25/03/2024
30 গজের আশেপাশে ফিল্ডিং করতে অভ্যস্ত লোকটা থমকে গিয়েছিলো মুহূর্তের জন্য! ইশারায় জিজ্ঞেস করেছিলো...'আমায় বলছো!".......ক্যাপ্টেন হার্দিকের উদ্ধত হাত তখন তাকে তার জায়গা বুঝিয়ে দিতে ব্যস্ত!....আরো পেছনে যাও....একেবারে বাউন্ডারী লাইন ঘেঁষে। পাঁচটা ipl জয়ী, বর্তমান ভারতীয় অধিনায়ক.....তোমার স্থানটা ঠিক ওখানেই!
হতবাক সাবেক দলনেতা মাথা নিচু করে ছুটলো সেখানেই। ফিল্ডিং করলো সাধ্য মতো। শুধু মাঝে মধ্যে না চাইতেও চোখে-মুখে ফুটে উঠছিলো অব্যক্ত যন্ত্রণা!..... আর, সাক্ষী থাকলাম আমরা! হতবুদ্ধি! নিরুপায়!
ক্রিকেট দেবতা আপনি কি ঘুমিয়ে আছেন?...মনভাঙার বিশ্বকাপ ফাইনাল থেকে এই অবধি অনেক তো হলো!..মানুষটার এবার একটু শান্তি দরকার!
রনি,,,,,,,🙂