rahulrr775

rahulrr775 Hii iam Rahul from India mujhe follow Karo

05/10/2023

মহাম্মদ সিরাজকে ভারতীয় ক্রিকেট প্রেমীরা সবাই চেনেন। আজকের পরে হয়ত গোটা দেশ কম বেশি চিনবে। এশিয়া কাপের মত টুর্নামেন্টে...
26/09/2023

মহাম্মদ সিরাজকে ভারতীয় ক্রিকেট প্রেমীরা সবাই চেনেন। আজকের পরে হয়ত গোটা দেশ কম বেশি চিনবে। এশিয়া কাপের মত টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে একা হাতে গুঁড়িয়ে দেওয়ার কারিগর এই মহাম্মদ সিরাজ।

খুব বেশিদিন হয়নি সিরাজের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের। কিন্তু এর মধ্যেই ওর কিছু কিছু কীর্তিকলাপ ভারতীয় ক্রিকেটের প্রবাদে স্থান পেয়ে গিয়েছে। আজ সেই তালিকায় সিরাজের আরেক কীর্তি যোগ পেল। সেকথায় পরে আসছি।

তার আগে বলুন, কোনদিনও দেখেছেন কোন ভারতীয় ক্রিকেটারকে মাঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে কেঁদে ফেলতে? হ্যাঁ, কেঁদে ফেলেছিল সিরাজ। সেই ভিডিও প্রভূত ভাইরাল হয়েছিল সেই সময়। কিন্তু তার পিছনের রক্ত ঘামের ইতিহাস অনেকের অজানা।

হায়দ্রাবাদ শহরের ভূমিপুত্র সিরাজ। সিরাজের বাবা মহাম্মেদ ঘাউস এই নিজামের শহরের এক সাধারণ অটো চালক ছিলেন। নিম্নবিত্ত পরিবারের স্বপ্নগুলি যেমন চোখের কোণের জলের মত শুকিয়ে মরে যায়, সিরাজেরও তাই যেত, যদি না ওর বাবা জেদ ধরতেন যে ছেলেকে ক্রিকেটার বানিয়েই ছাড়বেন।

প্রতিভাবান সিরাজ যখন প্রথম টিম ট্রায়ালে ডাক পেল, তখন ওর একজোড়া স্পোর্টস শু দরকার, দাম চার হাজার টাকা। সিরাজের বাবা সারা রাত অটো চালিয়ে ভোরবেলা ছেলের জুতো হাতে বাড়ি ফিরলেন।

এরপর রঞ্জি ট্রফি, আইপিএল, ভারতীয় এ দল হয়ে, ২০১৯ সালে ভারতীয় সিনিয়র দলে ডাক। অস্ট্রেলিয়া সফরে ভারতের হয়ে খেলার সুযোগ। বলাই বাহুল্য ছেলের সাফল্যের গর্বে সিরাজের বাবা তখন আহ্লাদিত। কিন্তু শরীরটা সম্প্রতি ভালো যাচ্ছে না যে।

সেই অস্ট্রেলিয়া সফর চলাকালীনই অকস্মাৎ একদিন চলে গেলেন সিরাজের বাবা। সিরাজের পুরো পৃথিবীটা ভেঙে পড়েছিল তখন। কান্না বাঁধ মানছিল না যেন। রবি শাস্ত্রী আর বিরাট কোহলি মিলে সিরাজকে সামলে ছিলেন তখন।

দলের স্বার্থে দেশেও ফেরেনি সিরাজ, শেষবারের মত দেখেনি আর নিজের বাবাকে। বরং বাবার স্বপ্ন সফল করায় মন দিয়েছিল। এর কিছুদিনের মধ্যেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দেশের হয়ে টেস্ট অভিষেক হয় সিরাজের। আর এরপর সিডনি ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীত চলাকালীন কান্নায় ভেঙে পড়েছিল সিরাজ। পরে ইন্টারভিউয়ে জানিয়েছিল যে সেই মুহূর্তে বাবার কথা মনে পড়ছিল ওর।

সিরাজের আরেকটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। ওই অস্ট্রেলিয়া সফরেই ভারতীয় দল আর অস্ট্রেলিয়া এ দলের অনুশীলন ম্যাচ চলাকালীন একটি ঘটনার জন্য।

সেই ম্য

18/09/2023

17/07/2023

হাত টা ধরেন না

31/05/2023
,
22/04/2023

,

Address

Basirhat
Swarupnagar

Telephone

+919734314446

Website

Alerts

Be the first to know and let us send you an email when rahulrr775 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share