বাহার লিটিল ম্যাগাজিন

  • Home
  • India
  • Singur
  • বাহার লিটিল ম্যাগাজিন

বাহার লিটিল ম্যাগাজিন বাহার একটি লিটিল ম্যাগাজিন। এই ম্যাগাজিন মূলত ছাত্রছাত্রীরা চালায়।

যখনই সময় হয়েছে মানুষ মানুষের সাথে জুড়ে গেছে। বানিয়ে নিয়েছে মানুষরূপী দৈত্যের উলটো দিকে মানুষেরই দূর্গ। বাহার লিটিল ম্যাগ...
06/12/2024

যখনই সময় হয়েছে মানুষ মানুষের সাথে জুড়ে গেছে। বানিয়ে নিয়েছে মানুষরূপী দৈত্যের উলটো দিকে মানুষেরই দূর্গ।

বাহার লিটিল ম্যাগাজিন নিয়ে আমরা থাকছি ২৩ তম লিটিল ম্যাগাজিন মেলা পুরুলিয়াতে।

আয়োজক
পুরুলিয়া জেলা লিটিল ম্যাগাজিন মেলা কমিটি
হরিপদ সাহিত্য মন্দির চত্বর, পুরুলিয়া
২০-২২ ডিসেম্বর, ২০২৪
বেলা ৩টে থেকে রাত ৯টা

লিটিল ম্যাগাজিন ধরে রাখে সময়কে। তাই চেষ্টা করি আমরাও বাহার লিটিল ম্যাগাজিন। প্রকাশ পাচ্ছে বাহার লিটিল ম্যাগাজিনের সপ্তম ...
16/11/2024

লিটিল ম্যাগাজিন ধরে রাখে সময়কে। তাই চেষ্টা করি আমরাও বাহার লিটিল ম্যাগাজিন।

প্রকাশ পাচ্ছে বাহার লিটিল ম্যাগাজিনের সপ্তম সংখ্যা আজ।

আমরা থাকছি আজ(১৬.১১.২০২৪) ও কাল(১৭.১১.২০২৪) দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত লিটিল ম্যাগাজিন মেলা তারকেশ্বর এ।

আসুন দেখা হোক কথা হোক। আলোচনা বজায় থাকুক চলতে থাকুক তর্কবিতর্ক।

বাহার লিটিল ম্যাগাজিন-এর ষষ্ঠ সংখ্যা প্রকাশিত হবে পালাপাব্বন - Palapabbon-এ। এবারের পালাপাব্বন ৯-এ১৬ ১৭ চৈত্র ১৪৩০     ৩...
28/03/2024

বাহার লিটিল ম্যাগাজিন-এর ষষ্ঠ সংখ্যা প্রকাশিত হবে পালাপাব্বন - Palapabbon-এ।

এবারের পালাপাব্বন ৯-এ
১৬ ১৭ চৈত্র ১৪৩০ ৩০ ৩১ মার্চ ২০২৪
শনিবার রবিবার বিকেল ৫টা বাঁধের মাঠ নালিকুল হুগলি।

পত্রপত্রিকা নাটক গান বাজনার আসর
কাঠ ও মাটির খেলনা পটচিত্র
বাঁশের পেতে ঝুড়ি
ঘর সাজানোর জিনিস
গ্রামগান
বাজপাখির নাটক 'ফুল ও পাখি'
লক্ষ্যা পদাতিকের 'নাটক কঙ্ক লীলাবতী কথা' (হলদিয়া)
গান দুলালদা (হলদিয়া)
নালিকুলের ছাত্রছাত্রী ও বাঁধের মায়েদের নাটক
গান সৈয়দ ফরহাদ (বাংলাদেশ)
'পটের গান' অরুণ পটুয়া
হইচইয়ের নাটক 'বন্ধু'
অনুভূতি সাংস্কৃতিক সংস্থার নাটক 'নদীতে' (বর্ধমান)
সমগীতের গান (বাংলাদেশ)

আসুন দেখা হবে। কথা হবে।

আমরা থাকছি বাহার পত্রিকা নিয়ে ৮-১০ মার্চ হালিসহর লিটল ম্যাগাজিন মেলা  তে দুপর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত। সাথে থাকছে আমাদ...
08/03/2024

আমরা থাকছি বাহার পত্রিকা নিয়ে ৮-১০ মার্চ হালিসহর লিটল ম্যাগাজিন মেলা তে দুপর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত। সাথে থাকছে আমাদের অন্যান্য পত্রিকা 'মুক্তমনা' ও পালাপাব্বন - Palapabbon ।

29/02/2024

আগামী ৩০ মার্চ প্রকাশিত হতে চলা বাহার লিটিল ম্যাগাজিন এর ষষ্ঠ সংখ্যার জন্য লেখা নেওয়া শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ১৫ মার্চের মধ্যে লেখা জমা দিন।

আমাদের প্রত্যেকের হাতে লেগে আছে গণহত্যার তাজা রক্ত। আমি আপনি কি সে বিষয়ে একটুও ভাবুক? নাকি শুধুই হোহো করে হেসে উঠে ভুলে ...
04/02/2024

আমাদের প্রত্যেকের হাতে লেগে আছে গণহত্যার তাজা রক্ত।

আমি আপনি কি সে বিষয়ে একটুও ভাবুক? নাকি শুধুই হোহো করে হেসে উঠে ভুলে যাব সব। খুব সন্তর্পণে অথবা অবুঝের মতো?

সন্ত্রাসী আর মৃত্যুর মধ্যে তফাৎ একটা সামান্য আলরাস্তার। জ্যান্ত সন্ত্রাসী বলে কিছু হয় না। স্বাধীনতা আর সন্ত্রাসের মধ্যেও...
31/01/2024

সন্ত্রাসী আর মৃত্যুর মধ্যে তফাৎ একটা সামান্য আলরাস্তার। জ্যান্ত সন্ত্রাসী বলে কিছু হয় না। স্বাধীনতা আর সন্ত্রাসের মধ্যেও ফাঁক একচুলের। স্বাধীনতার কথা আমরা তখনই ভাবতে পারি, যখন আমাদের বেঁচে থাকা সংজ্ঞায়িত হয় মৃত্যু আর হত্যার মাধ্যমে - শিয়রে মরণ দাঁড়িয়ে আছে বলেই আমরা জীবিত আছি। আমাকে কোতল করা হলে তবেই আমি বেঁচে উঠবো

আজ শেষ দিন

৯ নং গেট, কলকাতা বইমেলা
লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন
আমি আর লীনা হেঁটে চলেছি এর টেবিলে
টেবিল নম্বর- ১১৪

হয়তো আমি আর কখনও আমার সাইকেলটা চালাতে পারব না, বইগুলো পড়তে পারব না, চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা আর কি কখনও হবে! প্র...
21/01/2024

হয়তো আমি আর কখনও আমার সাইকেলটা চালাতে পারব না, বইগুলো পড়তে পারব না, চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা আর কি কখনও হবে! প্রেমিকার সাথে অজন্তার গুহায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা ছিল এবারের পুজোয়, হায়!
এরপর আর কোনো চিঠি আসেনি।

লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নের
আমি আর লীনা হেঁটে চলেছি এর টেবিলে।
টেবিল নং- ১১৪

কলকাতা বইমেলায় আমরা আছি লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নেরআমি আর লীনা হেঁটে চলেছি এর টেবিলে। টেবিল নং- ১১৪বাহার লিটিল ম্যাগাজি...
20/01/2024

কলকাতা বইমেলায় আমরা আছি লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নের
আমি আর লীনা হেঁটে চলেছি এর টেবিলে।
টেবিল নং- ১১৪

বাহার লিটিল ম্যাগাজিন এর পঞ্চম ও তৃতীয় সংখ্যা পাওয়া যাবে।

ঠিক যেমন অমসৃণ কিছু, ঘষেমেজে মসৃণ করে দিতে পারে কোনকিছুকে, তেমনই এই চকচকে সুসজ্জিত মহলের পিছে রয়েছে ফাটাফুটি হাতেরা। তা...
10/01/2024

ঠিক যেমন অমসৃণ কিছু, ঘষেমেজে মসৃণ করে দিতে পারে কোনকিছুকে, তেমনই এই চকচকে সুসজ্জিত মহলের পিছে রয়েছে ফাটাফুটি হাতেরা। তাদের উপরেই দাঁড়িয়ে জি-টোয়েন্টির বিশ্বগুরু অমৃতভারত। আর আমরা সাধারণ মানবসমাজ ও পরিবেশ। শুধুমাত্র হাতেগোনা কজন কামাবে বলে আমাদের নিশ্চিহ্ন করে দিতে পারে কতকগুলি বোমা। এরকমই ঐতিহাসিক দৃষ্টান্ত রেখে দিয়ে গেল ইজরায়েল, মানচিত্র থেকে উড়ে গেল ফিলিস্তিন।
যে বাবা সেদিন তাঁর মেয়ের মরদেহ হাতে বোমার নিচে চাপা পড়ে গেল, তার পোস্টমর্টেম রিপোর্টে অবশ্যই কিছু শব্দ পাওয়া যেতে পারত। সেগুলিই সযত্নে পরপর যুতে দিলেই পাওয়া যেত, এ শতাব্দীর সবচেয়ে প্রাসঙ্গিক লেখাটা। না, তেমন লেখা বাহারে নেই। আমরা তেমন অবস্থায় এখনও পড়িনি, তবে আশঙ্কা করছি Bharatরাষ্ট্রের এ হেন চরিত্র দেখে। বোমায় না হোক, গুলিতে গুলিতে লেখা আছে কাশ্মীর আসাম ইত্যাদি ইত্যাদির নাম। না! দামড়া দামড়া বড়লোক নয়, ছোটলোকেদের নাম, চাকরিপ্রার্থীদের নাম।
তবে আমরা বন্ধুরা, এতোকিছু দেখার পর যা যা কথা জমিয়েছিলাম নিজেদের মধ্যে, সেসব দিয়েই বাহারের পাতা ভর্তি হয় প্রতিবার, এবারেও তাই ই। ১০ তারিখ বুধবার(আজ) থেকে ১৪ তারিখ রোববার অবধি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় আমরা আমাদের পত্রিকা বাহার নিয়ে বসে আছি মেলায় টেবিলে দুপুর ২ টো থেকে রাত ৮ টা অবধি। সাথে আছে আমাদের বন্ধু পত্রিকারাও। আপনি এলে, দেখা হবে।

পত্রিকার নাম - টেবিল নম্বর
বাহার লিটিল ম্যাগাজিন পালাপাব্বন - Palapabbon মুক্তমনা - ৩৮১
আমি আর লীনা হেঁটে চলেছি - ০৩৬
কাটুস - ০৬৬
কাজললতা - ১৩৬

বাহার লিটিল ম্যাগাজিন  এর পঞ্চম সংখ্যা প্রকাশিত হয়েছে লিটিল ম্যাগাজিন মেলা তারকেশ্বর  এ। আমরা থাকছি বাহার পত্রিকা নিয়ে...
16/12/2023

বাহার লিটিল ম্যাগাজিন এর পঞ্চম সংখ্যা প্রকাশিত হয়েছে লিটিল ম্যাগাজিন মেলা তারকেশ্বর এ। আমরা থাকছি বাহার পত্রিকা নিয়ে ১৬-১৭ ডিসেম্বর 'বাগবাজার লিটল ম্যাগাজিন মেলা' তে দুপর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত। সাথে থাকছে আমাদের অন্যান্য পত্রিকা 'মুক্তমনা' ও পালাপাব্বন - Palapabbon ।

বাহার লিটিল ম্যাগাজিন এর পঞ্চম সংখ্যা প্রকাশিত হয়েছে লিটিল ম্যাগাজিন মেলা তারকেশ্বর এ। আমরা থাকছি বাহার পত্রিকা নিয়ে ২...
23/11/2023

বাহার লিটিল ম্যাগাজিন এর পঞ্চম সংখ্যা প্রকাশিত হয়েছে লিটিল ম্যাগাজিন মেলা তারকেশ্বর এ। আমরা থাকছি বাহার পত্রিকা নিয়ে ২৪, ২৫, ২৬ নভেম্বর Bardhaman Little Magaziene Mela তে দুপর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত। সাথে থাকছে আমাদের বিজ্ঞান বিষয়ক পত্রিকা 'মুক্তমনা'।

পেরিয়ে গেল একটা দিন। বছর ভরের তিনটে দিনের অপেক্ষার বাকি দুটো দিনও থাকছি আমরা। নিশ্চই দেখা হবে আপনাদের সাথে লিটিল ম্যাগাজ...
17/11/2023

পেরিয়ে গেল একটা দিন।
বছর ভরের তিনটে দিনের অপেক্ষার বাকি দুটো দিনও থাকছি আমরা।

নিশ্চই দেখা হবে আপনাদের সাথে লিটিল ম্যাগাজিন মেলা তারকেশ্বর এ বাহারের স্টলে।

অবশ্যই সংগ্রহ করুন বাহার লিটিল ম্যাগাজিন এর পঞ্চম সংখ্যা

মণিপুর জ্বলছে প্রায় সাত মাস হতে চলল। কুকি ও মেইতি সম্প্রদায়ের মধ্যে উত্তাপ বাড়ছে বই কমছে না। মণিপুরে ঘটে চলা এই ঘটনায় না...
12/11/2023

মণিপুর জ্বলছে প্রায় সাত মাস হতে চলল। কুকি ও মেইতি সম্প্রদায়ের মধ্যে উত্তাপ বাড়ছে বই কমছে না। মণিপুরে ঘটে চলা এই ঘটনায় নানা
বক্তব্য থাকা এবং কথা হওয়াই স্বাভাবিক। ঠিক যেমন নানান ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ, ধিক্কার মিছিল আমরা হতে দেখেছি গোটা দেশ জুড়ে। কিন্তু এখানে ভারত রাষ্ট্রের ভূমিকা এমন কেন? মণিপুরে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের এই ঘটনায় লাগাতার প্রতিবাদের পরেও কেন সংসদে এই ঘটনা নিয়ে কথা উঠতে প্রায় তিন মাস সময় লাগল? তারপরেও কীভাবে এই ঘটনায় কথা বলতে গিয়ে দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শুধু পূর্বতন সরকারের দিকে আঙ্গুল তুলেই দায় ঝেড়ে ফেলতে পারেন বা চুপ থাকতে পারেন? বিশ্ববিখ্যাত এত বড় গণতান্ত্রিক একটি দেশে এ কী হচ্ছে? আসলে কিছুই না। এখানেও ভারত রাষ্ট্র তার নিজের চরিত্রই পালন করছে তার নিজের খেলাটা খেলে। আচ্ছা আমাদের কি মনে পড়ে, প্রায় তিন বছর আগে এন.আর.সি ঘোষণা হওয়ার পরবর্তীতে উত্তর-পূর্ব দিল্লিতে ঘটে যাওয়া দাঙ্গার কথা? যেখানে বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের বাড়িতে হিন্দুত্বের ধ্বজাধারীরা আগুন লাগায় এবং সরকারি হিসাবে প্রায় ৫৩ জন মুসলিমকে খুন করা হয়। আচ্ছা আমাদের কি মনে পড়ে ২০০২ সালে গুজরাট দাঙ্গার কথা? শুধু এগুলোই না এমন অনেক অনেক ঘটনাই আমরা জানি এবং চাইলেই খুঁজে পাব। এত কথা বলছি কারণ একটু খেয়াল করলেই দেখা যাবে এমন সমস্ত ঘটনাতেই দেশের কোনও না কোনও বড় নেতা উষ্কানিমূলক স্লোগান দিচ্ছে অথবা পক্ষপাতদুষ্ট আচরণ করছে। কিন্তু একটি প্রশ্ন মাথায় ঢুকছে না, একটা রাষ্ট্র তারই সমাজে ঘটে চলা দাঙ্গা, হাঙ্গামা, অসামাজিক ঘটনাগুলিতে এমন ব্যবহার করতে পারে কীভাবে? পারে তার কারণ সে আসলেই এমন। এখনও যদি আমরা এমনটা বিশ্বাস করতে না পারি তবে আরও একটু কথা হোক।

বাহার লিটিল ম্যাগাজিন এর পঞ্চম সংখ্যা প্রকাশিত হচ্ছে আর কিছুদিনের মধ্যেই।

আমাদের পঞ্চম সংখ্যার প্রথম প্রকাশ পাবে লিটিল ম্যাগাজিন মেলা তারকেশ্বর এ। মেলা শুরু হচ্ছে ১৭ই নভেম্বর, শুক্রবার।
এছাড়াও আমরা থাকছি বাকি আরও দুদিন ১৮ ও ১৯-এ নভেম্বর। যথাক্রমে শনিবার ও রবিবার।

স্থান:- তারকেশ্বর জয়কৃষ্ণবাজার সুইমিংপুলের পাশের মাঠে।

সময়:- তিনদিনই বিকেল ৩টে থেকে রাত ৯টা।

উপরের বাকি থাকা কথাগুলো বাকি রইল। আপনারা এলে কথা হবে অবশ্যই। বাহারের পাঠকদের উদ্দেশ্যে আমরা থাকব আমাদের স্টলে।

26/06/2023

সময়ের গতে সময় এগিয়েই চলেছে।
আর
এগিয়ে চলেছে রাষ্ট্র, তার চিরাচরিত শোষণ নিয়ে
তবু লড়ায়ের ময়দান ছাড়তে নারাজ সমাজের একাংশ
তারাও এগিয়ে চলেছে তাদের কাগজের নৌকায় পেনের বন্দুক বাগিয়ে
আমাদের বিশ্বাস একদিন ভালো হবে।
নিয়মের বুক চিরে বেরোবে আমাদের ভাষা
সমাজের মানুষ একত্রিত হবে এই আমাদের চাহিদা।

প্রস্তুতি শুরু হয়েছে বাহার ৫ম সংখ্যার।
লেখা জমা নেওয়ার ৩১শে জুলাই।
শারদ সংখ্যায় নিজের মস্তিস্কের ছাপ ফেলুন।
বাহারের বন্ধুরা রইল আপনাদের অপেক্ষায়।

লেখা জমা দিন আমাদের মেইল আইডি:- [email protected]

অথবা হোয়াটসঅ্যাপ করুন

+91 97485 44491:- মৌনিক
+91 98366 35852:- শোয়েব এই নাম্বারে।

ওস্তাদের মার শেষরাতে। নাহহহ, আমরা তা বলে ওস্তাদ নই আর না পারি ওস্তাদী দেখাতে। তবে বাহার লিটিল ম্যাগাজিন কোনো একটি সংখ্যা...
04/04/2023

ওস্তাদের মার শেষরাতে। নাহহহ, আমরা তা বলে ওস্তাদ নই আর না পারি ওস্তাদী দেখাতে। তবে বাহার লিটিল ম্যাগাজিন কোনো একটি সংখ্যাও থেমে থাকবে অন্তত এমনটা হওয়া থেকে আমরাই আটকাতে পারি।

বাহারের চতুর্থ সংখ্যা প্রকাশ পেয়েছে, নালিকুলে এবারের পালাপাব্বন - Palapabbon আটে।
পাঠকদের কাছে আবেদন যত দ্রুত সম্ভব আপনারা সংগ্রহ করুন।

বাহার ৪র্থ সংখ্যা সংগ্রহের জন্য যোগাযোগ করুন

মৌনিক(নালিকুল থেকে):- 7001673686/ 9748544491 (ফোন অথবা হোয়াটসঅ্যাপ)

মোনালি(তারকেশ্বর থেকে):- 73194 02024(ফোন অথবা হোয়াটসঅ্যাপ)

তীষা(চন্দননগর থেকে):- 9874350416(ফোন অথবা হোয়াটসঅ্যাপ)
অথবা,
মেইল করতে পারেন [email protected]

Address

Nalikul, Haripal
Singur
712407

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাহার লিটিল ম্যাগাজিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share