Banga News

Banga News বাংলা ও বাঙালির নিউজ চ্যানেল। ব্রেকিং নিউজ, ক্রাইম, খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য ও ডিবেট সব খবর।

10/11/2023

খড়্গপুরে বাসে আগুন! ডেবরা, তমলুক এবং মেদিনীপুর হাসপাতালকে এলার্ট জারি করল স্বাস্থ্য দফতর। মেদিনীপুর হাসপাতাল কে যেতে বলা হয়েছে মানস ভূঁইয়াকে। ডেবরা হাসপাতালে যেতে বলা হয়েছে সৌমেন মহাপাত্রকে। বাসের ভিতর থেকে সকলকে উদ্ধার করা হয়েছে বাসের ভিতরে কেউ আটকে নেই জানাল দমকল। বাসটি বালুরঘাট থেকে কলকাতা হয়ে পুরী যাচ্ছিল। ৩১ জন কে উদ্ধার করা হয়েছে।

26/10/2023

দুর্গাপূজা কার্নিভাল ২০২৩

08/09/2023

ইচ্ছে থাকলে সব হয়, প্রমাণ করলেন নন্দকুমারের ' নাপিতের' ছেলে!

নন্দকুমার: ইচ্ছে থাকলে সব হয় আবারও প্রমাণ করলেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের এক নাপিত পরিবারের ছেলে। বাবার ছোট্ট সেলুন দোকান। রোজকার কম। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তবুও অসম্ভব জেদ আর মেধাকে কাজে লাগিয়ে ওই পরিবারের ছেলে ডাব্লু বি সি এস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে রেভিনিউ অফিসার হিসেবে কাজে যোগ দিয়েছেন। পড়াশোনার শুরু গ্রামের স্কুলে, নন্দকুমারের কল্যাণচক জগন্নাথ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। হলদিয়া গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসি পাস করার পরেই ডাব্লু বি সি এস পরীক্ষায় প্রস্তুতি নেয়, অবশেষে সফল তিনি।

নন্দকুমার ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সোদলপুর গ্রামের বাসিন্দা বিকাশ মান্না। বাবা ভোলানাথ মান্না। পেশায় ক্ষৌরকার, নন্দকুমার বাজারে একটি ছোট্ট সেলুন দোকান। তা থেকে কোনরকম সংসার চলে। সেই টাকাতেই নিজেরা না খেয়ে ছেলের পড়াশোনার টাকা যুগিয়েছেন। বিকাশ মান্নাও উচ্চশিক্ষার জন্য নিজের পড়াশোনার ফাঁকে ফাঁকে অর্থ উপার্জনের জন্য টিউশন করেছেন। কিন্তু কলেজ পাশের পর তার লক্ষ্য ছিল ডব্লিউবিসিএস পরীক্ষায় সফল হওয়া। পড়াশোনা শুরু করেন তিনি। ছোট থেকেই মেধাবী ছাত্র বিকাশ মান্না, তাই বাবা মা ছেলের পড়াশোনার জন্য আধপেট খেয়েও ছেলের মুখ চেয়ে খুশি থেকেছেন। সেই গরিব বাবা-মার মুখ উজ্জ্বল করল বিকাশ!

বিকাশ মান্না প্রথম দু'বার ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেনি। কিন্তু তৃতীয়বার প্রতিটি স্তরের সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি হাওড়া জেলার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর কর্মরত। বিকাশের এই সাফল্যে খুশি তার বাবা-মা সহ প্রতিবেশীরা। মা নমিতা মান্না বলেন, 'পড়াশোনা ছেলের স্বপ্ন ছিল তাই সব সময় পড়াশোনা নিয়েই থাকত আমরা কোনদিন তাকে বাধা দিইনি। আমরা আজ আনন্দিত ও খুশি।'

কথায় আছে ইচ্ছে থাকলে সবই সম্ভব। আর তাই করে দেখালেন নন্দকুমারের দিন আনি দিন খায় পরিবার থেকে উঠে আসা বিকাশ মান্না। বিকাশ মান্না'রা সমাজের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত! তাঁর এই সফলতার কাহিনী প্রেরণা যোগাবে অনেক ছাত্র-ছাত্রীদের।

01/09/2023

তাজপুর গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে ভয়াবহ আগুন।

18/08/2023

এক প্লেট বিরিয়ানির দাম মাত্র তিরিশ টাকা! দেদার বিক্রি হচ্ছে তমলুকে

তমলুক: ভোজন রসিক বাঙালির খাদ্য তালিকায় বিরিয়ানি আলাদা আভিজাত্য এনে দেয়। বিরিয়ানির নাম শুনলে বাঙালির জিভে আসে জল। কিন্তু সেই বিরিয়ানির দাম যদি মাত্র ৩০ টাকা হয় তাহলে তো আর কথাই নেই। কি মনে হয় ভুল শুনলেন? না ঠিকই শুনেছেন। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে মাত্র ৩০ টাকায় পাওয়া যায় এক প্লেট বিরিয়ানি। না শুধু আলু বিরিয়ানি নয় আলু ও মাংস সমেত চিকেন বিরিয়ানি।

পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত শহরের ১৩ নম্বর ওয়ার্ডে হ্যামিলটন হাইস্কুলের কাছে একটি রেস্টুরেন্টে পাওয়া যায় মাত্র ৩০ টাকার বিনিময়ে এক প্লেট চিকেন বিরিয়ানি। ওই রেস্টুরেন্টের মালিক জানান প্রথমে শুধুমাত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য স্টুডেন্ট বিরিয়ানি নামে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে এক প্লেট চিকেন বিরিয়ানি তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পরে তা জনপ্রিয় হওয়ায় সবার জন্য ওই দামে বিরিয়ানি তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।

এতটুকু পড়েই এবার আপনি সত্যিই ভাবছেন আদেও কি করে সম্ভব মাত্র ৩০ টাকায় এক প্লেট বিরিয়ানি দেওয়া! দোকানের মালিক জানান ওই দামে বিরিয়ানি দেওয়া সম্ভব হয়েছে রেস্টুরেন্টের কুকের পরামর্শে। তবে তা খাবারের কোয়ালিটির সঙ্গে আপোষ করে নয়। কিছুটা খাবারের কোয়ান্টিটির সঙ্গে আপোস করা হয়েছে। যেমন শহরের অন্যান্য রেস্টুরেন্ট গুলিতে চিকেন বিরিয়ানির দাম বেশি হলেও তাতে রাইসের সঙ্গে ডিম মাংসের টুকরো ও আলু থাকে। কিন্তু এখানে ডিমের ব্যবস্থা নেই। রাইসের সঙ্গে শুধু চিকেন ও আলু। তবে রাইসের পরিমাণ একটু কম দেওয়া হয়।

এই ৩০ টাকার বিরিয়ানিতে মজেছে তমলুক শহরের মানুষজন। তমলুক শহরের খাদ্য রসিকরা জানান। তমলুক শহরে অন্যান্য জায়গায় ১০০ থেকে শুরু করে বিভিন্ন মূল্যের বিরিয়ানি পাওয়া যায়। তবে ৩০ টাকার বিরিয়ানি শহরে আলাদা সাড়া ফেলেছে। এই বিরিয়ানিতে রাইসের পরিমাণ কম হলেও একজন মানুষের পক্ষে যথেষ্ট। এমনকি এখানকার বিরিয়ানির সঙ্গে অন্যান্য জায়গার বিরিয়ানির স্বাদ ও গন্ধের ফারাক পাওয়া যায় না।

11/08/2023

বোর্ড গঠনের আগে গঙ্গা জল ছিটিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করল জয়ী প্রার্থীরা

তমলুক: গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে পুরো পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করল জয়ী প্রার্থীরা। শহীদ মাতঙ্গিনী ব্লকে গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন হয়। শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে শাসকদলকে সরিয়ে এই প্রথম গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি। বোর্ড গঠনের পর গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করল গ্রাম পঞ্চায়েত অফিস।

এদিন পঞ্চায়েত বোর্ড গঠন করল পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ গ্রামপঞ্চায়েত। এখানে মোট ১৪ টি আসনের মধ্যে ১০টি আসন পায় বিজেপি, তৃণনূল কংগ্রেস ৩টি আসন, এবং সিপিএম ১ টি আসন। বোর্ড গঠনের আগে জয়ী প্রার্থীদের একত্রিত করে গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করে। দীর্ঘদিন এই পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। এবারে বিজেপি দখলে এল খারুই ২ গ্রামপঞ্চায়েত। খারুই দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন জয়শ্রী গুছাইৎ সাহু এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হন মানিক লাল দাস। উৎসবের মেজাজে মেতে ওঠে খারুই ২ গ্রামপঞ্চায়েত এলাকার মির্জাপুর গ্রাম।

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার ২৫ টি ব্লকের ২২৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯ টি ব্লকের ৫২ টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। শহীদ মাতঙ্গিনী ব্লকে এবার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয় লাভ করেছে বিজেপি। একটি গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনের পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। আর শহীদ মাতঙ্গিনী ব্লকে ভারি গ্রাম পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই গ্রাম পঞ্চায়েত অফিস গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করল।

10/08/2023

তমলুকে বর্গভীমা মন্দিরে ভিক্ষুকদের সঙ্গে শুভেন্দু অধিকারী!

তমলুক: তমলুকে বর্গভীমা মন্দিরে ভিক্ষুকদের সঙ্গে কথা বলতে বসলেন শুভেন্দু অধিকারী। বুধবার ৯ আগস্ট 'ভারত ছাড়ো' আন্দোলনের একাশিতম বর্ষপূর্তিতে তমলুকে ঐতিহাসিক পদযাত্রায় শামিল হন বিরোধী দলনেতা। প্রথমে শহীদ বেদীতে মাল্যদান পরে পদযাত্রায় বেরিয়ে তমলুক বর্গভীমা মন্দিরের কাছে এসে মায়ের দর্শনের জন্য মন্দিরে যান। মন্দির থেকে নামার সময়ই মন্দিরের থাকা ভিক্ষুকদের সঙ্গে কথা বলতে মন্দিরের সিঁড়িতে বসে যান বিরোধী দলনেতা।

এদিন তমলুকে আগষ্ট আন্দোলনের কর্মসূচিতে যোগাদান করেন শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপসী মন্ডল, ময়নার বিধায়ক আশোক দিন্ডা সহ অন্যান্যরা। এদিন তমলুকের বানপুকুরে পাড়ে মাতঙ্গিনী হাজরার মূর্তি সহ শহীদবেদীতে মাল্যদান করার পর তমলুক শহর পদযাত্রা করেন। পদযাত্রার সময় তমলুক পৌরসভার পাশে থাকা শহীদ বেদীতেও মাল্যদান করেন। এরপর তমলুকের বর্গভীমা মন্দিরের সামনে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন তিনি।

শহীদ বেদী বিভিন্ন মনীষীদের মূর্তিতে মাল্যদানের পাশাপাশি বর্গভীমা মন্দিরে এসে মায়ের দর্শন করেন। মায়ের দর্শন করার পর বন্ধু থেকে নামার সময়ই মন্দিরের সিঁড়িতে বসে মন্দিরে থাকা ভিক্ষুকদের সঙ্গে বসে কথা বলেন বেশ কিছুক্ষণ। এমনকি তাদের ভিক্ষাপাত্রে ভিক্ষাও দিতেও দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা কে। এদিকে আগস্ট আন্দোলনের একাশিতম বর্ষপূর্তির কর্মসূচি থেকে রাজ্য সরকারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন। তিনি জানান, রাজ্যের স্বাধীনতা সংগ্রামীদেরকে সঠিক সম্মান দেখাতে পারছে না রাজ্য সরকার। তবে বর্গভীমা মন্দিরের সিড়িতে বসে ভিক্ষুকদের কথা বলায় খুশি ভিক্ষুকেরা।

09/08/2023

'মিথ্যে লগ্নে জন্ম, তাই সব সময় মিথ্যা কথা বলছেন', মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর

তমলুক: মুখ্যমন্ত্রীর আক্রমণের জবাব দিলেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপালকে হাতে খড়ি দিতে গিয়ে ছিলেন। এখন রাজ্যপাল যেই বেআইনী কাজ সমর্থন করছে না তখন তিক্ততা শুরু হয়েছে। তাই মিথ্যে বলছেন মমতা ব্যানার্জি। উনি নিজেই মিথ্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন। মিথ্যা ছাড়া সত্যি বলেন না।' এদিন তমলুকে আগষ্ট আন্দোলনের কর্মসূচিতে যোগাদান করেন শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপসী মণ্ডল, ময়নার বিধায়ক আশোক দিন্দা সহ অন্যান্যরা। এদিন তমলুকের বানপুকুরে শহীদবেদীতে মাল্যদান করার পর তমলুক শহরে পদযাত্রা করেন শুভেন্দু। তমলুক বর্গভীমা মন্দিরে উঠে মায়ের দর্শন করেন। মন্দিরে থাকা ভিক্ষুকদের সঙ্গে বসে কথা বলেন বেশ কিছুক্ষণ। তমলুক হাসপাতাল মোড়ে মিছিল শেষ হয়। যদিও বেশ কিছুটা পদযাত্রার পরে শুভেন্দু অধিকারী বেরিয়ে যান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু।
ঝাড়গ্রামে সরকারি পরিষেবা বিতরণ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখানে তো রাম, বাম, কংগ্রেস সব এক হয়ে গিয়েছে। দুর্ভাগ্যের বিষয় এই যে, ওখানে ‘ইন্ডিয়া’ আর এখানে ‘বিজেন্ডিয়া’।এই প্রসঙ্গে শুভেন্দু বলেন সীতারাম ইয়েচুরি ও রাহুল গান্ধী অনুরোধ করেছে দুটি পার্টি পশ্চিমবঙ্গ থেকে উঠে যাচ্ছে, আপনি একটু গালি দেন। এটাও সেটিং।' পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের অবহেলা করে চলেছে বলে অভিযোগ করেন তিনি। শুভেন্দু বলেন, 'আমি সরকারে থাকা কালিন যা কাজ করেছি তার পর বাংলায় আর উন্নয়ন হয়নি। স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো তো দূরের কথা তাদের মূর্তিতে একটিও আলোর ব্যবস্থা করা হয়নি।'

09/08/2023

ঐতিহাসিক ভারত ছাড়ো। তমলুকে স্মরণ মিছিল। ঐতিহাসিক পদে যাত্রা। পদযাত্রায় শামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার

05/08/2023

গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের নির্ণায়ক ভূমিকায় বামেরা!

কোলাঘাট: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বৃন্দাবন চক গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্টের শরীর দল সিপিআই নির্ণায়ক ভূমিকায়।পঞ্চায়েতের বোর্ড গঠনে সি পি আই এর জয়ী প্রার্থী ভরসা। কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৫ টি। পঞ্চায়েতে জয়ের আসন সংখ্যার বিচারে তৃণমূল বিজেপি একই জায়গায়। বৃন্দাবনচক গ্ৰাম পঞ্চায়েতের ১২ টি আসনে জয়লাভ করেছে তৃনমূল।, ১২ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। বাকী একটি আসনে জয়ী সিপি আই। আর ওই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্য মোট ১৩ জন জয়ী প্রার্থীর সমর্থনের প্রয়োজন। ফলে বিজেপির তৃণমূল উভয় দলই ১২টি করে আসন জয় লাভের পর ছুটেছে সিপিআই থেকে জয়ী প্রার্থীর বাড়ি। নিজেদের পঞ্চায়েত বোর্ডে সিপিআই এর সমর্থন চায় উভয় দলই।

বোর্ড গঠনে তৃণমূল ও বিজেপি দুই দলই আশাবাদী। বিজেপি দাবি, সিপিআই এর জয়ী প্রার্থী সহ তৃণমূল বেশ কয়েকজন প্রার্থীরা যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে। কারণ দুর্নীতিমুক্ত অঞ্চল গড়ার লক্ষ্যে তারা কাজে নেমেছে। তারা বোর্ড গঠন করবে আশাবাদী। অন্যদিকে বিজেপির দাবীকে কার্যত নস্যাৎ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কোলাঘাট ব্লক সভাপতি অসীম মাঝি জানান, 'তৃণমূল থেকে কেউ বিজেপিতে যাবে না। বরং বিজেপির জয়ী প্রার্থীরা ওই পঞ্চায়েত বোর্ড গঠনে তাদের সমর্থন জানাবে।'

বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপি সমান সংখ্যক আসনে জয় লাভ করায় ফলে নির্ণায়ক ভূমিকা রয়েছে সিপিআই এর জয়ী প্রার্থী। সিপি আই জয়ী প্রার্থীর হাতে রয়েছে বৃন্দাবন চক গ্রাম পঞ্চায়েত গড়ার মূল অস্ত্র। যদিও এ বিষয়ে সিপিআই জয়ী প্রার্থী অনুপ মাইতি জানান, তিনি দলের নির্দেশে নিরপেক্ষ থাকবেন। কোন দলকে সমর্থন করবেন না। দুই দলেরই নেতারা আসছে তাঁর বাড়িতে। কিন্তু দলের নির্দেশে তিনি নিরপেক্ষ থাকবেন। আগামী ৯ আগস্ট ওই গ্রাম পঞ্চায়েতের বোর্ড কার দখলে যায় তা সময়ই বলবে।

03/08/2023

তমলুকের রূপনারায়ণ নদের বাঁধ ভাঙার আশঙ্কা!

01/08/2023

দিঘায় দুর্যোগ সতর্কতা জারি!

দিঘা: গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস মতো মঙ্গলবার বিকেলের পর থেকেই বৃষ্টি নেমেছে দিঘার সমুদ্র উপকূলে।দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্র সৈকতে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। দিঘা মোহনা কোস্টাল থাকার তরফে এদিন সন্ধেয় সতর্কবার্তা প্রচার করা হয়। সৈকত থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে পর্যটক, ব্যবসায়ী, বাসিন্দাদের। বুধবার পর্যন্ত সমুদ্রস্নানের ওপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে মৎস্যজীবীদের।

29/07/2023

কলকাতায় অনুরাগ ঠাকুরকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। পরে সাংবাদিক সম্মেলনে আবারও পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধীদল নেতা।

#শুভেন্দু

28/07/2023

মাছ ধরতে গিয়ে উত্তাল সমুদ্রের নৌকাডুবি, প্রাণ বাঁচল জেলে মাঝিদের।

#ভাইরাল

27/07/2023

হলদিয়া শিল্পাঞ্চলে শহরে প্লাস্টিক কারখানায় আগুন!

26/07/2023

মালদা এবং মনিপুরে নারী নিগ্রহের প্রতিবাদে নন্দীগ্রামে সিপিআইএমের প্রতিবাদ মিছিল ও পথসভা।

নির্বাচনে ব্যালট লুট, সন্ত্রাস, রাজ্যে নারী নির্যাতন, মণিপুরে নারী নিগ্রহ, গণধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে সিপিআইএমের প্রতিবাদ মিছিল এবং পথসভা আয়োজিত হয়।

#বিজেপি

জলপাইগুড়ি জেলার প্রবীণ নেতা,  ধুপগুড়ির বিজেপি বিধায়ক  শ্রী বিষ্ণুপদ রায়  ২৫ জুলাই  সকাল ৬.১৫ মিনিটে কলকাতার SSKM হাস...
25/07/2023

জলপাইগুড়ি জেলার প্রবীণ নেতা, ধুপগুড়ির বিজেপি বিধায়ক শ্রী বিষ্ণুপদ রায় ২৫ জুলাই সকাল ৬.১৫ মিনিটে কলকাতার SSKM হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর।

21/07/2023

Tamluk: তমলুক ব্লক অফিসে বিজেপির বিক্ষোভ ডেপুটেশন

#বিজেপি #বিডিও

20/07/2023

CPIM: 'প্রধানমন্ত্রী ভ্রষ্টাচারি দুর্নীতিবাজদের চৌকিদার' বক্তা সুজন চক্রবর্তী।

20/07/2023

দিঘা উদ্ধার পর্যটকের মৃতদেহ

17/07/2023

ভাঙড়ে ১৪৪ ধারা নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা বিরোধী দল নেতার।

নির্বাচন ঘোষণার পর মনোনয়ন পর্ব থেকে রাজনৈতিক হিংসার কারণে উত্তপ্ত ভাঙড়। মনোনয়ন পর্ব ভোট এমনকি ভোটের ফলাফলের দিনেও ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছে বেশ কিছু মানুষ। এলাকায় শান্তি ফেরাতে লাগু করা হয়েছে ১৪৪ ধারা। ভাঙড়ের এই ১৪৪ ধারা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

15/07/2023

Digha: পর পর দুদিন দিঘায় ১০০ টনের বেশি ইলিশ মাছ উঠল।

15/07/2023

পঞ্চায়েত নির্বাচনের পরেই নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি বদল হল। এ নিয়ে তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন মহাপাত্র সাংবাদিকদের মুখোমুখি। প্রসঙ্গত নন্দীগ্রাম ১ ও ২ ব্লক এ শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধী বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে এই পঞ্চায়েত নির্বাচনে।

14/07/2023

দল আশানুরূপ ফল করায় মাথার মুন্ডন করে সেলিব্রেশন সমর্থকের।

মহিষাদল: ভোট যেতেই মাথা মুন্ডন বিজেপি কর্মীর। জনসম্মুখে ঢাক ঢোল পিটিয়ে ন্যাড়া হলেন এই বিজেপি কর্মী। নির্বাচনের ফলাফল বেরোতেই অন্য চিত্র মহিষাদলে। রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। পূর্ব মেদিনীপুর জন্য বিজেপির কাছে নতুন আশা। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের প্রত্যেকটি আসন অন্যবার তৃণমূলের দখলে থাকে। এবছর পঞ্চায়েত নির্বাচনের পর দেখা গেল ১৬ টি আসনের মধ্যে আটটি আসন বিজেপির দখলে। আর বাকি আটটি আসন তৃণমূলের দখলে। যার ফলে মহিষাদল বিধানসভার লক্ষ্যা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৫ বছর পর গেরুয়ার ঝড় উঠল।

এই নিয়ে যখন মহিষাদলে শুরু হয়েছে বিজেপির উল্লাস। তার মাঝেই এক অদ্ভুত চিত্র উঠে এল ক্যামেরা সামনে। এক বিজেপি কর্মী মাঠে বসে রয়েছেন, চারিপাশে ঘিরে রয়েছেন কর্মী সমর্থকেরা আর গ্রামের মন্দিরের সামনে মাথার চুল নাপিত ডেকে কামিয়ে মানত পূর্ন করলেন এক সমর্থক।

,

10/07/2023

Panchayat Election 23: পঞ্চায়েত নির্বাচনে বাকচার ফলাফল কি হবে তা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

10/07/2023

WB Panchayat Election 23: ময়নার বাকচায় ভোটারদের ভোট দিতে আসার জন্য পুলিশের মাইকিং!

10/07/2023

পুণঃনির্বাচনেও অশান্তি, ময়না বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজি!

ময়না: পঞ্চায়েত নির্বাচনের রাজনৈতিক হিংসা অশান্তি পুনঃনির্বাচনের বিদ্যমান! ১০ জুলাই পূর্ব মেদিনীপুর জেলার ৩১ টি বুথে পুনর্নির্বাচন চলছে। আর সেই পুনর্নির্বাচনে অশান্তি অব্যাহত। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাচ্চা গ্রাম পঞ্চায়েতের ১২ টি আসনে পুনর্নির্বাচন হচ্ছে। আর তাতেই অশান্তি ভোটকেন্দ্রের অদূরে বোমাবাজি। ভোটারদের ভয় দেখাতেই এই বোমাবাজি বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে উদ্ধার তাজা বোমা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

ময়নায় ১৪ টি বুথে, পাঁশকুড়ায় -১ টি বুথে, শহীদ মাতঙ্গিনীতে-১ টি এবং নন্দীগ্রামে-২ টি বুথে। জেলায় মোট ৩১ টি বুথে ভোট আবার ...
09/07/2023

ময়নায় ১৪ টি বুথে, পাঁশকুড়ায় -১ টি বুথে, শহীদ মাতঙ্গিনীতে-১ টি এবং নন্দীগ্রামে-২ টি বুথে। জেলায় মোট ৩১ টি বুথে ভোট আবার আগামীকাল।

Address

Tamluk
721636

Alerts

Be the first to know and let us send you an email when Banga News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banga News:

Videos

Share


Other Media/News Companies in Tamluk

Show All

You may also like