ট্রেনের ধাক্কায় একটি হাতির গুরুতর আহত হওয়ার ভিডিও সোসাল মিডিয়ার ভাইরাল। ভিডিওতে বলা হচ্ছে শিয়ালদা থেকে আগরতলা গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাতিটি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে অসমের যোগীরোড এবং আজুরি রেল স্টেশানের মধ্যবর্তী জায়গায় Ajuri Rd, Jagiroad, Assam.
#SSN #viralvideo #indianrailways #accident #wildlifeplanet #wildanimals #wildlife #news #TrainAccident #NewsUpdate
নতুন পেনশনের বিপক্ষে এবং পুরোনো পেনশনের পক্ষে পুরানো পেনশন বহাল রাখার দাবীতে এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের এনজেপি শাখার পক্ষ থেকে আজ বাইক র্যালি করা হল। জানা গিয়েছে, এদিন ২০০ বেশি বাইকে প্রায় ৬০০ জন রেলকর্মী ও সংগঠনের সদস্যরা বাইক র্যালিতে অংশগ্রহণ করেন।এনজেপি রেলওয়ে ইন্সটিটিউট মাঠ থেকে বাইক র্যালি শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এনজেপি স্টেশনে যায়।বাইক র্যালির আগে রেলওয়ে ইন্সটিটিউট মাঠে একটি সভাও করা হয়।এদিনের র্যালির মধ্য দিয়ে রেলের নতুন পেনশন নীতি বন্ধের দাবি জানান সংগঠনের সদস্যরা।
💉🅰️🅱️🅾️🆎️💉
#SaveLifeDonateBlood #nfreu #blood
রক্ত সংকট মেটাতে আবার ও হাত বাড়িয়ে দিল নিউ জলপাইগুড়ি শাখার এমপ্লয়িজ ইউনিয়ন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এমপ্লয়িজ ইউনিয়নের সভা গৃহে ১৭তম রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ১নং শাখার সম্পাদক রণজয় চন্দ সভাপতি আর এন অধিকারী, এবং ২নং শাখার সভাপতি প্রবীর দে মহাশয়, সম্পাদক ভাস্কর তর, দীপঙ্কর রায়, মিঠুন চক্রবর্তী মহাশয় ও সংগঠনের সদস্যরা। কাটিহার ডিভিশনের এনজেপি রেল স্টেশন কর্মীবৃন্দরা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং রক্ত দান করেন। মোট ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়, সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ও শিলিগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।।
আমবাড়ি কাজিগছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল বিধাননগর সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি সহযোগীতায় সাফারার পেপার মিল প্রাইভেট লিমিটেড
মুরালিগঞ্জ চেকপোস্ট এলাকা গাড়ির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তি,ব্যাপক চাঞ্চল্য
ফালাকাটা ব্লকের ধুলাগাও এলাকায় অজগর উদ্ধার,চাঞ্চল্য
বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইন থেকে পড়ে গেল ট্রেনের কামনা । সোমবার সকাল ১০-০৫ মিনিটের বর্ধমান হাওড়া লোকাল ট্রেনটি ইয়ার্ড থেকে প্লাটফর্মে যাওয়ার সময় লোকাল ট্রেনের একটি কামরা লাইন থেকে পড়ে গিয়ে কার্যত উল্টে যায়। তবে ট্রেনে কোন যাত্রী না থাকায় কোন প্রাণহানি হয় নি।দুর্ঘটনার পরই রেল কর্মী ও আধিকারিক ছুটে যান। স্বাভাবিক ভাবেই রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়লো রেল কর্তৃপক্ষ।
মানুষ যে ভাবে আমাদের কে সমর্থন করছে তাতে নিশ্চিত শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে গননার দিন বাস্ক খুললে শুধুই পদ্ম ফুটবে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীশিথ প্রমানিক।
নন সেফটি ক্যাটাগরি পোষ্টে নতুন করে কোন নিয়োগ হবে না বলে জানিয়েছে রেল কতৃপক্ষ। এর বিরোধীতা করে গত এক সপ্তাহ ব্যাপি সারা ভারত জুড়ে আন্দোলন করছে ন্যাশানাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে ম্যান ও এন এফ রেলওয়ে ইমপ্লোয়িজ ইউনিয়ন। আজ সেই আন্দোলনের শেষ দিনে নিউ জলপাইগুড়ি এনএফ রেলওয়ে এরিয়া ম্যানেজার এর দফতরের সামনে বিক্ষোভ দেখায়। ১নং শাখার সম্পাদক রণজয় চন্দ সভাপতি আর এন অধিকারী, এবং ২নং শাখার সভাপতি প্রবীর দে মহাশয়, সম্পাদক ভাস্কর তর মহাশয় এছাড়া সংগঠনের সদস্যরা। কাটিহার ডিভিশনের এনজেপি রেল স্টেশন কর্মীবৃন্দরা । সম্পাদক রণজয় চন্দ বলেন ৫০শতাংশ নন সেফটি ক্যাটাগরি পোষ্ট খালি হয়ে রয়েছে কিন্তুু রেলওয়ে বোর্ড সেই পোষ্ট গুলিতে নতুন নিয়োগ না করে তা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ে বোর্ডের এই তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করছি। এই পোষ্ট গুলি তুলে
১৯৫৩ সালে ২৯ মে এডমন্ড হিলারিকে নিয়ে প্রথম এভারেস্ট জয় করেছিলেন প্রথম ভারতীয় তেনজিং নোরগে শেরপা। তারপর থেকে এই দিনটিকে এভারেস্ট ডে হিসেবে পালন করা হয় দেশ জুড়ে। সেইসাথে প্রতিবছরই এভারেস্ট ডে উপলক্ষে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। জন্মসূত্রে নেপালি হলেও পরে দার্জিলিংয়ে চলে আসেন ও ভারতের নাগরিকত্ব নেন। ১৯১৪ সালের ২৯ মে নেপালের খুম্বু গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।কুড়ি বছর বয়সেই তার কাছে পাহাড়ে চড়ার সুযোগ আসে। প্রথম ভারতীয় হিসেবে তিনি এডমন্ড হিলারিকে নিয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট জয় করেন। আজ শিলিগুড়ির দার্জিলিং মোরে তার প্রতিকৃতিতে মাল্যদান করে তেনজিং নোরগে কে সম্মান জানান মেয়র গৌতম দেব, অনিমেষ বসু সহ বিভিন্ন ব্যাক্তিরা। ফের তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন দেবার জন্য কেন্দ্র সরকারের কাছে দাবি জানান মেয়র গৌ
শিলিগুড়ি মহকুমা পরিষদ ও GTA নির্বাচনের আগে দলীয় শক্তিকে বৃদ্ধি করতে শিলিগুড়ি এলেন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। সমতল ও পাহার নিয়ে দলের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন তিনি।।।।
২৬ শে জুন সমতলে শিলিগুড়ি মহকুমা পরিষদ ও পাহাড়ে GTA নির্বাচন রয়েছে। তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। অন্যদিকে GTA নির্বাচনের বিরোধিতা করে অনশনে বসেছেন বিমল গুরুং। এমতবস্থায়, সমতল ও পাহাড়ের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করতেই শিলিগুড়ি এসেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। জানা গিয়েছে, আজ শিলিগুড়িতে দার্জিলিং জেলা তৃণমূলের নেতৃত্বদের পাশাপাশি হিল তৃণমূলের নেতৃত্বদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এদিন সকালে তিনি নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালে সেখানে হিল তৃণমূলের নেতৃত্বরা তাকে সংবর্ধনা জানায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে
#সাত সকালের গোয়াল ঘরে উদ্ধার বোমা, হুলুস্থুল কাণ্ড চাঁচলে
চাঁচল: বাড়ির গোয়াল ঘরের পেছনের রাখা ব্যাগভর্তি তাজা বোমা। রবিবার সাতসকালে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েতের রানীপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল ও খরবা থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের উপস্থিতি টের পেতে গা ঢাকা দিয়েছে পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানীপুর এলাকার বাসিন্দা মমতাজ আলী গোয়াল ঘর থেকে আজ সকালে দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে মমতাজ আলীর জামাই মহিদূর ইসলাম রানীপুরে অর্থাৎ শশুর মমতাজ আলীর বাড়িতে থাকতেন। এলাকায় নানা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত মমতাজের জামাই মহিদুল ইসলাম।আজ সকালে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জানতে পারে মমত