कामता पूरी सोसाइटी की ओर से कामताश्री 2024 प्रतियोगिता का हुआ आयोजन।
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে পথ দুর্ঘটনায় গুরুতর যখম ১
শিলিগুড়ি,২৭ ডিসেম্বর: শুক্রবার রাত্রে ফের ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দিরের কাছে পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছে এক সাইকেল আরোহী।
জানা গিয়েছে, এক সাইকেল আরোহী কে উল্টো দিক থেকে আসা চার চাকার গাড়ি ধাক্কা মারে। ঘটনায় গুরুতর ভাবে জখম হন সেই ব্যক্তি। তড়িঘড়ি সেখানকার স্থানীয় রা ছুটে এসে সেই ব্যক্তি কে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। অন্যদিকে খবর পেয়ে ছুটে আসে আশিঘর ফাঁড়ি ও ভক্তিনগর ট্রাফিক গার্ডের পুলিশ।
#roadaccident #esternbypass
রাস্তার অসুস্থ গরুদের জন্য শিবম শ্রী কৃষ্ণ গোশালার উদ্যোগে হাইড্রোলিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন
এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে অসুস্থ গরুকে উদ্ধার করে গোশালায় এনে চিকিৎসা করা হবে
Happy Birthday Bhai Jaan | सिलीगुड़ी के कवाखाली स्थित हाउस ऑफ प्रेयर में सलमान खान फैन के द्वारा बच्चों के साथ सलमान खान का जन्मदिन बहुत धूमधाम से मनाया गया
#salmankhan #salmankhanfans #happybirthday #bhaijaan
মাদকের ব্যবসা যেন লাগামছাড়া। রমরমিয়ে চলা এই মাদক সমাজকে কলুষিত করছে।
মাদকের ব্যবসা যেন লাগামছাড়া। রমরমিয়ে চলা এই মাদক সমাজকে কলুষিত করছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গোটা সমাজ মিলে স্মারকলিপি প্রদান।