
26/06/2025
অসহায় মা প্রেমা…
তিনটি খুদে সন্তান—দুই, তিন ও পাঁচ বছর বয়স।
পেটের ভাত জোটাতে না পেরে নিজের মাথার চুল কেটে বিক্রি করলেন মাত্র ১৫০ টাকায়।
সেই টাকাতেই সন্তানের মুখে একবেলা খাবার তুলে দিতে পারলেন তিনি।
এই না হলে ‘মা’!
যার বুক ভরে থাকে ভালোবাসায়।এই মায়েরা ট্রেন্ডে আসেন না। কিন্তু তাঁরা আমাদের দেশের মেরুদণ্ড।