খড়্গপুরে বাসে আগুন! ডেবরা, তমলুক এবং মেদিনীপুর হাসপাতালকে এলার্ট জারি করল স্বাস্থ্য দফতর। মেদিনীপুর হাসপাতাল কে যেতে বলা হয়েছে মানস ভূঁইয়াকে। ডেবরা হাসপাতালে যেতে বলা হয়েছে সৌমেন মহাপাত্রকে। বাসের ভিতর থেকে সকলকে উদ্ধার করা হয়েছে বাসের ভিতরে কেউ আটকে নেই জানাল দমকল। বাসটি বালুরঘাট থেকে কলকাতা হয়ে পুরী যাচ্ছিল। ৩১ জন কে উদ্ধার করা হয়েছে।
দুর্গাপূজা কার্নিভাল ২০২৩
দুর্গাপূজা কার্নিভাল ২০২৩
ইচ্ছে থাকলে সব হয়, প্রমাণ করলেন নন্দকুমারের ' নাপিতের' ছেলে!
নন্দকুমার: ইচ্ছে থাকলে সব হয় আবারও প্রমাণ করলেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের এক নাপিত পরিবারের ছেলে। বাবার ছোট্ট সেলুন দোকান। রোজকার কম। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তবুও অসম্ভব জেদ আর মেধাকে কাজে লাগিয়ে ওই পরিবারের ছেলে ডাব্লু বি সি এস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে রেভিনিউ অফিসার হিসেবে কাজে যোগ দিয়েছেন। পড়াশোনার শুরু গ্রামের স্কুলে, নন্দকুমারের কল্যাণচক জগন্নাথ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। হলদিয়া গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসি পাস করার পরেই ডাব্লু বি সি এস পরীক্ষায় প্রস্তুতি নেয়, অবশেষে সফল তিনি।
নন্দকুমার ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সোদলপুর গ্রামের বাসিন্দা বিকাশ মান্না। বাবা ভোলানাথ মান্না। পেশায় ক্ষৌরকার, ন
তাজপুর গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে ভয়াবহ আগুন।
#Tajpur #tajpurbeach #tourist #touristspot #tourism #TouristAttraction #touristlife #firesafety #firebrokout
এক প্লেট বিরিয়ানির দাম মাত্র তিরিশ টাকা! দেদার বিক্রি হচ্ছে তমলুকে
তমলুক: ভোজন রসিক বাঙালির খাদ্য তালিকায় বিরিয়ানি আলাদা আভিজাত্য এনে দেয়। বিরিয়ানির নাম শুনলে বাঙালির জিভে আসে জল। কিন্তু সেই বিরিয়ানির দাম যদি মাত্র ৩০ টাকা হয় তাহলে তো আর কথাই নেই। কি মনে হয় ভুল শুনলেন? না ঠিকই শুনেছেন। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে মাত্র ৩০ টাকায় পাওয়া যায় এক প্লেট বিরিয়ানি। না শুধু আলু বিরিয়ানি নয় আলু ও মাংস সমেত চিকেন বিরিয়ানি।
পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত শহরের ১৩ নম্বর ওয়ার্ডে হ্যামিলটন হাইস্কুলের কাছে একটি রেস্টুরেন্টে পাওয়া যায় মাত্র ৩০ টাকার বিনিময়ে এক প্লেট চিকেন বিরিয়ানি। ওই রেস্টুরেন্টের মালিক জানান প্রথমে শুধুমাত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য স্টুডেন্ট বিরিয়ানি নামে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে এক প্লেট চিকেন বি
বোর্ড গঠনের আগে গঙ্গা জল ছিটিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করল জয়ী প্রার্থীরা
তমলুক: গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে পুরো পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করল জয়ী প্রার্থীরা। শহীদ মাতঙ্গিনী ব্লকে গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন হয়। শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে শাসকদলকে সরিয়ে এই প্রথম গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি। বোর্ড গঠনের পর গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করল গ্রাম পঞ্চায়েত অফিস।
এদিন পঞ্চায়েত বোর্ড গঠন করল পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ গ্রামপঞ্চায়েত। এখানে মোট ১৪ টি আসনের মধ্যে ১০টি আসন পায় বিজেপি, তৃণনূল কংগ্রেস ৩টি আসন, এবং সিপিএম ১ টি আসন। বোর্ড গঠনের আগে জয়ী প্রার্থীদের একত্রিত করে গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করে। দীর্ঘদিন এই পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। এবারে বিজেপি দখলে এ
তমলুকে বর্গভীমা মন্দিরে ভিক্ষুকদের সঙ্গে শুভেন্দু অধিকারী!
তমলুক: তমলুকে বর্গভীমা মন্দিরে ভিক্ষুকদের সঙ্গে কথা বলতে বসলেন শুভেন্দু অধিকারী। বুধবার ৯ আগস্ট 'ভারত ছাড়ো' আন্দোলনের একাশিতম বর্ষপূর্তিতে তমলুকে ঐতিহাসিক পদযাত্রায় শামিল হন বিরোধী দলনেতা। প্রথমে শহীদ বেদীতে মাল্যদান পরে পদযাত্রায় বেরিয়ে তমলুক বর্গভীমা মন্দিরের কাছে এসে মায়ের দর্শনের জন্য মন্দিরে যান। মন্দির থেকে নামার সময়ই মন্দিরের থাকা ভিক্ষুকদের সঙ্গে কথা বলতে মন্দিরের সিঁড়িতে বসে যান বিরোধী দলনেতা।
এদিন তমলুকে আগষ্ট আন্দোলনের কর্মসূচিতে যোগাদান করেন শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপসী মন্ডল, ময়নার বিধায়ক আশোক দিন্ডা সহ অন্যান্যরা। এদিন তমলুকের বানপুকুরে পাড়ে মাতঙ্গিনী হাজরার মূর্তি সহ শহীদবেদ
'মিথ্যে লগ্নে জন্ম, তাই সব সময় মিথ্যা কথা বলছেন', মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর
তমলুক: মুখ্যমন্ত্রীর আক্রমণের জবাব দিলেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপালকে হাতে খড়ি দিতে গিয়ে ছিলেন। এখন রাজ্যপাল যেই বেআইনী কাজ সমর্থন করছে না তখন তিক্ততা শুরু হয়েছে। তাই মিথ্যে বলছেন মমতা ব্যানার্জি। উনি নিজেই মিথ্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন। মিথ্যা ছাড়া সত্যি বলেন না।' এদিন তমলুকে আগষ্ট আন্দোলনের কর্মসূচিতে যোগাদান করেন শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপসী মণ্ডল, ময়নার বিধায়ক আশোক দিন্দা সহ অন্যান্যরা। এদিন তমলুকের বানপুকুরে শহীদবেদীতে মাল্যদান করার পর তমলুক শহরে পদযাত্রা করেন শুভেন্দু। তমলুক বর্গভীমা মন্দিরে উঠে মায়ের দ
ঐতিহাসিক ভারত ছাড়ো। তমলুকে স্মরণ মিছিল। ঐতিহাসিক পদে যাত্রা। পদযাত্রায় শামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার
গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের নির্ণায়ক ভূমিকায় বামেরা!
কোলাঘাট: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বৃন্দাবন চক গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্টের শরীর দল সিপিআই নির্ণায়ক ভূমিকায়।পঞ্চায়েতের বোর্ড গঠনে সি পি আই এর জয়ী প্রার্থী ভরসা। কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৫ টি। পঞ্চায়েতে জয়ের আসন সংখ্যার বিচারে তৃণমূল বিজেপি একই জায়গায়। বৃন্দাবনচক গ্ৰাম পঞ্চায়েতের ১২ টি আসনে জয়লাভ করেছে তৃনমূল।, ১২ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। বাকী একটি আসনে জয়ী সিপি আই। আর ওই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্য মোট ১৩ জন জয়ী প্রার্থীর সমর্থনের প্রয়োজন। ফলে বিজেপির তৃণমূল উভয় দলই ১২টি করে আসন জয় লাভের পর ছুটেছে সিপিআই থেকে জয়ী প্রার্থীর বাড়ি। নিজেদের পঞ্চায়েত বোর্ডে সিপিআই এর সমর্থন চায় উভয় দলই।
বোর্ড গঠনে তৃণমূল ও বিজেপি দুই
তমলুকের রূপনারায়ণ নদের বাঁধ ভাঙার আশঙ্কা!
দিঘায় দুর্যোগ সতর্কতা জারি!
দিঘা: গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস মতো মঙ্গলবার বিকেলের পর থেকেই বৃষ্টি নেমেছে দিঘার সমুদ্র উপকূলে।দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্র সৈকতে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। দিঘা মোহনা কোস্টাল থাকার তরফে এদিন সন্ধেয় সতর্কবার্তা প্রচার করা হয়। সৈকত থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে পর্যটক, ব্যবসায়ী, বাসিন্দাদের। বুধবার পর্যন্ত সমুদ্রস্নানের ওপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে মৎস্যজীবীদের।
#purbamedinipur #digha #dighaseabeach #dighanews #highlights #weather #weathernews #weatherreport #weatherupdate #weathernews #dighaweather
কলকাতায় অনুরাগ ঠাকুরকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। পরে সাংবাদিক সম্মেলনে আবারও পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধীদল নেতা।
#AnuragThakur #SukantaMajumdar #SubhenduAdhikari #ShubhenduAdhikari #শুভেন্দু #PurbaMedinipur #StateGovernment
মাছ ধরতে গিয়ে উত্তাল সমুদ্রের নৌকাডুবি, প্রাণ বাঁচল জেলে মাঝিদের।
#PurbaMedinipur #sankboat #boating #seafood #viralreels #viral #ভাইরাল #viralvideo #viralpost #virals
হলদিয়া শিল্পাঞ্চলে শহরে প্লাস্টিক কারখানায় আগুন!
#Haldia #firefighters #FireIncident #PurbaMedinipur
মন্দারমনি সমুদ্র সৈকতে জীবন্ত ডলফিন। #viral #Dolfin #viralreels #viralpost
মালদা এবং মনিপুরে নারী নিগ্রহের প্রতিবাদে নন্দীগ্রামে সিপিআইএমের প্রতিবাদ মিছিল ও পথসভা।
নির্বাচনে ব্যালট লুট, সন্ত্রাস, রাজ্যে নারী নির্যাতন, মণিপুরে নারী নিগ্রহ, গণধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে সিপিআইএমের প্রতিবাদ মিছিল এবং পথসভা আয়োজিত হয়।
#PurbaMedinipur #tamluk #বিজেপি #Nandigram #CPIM