Digital Creator ANJU

Digital Creator ANJU এই যুগে বন্ধুত্ত্ব,প্রেম,ভালোবাসা সবই আছে,শুধুথেকে যাওয়া টা"Permanent"নেই❤️
(1)

25/04/2024
খুব সকালে একটা পাখি ঘুম ভাঙাতো রোজ,তার রঙীন ডানায় পেয়েছিলাম ভালো থাকার খোঁজ। সে হারিয়ে গেছে, আর ফেরেনিহারাতে নেই ভয়!...
03/01/2024

খুব সকালে একটা পাখি
ঘুম ভাঙাতো রোজ,
তার রঙীন ডানায় পেয়েছিলাম
ভালো থাকার খোঁজ।
সে হারিয়ে গেছে, আর ফেরেনি
হারাতে নেই ভয়!
আজ আপন-স্বজন অনেক তবু
কেউ তো কারো নয়।

আমার জন্য সামান্য স্যাক্রিফাইস করে দেখ ✨আমি তোমার জন্য জীবন উৎসর্গ করে দেব...😌💗🥀
29/12/2023

আমার জন্য সামান্য স্যাক্রিফাইস করে দেখ ✨
আমি তোমার জন্য জীবন উৎসর্গ করে দেব...😌💗🥀

এই আধুনিকতার যুগে পূর্ণতা নেইবিচ্ছেদ হয় রোজ,দু'ম'ড়ে মু'চ'ড়ে মানুষ বেঁচেও মরাকে রাখে কার খোঁজ ! থাকতে এসেও থাকে না কেউঅযু...
29/12/2023

এই আধুনিকতার যুগে পূর্ণতা নেই
বিচ্ছেদ হয় রোজ,
দু'ম'ড়ে মু'চ'ড়ে মানুষ বেঁচেও মরা
কে রাখে কার খোঁজ !
থাকতে এসেও থাকে না কেউ
অযুহাতে ছেড়ে যায়
এভাবেই কত মানুষ তাদের
শখের মানুষ হারায় !

Making Lunch with special one ! All are invited............
22/12/2023

Making Lunch with special one ! All are invited............

💰
27/09/2023

💰

তুমি হতাশা হয়ে কেন আসোভালোবাসা হয়ে আসতে পারনাএকগুচ্ছ অভিযোগ নিয়ে কেন আসোএকরাশ মায়া নিয়ে জড়িয়ে ধরতে পারনা।বার বার ...
24/09/2023

তুমি হতাশা হয়ে কেন আসো
ভালোবাসা হয়ে আসতে পারনা
একগুচ্ছ অভিযোগ নিয়ে কেন আসো
একরাশ মায়া নিয়ে জড়িয়ে ধরতে পারনা।

বার বার হারিয়ে যাওয়ার
কেনো এতো ভয় দেখাও
একবার এই হাতটা ধরে, শক্ত করে ,
বেচেঁ থাকার স্বপ্ন দেখাতে পারনা ,
তুমি ভালোবাসা হয়ে কেনো আসোনা।

হঠাৎ দেখা।_রবীন্দ্রনাথ ঠাকুররেলগাড়ির কামরায় হঠাৎ দেখা,   ভাবিনি সম্ভব হবে কোনদিন।।     আগে ওকে বারবার দেখেছি   লাল রঙের ...
24/09/2023

হঠাৎ দেখা।
_রবীন্দ্রনাথ ঠাকুর

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা,
ভাবিনি সম্ভব হবে কোনদিন।।

আগে ওকে বারবার দেখেছি
লাল রঙের শাড়িতে-
দালিম-ফুলের মত রাঙা;
আজ পরেছে কালো রেশমের কাপড়,
আঁচল তুলেছে মাথায়
দোলন-চাঁপার মত চিকন-গৌর মুখখানি ঘিরে।
মনে হল, কাল রঙের একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,
যে দূরত্ব সর্ষেক্ষেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে।
থমকে গেল আমার সমস্ত মনটা:
চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে।।

হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে
আমাকে করলে নমস্কার।
সমাজবিধির পথ গেল খুলে:
আলাপ করলেম শুরু-
কেমন আছো, কেমন চলছে সংসার
ইত্যাদি।
সে রইল জানালার বাইরের দিকে চেয়ে
যেন কাছের-দিনের-ছোঁয়াচ-পার-হওয়া চাহনিতে।
দিলে অত্যন্ত ছোটো দুটো-একটা জবাব,
কোনটা বা দিলেই না।
বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়-
কেন এ-সব কথা,
এর চেয়ে অনেক ভাল চুপ ক’রে থাকা।।

আমি ছিলেম অন্য বেঞ্চিতে ওর সাথিদের সঙ্গে।
এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে।
মনে হল কম সাহস নয়-
বসলুম ওর এক বেঞ্চিতে।

গাড়ির আওয়াজের আড়ালে
বললে মৃদুস্বরে,
‘কিছু মনে কোরো না,
সময় কোথা সময় নষ্ট করবার!
আমাকে নামতে হবে পরের স্টেশনেই;
দূরে যাবে তুমি,
তাই, যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে,
শুনব তোমার মুখে।
সত্য করে বলবে তো?’

আমি বললাম,বলব।
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
‘আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে-
কিছুই কি নেই বাকি?’

একটুকু রইলেম চুপ করে;
তার পর বললেম,
‘রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে।’

খটকা লাগল, কী জানি বানিয়ে বললেম নাকি।
ও বললে, ‘থাক এখন যাও ও দিকে।’
সবাই নেমে গেল পরের স্টেশনে।
আমি চললেম একা।।

📸 Collected

19/08/2023

কা'পুরুষ আটকায় সৌন্দর্যে
কু- নারী আটকায় অর্থে
মানুষ আটকায় মায়ায়
অ'মানুষ আটকায় স্বা'র্থে।

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
14/08/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

10/08/2023

#💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

"শুধু তোমাকেই ভালোবেসে, দু' মুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে".....
29/07/2023

"শুধু তোমাকেই ভালোবেসে, দু' মুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে".....

কোন একদিন আমরা এখানেই
27/07/2023

কোন একদিন আমরা এখানেই

27/07/2023

27/07/2023

“Better than a thousand of words.”
27/07/2023

“Better than a thousand of words.”

Wow 👌
22/07/2023

Wow 👌

Address

Tamluk
721636

Alerts

Be the first to know and let us send you an email when Digital Creator ANJU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Creator ANJU:

Videos

Share