22/12/2024
আপনি যত সরলতা দেখাবেন,মানুষ আপনার সামাজিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে! আপনি যতই মানুষের সাথে মিশবেন, সস্তা ভাববে! আপনি যতই নিজ থেকে অন্যকে মূল্য দেবেন, তারা আপনার কাছে নিজেদের দামি সাজানোর চেষ্টা করবে! আপনি যতই নিরব থাকবেন, মানুষ আপনাকে অহংকারী ভাববে, মূল কথা আপনি যা কিছুই করেন না কেনো, মানুষের ভাবনার মাঝে আপনি থাকবেন, তবে মনে রাখবেন আপনি যতই মানুষকে নিয়ে কম ভাববেন আপনি ততই এগিয়ে যাবেন! সুতরাং নিজের কাজটাই লক্ষ স্থির করে বাকি সব ইগনোর করুন!
ছবি: যার কন্ঠ প্রতিদিন শোনেন....