Most Ayesha

Most Ayesha চেষ্টা সাফল্যের চাবিকাঠি

আপনজন খুব যত্নে  কষ্ট দিয়ে চলে যায়
30/03/2024

আপনজন খুব যত্নে কষ্ট দিয়ে চলে যায়

আমাকে দেখতে কেমন লাগে
23/02/2024

আমাকে দেখতে কেমন লাগে

শেষে বাংলাদেশের সাথে
20/02/2024

শেষে বাংলাদেশের সাথে

বিশ্ব বেহায়া দিবস
14/02/2024

বিশ্ব বেহায়া দিবস

রাত যতো অন্ধকার হোক,,, ক্যামেরা দিয়ে ছবি তুললে যেমন তোমার ছবিতে আলো আসবে!! তেমনি  তোমার যতই ব্যর্থতা আসুক!!! ধৈর্য ধারণ ...
07/01/2024

রাত যতো অন্ধকার হোক,,, ক্যামেরা দিয়ে ছবি তুললে যেমন তোমার ছবিতে আলো আসবে!! তেমনি তোমার যতই ব্যর্থতা আসুক!!! ধৈর্য ধারণ করলে সফলতা আসবে।granted

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷ কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফু...
06/01/2024

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷
কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।

এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷

এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি।
রাগটাকে কমাই।যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।

আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।মানুষ মনুষ্যত্ব বোধ নিয়ে বাঁচতেহবে।

07/12/2023

আমি স্থায়ীভাবে কখনো কারো প্রিয় বন্ধু হয়ে উঠতে পারিনি... স্থায়ীভাবে কখনো কারো প্রিয় মানুষ হতে পারিনি, পারিনি কারো প্রিয় ভাই-বোন কিংবা স্বজন হয়ে উঠতে;

প্রয়োজন শেষে আমার গায়ে জড়িয়ে রাখা 'প্রিয়' নামক র‍্যাপিং পেপারটা... ছিঁ'ড়ে দু'মড়ে মু'চড়ে ডা'স্টবিনে ম'য়লা আ'বর্জনা হিসেবে ফেলে দিতে কেউ-ই দুই মিনিট সময় নেয়নি;

আমি এতোটাই আ'বেগী যে... দু-হাত ভরে করে, দু-হাত ভরেই শূ'ন্যতা কুড়িয়েছি, নিঃ'স্বার্থ ভাবে ভালোবেসে যথাসাধ্য সকলের পাশে দাঁড়িয়ে, দিন শেষে নীরবে বালিশ ভিজিয়েছি;

আমি সবার প্রয়োজন নামক অধ্যায় মাত্র... কখনো কারো প্রিয় পুরো বইটা হয়ে উঠতে পারিনি;

জীবনের যাতাকলে পি'ষে পি'ষে... নিয়তি বলে আজ সবই মেনে নিয়েছি;

জীবনের এই প্রান্তে এসে একটা কথাই স্পষ্ট ভাবে জানলাম...
অস্থায়ী এই জীবনে কেউ-ই স্থায়ী হতে আসে না;

আমরা কে কার জীবনে কত দিন স্থায়ী সেটা নির্ভর করবে
আমাদের করার উপরে... আমরা যতদিন যার জন্য করতে পারবো, ততদিন আমরা তার জীবনে স্থায়ী, যখন যার জন্য করতে পারবো না কিংবা করার ক্ষমতা থাকবে না তখন তার জীবনে অস্থায়ী হওয়ার ছাড় পত্র প্রাপ্ত হব;

এই পৃথিবীর ৯০% সম্পর্ক এখন স্বার্থের সাথে মিশে আছে, তাই প্রয়োজন মিটে যাওয়া মাত্রই সবাই মূল্য হারিয়ে অস্থায়ী হয়ে যাই, কেউ-ই আর স্থায়ী হতে পারি না।

"অস্থায়ী এই জীবনে কেউ-ই স্থায়ী হতে পারি না"

__ Most Ayesha 😅🥀

19/08/2023

se vule gece anek sukhe ace

10/07/2023

সময়ের সেরা গজল

03/07/2023

সময় নিয়ে কথা

06/12/2021

সফলতা কি হাতের ময়লা যে বার বার ঘষলে হাতে চলে আসবে?এর জন্য দরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ ও সর্বসময়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা।এতেই আসতে পারে সফলতা

চেষ্টা সাফল্যের চাবিকাঠি

17/07/2021

সুখ আর দুঃখ এরা হলো নিজের মায়ের পেটের ভাই।এরা একজন আরেকজন কে ছাড়া বেশিদিন একা থাকতে পারেনা।

21/06/2021

What's on your mind?

30/05/2021

টাকা পয়সা দিয়ে ব্যবসা হয় বন্ধুত্ব নয়

মিথ্যাকে লাথি মারো সত্যের পিছে লেগে পড়ো।
26/02/2021

মিথ্যাকে লাথি মারো সত্যের পিছে লেগে পড়ো।

07/02/2021
25/01/2021

সম্মানি ব্যাক্তিকে সম্মান করতে হয়।সম্মান টাকা দিয়ে কেনা যায়না অর্জন করতে হয়।

29/12/2020

আর কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে M.P.L T10 2021.মনিয়ার হাট প্রিমিয়ার লীগ ক্রিকেট টুনামেন্ট টি১০ ২০২১।উক্ত খেলায় ১ম পুরুস্কার ছাগল ২য় পুরুস্কার মোবাইল।উক্ত খেলায় টাই ফি ৬০০ শত টাকা।

প্রধান অথিতিঃজনাব আলহাজ্ব মোঃনুরজামাল সরকার (সাবেক চেয়ারম্যান ৮নং হাসনাবাদ ইউ.পি।
সভাপতিঃজনাব মোঃআব্দুস ছামাদ(সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মনিয়ার হাট।আরো উপস্থিত থাকবেনঃজনাব মোঃ জেলাল হোসেন রানা(দোয়াপ্রার্থী ৪নং ওয়ার্সভাপতিঃজনাব মোঃআব্দুস ছামাদ(সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মনিয়ার হাট।আরো উপস্থিত থাকবেনঃজনাব মোঃ জেলাল হোসেন রানা(দোয়াপ্রার্থী ৪নং ওয়ার্ড)

07/12/2020

সবকিছুর একটা লিমিট থাকা উচিত।লিমিট ক্রোস করিয়েন না।

Address

Tinsukia

Telephone

+8801776130776

Website

Alerts

Be the first to know and let us send you an email when Most Ayesha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Most Ayesha:

Videos

Share