Sanatani Editz

Sanatani Editz Proud to be a hindu dalit. Jai Shree Ram ��
Jai shree Krishna ��

25/04/2023

2023

25/04/2023

2023

18/04/2023

11/04/2023

╭─•━━━━━•⊰❁❀❁❁❀❁⊱•━━━━━•─╮
─⊱ ভগবদগীতা কেন অধ্যয়ন করব ⊰─
❏❖❏❖❏❖❏❖❏❖❏❏❖❏❖❏❖❏❖❏❖❏
* #ভগবদগীতা_কেন_অধ্যয়ন_করব*
┈┈┉━❀❈🌹❈❀━┉┈┈
🕉️✧═══════•❁❁•═══════✧🕉

ভগবদগীতা আপনাকে নিমোক্ত সমস্যাগুলোর সমাধান প্রদান করে 🕉️🪔👣🙏👇

🌿১। সকল শোক ও উদ্বেগ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়? -- (ভঃগীঃ ২/২২)

🌿২। শান্তি লাভের জন্য স্থির মন ও দিব্য বুদ্ধিমত্তা লাভের উপায় কি? -- (ভঃগীঃ ২/৬৬)

🌿৩। কেবল ভগবৎপ্রসাদেই কেন গ্রহণ করা উচিত? -- (ভঃগীঃ ৩/৩১)

🌿৪। কর্তব্যকর্মে নিয়োজিত থেকে মন নিয়ন্ত্রন করা সম্ভব কি? -- (ভঃগীঃ ৩/৪৩)

🌿৫। কিভাবে জীবনে পূর্ণতা লাভ করা যায়? -- (ভঃগীঃ ৪/৯)

🌿৬। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ কিভাবে অর্জন করা যায়? -- (ভঃগীঃ ৪/১১)

🌿৭। কিভাবে সদগুরু শরণাগত হতে হয়? -- (ভঃগীঃ ৪/৩৪)

🌿৮। পাপীরা দুঃখের সাগর অতিক্রম করবে কিভাবে? -- (ভঃগীঃ ৪/৩৬)

🌿৯। মানুষ কেন দুঃখের ফাঁদে আটকে পড়ে? -- (ভঃগীঃ ৫/২২)

🌿১০। শান্তির সূত্র কি? -- (ভঃগীঃ ৫/২৯)

🌿১১। মন কার শত্রু ও কার বন্ধু? -- (ভঃগীঃ ৬/৬)

🌿১২। মন নিয়ন্ত্রনের মাধ্যমে শান্তি অর্জন করা সম্ভব কি? -- (ভঃগীঃ ৬/৭)

🌿১৩। চঞ্চল মনকে কিভাবে জয় করা যায়? -- (ভঃগীঃ ৬/৩৫)

🌿১৪। পূর্ণ জ্ঞান কি? -- (ভঃগীঃ ৭/২)

🌿১৫। কিভাবে মুক্তি অর্জন করা যায়? -- (ভঃগীঃ ৭/৭)

🌿১৬। মায়াকে অতিক্রম করার গোপন রহস্য কি? -- (ভঃগীঃ ৭/১৪)

🌿১৭। পাপ কত প্রকার? কিভাবে পাপকে দগ্ধীভূত করতে হয়? -- (ভঃগীঃ ৯/২)

🌿১৮। আমাদের পরম লক্ষ্য কি? -- (ভঃগীঃ ৯/১৮)

🌿১৯। মানুষ কি তার পছন্দমত গ্রহলোকে যেতে পারে? -- (ভঃগীঃ ৯/২৫)

🌿২০। আমাদের অর্পিত দ্রব্যসমগ্রী কি ভগবান গ্রহন করেন? -- (ভঃগীঃ ৯/২৬)

🌿২১। এই জড় জগতে সুখ লাভের উপায় কি? -- (ভঃগীঃ ৯/৩৪)

🌿২২। মানব জীবনের পরম সিদ্ধি কি? -- (ভঃগীঃ ১০/১০)

🌿২৩। আমাদের হৃদয়ে সঞ্চিত কলুষতা কিভাবে দূর করা যায়? -- (ভঃগীঃ ১০/১১)

🌿২৪। পরম পুরুষোত্তম ভগবান কে? -- (ভঃগীঃ ১০/১২-১৩)

🌿২৫। কৃষ্ণ অর্জুনের নিকট বিশ্বরূপ প্রকাশ করেছিলেন কেন? -- (ভঃগীঃ ১১/১)

🌿২৬। ভগবদগীতার সার কথা কি, আমাদের ক্লেশের কারণ কি? -- (ভঃগীঃ ১১/৫৫)

🌿২৭। রজো ও তমো গুণের কারণ কি? -- (ভঃগীঃ ১৪/২৬)

🌿২৮। আমরা কি ভগবানকে দেখতে পারি, কথা বলতে পারি এবং তাঁর কথা শ্রবণ করতে পারি? -- (ভঃগীঃ ১৫/৭)

🌿২৯। দেহত্যাগের সময় জীব তার সাথে কি নিয়ে যায়? -- (ভঃগীঃ ১৫/৮)

🌿৩০। কিভাবে ভগবানের কাছে পৌঁছাতে হয়? -- (ভঃগীঃ ১৮/৬৬)

শেয়ার করে অন্যদের জানতে সহায়তা করুন-

❀ *জয় শ্রীরাধেশ্যাম* ❀
┈┉━❀❈🙏🏻❈❀━┉┈
👣 ✧═══════•❁❁•═══════✧👣
┄❈❥ًً❀──●❀🌹🍒🌻
*🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️হরে কৃষ্ণ 🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️*
*🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️হরে কৃষ্ণ 🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️*
*🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀কৃষ্ণ কৃষ্ণ🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️*
*🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️ হরে হরে🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️*
*🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️হরে রাম🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️*
*🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️হরে রাম🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️*
*🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️রাম রাম 🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️*
*🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️ হরে হরে🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️*
┄❈❥ًً❀──●❀🌹🍒🌻
╲\ | / /╭━━ " ҉♥️" ҉-━━╮╲\ | / /
" ҉♥️" ҉ *কৃষ্ণময় হোক জীবন* " ҉♥️" ҉-
╱/ | \╲╰━━ " ҉♥️" ҉-"━━╯╱/| \╲

10/04/2023

🏹🕉️👣জয় জয় শ্রীরাম👣🕉️🏹
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

মন জপ নাম শ্রীরঘুপতি রাম নব দূর্বাদলশ্যাম নয়নাভিরাম।

সজল-জলদ-নীল-নবঘন কান্তি

নয়নে করুণা, আননে প্রশান্তি।

নাম শরণে টুটে যায় শোক-তাপ-ভ্রান্তি, রূপ নেহারি মুরছিত কোটি কাম।।

মন জপ নাম শ্রীরঘুপতি রাম নব দূর্বাদলশ্যাম নয়নাভিরাম।

সুরাসুর-কিন্নর-যোগী-মুনি-ঋষি-নর চরাচর যে নাম জপে অবিরাম।।

সজল-জলদ-নীল-নবঘন কান্তি

নয়নে করুণা, আননে প্রশান্তি।

নাম শরণে টুটে যায় শোক-তাপ-ভ্রান্তি, রূপ নেহারি মুরছিত কোটি কাম।।

মন জপ নাম শ্রীরঘুপতি রাম নব দূর্বাদলশ্যাম নয়নাভিরাম।

সুরাসুর-কিন্নর-যোগী-মুনি-ঋষি-নর চরাচর যে নাম জপে অবিরাম।।

সজল-জলদ-নীল-নবঘন কান্তি

নয়নে করুণা, আননে প্রশান্তি।

নাম শরণে টুটে যায় শোক-তাপ-ভ্রান্তি, রূপ নেহারি মুরছিত কোটি কাম।।

📿🕉️👣কৃষ্ণময় হোক জিবন 👣🕉️📿
📿🕉️👣প্রভু রাম ময় হোক জগৎ সংসার👣🕉️📿

'   ╲\╭┓╭ 🌸 ╯ *✦ তুলসী জলধারাদান✦* ┗╯\╲❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏🪷🌿¤ আগামী ১৪ এপ্রিল,২০২৩ চৈত্রসংক্রান্তি থেকে তুলসী জলদান শুরু হচ্ছে...
09/04/2023

' ╲\╭┓
╭ 🌸 ╯ *✦ তুলসী জলধারাদান✦*
┗╯\╲❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏
🪷🌿¤ আগামী ১৪ এপ্রিল,২০২৩ চৈত্রসংক্রান্তি থেকে তুলসী জলদান শুরু হচ্ছে।
🪷🌿 সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায়, তাই বিষ্ণুভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন। শ্রীহরির কৃপাপূর্বক তাঁর থেকে অভিন্ন শ্রীতুলসীবৃক্ষে জলদানেরও অপ্রাকৃত এক সুযোগ প্রদান করেন।
━───⊱•♦️•⊰────━
*🔴কিন্তু কেন তুলসীকে জলদান কর্তব্য?*
🪷🌿 তুলসী শ্রীকৃষ্ণপ্রেয়সী, তাঁর কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসীদেবী সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দর্শনেই পাপসমূহ নাশ হয়, জলদান করলে যম ভয় দূর হয়, রোপণ করলে তাঁর কৃপায় কৃষ্ণভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণপ্রেম লাভ হয়।
*🪷🌿পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে (৬০.১০৫) বৈষ্ণবশ্রেষ্ঠ শ্রীমহাদেব পুত্র কার্তিককে বলেন──*
সর্বেভ্যঃ পত্রপুষ্পেভ্যঃ সত্তমা তুলসী শিবা।
সর্বকামপ্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণুসুপ্রিয়া॥
🪷🌿 সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা। তুলসী সর্বকামপ্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মুখ্যা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা।
*🪷🌿ভগবান শিব বলেন──*
যো মঞ্জরীদলৈরেব তুলস্যা বিষ্ণুমর্চয়েঃ।
তস্য পুণ্যফলং স্কন্দ কথিতুং নৈব শক্যতে॥
তত্র কেশবসান্নিধ্যং যত্রাস্তি তুলসীবনম্।
তত্র ব্রহ্মা চ কমলা সর্বদেবগণৈঃ সহ ॥
────(৬০.১১৭-১৮)
🪷🌿 হে কার্তিক! যে ব্যক্তি ভক্তিসহকারে প্রতিদিন তুলসীমঞ্জরি দিয়ে শ্রীহরির আরাধনা করে, এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম। যেখানে শ্রীতুলসীর বন আছে, শ্রীগোবিন্দ সেখানেই বাস করেন। আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তাঁর সেবা করবার সুযোগ প্রদান করার জন্য শ্রীতুলসীরূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসীবৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। পাতালে ঐ বিপ্রের নিকটে শ্রীযম তুলসীর মহিমা কীর্তন করেন।
*🪷🌿 বৈশাখে তুলসীপত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বলেন──*
“যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তিসহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না।”

তুলসীদেবীর অনন্তমহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত। কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ।
*🪷🌿 ব্রহ্মবৈবর্তপুরাণের প্রকৃতিখণ্ডে (২২.৪২-৪৪) বর্ণিত হয়েছে──*
শিরোধার্যাঞ্চ সর্বেসামীপ্সিতাং বিশ্বপাবনীম্।
জীবন্মুক্তাং মুক্তিদাঞ্চ ভজে তাং হরিভক্তিদাম্॥
যিনি সকলের শিরোধার্যা, উপাস্যা, জীবন্মুক্তা
▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒
𝖍𝖆𝖗𝖊 𝖐𝖗𝖎𝖘𝖍𝖓𝖆 𝖍𝖆𝖗𝖊 𝖐𝖗𝖎𝖘𝖍𝖓𝖆
𝖐𝖗𝖎𝖘𝖍𝖓𝖆 𝖐𝖗𝖎𝖘𝖍𝖓𝖆 𝖍𝖆𝖗𝖊 𝖍𝖆𝖗𝖊|
𝖍𝖆𝖗𝖊 𝖗𝖆𝖒 𝖍𝖆𝖗𝖊 𝖗𝖆𝖒
𝖗𝖆𝖒 𝖗𝖆𝖒 𝖍𝖆𝖗𝖊 𝖍𝖆𝖗𝖊 ||
*🧚‍♂️𝄞⋆⃝ 🧚‍♂️𝖍𝖆𝖗𝖎𝖇𝖔𝖑🧚‍♂️𝄞⋆⃝🧚‍♂️*
*_━────⊱❉✸❉⊰─────━_*
*⚜️জয় শ্রীরাধাকৃষ্ণ⚜️*
🙏🏻 👣👣🙏🏻

'   ╲\╭┓  ╭ 🌸 ╯ *দক্ষের প্রতি দেবীর বরদান*┗╯\╲❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏🪷🌿 মার্কণ্ডেয় বলিলেন,–হে তপোধনগণ! অনন্তর ব্রহ্মাও যোগনিদ্রার...
06/04/2023

' ╲\╭┓
╭ 🌸 ╯ *দক্ষের প্রতি দেবীর বরদান*
┗╯\╲❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏

🪷🌿 মার্কণ্ডেয় বলিলেন,–হে তপোধনগণ! অনন্তর ব্রহ্মাও যোগনিদ্রার কথা স্মরণ করিয়া নিশ্চয়পূর্বক মদনকে পুনরায় এই কথা বলিলেন,–সেই যোগ নিদ্রা অবশ্যই শিব-পত্নী হইবেন। তুমিও তাঁহার যথাশক্তি সাহায্য কর। ১-২

🪷🌿 হে মনোভব! শঙ্কর, যেখানে আছেন; তুমি নিজগণ ও বসন্তের সহিত সত্বর সেইখানে গমন কর। ৩

🪷🌿 এখন প্রতি দিন দিবারাত্রের চারিভাগের একভাগ মাত্র জগৎ মোহিত করিতে থাক, আর অবশিষ্ট তিনভাগ সৰ্ব্বদা সগণে শিব-সমীপে থাক। ৪

🪷🌿 মার্কণ্ডেয় বলিলেন,–সৰ্ব্বলোক-পতি ব্রহ্মা এই কথা বলিয়া সেইখানেই অন্তর্হিত হইলেন। তখন মদন নিজগণ সমভিব্যাহারে শম্ভুসন্নিধানে গমন। করিলেন। ৫

🪷🌿 এদিকে সেই সময়ে সুব্রত দক্ষ, বহুকাল তপস্যায় নিযুক্ত থাকিয়া বহু নিয়মে দেবীর আরাধনা করিতেছিলেন। ৬

🪷🌿 হে মুনিশ্রেষ্ঠগণ! দক্ষ নিয়মযোগে যোগনিদ্রার অর্চনা করিতে থাকিলে সেই সৰ্বমঙ্গলা তাহার প্রত্যক্ষগোচর হইলেন। ৭

🪷🌿 অনন্তর, দক্ষপ্রজাপতি, জগন্ময়ী বিষ্ণুমায়াকে প্রত্যক্ষ দেখিয়া আপনাকে কৃতাৰ্থ বোধ করিলেন। ৮

🪷🌿 সেই সিংহবাহিনী, ঘনঘটা-শ্যামলা সু-উচ্চ-পীন-পয়োধরা নীলোৎপলধারিণী বরাভয়-দায়িনী চারু-বদনা চতুর্ভুজা খড়্গধারিণী সৰ্বগুণ-শালিনী আরক্তনয়না আলুলায়িত-রুচির-কুন্তলা মনোহারিণী সৰ্বমঙ্গলা মহামায়াকে দেখিয়া প্রজাপতি দক্ষ বিনয়নম্র-কন্ধরে পরম প্রীতিসহকারে তাহার স্তব করিতে লাগিলেন। ৯-১১

🪷🌿 তুমি জগতের আনন্দকারিণী সৃষ্টি-স্থিতি-প্রলয়রূপা আনন্দময়ী দেবী; তুমি মঙ্গলময়ী, নারায়ণের লক্ষ্মী, তোমাকে স্তব করি। ১২

🪷🌿 জগতের আশ্রয়, স্বপ্রকাশ সময় জ্যোতিঃস্বরূপ যে পরম তত্ত্ব, হে মহেশ্বরি। তাহা তোমারই অংশ। ১৩

🪷🌿 হে জগন্ময়ি! রজোগুণের আধিক্যে যে কামপ্রকাশক, মধ্যবস্থিত রাগ উৎপন্ন হয়, তাহা তোমার অংশাংশ। তমোগুণের আধিক্যে চেতনগণের আবরণ-কারক যে মোহের আবির্ভাব হয়, তাহাও তোমার অংশাংশ সম্ভূত। ১৪

🪷🌿 তুমি লোক-মোহিনী নিৰ্ম্মলা বিশুদ্ধরূপা পরাৎপরা; তুমি ত্রিরূপা অর্থাৎ ত্রিগুণাত্মিকা বা ব্রহ্মাবিষ্ণুমহেশ্বর-স্বরূপা, ঋগ্ যজুঃ সামবেদ তোমার মূর্তি, তুমি এ বিপন্ন জগতের একমাত্র গতি। ১৫

🪷🌿 মাধব যে নিজ মূর্তি দ্বারা পৃথিবী ধারণ করিতেছেন, সৰ্ব্বজগতের উপকার কারিণী সেই মূর্তি তোমারই। তুমি সূক্ষ্ণা অপরাজিতা মহাপ্রভাবশালিনী বিশ্বশক্তি, তুমি ব্রহ্মাণ্ডের ঊর্ধ্ব ও অধোভাগ আবরণ করিয়া রাখিয়াছ বলিয়াই বিশ্বমধ্যে বায়ু বহিয়া থাকে। ১৬-১৭

🪷🌿 হে পরম-মাত্রারূপিণি! নিখিল পদার্থের উৎপত্তি হেতু সময় নিরালম্ব নিষ্কল নিৰ্ম্মল যে পরম জ্যোতিকে যোগিগণ চিন্তা করেন, সেই তত্ত্ব ও তোমার অন্তর্গোচর। ১৮

🪷🌿 বুদ্ধি, প্রসিদ্ধও বটে, অপ্রসিদ্ধও বটে। কাৰ্য্য দেখিয়া বুদ্ধির অস্তিত্ব উপলব্ধি করা যায়, তাই প্রসিদ্ধ; সাক্ষাৎ উপলব্ধি করা যায় না, তাই অপ্রসিদ্ধ; বুদ্ধি যোগহৃদয়ে প্রপঞ্চ-শূন্য, আর সংসারহৃদয়ে প্রপঞ্চবর্তী অর্থাৎ তুমি বহুশাখান্বিতা প্রসিদ্ধ। অপ্রসিদ্ধ প্রপঞ্চশূন্যা প্রপঞ্চবতী বজ্রগ্রাহিণী জনগণের হৃদয়মধ্যে অবস্থিত নিৰ্ম্মল-স্বরূপা বুদ্ধি। ১৯

🪷🌿 তুমি বিদ্যা, তুমিই অবিদ্যা, তুমি সাবলম্বা, তুমিই নিরবলম্ব, তুমি জগৎ প্রপঞ্চময়ী আদ্যাশক্তি তুমিই জগদীশ্বরী। ২০

🪷🌿 যিনি সরস্বতী নামে আখ্যাত হন, তুমি সেই বিরিঞ্চিকণ্ঠবাসিনী বেদ প্রকাশিনী ব্রহ্মাণ্ডোদ্ভাসিনী বাণী। ২১

🪷🌿 তুমি অগ্নি, তুমি স্বাহা; তুমি পিতৃগণ, তুমি স্বধা, তুমি আকাশ, তুমি কাল, তুমি দিক্‌, তুমিই বাহ্যবিষয়। ২২

🪷🌿 তুমি অচিন্ত্যা, তুমি অব্যক্তা, তুমি অনিৰ্দেশ্য রূপা, তুমি কালরাত্রি, তুমি শান্তা, তুমিই পরমা প্রকৃতি। ২৩

🪷🌿 সংসারস্থ জীবগণের পরিত্রাণের জন্য তুমি যে বাহ্যরূপ ধারণ করিয়াছ, তাহাই ব্ৰহ্মা প্রভৃতি অবগত আছেন, কিন্তু পরাৎপররূপিণী তোমাকে কে জানিতে পারে? ২৪

🪷🌿 মা ভগবতি! প্রসন্ন হও; হে সৌম্যরূপে! প্রসন্ন হও; হে ঘোররূপিণি! প্রসন্ন হও; হে জগন্ময়! তোমাকে নমস্কার। ২৫

🪷🌿 মার্কণ্ডেয় বলিলেন;–হে দ্বিজগণ! মহাত্মা দক্ষ এইরূপ স্তব করিলে, মহামায়া, তাহার অভিসন্ধি স্বয়ং অবগত থাকিয়াও তাহাকে বলিলেন,–দক্ষ তোমার এই পরমভক্তি দ্বারা আমি অত্যন্ত সন্তুষ্ট হইয়াছি। তুমি অভিলষিত বর প্রার্থনা কর,আমি স্বয়ং তাহা দিতেছি। ২৬-২৭

🪷🌿 প্রজাপতে। তোমার নিয়ম, তপস্যা ও স্তবের দ্বারা আমি অতীব সন্তুষ্ট হইয়াছি। তুমি অভিলষিত বর প্রার্থনা কর,-আমি প্রদান করিব। ২৮।

🪷🌿 দক্ষ বলিলেন,হে জগন্ময়ি। হে মহামায়ে। যদি আমাকে বর প্রদান করা হয়, তাহা হইলে এই বর প্রদান কর যে, তুমি অবিলম্বে আমার কন্যা হইয়া শিবপত্নী হইবে। ২৯

🪷🌿 হে দেবী! প্রজেশ্বরি। এই বর কে বল একা আমার পক্ষে নহে, কিন্তু এই জগতের–অধিক কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও পক্ষে জানিবে। ৩০

🪷🌿 দেবী বলিলেন,–হে প্রজাপতে! আমি অবিলম্বেই তোমার পত্নীর গর্ভে তোমার কন্যারূপে উৎপন্ন হইয়া শঙ্করের সহধর্মিণী হইব। ৩১

🪷🌿 যখন তুমি আমার প্রতি শিথিলাদর হইবে, তখন আমি তৎক্ষণাৎ দেহ ত্যাগ করিব; আর যদি আদর শৈথিল্য না হয়, তাহা হইলে চিরদিন সুখে থাকিব। ৩২।

🪷🌿 হে প্রজাপতে! আমি প্রতি সৃষ্টিতেই তোমার কন্যা হইয়া মহাদেবের প্রেয়সী হইব, এই বর তোমাকে দিলাম। ৩৩

🪷🌿 প্রজাপতে! আকুলতা-শূন্য মহাদেব, যাহাতে যতবার মিলন হইবে, ততবারই মোহিত হন তাহা করিব।* ৩৪ [* “প্রতিসঙ্গং” এই পাঠ বহুসন্মত। এই পাঠের অর্থ উপরে লিখিত হইল। “প্রতিসঙ্গং” পাঠের অর্থ—“মহাদেব যাহাতে প্রতি দৃষ্টিতেই মোহিত হন।”]

🪷🌿 মার্কণ্ডেয় বলিলেন,–মহামায়া প্রজাপতি প্রধান দক্ষকে এই কথা বলিয়া তাঁহার সমক্ষেই তথা হইতে অন্তর্হিত হইলেন। ৩৫

🪷🌿 মহামায়া অন্তর্হিতা হইলে দক্ষ ও আপন আশ্রমে গমন করিলেন, আর মহামায়া কন্যা হইবেন মনে করিয়া বড়ই আহ্লাদিত হইলেন। অনন্তর দক্ষ স্ত্রীসঙ্গ ব্যতিরেকেই সঙ্কল্প, অভিসন্ধি, মানস এবং চিন্তার সাহায্যে প্রজা উৎপাদন করিলেন। ৩৬-৩৭

🪷🌿 হে দ্বিজশ্রেষ্ঠগণ! এরূপে তাহার যে সকল পুত্ৰ উৎপন্ন হইল, তাহারা নারদের উপদেশ ক্রমে এই পৃথিবী পৰ্যটন করিতে লাগিল। ৩৮

🪷🌿 দক্ষের পুনঃপুনঃ সহস্র সহস্র পুত্র উৎপন্ন হইতে লাগিল; তাহারা সকলেই নারদের বাক্যে পূৰ্বজাত ভ্রাতৃগণের পদবী অনুসরণ করিল। ৩৯

🪷🌿 হে দ্বিজোত্তমগণ! তোমরা সকলেই ভূমণ্ডলের এক এক জন সৃষ্টিকর্তা; অতএব এই বিস্তৃত ভূভাগের উপান্ত প্রান্ত একবার সম্পূর্ণরূপে দেখ। ৪০

🪷🌿 দক্ষতনয়গণ নারদের এই কথায় প্রেরিত হইয়া পৃথিবী পৰ্যটনে প্রবৃত্ত হইলেন, আজিও প্রতিনিবৃত্ত হইলেন না। ৪১

🪷🌿 অনন্তর, দক্ষ, মৈথুনধৰ্ম্মে প্রজা উৎপাদন করিবার নিমিত্ত ইচ্ছানুরূপ বীরণতনয়াকে বিবাহ করিলেন। ৪২।

🪷🌿 হে সাধু-প্রধানগণ! তাহার নাম বীরিণী এবং অসিক্লী, হে দ্বিজোত্তমগণ! দক্ষ প্রজাপতির তাঁহাতে প্রথম সঙ্কল্প হইল; অর্থাৎ ইহার গর্ভে সন্তান হউক, এই প্রথম অভিসন্ধি হইলেই তাহার গর্ভে সদ্য মহামায়া উৎপন্ন হইলেন। তিনি উৎপন্ন হইবামাত্র প্রজাপতি অত্যন্ত প্রীত হইলেন এবং সেই দুহিতার উজ্জ্বল তেজ দেখিয়া বুঝিতে পারিলেন, ইনিই সেই মহামায়া। ৪৩-৪৪

🪷🌿 তিনি উৎপন্ন হইলে, পুষ্পবৃষ্টি হইতে লাগিল; মেঘমালা বারিধারা বর্ষণ করিতে লাগিল; দিত্মণ্ডল প্রশান্ত ভাব ধারণ করিল। ৪৫

🪷🌿 দেবগণ, নভস্তলে অবস্থিত হইয়া মঙ্গল বাদ্য বাজাইলেন। হে নরোত্তম গণ! তিনি ভূমিষ্ঠ হইলে নিৰ্বাণ অগ্নি জ্বলিয়া উঠিল। ৪৬-৪৭

🪷🌿 দক্ষ সেই মহামায়া জগদীশ্বরী বিষ্ণুমায়াকে দেখিয়া বীরিণীর অলক্ষ্যে যথাশক্তি তাহার সন্তোষ উৎপাদন করিতে যত্নশীল হইলেন। ৪৭

🪷🌿 দক্ষ বলিলেন,–বিষ্ণু যাহাকে শিবা, শান্তা, যোগনিদ্রা এবং জগন্ময়ী বলেন, সেই নিত্যরূপাকে প্রণাম করি। ৪৮

🪷🌿 বিধাতা যাহার নিয়োগে জগৎ সৃষ্টি করিয়াছেন, জগৎপতি বিষ্ণু যাহার আদেশ পালন করিতে তৎপর, যাহার আজ্ঞায় রুদ্র সংহারকারী, সেই মহীয়সী দেবীকে নমস্কার করি। ৪৯

🪷🌿 নির্বিকারা, নির্মলা, অপ্রমেয়া, প্রমা-প্রমাণ- প্রমেয়রূপিণী প্রমাবতী সুখাত্মিকা দেবীকে প্রণাম করি। ৫০

🪷🌿 যে ব্যক্তি বিদ্যা-অবিদ্যারূপিণী পরাৎপরা তোমাকে ধ্যান করে, ভোগ ও মুক্তি তাহার করতলস্থ। ৫১

🪷🌿 যে ব্যক্তি, বিদ্যা-অবিদ্যা-প্রকাশিনী পবিত্রতা-কারিণী তোমাকে একবারও প্রত্যক্ষ অবলোকন করে অবশ্য তাহার মুক্তি হয়। ৫২।

🪷🌿 হে যোগনিদ্রে! মহামায়ে! হে জগন্ময়! বিষ্ণুমায়ে! প্রমাণ-প্রমেয়-বতী চিৎশক্তিমাত্রেই তোমার অংশ। ৫৩

🪷🌿 জগদম্বে। যাহারা আপনাকে অম্বিকা, জগন্ময়ী এবং মায়া বলিয়া স্তব করে, তাহাদিগের সকলই হয়। ৫৪

🪷🌿 মার্কণ্ডেয় বলিলেন;–মহাত্মা দক্ষ, জগদম্বার এইরূপ স্তব করিলে, মা যাহাতে শুনিতে না পান এইরূপ ভাবে তিনি দক্ষকে বলিতে লাগিলেন। ৫৫

🪷🌿 তখন অম্বিকা, কেবল দক্ষ শুনিতে পান ও অপরে শুনিতে না পায় এইরূপ ভাবে তত্রস্থ জনগণকে মোহিত করিয়া বলিতে লাগিলেন;-হে মুনিবর! তুমি পূর্বে যে কার্যের জন্য আমাকে আরাধনা করিয়াছিলে, তোমার সেই অভিলষিত কাৰ্য্য সিদ্ধ হইয়াছে; এখন সময় মত অবধারণ কর। ৫৬-৫৭

🪷🌿 মার্কণ্ডেয় বলিলেন,–তখন দেবী এই কথা বলিয়া দক্ষকেও নিজ মায়ায় আচ্ছন্ন করিলেন; আপনি শৈশবভাব অবলম্বন করিয়া জননী-পার্শ্বে রোদন করিতে লাগিলেন। ৫৮

🪷🌿 অনন্তর, বীরিণী, সযত্নে যথোচিত ভাবে মুখ চক্ষু প্রভৃতি মার্জনা করিয়া দিয়া শিশুপালন-বিধি-অনুসারে তাহাকে স্তন্যপানাদি করাইতে লাগিলেন। ৫৯

🪷🌿 তিনি বীরিণী ও মহাত্মা দক্ষকর্তৃক পালিত হইয়া শুক্লপক্ষের শশধরের ন্যায় দিন দিন বৃদ্ধি পাইতে লাগিলেন। ৬০

🪷🌿 হে দ্বিজশ্রেষ্ঠগণ! যেমন সমস্ত মনোহর কলা চন্দ্রে প্রবেশ করে, সেইরূপ তদীয় গুণাবলী শৈশবেই তাহাতে দেখা দিল। ৬১

🪷🌿 যখন তিনি, সখীমধ্যে নিজ ভাবে ক্রীড়া করিতেন, তখনই নিরন্তর মহান দেবের প্রতিমূর্তি লিখিতেন। ৬২

🪷🌿 যখন তিনি বাল্যোচিত গান করিতে প্রবৃত্ত হইতেন তখন অন্য কথার পরিবর্তে উগ্র, স্থাণু, হর, রুদ্র, স্মরশাসন–এই সকল কথাই তাহার স্মৃতিপথে আসিত। ৬৩।

🪷🌿 হে দ্বিজবরগণ! সৰ্বগুণে গুণবতী প্রশংসাপাত্রী সেই দুহিতার সত্তা অর্থাৎ সাধুতা ও নীতিপরায়ণতা দেখিয়া দক্ষ ‘সতী’ নাম রাখিলেন। ৬৪

🪷🌿 বাল্যকালেও নিত্য-ভক্তিমতী সেই দুহিতার প্রতি, দক্ষ এবং বীরিণীর অনুপম বাৎসল্য প্রতিদিন প্রতিক্ষণে বাড়িতে লাগিল। ৬৫

🪷🌿 হে দ্বিজোত্তমগণ! শৈশবোচিত সকল গুণে গুণবতী সতত নীতিপরায়ণা সেই দুহিতা, মাতাপিতাকে নিয়ত সন্তুষ্ট করিতেন। ৬৬।

🪷🌿 অনন্তর একদা তিনি পিতার পার্শ্বে বসিয়া আছেন, এমন সময় ব্রহ্মা ও নারদ ভূমণ্ডলের রত্নভূতা সেই কন্যাটিকে দেখিতে আসিলেন। ৬৭

🪷🌿 সতীও,–ব্রহ্মা এবং নারদকে দেখিয়া হৃষ্টচিত্তে সবিনয়ে প্রণাম করিলেন। ৬৮

🪷🌿 বিধি-নারদ, প্রণামের পর বিনয়াবনতা সতীর প্রতি দৃষ্টিপাত করত এই আশীৰ্বাদ করিলেন যিনি তোমাকে কামনা করিতেছেন, আর তুমি যাহাকে পতি করিতে অভিলাষিণী; সেই সৰ্ব্বজ্ঞ জগদীশ্বর তোমার পতি হউন। ৬৯

🪷🌿 হে কল্যাণি। যিনি তোমা ব্যতীত অপর রমণী গ্রহণ করেন নাই, করেন না এবং করিবেন না, তোমার সেই অনন্যসদৃশ পতি-লাভ হউক। ৭০

🪷🌿 হে দ্বিজবরগণ! তাহারা এই কথা বলিয়া অনেকক্ষণ দক্ষালয়ে অবস্থিতি করিলেন, তৎপরে দক্ষের নিকট বিদায় লইয়া স্বস্থানে গমন করিলেন। ৭১

𝖍𝖆𝖗𝖊 𝖐𝖗𝖎𝖘𝖍𝖓𝖆 𝖍𝖆𝖗𝖊 𝖐𝖗𝖎𝖘𝖍𝖓𝖆
𝖐𝖗𝖎𝖘𝖍𝖓𝖆 𝖐𝖗𝖎𝖘𝖍𝖓𝖆 𝖍𝖆𝖗𝖊 𝖍𝖆𝖗𝖊|
𝖍𝖆𝖗𝖊 𝖗𝖆𝖒 𝖍𝖆𝖗𝖊 𝖗𝖆𝖒
𝖗𝖆𝖒 𝖗𝖆𝖒 𝖍𝖆𝖗𝖊 𝖍𝖆𝖗𝖊 ||
*🧚‍♂️𝄞⋆⃝ 🧚‍♂️𝖍𝖆𝖗𝖎𝖇𝖔𝖑🧚‍♂️𝄞⋆⃝🧚‍♂️*
*_━────⊱❉✸❉⊰─────━_*
*⚜️জয় শ্রীরাধাকৃষ্ণ⚜️*
🙏🏻 👣👣🙏🏻

04/04/2023

╭─•━━━━━•⊰❁❀❁❁❀❁⊱•━━━━━•─╮
─⊱ নবগ্রহ স্তোত্রম্ ⊰─
❏❖❏❖❏❖❏❖❏❖❏❏❖❏❖❏❖❏❖❏❖❏
* #নবগ্রহ_স্তোত্রম্*
┈┈┉━❀❈🌹❈❀━┉┈┈
🕉️✧═══════•❁❁•═══════✧🕉
🔷রবিঃ🔷

জপাকুসুম সংকাশং কাশ্যপেযং মহাদ্যুতিম্ ।
তমোঽরিং সর্ব পাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম্ ॥

🔶চংদ্রঃ🔶

দধিশংখ তুষারাভং ক্ষীরার্ণব সমুদ্ভবম্ (ক্ষীরোদার্ণব সংভবম্) ।
নমামি শশিনং সোমং শংভো-র্মকুট ভূষণম্ ॥

🍁মঙ্গল :🍁

ধরণী গর্ভ সংভূতং বিদ্যুত্কাংতি সমপ্রভম্ ।
কুমারং শক্তিহস্তং তং মংগলং প্রণমাম্যহম্ ॥

💠বুধঃ💠

প্রিযংগু কলিকাশ্যামং রূপেণা প্রতিমং বুধম্ ।
সৌম্যং সৌম্য (সত্ব) গুণোপেতং তং বুধং প্রণমাম্যহম্ ॥

✡️গুরুঃ✡️

দেবানাং চ ঋষীণাং চ গুরুং কাংচনসন্নিভম্ ।
বুদ্ধিমংতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম্ ॥

🌿শুক্রঃ🌿

হিমকুংদ মৃণালাভং দৈত্যানং পরমং গুরুম্ ।
সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম্ ॥

🍂শনিঃ🍂

নীলাংজন সমাভাসং রবিপুত্রং যমাগ্রজম্ ।
ছাযা মার্তাংড সংভূতং তং নমামি শনৈশ্চরম্ ॥

🔻রাহুঃ🔻

অর্ধকাযং মহাবীরং চংদ্রাদিত্য বিমর্ধনম্ ।
সিংহিকা গর্ভ সংভূতং তং রাহুং প্রণমাম্যহম্ ॥

🔸🔸কেতুঃ🔸🔸

পলাশ পুষ্প সংকাশং তারকাগ্রহমস্তকম্ ।
রৌদ্রং রৌদ্রাত্মকং ঘোরং তং কেতুং প্রণমাম্যহম্ ॥

🎇ফলশ্রুতিঃ🎇

ইতি ব্যাস মুখোদ্গীতং যঃ পঠেত্সু সমাহিতঃ ।
দিবা বা যদি বা রাত্রৌ বিঘ্নশাংতি-র্ভবিষ্যতি ॥
নরনারী-নৃপাণাং চ ভবে-দ্দুঃস্বপ্ন-নাশনম্ ।
ঐশ্বর্যমতুলং তেষামারোগ্যং পুষ্টি বর্ধনম্ ॥
গ্রহনক্ষত্রজাঃ পীরাস্তস্করাগ্নি সমুদ্ভবাঃ ।
তাস্সর্বাঃ প্রশমং যাংতি ব্যাসো ব্রূতে ন সংশযঃ ॥
ইতি ব্যাস বিরচিতং নবগ্রহ স্তোত্রং সংপূর্ণম্ ।।

🔰নবগ্রহ ধ্যান শ্লোকম্🔰

আদিত্যায় চ সোমায় মংগলায় বুধায় চ ।
গুরু শুক্র শনিভ্যশ্চ রাহুবে কেতবে নমঃ ॥

শেয়ার করে অন্যদের জানতে সহায়তা করুন-
❀ *জয় শ্রীরাধেশ্যাম* ❀
┈┉━❀❈🙏🏻❈❀━┉┈
👣 ✧═══════•❁❁•═══════✧👣
┄❈❥ًً❀──●❀🌹🍒🌻
*🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️হরে কৃষ্ণ 🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️*
*🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️হরে কৃষ্ণ 🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️*
*🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀কৃষ্ণ কৃষ্ণ🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️*
*🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️ হরে হরে🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️*
*🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️হরে রাম🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️*
*🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️হরে রাম🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️*
*🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️রাম রাম 🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️*
*🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️ হরে হরে🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️*
┄❈❥ًً❀──●❀🌹🍒🌻
╲\ | / /╭━━ " ҉♥️" ҉-━━╮╲\ | / /
" ҉♥️" ҉ *কৃষ্ণময় হোক জীবন* " ҉♥️" ҉-
╱/ | \╲╰━━ " ҉♥️" ҉-"━━╯╱/| \╲

28/03/2023

History Says Everything🕉️🚩

28/03/2023

Jai Shree Ram 🚩🚩🚩

Address

Duprajpur Road
Suri
731101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanatani Editz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share