়া ,১নং ব্লকের বিডিও মাননীয় শ্রী তুহিনকান্তি ঘোষ মহাশয়, ১নং পঃ সমিতির সভাপতি মাননীয় শ্রী প্রদীপ গায়েন মহাশয়, বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী বিকাশ বেজ মহাশয়।।(ar)

পটাশপুর ২নং ব্লকের শ্রীরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্য্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হয়েছেন পূর্ব মেদিনীপ...
19/05/2023

পটাশপুর ২নং ব্লকের শ্রীরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্য্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী উত্তম বারিক মহাশয় , পটাশপুর ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী দূর্গাপদ পাহাড়ি মহাশয় ও সহ সভাপতি মাননীয় শ্রী স্বপন মাইতি মহাশয় , শ্রীরামপুর অঞ্চলের সভাপতি মাননীয় শ্রী সত্যেশ্বর নন্দী মহাশয়, বিশিষ্ট নেতৃত্ব মাননীয় শ্রী গোলকেশনন্দ গোস্বামী মহাশয় , বিশিষ্ট নেতৃত্ব মাননীয় শ্রী দিলীপ রায় মহাশয়।।(ar)

Address


Alerts

Be the first to know and let us send you an email when Uttambarik.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uttambarik.Com:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share