Purba Medinipur News

Purba Medinipur News আপনাদের যেকোনো খবর জানান এই নং এ
9933680687 (Call/Whatsapp)

03/02/2025

একেবারে প্রকাশ্যে হা*মলা চালিয়ে জমি জবরদখলের চেষ্টা। এমনই চিত্র ধরা পড়লো পূর্ব মেদিনীপুরের এগরায়। অভিযোগ গায়ের জোরে জমি দখলের চেষ্টা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের বরদা গ্রামের ঘটনা। এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের কৃষকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামের বাসিন্দা নমিতা বেরা ও তাঁর স্বামী রমেশ চন্দ্র বেরার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত একটি ৭৬ ডেসিমিল জলজমিতে গত ৩১ শে জানুয়ারি চাষ করার সময় কিছু বহিরাগত দুষ্কৃতী এসে হা #মলা চালায়। দুষ্কৃতীরা চাষের জমি ছেড়ে চলে যেতে বললে নমিতা বেরা ও রমেশচন্দ্র বেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। রমেশ বেরার অভিযোগ দুষ্কৃতীরা লাঠি নিয়ে এসে ঐ জমি জবরদখল করার চেষ্টা করে। বাধা দিলে তাঁদের উপর চড়াও হয়ে কি ল, চ ড়, লা ঠি দিয়ে বেধাড়ক মা #রধ #র করে। চিৎকার চেঁচামেচি শুনে পাশের জমি থেকে চাষীরা ছুটে এসে উদ্ধার করে তাঁদের। তারপর গত ১ ফেব্রুয়ারী ইলিয়াস খাঁন, সেক ইউসুফ, সেক জুল্লু রহমান, সেরাফত খাঁন ও সুভাষ মিশ্রর বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ জানায় নমিতা বেরা ও তাঁর স্বামী। থানায় অভিযোগ জানানোর পরেও চরম আতঙ্কে রয়েছে ঐ চাষীর পরিবার। আগামীদিনে ঐ জমিতে কিভাবে চাষ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় দিন গুনছেন স্থানীয় চাষীর পুরো পরিবার।

31/01/2025

হলদিয়ার সমবায় নির্বাচনে সবকটি আসন পেল বাম। হলদিয়া কনজিউমার্স কো- অপারেটিভ নির্বাচন - ২০২৫এ প্রার্থী দিতে পারলনা তৃনমূল- বিজেপি। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করল সিপিএম।
মোট আসন - ১২, বাম - ১২, তৃণমূল - ০০, বিজেপি - ০০।
বাম কর্মীদের কটাক্ষ , ২০১৫ সালে সন্ত্রাস করে বাম প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করে তৃণমূল জয়ী হয়েছিল।
হলদিয়া কনজিউমার্স কো-অপারেটিভ নির্বাচন আগামী ২রা মার্চ। ২৭ এবং ২৮ শে জানুয়ারী ছিল নমিনেশন তোলা এবং জমা দেওয়ার শেষ সময় ছিল। ২৯ এবং ৩০শে জানুয়ারি স্কুটনি ও মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল। তৃণমূল, বিজেপি কোন মনোনয়ন জমা দিতে পারেনি। বামেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ টি আসনে জয়ী হল।

30/01/2025

কুম্ভ মেলার উদ্দ্যেশ্যে আত্মীয়সহ প্রতিবেশী নিয়ে মোট আটজনের সাথে সোমবার বেরিয়ে যান বাড়ি থেকে, মঙ্গলবার প্রয়াগরাজ পৌঁছানোর পরই হটাৎ নিখোঁজ হন পূর্ব মেদিনীপুরের তমলুক থানার কালিকাপুর গ্রামের ৬২ বছর বয়সী অর্চনা মাইতি। ঘটনার খবর পেয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবার পরিজনদের মধ্যে।দুশ্চিন্তায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবার সহ আত্মীয়- স্বজনরা। ইতিমধ্যেই মহাকুম্ভতে মঙ্গলবার রাতেই পদপিষ্ট হয়ে প্রায় ৩০ জন পুন্যার্থীর মৃ*ত্যু র ঘটনা ঘটে, যা নিয়ে ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে রয়েছেন বহু মানুষজন, তার পর এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি ওই মহিলার। অর্চনা মাইতির ছবি হাতে নিয়ে তাঁর ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন তাঁর মেয়ে সহ পরিবারের লোকজন। ওই মহিলার সাথে যারা কুম্ভ মেলার উদ্দ্যেশ্যে গিয়েছিলেন তাঁদের সাথে বাড়ি থেকে ফোন করে যোগাযোগ করা হলে জানা যায় মহাকুম্ভ তে এখনও পর্যন্ত ওই মহিলার এখনও খোঁজ মেলেনি। বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করা হলেও কোনো আশার খবর মেলেনি। যার ফলে এক প্রকার আশঙ্কার মধ্যে রয়েছে মহিলার পরিবারের লোকজনরা।
ওই মহিলার সাথে যারা গিয়েছিল তারা স্থানীয় বিভিন্ন প্রশাসন দপ্তর, কিংবা অনুসন্ধান অফিস, হাসপাতালে হন্য হয়ে ঘুরে দেখলেও কোথাও মেলেনি তাকে। শেষমেষ অর্চনা দেবীর সাথে যারা গিয়েছিলেন তাঁরা বাড়িমুখী হয়েছেন ওখান থেকে।
সূত্রের খবর অর্চনা দেবী যেন সুস্থ ভাবে বাড়ি ফেরেন সেই চেষ্টায় জেলা প্রশাসনের আধিকারিকরা।

তাম্রলিপ্ত পৌরসভার ৩নং ওয়ার্ডের রত্নালী ও রাধাবল্লভপুর সহ পার্শ্ববর্তী গ্রাম গুলোয় গতকাল থেকে একটি পাগল কুকুরের উপদ্রব...
28/01/2025

তাম্রলিপ্ত পৌরসভার ৩নং ওয়ার্ডের রত্নালী ও রাধাবল্লভপুর সহ পার্শ্ববর্তী গ্রাম গুলোয় গতকাল থেকে একটি পাগল কুকুরের উপদ্রব ক্রমশই বাড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় ১০ জনেরও বেশি মানুষ কে কামড়েছে এই কুকুর টি, যার মধ্যে ১ জন শিশু সহ এক বৃদ্ধা গুরুতর জখম হয়েছেন। সকালে পৌরসভার চেয়ারম্যান কে বিষয়টি জানানো হলে তিনি আশ্বস্ত করেন তিনি বনদপ্তরে খবর দিয়েছেন, বনদপ্তরের কর্মীরা ব্যবস্থা নেবেন। কিন্তু স্থানীয় সূত্রে জানা যায় এখনও পর্যন্ত কোনো বনকর্মীর দেখা মেলেনি এলাকায়। এখনও যাকে সামনে পাচ্ছে তাকেই কামড় দিচ্ছে কুকুরটি। বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন আতঙ্কিত এলাকাবাসী।

26/01/2025
Happy 76th Republic Day 🇮🇳
26/01/2025

Happy 76th Republic Day 🇮🇳

নেতাজী সুভাষ চন্দ্র বসু'র জন্ম জয়ন্তী তে সশ্রদ্ধ প্রণাম 🙏
23/01/2025

নেতাজী সুভাষ চন্দ্র বসু'র জন্ম জয়ন্তী তে সশ্রদ্ধ প্রণাম 🙏

20/01/2025

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার গান্ধী রোডে গতকাল মধ্যরাতে কু*পি*য়ে খু*ন করা হয় কাঁথি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজগর মল্লিককে (২৭)। জানা গেছে, গতকাল রাতে একটি ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই বন্ধু আজগর মল্লিক ও সৌরভ দাস মিলে নাচানাচি করে, নাচানাচির সময় দুই বন্ধু বিবাদে জড়িয়ে পড়েন এবং এই কান্ড ঘটে।
ক্লাবের সামনে আজগর কে র*ক্তা*ক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়, চিকিৎসা চলাকালীন মৃ*ত্যু হয় আজগরের।
কাঁথি থানার পুলিশ খবর পেয়ে এসে অভিযুক্ত সৌরভকে ক্লাবের ভেতর থেকে বার করে এবং তাকে গ্রেফতার করে।
কি কারণে এই খু*ন তদন্ত করছে কাঁথি থানার পুলিশ।

19/01/2025

এগরায় আবাস প্রকল্পে পাকা বাড়ির মালিক ও সিভিক ভলেন্টিয়ারের একাউন্টে প্রথম দফায় ৬০ হাজার টাকা ঢুকেছে। এর পরেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বরিদা গ্রামের ঘটনা।
এ বিষয়ে এগরা ১ ব্লক প্রশাসনিক আধিকারিকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

18/01/2025

দিঘা মোহনার অদূরে সমুদ্রে ডুবে গেলো ট্রলার। অল্পের জন্য রক্ষা পেল ট্রলারে থাকা মৎস্যজীবীরা। দিঘা সমুদ্রে চলা ADELINE বোটের কর্মীরা উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। ট্রলারে থাকা ৯ জন মৎস্যজীবীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

16/01/2025

স্কুলের গাড়িতে পুলিশের গাড়ির ধা*ক্কা! আহ*ত বেশ কয়েকজন স্কুল পড়ুয়া শিশু। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় এলাকাবাসী সূত্রে
জানা গিয়েছে, এদিন দুপুর ২টা নাগাদ সরস্বতী শিশু মন্দির স্কুলের বাচ্চাদের গাড়ি থেকে নামানোর সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশের একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল গাড়িটিকে ধা*ক্কা মা*রে। আহ*ত শিশুদের প্রাথমিক চিকিৎসার জন্য এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, প্রতিটি স্কুল গাড়ির চালক ও পুলিশকে সচেতন হতে হবে। পুলিশের একটা নির্দিষ্ট সীমা মেনে কাজ করা উচিত বলে জানিয়েছেন বিধায়ক।

14/01/2025

নিজ'গড়েই দলীয় কর্মীদের থেকে "চোর" স্লোগান শুনতে হলো প্রাক্তন মন্ত্রী বিধায়ক অখিল গিরি কে!!

11/01/2025

হাওড়া উলুবেড়িয়ার লক'ঘাটের সামনে কর্মরত এক পুলিশ আধিকারিকের নজরে আসে একটি গাড়ি...
তারপর.....

01/01/2025

গতকালের পর আজ ফের তমলুক থানার নিমতৌড়ি র ভান্ডারবেড়িয়া তে ১১৬ নং জাতীয় সড়কে পথ দু*র্ঘ*টনা... ট্রাকের পেছনে সজোরে ধা*ক্কা মা*রে দিঘা গামী বাইক..আশঙ্কাজনক দুই...পুলিশ দু'জনকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে...ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ বাহিনী।

01/01/2025

বর্ষ বিদায় এবং বর্ষ বরণের রাতে দিঘার একটি হোটেল থেকে এক ১৯ বছর বয়সী মহিলার মৃ*তদে*হ উদ্ধার। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন শহর দিঘায়। জানা যায় পশ্চিম বর্ধমান জেলার হিরাপুর থানার বাসিন্দা প্রীতম ঠাকুর তাঁর স্ত্রী প্রীতি কর(১৯) কে নিয়ে উঠেছিলেন নিউ দিঘার একটি হোটেলে। রাত আড়াইটার নাগাদ হোটেলের একটি রুম থেকে এই মহিলাকে মৃ*ত অবস্থায় উদ্ধার করা হয়। যদিও বা মৃ*তদে*হ দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে রাখা হয়েছে। রাত আড়াইটার সময় চিৎকার শুনতে হোটেল কর্মীরা, দেখেন এক মহিলা অচৈতন্য অবস্থায় হোটেলের খাটের ওপর পড়ে রয়েছেন ওই মহিলা। তড়িঘড়ি করে তাঁরা দিঘা হাসপাতালে ওই মহিলাকে নিয়ে আসেন হোটেল কর্মীরা। হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃ*ত বলে ঘোষণা করেন। মৃ*তার গলায় ফাঁ*স দেওয়া ছিল বলে জানা গেছে। এই ঘটনায় দিঘা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য মৃ*তার স্বামীকে দিঘা থানায় নিয়ে এসেছে। তবে বর্ষ বিদায় ও বর্ষবরণের রাতে এই ধরনের ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ছয় মাস আগে প্রীতি এবং প্রিতমের বিয়ে হয়। প্রিতমের ওই এলাকায় একটি সেলুনের দোকান রয়েছে। ইতিমধ্যে ওই মহিলার বাড়িতে খবর পাঠানো হয়েছে।

31/12/2024

দিঘা-মেছাদা 116 নং জাতীয় সড়কের নন্দকুমারের দিক থেকে নিমতৌড়ির দিকে স্কুটিতে করে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে আসছিলেন এক ব্যক্তি। তমলুক থানার নিমতৌড়ির কাছে রেড সিগন্যাল থাকায় দাঁড়িয়ে পড়েন তিনি। হঠাৎই পেছন দিক থেকে একটি তেল ট্যাঙ্কার সজরে ধা*ক্কা মা*রে স্কুটিতে। ঘটনাস্থলেই একজন শিশুসহ দুইজনের মৃ*ত্যু হয়। বাকি দুইজনকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার পর ১১৬ নং জাতীয় সড়ক অবরোধ করে রাখেন এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা। এলাকার মানুষের দাবি ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। উত্তর সোনামুই অঞ্চলের উপপ্রধান লক্ষণ দাস বলেন ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এত বড় ঘটনা। এই এলাকায় দ্রুত ফ্লাইওভারের দাবি জানাচ্ছেন তিনি। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ দীর্ঘক্ষনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দে*হ উদ্ধার করে।

21/12/2024

জানা গেছে নন্দকুমার শাওড়াবেড়া জলপাই ২ এর শ্যামসুন্দরপুর উত্তরপাড়ার বাসিন্দা শুভঙ্কর ভূঁইয়ার সাথে পার্শ্ববর্তী গ্রাম ধাননগর এর ফিরোজা খাতুন এর সাথে প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক, ৬ মাস পূর্বে ফিরোজা খাতুনের বিয়ে হয়ে যাওয়ার পরেও প্রেম পর্ব চলছিল, মাস খানেক আগে শুভঙ্কর ভূঁইয়া ও ফিরোজা খাতুন বাড়ি থেকে পালিয়ে যায়। উভয় বাড়ির লোকজন বসে বিষয়টি মিটমাট করে নিলেও দিন চারেক আগে ফের ছেলে ও মেয়ে বাড়ি থেকে চলে যায়, বর্তমানে তাঁদের কোনো খোঁজ নেই। শুক্রবার সকালে ফিরোজা খাতুনের বাড়ির লোকজন শুভঙ্কর ভূঁইয়ার বাড়িতে হাম*লা চালায় বলে অভিযোগ শুভঙ্করের পরিবারের এমনকি মা*রধর, বিব*স্ত্র করে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয় শংকরী ভূঁইয়াকে(শুভঙ্করের মা)। নন্দকুমার থানার পুলিশ গিয়ে নন্দকুমার খেজুরবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে, পরে তমলুক হাসপাতালে রেফার করা হয় তাঁকে। বর্তমানে শংকরী ভূঁইয়ার পরিবার অভিযুক্ত দশজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে।

20/12/2024

অবৈধ বাজির অভিযানে নেমে বড়সড় সাফল্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। বুধবার রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ শব্দবাজি সহ একজনকে গ্রেফতার করলো পুলিশ। জানা গেছে ধৃত যুবকের নাম কমল মাইতি। বাড়ী কাঁথি থানায় ধর্মদাসবাড় এলাকায়। বৃহস্পতিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। উদ্ধার হওয়া বাজির ওজন প্রায় ২১০০ কেজি। যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা বলে জানা গেছে। অভিযুক্ত'কে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। কোথা থেকে বাজিগুলি নিয়ে আসা হয়েছিল? গোডাউনে মজুত রেখে অন্য কোথাও পাচারে পরিকল্পনা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Address

Purba Medinipur
Tamluk
721636

Telephone

+919933680687

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purba Medinipur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Purba Medinipur News:

Videos

Share