Social Face

Social Face চলার পথে নানা প্রতিকূলতা আর পাশে থাকা ৭ লাখ মানুষকে নিয়ে এবার আমাদের পথ চলা।🥳❤️
(3)

অসহায় মা প্রেমা…তিনটি খুদে সন্তান—দুই, তিন ও পাঁচ বছর বয়স।পেটের ভাত জোটাতে না পেরে নিজের মাথার চুল কেটে বিক্রি করলেন মাত...
26/06/2025

অসহায় মা প্রেমা…
তিনটি খুদে সন্তান—দুই, তিন ও পাঁচ বছর বয়স।
পেটের ভাত জোটাতে না পেরে নিজের মাথার চুল কেটে বিক্রি করলেন মাত্র ১৫০ টাকায়।
সেই টাকাতেই সন্তানের মুখে একবেলা খাবার তুলে দিতে পারলেন তিনি।

এই না হলে ‘মা’!
যার বুক ভরে থাকে ভালোবাসায়।এই মায়েরা ট্রেন্ডে আসেন না। কিন্তু তাঁরা আমাদের দেশের মেরুদণ্ড।

26/06/2025

খোলা আকাশের নিচে পড়ে ক্লাসের প্রথম থানুশকা। ফুল বিক্রেতা মায়ের ক/ষ্ট সবটাই তাল পাতার ঘরে।

আনন্দে মা বাবার চোখে জল! মহাকাশে পাড়ি দিলেন ভারতবর্ষের বীর সন্তান শুভাংশু শুক্লা।ভারতের দ্বিতীয় পুরুষ মহাকাশচারী তিনি।
25/06/2025

আনন্দে মা বাবার চোখে জল! মহাকাশে পাড়ি দিলেন ভারতবর্ষের বীর সন্তান শুভাংশু শুক্লা।ভারতের দ্বিতীয় পুরুষ মহাকাশচারী তিনি।

পিরি*য়ড শব্দটি যে গ্রামে এখনো কেউ মুখে নেননা, পুরুষদের সামনে কখনো উচ্চারিত হয়না মাসিক শব্দটি! আর ঠিক তারই জন্য অকালে চলে...
25/06/2025

পিরি*য়ড শব্দটি যে গ্রামে এখনো কেউ মুখে নেননা, পুরুষদের সামনে কখনো উচ্চারিত হয়না মাসিক শব্দটি! আর ঠিক তারই জন্য অকালে চলে যেতে হলো প্রথম পিরি*য়ড হওয়া ১৩ বছরের ছোট্ট কিশোরিটিকে! ভারতের সুন্দরবনে অবস্থিত কালঘেঁসা গ্রাম" আর এই গ্রামেরই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষা এখনো কোথায় কোথায় গিয়ে পৌঁছায়নি! সত্যি একটি পিরিয়ড, একটি...
মৃ/ত্যু — কে নেবে এই দায়?”
মাত্র তেরো কিংবা চৌদ্দ বছর বয়সের এক কিশোরী। নাম নয়, তার ব্যথার গল্পই এখানে মুখ্য। জীবনের প্রথম পি*রিয়ড শুরু হয়েছিল কিছুদিন আগে। সেই প্রথম র/ক্ত/পাতের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল জীবনের ঘোরতর যু/দ্ধ—যার শেষ পরিণতি হয়েছিল মৃ/ত্যু/তে। বদলে যাক সমাজ,বদলে যাক ভাবনা!

এক সময়ে বাংলা সিনেমায় দেব শুভশ্রীর জুটি খুব জনপ্রিয় ছিলো! মাঝে কেটে যায় বহু সময়, এবার ধুমকেতু সিনেমা নিয়ে নতুন ভাবে দেব ...
25/06/2025

এক সময়ে বাংলা সিনেমায় দেব শুভশ্রীর জুটি খুব জনপ্রিয় ছিলো! মাঝে কেটে যায় বহু সময়, এবার ধুমকেতু সিনেমা নিয়ে নতুন ভাবে দেব শুভশ্রী।

বয়স যেন শুধুই একটি সংখ্যা! বাংলাদেশের এক প্রান্তে বসে সে কথাই যেন প্রমাণ করে চলেছেন ফজিলাতুন্নেছা। বয়স ১১০ পেরোলেও আজও থ...
25/06/2025

বয়স যেন শুধুই একটি সংখ্যা! বাংলাদেশের এক প্রান্তে বসে সে কথাই যেন প্রমাণ করে চলেছেন ফজিলাতুন্নেছা। বয়স ১১০ পেরোলেও আজও থেমে নেই তাঁর সংগ্রাম। কাঁচা পাকা আম, গরমে শশা—এসবই তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারও মুখাপেক্ষী না হয়ে, আত্মসম্মান বজায় রেখে চলছেন তিনি।
যেখানে আজকের প্রজন্ম একটু কষ্টে হাঁপিয়ে ওঠে, সেখানে শতবর্ষী এই নারীর মাটির গন্ধমাখা জীবন-সংগ্রাম আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, ইচ্ছা আর সাহস থাকলে বয়স কোনো বাধা নয়।

তিনি শুধু একজন বৃদ্ধা নন, তিনি এক জীবন্ত অনুপ্রেরণা। তাঁর মত কর্মনিষ্ঠা ও আত্মনির্ভরতার এই নিদর্শন সত্যিই গোটা সমাজকে মাথা নোয়াতে বাধ্য করে।

কুর্নিশ ফজিলাতুন্নেছা, আপনি সত্যিকারের ‘বীরাঙ্গনা’।

বেঁচে ফিরুক আরো একটি প্রান! অশ্মিকার পর হৃদিকারও প্রয়োজন ১৬ কোটির ইন/জেকশন  সাহায্যের হাত বাড়িয়ে দিন! নিজে না পারলে পোষ্...
24/06/2025

বেঁচে ফিরুক আরো একটি প্রান! অশ্মিকার পর হৃদিকারও প্রয়োজন ১৬ কোটির ইন/জেকশন সাহায্যের হাত বাড়িয়ে দিন! নিজে না পারলে পোষ্টটি শেয়ার করুন!

স্কুল পড়ুয়াদের সাথে এবার থেকে পঃবঙ্গের নানাহ স্কুলে জুটবে পথ কুকুরদের এক বেলার মিড-ডে-মিল।
24/06/2025

স্কুল পড়ুয়াদের সাথে এবার থেকে পঃবঙ্গের নানাহ স্কুলে জুটবে পথ কুকুরদের এক বেলার মিড-ডে-মিল।

24/06/2025

বিকাল তিনটা বাজলেই দিনের প্রথম খাবার খান দুই বোন, তাও স্কুলের মিড-ডে মিল। তাদের পাশে খুশির ভান্ডার বাপ্পা।

শুভ জন্মদিন, লিওনেল মেসি!তোমার পায়ের জাদু যেমন বিশ্বকে মুগ্ধ করেছে, তেমনই তোমার নম্রতা ছুঁয়ে গেছে কোটি হৃদয়। ফুটবলের ...
24/06/2025

শুভ জন্মদিন, লিওনেল মেসি!
তোমার পায়ের জাদু যেমন বিশ্বকে মুগ্ধ করেছে, তেমনই তোমার নম্রতা ছুঁয়ে গেছে কোটি হৃদয়। ফুটবলের মাঠে তুমি এক কবি, যার প্রতিটি স্পর্শে লেখা হয় ইতিহাস।
তোমার জীবন হোক আরও সাফল্যে ভরা, আনন্দে ভরা — যেমন তুমি আমাদের আনন্দে ভরিয়ে দাও প্রতিটি ম্যাচে।
শুভ হোক তোমার এই বিশেষ দিন! তোমায় জানাই শুভ জন্মদিন।

সেদিন অনেকেই বলেছিলো এ ছেলে আর ক্রিকেট খেলতে পারবে না। আইপিএলেও তাঁকে নিয়ে ব্য/ঙ্গ হয়েছিল, আঙুল তোলা হয়েছিল তাঁর সামর্থ্...
23/06/2025

সেদিন অনেকেই বলেছিলো এ ছেলে আর ক্রিকেট খেলতে পারবে না। আইপিএলেও তাঁকে নিয়ে
ব্য/ঙ্গ হয়েছিল, আঙুল তোলা হয়েছিল তাঁর সামর্থ্যের দিকে। কিন্তু ঋষভ পন্থ থেমে থাকেননি। চুপচাপ ল/ড়ে/ছেন, ঘাম ঝরিয়েছেন, প্রস্তুত হয়েছেন। আর এবার ইংল্যান্ডের ক/ঠিন উইকেটে ব্যাট হাতে যেন এক কবিতা লিখে গেলেন তিনি—টানা দুই ইনিংসে শতরান, যেন সমালোচকদের মুখে এক নিঃশব্দ চপে/টা/ঘাত।

এটাই ঋষভ পন্থের উত্তর—কথায় নয়, কাজে। গর্ব করে বলার মতো এক ভারতীয় যো/দ্ধা।

❤️ ৫২ বছরের প্রেম... বুক পকেটে ভরে রাখা এক যু/দ্ধ জয়ের ছবি।নাম তানেসউদ্দিন, এক বীর মুক্তি যো/দ্ধা। বুক পকেটে এখনও বহন কর...
23/06/2025

❤️ ৫২ বছরের প্রেম... বুক পকেটে ভরে রাখা এক যু/দ্ধ জয়ের ছবি।
নাম তানেসউদ্দিন, এক বীর মুক্তি যো/দ্ধা। বুক পকেটে এখনও বহন করেন তাঁর প্রাণের মানুষ জোহরার ছবি—যাঁর ভালোবাসা আজও মুছে যায়নি যু/দ্ধের ধুলোতে।

১৯৬৪ সালে শুরু হয়েছিল ভালোবাসা—নৌকা না পেয়ে মেঘনা নদী সাঁতরে গিয়েছিলেন দেখা করতে।
১৯৭১ সালে দেশের টানে অ/স্ত্র তুলে নেন হাতে, রেখে আসেন বুকভরা জোহরার ভালোবাসা আর খামের ভেতর সেই শেষ চিঠি!

Address

Sonamura
799131

Website

Alerts

Be the first to know and let us send you an email when Social Face posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Social Face:

Share

Category