নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় নির্বাচনে জয়ি তৃণমূল কংগ্রেস।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার নন্দীগ্রাম 2 নং ব্লকে ১২ টি আসনে ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচন । এই নির্বাচনে১২ টি আসনে ১২ টিতেই জয় লাভ করে তৃণমূল কংগ্রেস। তবে আজ সকালে ভোট গ্রহণ প্রক্রিয়ার শুরু হওয়ার পূর্বেই তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল বি জে পি তাদের ১০-১২ জন কর্মীকে মেরে আহত করেছে। তবে পাল্টা অভিযোগ বি জে পির তৃণমূল এই সময় নির্বাচনে জয় লাভের পর তৃণমূলের কর্মী সমর্থকরা বি জে পির ক্যাম্প অফিস ভাঙচুর করে এর পাশাপাশি তাঁদের বেশ কিছু বাইকও ভাঙচুর করে বলেই অভিযোগ তাঁদের। ঘটনাস্থলে এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নন্দীগ্রাম থানার পুলিশ মোতায়ন রয়েছে।
*উচ্চ আদালতের পথে শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদক।১৪ দিনের পুলিশ হেফাজত চাইলেও তমলুক কোট তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দিল শ্যামল আদককে।
"এ ডর মুঝে আচ্ছা লাগা":হাজরা মোড়ে শুভেন্দু
আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আমি প্রাক্তন করে ছাড়বো: তমলুকে শুভেন্দু
"আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আমি প্রাক্তন করে ছাড়বো":তমলুকে শুভেন্দু
দীঘায় দূর্ঘটনা আটকাতে পুলিশের উদ্যোগে চালু হলো বিচ বাইক।
ডিসেম্বর মাস এলেই পর্যটকের মরশুম শুরু হয়ে যায়। আর তাতেই লক্ষ্য করা যায় দীঘা, তাজপুর, মন্দারমনি, শঙ্করপুর ,প্রভৃতি এলাকায় ব্যাপক পর্যটকের ঢল নামে। আর এই পর্যটক এর ঢল নামলেই শুরু হয় ছোটখাটো দুর্ঘটনা কোথাও বা জলে ডুবে মৃত্যু, আবার কোথাও বোল্ডারের আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন পর্যটকরা। আর তাদেরই নিরাপত্তার কথা ভেবে দীঘা সৈকত সরণীতে চালু করা হলো বিচ বাইক। তার দ্বারা যেমন পর্যটকদের নজরদারি চালানো হবে, তেমনি ভাবে কোন পর্যটক দুর্ঘটনায় পড়লে তড়িঘড়ি করে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা যাবে বলে প্রশাসন সূত্রে খবর। এই বিচবাইকগুলির নজরদারি চালাবে নুলিয়ারা। যার দ্বারা বিভিন্ন এলাকা গুলি তারা ঘুরে বেড়াবে তেমনি ভাবে কোন পর্যটক দুর্ঘটনা য় পড়লে তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান
এগরায় ধান জমির কাটা খড়ে বিশাল অগ্নিকাণ্ড
*তমলুক জেলা আদালতে ধরা পড়লো ভুয়ো আইনজীবী। তুলে দেয়া হলো পুলিশের হাতে।*
তমলুক আদালতে এবার ধরা পড়লো ভুয়ো আইনজীবী। ভুয়ো ডাক্তার, ভুয়ো পুলিশ, ভুয়ো সাংবাদিকের পর এবার ভুয়ো আইনজীবী। কালো ঊকোট পরে এক যুবক তমলুক আদালত চত্বরে ঘোরাঘুরি করছিল এবং নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন মোক্কেলের কাছ থেকে টাকা নিচ্ছিল। আইনজীবীদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে এই ব্যাক্তি আইনজীবীদের কে মারধোর শুরু করেন। এরপরই আইনজীবীরা তাকে ধরে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের অফিসে নিয়ে গিয়ে বসায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে তমলুক থানায় নিয়ে গিয়েছে। পুলিশ এবং আইনজীবীরা জিজ্ঞাসা করে জানতে পেরেছে? ধৃত ব্যক্তির নাম আব্দুল মজিদ। বাড়ি তমলুক থানার কাশমালি গ্রাম। তমলুক জেলা আদালত চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ TMC এর ব্লক সাধারণ সম্পাদকের
ময়নায় শিক্ষকের ঝুলন্ত মৃত দেহ
"গুজরাট ও হিমাচলে রাস্ট্রবাদ জিতবে":শুভেন্দু
তমলুকের চক শ্রীকৃষ্ণপুর গ্রামে ট্রেকার উল্টে মৃত এক। আহত বেশ কয়েকজন।
তমলুক হাসপাতাল মোড় থেকে ময়না যাওয়ার পথে তমলুকের চক শ্রীকৃষ্ণপুর এর কাছে একটি যাত্রী বোঝাই ট্রেকার টোটো কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রেকারে ড্রাইভারের। ট্রেকারের ড্রাইভারের নাম মইনুদ্দিন মল্লিক (৩২)। বাড়ি নন্দকুমার থানার ঈরকা ইরকা। তমলুক হাসপাতাল মোড় থেকে নিমতৌড়ি পর্যন্ত রাস্তা বেশ চওড়া করা হয়েছে। ফলে দ্রুত গতিতে গাড়ি যাতায়াত করে সেই জন্য দূর্ঘটনা।
তমলুকের খরুইয়ে সমবায় ভোটে তৃণমুল ও বিজেপি সিপিএম জোটের সংঘর্ষ।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত খারুই- গঠরা সমবায় সমিতির নির্বাচন শুরু হয়েছে।এই সমবায়ে মোট আসন ৪৩টি। ৪৩ টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল ও বাম ও বিজেপি প্রগতিশীল জোট।বিজেপির অভিযোগ তাদের ভোটারদের বাধা দান করা হচ্ছিল। তাদের কাগজ ছাড়িয়ে নেওয়া হয়েছিল।সেই কথা বলতে গেলে বচসা বাঁধে তৃনমূলের সাথে।এরপর তৃণমূল কর্মীরা এসে তাদের ওপর মারধর করে ও তাদের পোস্টার ছিঁড়ে দেয় বাইরে থেকে লোক এনে এই ধরনের অশান্তি সৃষ্টি করছে তৃণমূল। যদিও সমস্ত অভিযোগের অস্বীকার করেছে তৃণমূল
চাকরি দেওয়ার নাম করে ১৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গণধোলাই তৃণমূল নেতাকে,মারধর করার ভিডিও ভাইরাল
হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর সদরের বাসিন্দা দুই বন পুতুল নেশা পারভীন এবং হাজেরা খাতুন।অভিযোগ বিধানসভা ভোটের আগে এই দুই বোনকে অঙ্গনওয়াড়িতে চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েক দফায় মোট ১৬ লক্ষ টাকা নেন মালদা জেলা তৃণমূলের জয় হিন্দ বাহিনীর জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।তিনি বলে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। পনেরো দিনের মধ্যে হয়ে যাবে চাকরি। চাকরির আশায় নিজেদের শেষ সম্বল জমি বেঁচে এবং সঞ্চিত কিছু অর্থ থেকে ওই নেতাকে টাকা দিয়েছিল পিতা হারা দুই বোন। কিন্তু চাকরি দূর অস্ত। দেড় বছরের বেশি সময় হয়ে গেলেও টাকা ফেরত পায়নি তারা। চাইতে গেলে বারবার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার হরিশচন্দ্রপুর গ্র
"৪৮ ঘন্টার মধ্যে মারিশদার পঞ্চায়েত প্রধান-উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই";নির্দেশ অভিষেকের
ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভায় হামলার প্রতিবাদে তমলুকে বিজেপির প্রতিবাদ সভা।
৩ রা ডিসেম্বর কাঁথিতে অভিষেক ডায়মন্ড হারবারে
শুভেন্দু। তার আগেই সরগরম রাজনীতি।
কনিষ্ক পন্ডা V/S আল রাজি
"আমিও ছোড়নে বালা পার্টি নই": শুভেন্দু
আর্জেন্টিনা কাপ না পেলে বাচ্ছা নিব না এ কেমন ভক্ত?
২৪ ডিসেম্বর দীঘা বিচ ম্যারাথন