News Tamluk Live

News Tamluk Live একের মধ্যে সব
আপনার এলাকার ঘটনা তুলে ধরা আমাদের মূল লক্ষ্য

হাই স্কুল টিচারদের প্রাইভেট টিউশন সম্পর্কে পূর্বমেদিনীপুর জেলার DI -এর নির্দেশ
25/12/2022

হাই স্কুল টিচারদের প্রাইভেট টিউশন সম্পর্কে পূর্বমেদিনীপুর জেলার DI -এর নির্দেশ

নর্থ সিকিমে ১৬ জন বীর জওয়ান সড়ক দুর্ঘটনায় খাদের মধ্যে গাড়ি পড়ে গিয়ে বীরগতি প্রাপ্ত হলেন ! শহীদ জাওয়ানদের প্রত্যেকে...
24/12/2022

নর্থ সিকিমে ১৬ জন বীর জওয়ান সড়ক দুর্ঘটনায় খাদের মধ্যে গাড়ি পড়ে গিয়ে বীরগতি প্রাপ্ত হলেন !

শহীদ জাওয়ানদের প্রত্যেকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাদের আত্মার চিরশান্তি কামনা করি । 🙏

13/12/2022

*উচ্চ আদালতের পথে শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদক।১৪ দিনের পুলিশ হেফাজত চাইলেও তমলুক কোট তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দিল শ্যামল আদককে।

12/12/2022

"এ ডর মুঝে আচ্ছা লাগা":হাজরা মোড়ে শুভেন্দু

09/12/2022

আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আমি প্রাক্তন করে ছাড়বো: তমলুকে শুভেন্দু

09/12/2022

"আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আমি প্রাক্তন করে ছাড়বো":তমলুকে শুভেন্দু

08/12/2022

দীঘায় দূর্ঘটনা আটকাতে পুলিশের উদ্যোগে চালু হলো বিচ বাইক।
ডিসেম্বর মাস এলেই পর্যটকের মরশুম শুরু হয়ে যায়। আর তাতেই লক্ষ্য করা যায় দীঘা, তাজপুর, মন্দারমনি, শঙ্করপুর ,প্রভৃতি এলাকায় ব্যাপক পর্যটকের ঢল নামে। আর এই পর্যটক এর ঢল নামলেই শুরু হয় ছোটখাটো দুর্ঘটনা কোথাও বা জলে ডুবে মৃত্যু, আবার কোথাও বোল্ডারের আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন পর্যটকরা। আর তাদেরই নিরাপত্তার কথা ভেবে দীঘা সৈকত সরণীতে চালু করা হলো বিচ বাইক। তার দ্বারা যেমন পর্যটকদের নজরদারি চালানো হবে, তেমনি ভাবে কোন পর্যটক দুর্ঘটনায় পড়লে তড়িঘড়ি করে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা যাবে বলে প্রশাসন সূত্রে খবর। এই বিচবাইকগুলির নজরদারি চালাবে নুলিয়ারা। যার দ্বারা বিভিন্ন এলাকা গুলি তারা ঘুরে বেড়াবে তেমনি ভাবে কোন পর্যটক দুর্ঘটনা য় পড়লে তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা যাবে এই বীজ বাইকের মাধ্যমে। এদিন প্রশাসনের তরফ থেকে প্রায় বেশ কয়েকটি বীজ বাইক দীঘা সমুদ্র সৈকতে নামানো হয়েছে।

08/12/2022

এগরায় ধান জমির কাটা খড়ে বিশাল অগ্নিকাণ্ড

07/12/2022

*তমলুক জেলা আদালতে ধরা পড়লো ভুয়ো আইনজীবী। তুলে দেয়া হলো পুলিশের হাতে।*

তমলুক আদালতে এবার ধরা পড়লো ভুয়ো আইনজীবী। ভুয়ো ডাক্তার, ভুয়ো পুলিশ, ভুয়ো সাংবাদিকের পর এবার ভুয়ো আইনজীবী। কালো ঊকোট পরে এক যুবক তমলুক আদালত চত্বরে ঘোরাঘুরি করছিল এবং নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন মোক্কেলের কাছ থেকে টাকা নিচ্ছিল। আইনজীবীদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে এই ব্যাক্তি আইনজীবীদের কে মারধোর শুরু করেন। এরপরই আইনজীবীরা তাকে ধরে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের অফিসে নিয়ে গিয়ে বসায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে তমলুক থানায় নিয়ে গিয়েছে। পুলিশ এবং আইনজীবীরা জিজ্ঞাসা করে জানতে পেরেছে? ধৃত ব্যক্তির নাম আব্দুল মজিদ। বাড়ি তমলুক থানার কাশমালি গ্রাম। তমলুক জেলা আদালত চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

07/12/2022

দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ TMC এর ব্লক সাধারণ সম্পাদকের

06/12/2022

ময়নায় শিক্ষকের ঝুলন্ত মৃত দেহ

06/12/2022

"গুজরাট ও হিমাচলে রাস্ট্রবাদ জিতবে":শুভেন্দু

05/12/2022

তমলুকের চক শ্রীকৃষ্ণপুর গ্রামে ট্রেকার উল্টে মৃত এক। আহত বেশ কয়েকজন।

তমলুক হাসপাতাল মোড় থেকে ময়না যাওয়ার পথে তমলুকের চক শ্রীকৃষ্ণপুর এর কাছে একটি যাত্রী বোঝাই ট্রেকার টোটো কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রেকারে ড্রাইভারের। ট্রেকারের ড্রাইভারের নাম মইনুদ্দিন মল্লিক (৩২)। বাড়ি নন্দকুমার থানার ঈরকা ইরকা। তমলুক হাসপাতাল মোড় থেকে নিমতৌড়ি পর্যন্ত রাস্তা বেশ চওড়া করা হয়েছে। ফলে দ্রুত গতিতে গাড়ি যাতায়াত করে সেই জন্য দূর্ঘটনা।

04/12/2022

তমলুকের খরুইয়ে সমবায় ভোটে তৃণমুল ও বিজেপি সিপিএম জোটের সংঘর্ষ।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত খারুই- গঠরা সমবায় সমিতির নির্বাচন শুরু হয়েছে।এই সমবায়ে মোট আসন ৪৩টি। ৪৩ টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল ও বাম ও বিজেপি প্রগতিশীল জোট।বিজেপির অভিযোগ তাদের ভোটারদের বাধা দান করা হচ্ছিল। তাদের কাগজ ছাড়িয়ে নেওয়া হয়েছিল।সেই কথা বলতে গেলে বচসা বাঁধে তৃনমূলের সাথে।এরপর তৃণমূল কর্মীরা এসে তাদের ওপর মারধর করে ও তাদের পোস্টার ছিঁড়ে দেয় বাইরে থেকে লোক এনে এই ধরনের অশান্তি সৃষ্টি করছে তৃণমূল। যদিও সমস্ত অভিযোগের অস্বীকার করেছে তৃণমূল

04/12/2022

চাকরি দেওয়ার নাম করে ১৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গণধোলাই তৃণমূল নেতাকে,মারধর করার ভিডিও ভাইরাল

হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর সদরের বাসিন্দা দুই বন পুতুল নেশা পারভীন এবং হাজেরা খাতুন।অভিযোগ বিধানসভা ভোটের আগে এই দুই বোনকে অঙ্গনওয়াড়িতে চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েক দফায় মোট ১৬ লক্ষ টাকা নেন মালদা জেলা তৃণমূলের জয় হিন্দ বাহিনীর জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।তিনি বলে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। পনেরো দিনের মধ্যে হয়ে যাবে চাকরি। চাকরির আশায় নিজেদের শেষ সম্বল জমি বেঁচে এবং সঞ্চিত কিছু অর্থ থেকে ওই নেতাকে টাকা দিয়েছিল পিতা হারা দুই বোন। কিন্তু চাকরি দূর অস্ত। দেড় বছরের বেশি সময় হয়ে গেলেও টাকা ফেরত পায়নি তারা। চাইতে গেলে বারবার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের কাছে আসেন জাহাঙ্গীর আলম। খবর পেয়েই তার কাছে টাকার জন্য যান পুতুল নেশা পারভীন। কিন্তু অভিযোগ সেই সময় তাকে গলা টিপে ধরে পেটে লাথি মারেন ওই তৃণমূল নেতা। প্রকাশ্য দিবালোকে এক মহিলাকে মারধর করতে দেখায় ছুটে আসে এলাকাবাসী। পাল্টা ওই নেতাকে গণপ্রহার দেয় এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ এসে জাহাঙ্গীর আলমকে আটক করে নিয়ে যায়। এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসা করে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পুতুল নেশা পারভীন। তাদের দাবি তাদেরকে টাকা ফেরত দিতে হবে। সাথে এক মহিলার গায়ে হাত তোলার জন্য ওই নেতার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন দুই বোন।যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি তিনি কোন টাকা নেননি। ওই মহিলা তাকে বিয়ে করার জন্য চাপ দিতেন।এই সব কারণে তাকে প্রতিহিংসা বসত ফাঁসাচ্ছেণ।তৃনমূল আপাদমস্তক দুর্নীতিতে ভরে গেছে তীব্র কটাক্ষ বিজেপির।সাফাই তৃনমূলের।তরজা তুঙ্গে।

03/12/2022

"৪৮ ঘন্টার মধ্যে মারিশদার পঞ্চায়েত প্রধান-উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই";নির্দেশ অভিষেকের

03/12/2022

ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভায় হামলার প্রতিবাদে তমলুকে বিজেপির প্রতিবাদ সভা।

02/12/2022

৩ রা ডিসেম্বর কাঁথিতে অভিষেক ডায়মন্ড হারবারে
শুভেন্দু। তার আগেই সরগরম রাজনীতি।
কনিষ্ক পন্ডা V/S আল রাজি

02/12/2022

"আমিও ছোড়নে বালা পার্টি নই": শুভেন্দু

02/12/2022

আর্জেন্টিনা কাপ না পেলে বাচ্ছা নিব না এ কেমন ভক্ত?

30/11/2022

২৪ ডিসেম্বর দীঘা বিচ ম্যারাথন

30/11/2022

নুলিয়াদেরতৎপরতায় উদ্ধার হল দুই স্কুল ছাত্র।স্কুল ছুট দুই বাচ্চাকে উদ্ধার করল দীঘা থানা পুলিশ। আজ সকালে সিবিচের ধারে ঘোরাফেরা করা অবস্থায় কর্তব্যরত নুলিয়াদের চোখে পড়ে দুই অল্পবয়সী বাচ্চা । তখনই তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় পরে দীঘা থানায় খবর দেয়া হলে পুলিশ দীঘা থানায় 2 বাচ্চাকে নিয়ে আসে এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। ঘটনায় জানা যায়। সাবরা রামকৃষ্ণ বিদ্যালয়ের দুই ছাত্র কবীর বয়স 10,ও সাবিউল খান বয়স 11 ।কবীর আলী ষষ্ঠ শ্রেণির ছাত্র ও সাবিউল খান সপ্তম শ্রেণীর ছাত্র। গতকাল তারা বাড়ি থেকে দীঘা পালিয়ে আসে, রাত্রের সিবিচের ধারে কাটিয়ে দেয়। আজ সকালে নুলিয়াদের চোখে পড়লে তারা এই দুই ছাত্রকে উদ্ধার করে পরে দীঘা থানায় খবর দেয়া হয়। প্রশাসন সূত্রে জানা গেছে সাবিল খানে আজ ইংরেজি পরীক্ষা ছিল অপরদিকে কোভিদ আগামী কাল থেকে স্কুলের পরীক্ষা রয়েছে। সম্পর্কে দুই ভাই হয় বলে জানা গেছে। এবং এই দুই ছাত্রের পরিকল্পনা ছিল ট্রেনে করে বাইরে চলে যাওয়ার। গতকাল বাইক চালানোর সময় সাবিউল মা তার বাচ্চাকে বকাবকি করেন তার ফলেই তারা মেদিনীপুর বাসে করে দীঘা চলে আসে। আজ দিঘা থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে পরে তাদের ।পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

29/11/2022

"যত বড় দুষ্কৃতী তত বড় তৃনমূলের নেতা": সুজন চক্রর্তী
আজ পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি সিপিএম কার্যালয় থেকে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তিরস্কার করেন।

29/11/2022

রাজনৈতিক উত্তাপে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। ভগবানপুর এর তৃণমূল নেতা মিহির ভৌমিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। জানা যায় মিহির ভৌমিক বাড়ি থেকে বেরিয়ে গ্রামীণ সংসদে শামিল হতে যাচ্ছিলেন সেই সময়ই পঁাউসি সমবায় সমিতির কাছে তাকে ঘিরে ফেলে বেশ কয়েক জন দুষ্কৃতী। মারধোর করা হয় তার মাথায় আঘাত করা হয়।। রক্তাক্ত অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা তাকে নিয়ে গিয়ে ভর্তি করেন কাঁথি মহকুমা হাসপাতালে। মিহির ভৌমিকের অভিযোগ এরা প্রত্যেকেই ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি আশ্রিত বিজেপির দুষ্কৃতী। উপপ্রধানকে বিজেপি দুষ্কৃতী দ্বারা আক্রান্ত এর প্রতিবাদে ভূপতি নগর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে তৃণমূল কর্মী সমর্থকরা। অপরদিকে পাউসি এলাকায়ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে তৃণমূল কর্মীরা তাদের দাবি অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। এই ঘটনাকে ঘিরে এই মুহূর্তে ব্যাপকভাবে উত্তেজনা তৈরি হয়েছে ভগবানপুর বিধানসভা এলাকায়।

29/11/2022

দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর অশালীন বক্তব্যের প্রতিবাদে আন্দোলন। মালদার মানিকচকের মথুরাপুরে জোরদার আন্দোলন করলেন বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা।

28/11/2022

কাঁথিতে অভিষেকের সভা নিয়ে কি বললেন শুভেন্দু?

28/11/2022

আর্থিক প্রতারণায় অভিযুক্ত এক যুবককে আটক করল পাঁশকুড়া থানার পুলিশ। জানা গেছে আজ সোমবার বিকেলে কোলাঘাট ব্লকের অন্তর্গত চাপদা গ্রাম এলাকায় এক যুবক কিছুদিন ধরে আর্থিক প্রতারণা করছিল বলে অভিযোগ। ওই যুবকের বাড়ি মেছেদার হাকোল্লা বলে জানাগেছে।আজ বিকেলে চাপদা এলাকায় গেলে ওই যুবক তাকে গ্রামের মানুষজন ধরে রাখে গ্রামবাসীরা। এরপর পাঁশকুড়া থানায় খবর দেওয়া হলে অভিযুক্ত ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়

26/11/2022

"বীরবাহার জুতো পালিশ করাবো শুভেন্দু কে দিয়ে":কুণাল

Address

তমলুক
Tamluk
721636

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Tamluk Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Tamluk Live:

Videos

Share


Other Media/News Companies in Tamluk

Show All

You may also like