জমি জবরদখলের চেষ্টা!!
একেবারে প্রকাশ্যে হা*মলা চালিয়ে জমি জবরদখলের চেষ্টা। এমনই চিত্র ধরা পড়লো পূর্ব মেদিনীপুরের এগরায়। অভিযোগ গায়ের জোরে জমি দখলের চেষ্টা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের বরদা গ্রামের ঘটনা। এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের কৃষকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামের বাসিন্দা নমিতা বেরা ও তাঁর স্বামী রমেশ চন্দ্র বেরার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত একটি ৭৬ ডেসিমিল জলজমিতে গত ৩১ শে জানুয়ারি চাষ করার সময় কিছু বহিরাগত দুষ্কৃতী এসে হা#মলা চালায়। দুষ্কৃতীরা চাষের জমি ছেড়ে চলে যেতে বললে নমিতা বেরা ও রমেশচন্দ্র বেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। রমেশ বেরার অভিযোগ দুষ্কৃতীরা লাঠি নিয়ে এসে ঐ জমি জবরদখল করার চেষ্টা করে। বাধা দিলে তাঁদের উপর চড়াও হয়ে কি ল, চ ড়, লা ঠি দিয়ে বেধ
হলদিয়ায় জয়ী বাম!!
হলদিয়ার সমবায় নির্বাচনে সবকটি আসন পেল বাম। হলদিয়া কনজিউমার্স কো- অপারেটিভ নির্বাচন - ২০২৫এ প্রার্থী দিতে পারলনা তৃনমূল- বিজেপি। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করল সিপিএম।
মোট আসন - ১২, বাম - ১২, তৃণমূল - ০০, বিজেপি - ০০।
বাম কর্মীদের কটাক্ষ , ২০১৫ সালে সন্ত্রাস করে বাম প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করে তৃণমূল জয়ী হয়েছিল।
হলদিয়া কনজিউমার্স কো-অপারেটিভ নির্বাচন আগামী ২রা মার্চ। ২৭ এবং ২৮ শে জানুয়ারী ছিল নমিনেশন তোলা এবং জমা দেওয়ার শেষ সময় ছিল। ২৯ এবং ৩০শে জানুয়ারি স্কুটনি ও মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল। তৃণমূল, বিজেপি কোন মনোনয়ন জমা দিতে পারেনি। বামেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ টি আসনে জয়ী হল।
.
.
.
.
.
.
#purbamedinipurnews #Haldia #PurbaMedinipur #WestBengal #cooperativeelection #elections #TMC #AITC #BJP #CPIM #CPM #Banglanews #news #BREAKING #BreakingNews
কুম্ভ মেলায় নিখোঁজ তমলুকের মহিলা।
কুম্ভ মেলার উদ্দ্যেশ্যে আত্মীয়সহ প্রতিবেশী নিয়ে মোট আটজনের সাথে সোমবার বেরিয়ে যান বাড়ি থেকে, মঙ্গলবার প্রয়াগরাজ পৌঁছানোর পরই হটাৎ নিখোঁজ হন পূর্ব মেদিনীপুরের তমলুক থানার কালিকাপুর গ্রামের ৬২ বছর বয়সী অর্চনা মাইতি। ঘটনার খবর পেয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবার পরিজনদের মধ্যে।দুশ্চিন্তায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবার সহ আত্মীয়- স্বজনরা। ইতিমধ্যেই মহাকুম্ভতে মঙ্গলবার রাতেই পদপিষ্ট হয়ে প্রায় ৩০ জন পুন্যার্থীর মৃ*ত্যু র ঘটনা ঘটে, যা নিয়ে ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে রয়েছেন বহু মানুষজন, তার পর এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি ওই মহিলার। অর্চনা মাইতির ছবি হাতে নিয়ে তাঁর ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন তাঁর মেয়ে সহ পরিবারের লোকজন। ওই মহিলার সাথে যারা কুম্ভ মেলার উদ্দ্যেশ্যে গিয়েছিলেন তাঁদের সাথে বাড়ি থেকে ফোন করে যোগাযোগ করা হলে জানা যায়
কাঁথিতে কু*পি*য়ে খু*ন!!
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার গান্ধী রোডে গতকাল মধ্যরাতে কু*পি*য়ে খু*ন করা হয় কাঁথি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজগর মল্লিককে (২৭)। জানা গেছে, গতকাল রাতে একটি ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই বন্ধু আজগর মল্লিক ও সৌরভ দাস মিলে নাচানাচি করে, নাচানাচির সময় দুই বন্ধু বিবাদে জড়িয়ে পড়েন এবং এই কান্ড ঘটে।
ক্লাবের সামনে আজগর কে র*ক্তা*ক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়, চিকিৎসা চলাকালীন মৃ*ত্যু হয় আজগরের।
কাঁথি থানার পুলিশ খবর পেয়ে এসে অভিযুক্ত সৌরভকে ক্লাবের ভেতর থেকে বার করে এবং তাকে গ্রেফতার করে।
কি কারণে এই খু*ন তদন্ত করছে কাঁথি থানার পুলিশ।
.
.
.
.
.
.
.
#purbamedinipurnews #PurbaMedinipur #kanthi #WestBengal #WestBengalNews #news #Banglanews #BengaliNews #BREAKING #BreakingNews
পাকা বাড়ির মালিকের একাউন্টে আবাস প্রকল্পের টাকা!!!
এগরায় আবাস প্রকল্পে পাকা বাড়ির মালিক ও সিভিক ভলেন্টিয়ারের একাউন্টে প্রথম দফায় ৬০ হাজার টাকা ঢুকেছে। এর পরেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বরিদা গ্রামের ঘটনা।
এ বিষয়ে এগরা ১ ব্লক প্রশাসনিক আধিকারিকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
.
.
.
.
.
.
#purbamedinipurnews #PurbaMedinipur #egra #WestBengal #WestBengalNews #Banglanews #BengalNews #news #BREAKING #BreakingNews #AwasYojana #Corruption #Civicvolunteers #tmc #aitc #TrinamoolCongress #bjp
সমুদ্রে ডুবে গেলো ট্রলার!! তারপর....
দিঘা মোহনার অদূরে সমুদ্রে ডুবে গেলো ট্রলার। অল্পের জন্য রক্ষা পেল ট্রলারে থাকা মৎস্যজীবীরা। দিঘা সমুদ্রে চলা ADELINE বোটের কর্মীরা উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। ট্রলারে থাকা ৯ জন মৎস্যজীবীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
.
.
.
.
.
.
#purbamedinipurnews #PurbaMedinipur #Digha #dighamohana #mohona #sea #fisherman #resque #adeline #WestBengal #WestBengalNews #BengalNews #Banglanews #news #Breaking #BreakingNews
এগরায় বাচ্চাদের স্কুলের গাড়িতে পুলিশের গাড়ির ধা*ক্কা!!
স্কুলের গাড়িতে পুলিশের গাড়ির ধা*ক্কা! আহ*ত বেশ কয়েকজন স্কুল পড়ুয়া শিশু। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় এলাকাবাসী সূত্রে
জানা গিয়েছে, এদিন দুপুর ২টা নাগাদ সরস্বতী শিশু মন্দির স্কুলের বাচ্চাদের গাড়ি থেকে নামানোর সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশের একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল গাড়িটিকে ধা*ক্কা মা*রে। আহ*ত শিশুদের প্রাথমিক চিকিৎসার জন্য এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, প্রতিটি স্কুল গাড়ির চালক ও পুলিশকে সচেতন হতে হবে। পুলিশের একটা নির্দিষ্ট সীমা মেনে কাজ করা উচিত বলে জানিয়েছেন বিধায়ক।
.
.
.
.
.
.
.
#purbamedinipurnews #PurbaMedinipur #egra #WestBengal #WestBengalNews #Banglanews #BengalNews #news #schoolvan #police
বিধায়ক শুনলো "চোর" স্লোগান!!!
নিজ'গড়েই দলীয় কর্মীদের থেকে "চোর" স্লোগান শুনতে হলো প্রাক্তন মন্ত্রী বিধায়ক অখিল গিরি কে!!
.
.
.
.
.
.
#purbamedinipurnews #kanthi #PurbaMedinipur #MLA #AkhilGiri #TMC #AITC #news #WestBengal #WestBengalNews #Banglanews
জাতীয় পতাকার অপমান!!!
হাওড়া উলুবেড়িয়ার লক'ঘাটের সামনে কর্মরত এক পুলিশ আধিকারিকের নজরে আসে একটি গাড়ি...
তারপর.....
.
.
.
.
.
#purbamedinipurnews #Uluberia #WestBengal #virals #viral #NationalFlag #indianflag #tiranga
ফের নিমতৌড়িতে পথ দু*র্ঘট*না!!
গতকালের পর আজ ফের তমলুক থানার নিমতৌড়ি র ভান্ডারবেড়িয়া তে ১১৬ নং জাতীয় সড়কে পথ দু*র্ঘ*টনা... ট্রাকের পেছনে সজোরে ধা*ক্কা মা*রে দিঘা গামী বাইক..আশঙ্কাজনক দুই...পুলিশ দু'জনকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে...ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ বাহিনী।
.
.
.
.
.
.
.
#purbamedinipurnews #PurbaMedinipur #Digha #Nandakumar #mecheda #tamluk #Nimtouri #news #BREAKING #BreakingNews #WestBengal #WestBengalNews #BengalNews #Banglanews #RoadAccident #roadaccidentnews
বর্ষবরণের রাতে দিঘায় উদ্ধার মহিলার মৃ*ত দে*হ!!!
বর্ষ বিদায় এবং বর্ষ বরণের রাতে দিঘার একটি হোটেল থেকে এক ১৯ বছর বয়সী মহিলার মৃ*তদে*হ উদ্ধার। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন শহর দিঘায়। জানা যায় পশ্চিম বর্ধমান জেলার হিরাপুর থানার বাসিন্দা প্রীতম ঠাকুর তাঁর স্ত্রী প্রীতি কর(১৯) কে নিয়ে উঠেছিলেন নিউ দিঘার একটি হোটেলে। রাত আড়াইটার নাগাদ হোটেলের একটি রুম থেকে এই মহিলাকে মৃ*ত অবস্থায় উদ্ধার করা হয়। যদিও বা মৃ*তদে*হ দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে রাখা হয়েছে। রাত আড়াইটার সময় চিৎকার শুনতে হোটেল কর্মীরা, দেখেন এক মহিলা অচৈতন্য অবস্থায় হোটেলের খাটের ওপর পড়ে রয়েছেন ওই মহিলা। তড়িঘড়ি করে তাঁরা দিঘা হাসপাতালে ওই মহিলাকে নিয়ে আসেন হোটেল কর্মীরা। হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃ*ত বলে ঘোষণা করেন। মৃ*তার গলায় ফাঁ*স দেওয়া ছিল বলে জানা গেছে। এই ঘটনায় দিঘা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন
নিমতৌড়িতে পথ দু*র্ঘট*নায় মৃ*ত ২!!
দিঘা-মেছাদা 116 নং জাতীয় সড়কের নন্দকুমারের দিক থেকে নিমতৌড়ির দিকে স্কুটিতে করে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে আসছিলেন এক ব্যক্তি। তমলুক থানার নিমতৌড়ির কাছে রেড সিগন্যাল থাকায় দাঁড়িয়ে পড়েন তিনি। হঠাৎই পেছন দিক থেকে একটি তেল ট্যাঙ্কার সজরে ধা*ক্কা মা*রে স্কুটিতে। ঘটনাস্থলেই একজন শিশুসহ দুইজনের মৃ*ত্যু হয়। বাকি দুইজনকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার পর ১১৬ নং জাতীয় সড়ক অবরোধ করে রাখেন এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা। এলাকার মানুষের দাবি ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। উত্তর সোনামুই অঞ্চলের উপপ্রধান লক্ষণ দাস বলেন ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এত বড় ঘটনা। এই এলাকায় দ্রুত ফ্লাইওভারের দাবি জানাচ্ছেন তিনি। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ দীর্ঘক্ষনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দে*হ উদ্ধার করে।
.
.
.
.
.
.
.
#purbamedinipurnews #PurbaMed