সবাই জানুক -Sabai Januk

সবাই জানুক -Sabai Januk অপ্রকাশিতব্য

❤️❤️❤️অনিন্দ্য সুন্দর।
04/10/2023

❤️❤️❤️
অনিন্দ্য সুন্দর।

এমন একটা দুর্দান্ত স্বপ্ন আছে আমাদের।
15/09/2023

এমন একটা দুর্দান্ত স্বপ্ন আছে আমাদের।

15/08/2023

যারা মানুষকে স্বাধীনভাবে ভোট পর্যন্ত দিতে দেয়নি তারাও স্বাধীনতা দিবস পালন করছে
😛
ভাগ সালা ইংরেজ।

অবাক হলাম এটাও সম্ভব! জিজ্ঞাসা করলাম কেউ উঠিয়ে দেয় না?যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির "হোয়াইট হাউজ" আমেরিকার রাষ্ট...
14/08/2023

অবাক হলাম এটাও সম্ভব! জিজ্ঞাসা করলাম কেউ উঠিয়ে দেয় না?
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির "হোয়াইট হাউজ" আমেরিকার রাষ্ট্রপতির বাসভবন এটি নিয়ে বলার কিছু নেই। এর আশপাশটা অসাধারণ করে সাজানো আর পরিবেশটা দারুণ ছিমছাম।
হোয়াইট হাউজ পেছনে করে সামনে তাকাতেই দেখি সামনে অস্বাভাবিক একটা খুপরি, আর তার আশপাশে ঝরা পাতার স্তূপ!

এগিয়ে গেলাম, গিয়ে দেখি হোয়াইট হাউজের ঠিক সামনেই এক বুড়া মানুষ বসা! এই ব্যক্তি নাকি টানা ৪১ বছর তাঁবু টানিয়ে ছেঁড়া পলিথিন বিছিয়ে পারমাণবিক বোমা নিষিদ্ধকরণ আইনের দাবিতে অবস্থান করে প্রতিবাদ জানাচ্ছেন!

অবাক হলাম এটাও সম্ভব! জিজ্ঞাসা করলাম কেউ উঠিয়ে দেয় না? ভদ্রলোক বললেন, বিরূপ আবহাওয়ায় পুলিশ খাবার দিয়ে যায়, উঠাবে কেনো? মানবাধিকার কর্মীরা নিয়মিত খোঁজ খবর রাখেন। লাখো মানুষ সমর্থন দেন!

সত্যি বলতে আমি বুঝে উঠতে পারিনি, এটা কি আমেরিকার গণতন্ত্র প্রদর্শনী নাকি রিয়েলি নাগরিকদের এটি ফ্রীডম?

আপনারা চাইলে মতামত দিতে পারেন।
ভিন্ন কিছু ভাবনা থাকলে শেয়ার করতে পারেন মন্তব্যে।

লিখেছেন Abdul Hi Muhammad Saifullah সাহেব।

13/08/2023

Today is International Left Handers Day.

12/08/2023

আজ 13 ই আগস্ট World Organ Donation Day.

12/08/2023

On August 13, 1947, Tripura's queen Maharani Kanchanprava Devi signed the agreement and joined the Indian Union.

12/08/2023

12-August-1602

Abul Fazal, Akbar's minister, was killed on the instructions of Jahangir.

ক্ষুদিরাম বসুকে আমরা সকলেই চিনি। তিনি কিংসফোর্ডকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু যেই গাড়িতে বোমা ছুঁড়েছিলেন সেই গাড়িতে ...
12/08/2023

ক্ষুদিরাম বসুকে আমরা সকলেই চিনি। তিনি কিংসফোর্ডকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু যেই গাড়িতে বোমা ছুঁড়েছিলেন সেই গাড়িতে দুর্ভাগ্যবশত কিংসফোর্ড ছিল না অর্থাৎ কিংসফোর্ডকে হত্যার প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর ব্রিটিশ ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেয়। খুবই অল্প বয়সে এত বড় সাহসিকতা দেখানোর জন্য আমরা সবাই তাঁকে স্যালুট করি এবং দেশ প্রেমিকদের তালিকায় শামিল করি যদিও তিনি তাঁর উদ্দেশ্যে ব্যর্থ হয়েছিলেন।

কিন্তু ঠিক একই উদ্দেশ্যে সফল হওয়া একজন ব্যক্তিকে মনে রাখা হয় না। তাঁর নাম মোহাম্মদ আবদুল্লাহ। কিংসফোর্ড এর মতোই আর একজন কুখ্যাত বিচারক ছিল যার নাম জন প্যাক্সটন নরম্যান। সে স্বাধীনতা সংগ্রামীদের খুব কোঠর সাজা শোনাতো। অনেককে সে ফাঁসির আদেশও শুনিয়েছিল।

1871 সালের সেপ্টেম্বর মাসে, নরম্যান যখন কলকাতা টাউন হলের সিঁড়ি দিয়ে নামছিল, আবদুল্লাহ তাকে আক্রমণ করে এবং তাকে ছুরিকাঘাতে হত্যা করে। পরবর্তীতে আব্দুল্লাহর পোস্টার কলকাতার অলিতে গলিতে লাগানো হয় যাতে করে তাঁকে খুঁজে পাওয়া যায়, তারই একটি দুর্লভ ছবি নিচে দেওয়া হলো। পরবর্তীতে আব্দুল্লাহকে ফাঁসি দেওয়া হয়।

কিন্তু এই বীরপুরুষের স্থান ইতিহাসে হয়নি। এইসব ইতিহাস খুঁজে পেতে অনেক কাঠ কয়লা পড়াতে হয়, সহজে পাওয়া যায় না। নিচের দেওয়া রেফারেন্সে এই ঘটনা আপনি পাবেন কিন্তু প্রথম দুটি বইয়ে তাঁকে উগ্রবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

কারণটা তো জানেনই যে, যারাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকতো, ব্রিটিশ তাদের উগ্রবাদী/ সন্ত্রাসী ইত্যাদি তকমা দিত। তারা ভগৎ সিংকেও সন্ত্রাসী তকমা দিয়েছিল। আর তৃতীয় রেফারেন্সটিতে মূল ঘটনা উল্লেখ করা হয়েছে। ব্রিটিশদের নজরে তিনি উগ্রবাদী কিন্তু আমাদের নজরে তিনি একজন দেশ প্রেমিক ও বিপ্লবী।

কিন্তু আফসোস! তাঁকে আমরা কতজন জানি??

রেফারেন্সঃ

১. McQuade, Joseph (2020). A Genealogy of Terrorism: Colonial Law and the Origins of an Idea, পৃষ্ঠা নম্বর ৭৫-৭৬।

২. Ram Narayan Kumar (6 November 2012). Martyred but Not Tamed: The Politics of Resistance in the Middle East, পৃষ্ঠা নম্বর ৭৯।

৩. Volume-2: 1803-1920, G. S. Chhabra (2005). Advance Study in the History of Modern India, পৃষ্ঠা নম্বর ৫৬২।

(ইসলামের ইতিহাস ও সীরাত)
ফেইসবুকে পাওয়া।

12/08/2023
12/08/2023

স্বপ্নদ্বীপের স্বপ্ন অধরাই থেকে গেলো সমকাম সমর্থন না করার কারণে।

কেলো করেছে।😀😀
09/08/2023

কেলো করেছে।😀😀

😀😀
09/08/2023

😀😀

09/08/2023

আজ বেগম রোকেয়া দিবস।
তিনি চরম ইসলাম বিদ্বেষী ছিলেন।

07/08/2023

কে এই ছেলেটা❓
কেউ চেনেন এই আগুনকে❓
চিনলে আমাদের পেজের ইনবক্সে নক করুন।

একটি গোধুলিময় সন্ধ্যা।
09/06/2023

একটি গোধুলিময় সন্ধ্যা।

😀😀😀
09/06/2023

😀😀😀

17/02/2023

আমাদের পোস্ট গুলো সকলে share করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।

বিভিন্ন পরীক্ষায় আসা সন্ধি সমুহ একত্রে।সংগ্রহে রাখুন। কাজে দেবে।সৌজন্যে: SATT ACADEMY
17/02/2023

বিভিন্ন পরীক্ষায় আসা সন্ধি সমুহ একত্রে।
সংগ্রহে রাখুন। কাজে দেবে।
সৌজন্যে: SATT ACADEMY

50 টি গুরুত্বপূর্ণ Preposition অর্থসহ্ তুলে ধরা হল।
17/02/2023

50 টি গুরুত্বপূর্ণ Preposition অর্থসহ্ তুলে ধরা হল।

451 confusing words.সংগ্রহে রাখুন কাজে লাগবে।
16/02/2023

451 confusing words.
সংগ্রহে রাখুন কাজে লাগবে।

১৫০ টি জনপ্রিয় অনুবাদ, যা আপনার জন্য দরকারী।
16/02/2023

১৫০ টি জনপ্রিয় অনুবাদ, যা আপনার জন্য দরকারী।

Computer নিয়ে আর কোনো সমস্যা হবে না।সৌজন্যে কলম. ইন।
16/02/2023

Computer নিয়ে আর কোনো সমস্যা হবে না।
সৌজন্যে কলম. ইন।

বাংলা সাহিত্যের চোদ্দগুষ্ঠী।এটা পড়তে পারলে আশাকরি আর কোনো সমস্যা হবে না।
16/02/2023

বাংলা সাহিত্যের চোদ্দগুষ্ঠী।
এটা পড়তে পারলে আশাকরি আর কোনো সমস্যা হবে না।

29/11/2022

Address

Hasnabad Nebukhali
Taki

Telephone

+19093425221

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবাই জানুক -Sabai Januk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সবাই জানুক -Sabai Januk:

Videos

Share

Category

Nearby media companies