10/05/2024
অমানবিক ভূতের রাজা 🧨। খাদ্য প্রেমিকদের এই আনন্দ উৎসব, নাকি মানুষ কে বোকা বানানো । এই গরমে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে খাওয়ার জন্য ভূতের রাজা দিল বর চন্দননগর কাউন্টার এ। একজন ভদ্র মহিলা নিজের মেজাজ হারিয়ে ম্যানেজার কে বলতে যায় কী চলছে এটা রাস্তায় যান থামিয়ে কোন সার্কাস তো হচ্ছে না মানুষ কে নিয়ে । ম্যানেজার এর সঙ্গে কথা বলতে জানা যায় ওনার ভদ্রতা নিয়ে প্রশ্ন করা যাবে ।
প্রশাসন এমন মানুষের ইমোশন নিয়ে খেলা ফ্রান্সিজী গুলোর ওপর ব্যবস্তা নিক ।