Ekhon Siliguri

Ekhon Siliguri EkhonSiliguri, a news portal that focuses on providing updated news & information about Siliguri city

"Ekhon Siliguri" sounds like a news portal that focuses on providing updated news and information about Siliguri city. Such portals play a crucial role in keeping the local community informed about current events, developments, and issues that affect the city and its residents. If you are looking for news and updates related to Siliguri, "Ekhon Siliguri" would likely be a valuable source for stayi

ng informed about the latest happenings in the region. You can visit their social pages or follow their updates to access the latest news and information about Siliguri city. "Ekhon Siliguri" will be helpful for individuals interested in staying updated on news and events related to Siliguri city. You can visit their page and subscribe to their YouTube channel to access their latest news updates and content. It's a convenient way to stay informed about what's happening in the city.

“ নারী সুরক্ষার দাবি নিয়ে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ  বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যদের"। আজ শিলিগুড়ি থানা সংলগ্ন এলা...
19/01/2024

“ নারী সুরক্ষার দাবি নিয়ে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যদের"।

আজ শিলিগুড়ি থানা সংলগ্ন এলাকা থেকে মিছিল করেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা।মিছিলটি শিলিগুড়ি থানার সামনে পৌঁছালে পুলিশ আটকে দেয়।এরপর থানার সামনেই বসে বিক্ষোভ করে তারা।পরবর্তীতে শিলিগুড়ি থানার আইসিকে নারী সুরক্ষা সহ ছয় দফার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের কথা অনুযায়ী নারী সুরক্ষা এবং সম্মান বিষয়ে সমাজের সচেতনতা বাড়াতে এমন প্রতিবাদ তাদের।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের একটি বিশেষ মহিলা দল "উইনার্স স্কোয়াড" যারা আমাদের শহরের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন...
19/01/2024

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের একটি বিশেষ মহিলা দল "উইনার্স স্কোয়াড" যারা আমাদের শহরের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবসময় একটি দৃঢ় নজরদারি রেখে চলেছে।
i

19/01/2024

আজকের শিলিগুড়ির সব্বোর্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।

শিলিগুড়ি পুলিশ মইনাক ক্রসিংয়ে বিশৃঙ্খলামূলক শব্দ দূষণমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে। তারা প্র...
19/01/2024

শিলিগুড়ি পুলিশ মইনাক ক্রসিংয়ে বিশৃঙ্খলামূলক শব্দ দূষণমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে। তারা প্রত্যেক ড্রাইভারকে এয়ার হর্ন, মাল্টিটিউনড বা অন্যান্য কঠোর শব্দযুক্ত হর্ন ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছে।

“ চুরি যাওয়া সামগ্রী কিছু দিনের মধ্যেই উদ্ধার করে দিল প্রধাননগর থানার পুলিশ"। গত ২০ ডিসেম্বর গভীর রাতে চম্পাসারি অঞ্চলের...
18/01/2024

“ চুরি যাওয়া সামগ্রী কিছু দিনের মধ্যেই উদ্ধার করে দিল প্রধাননগর থানার পুলিশ"।

গত ২০ ডিসেম্বর গভীর রাতে চম্পাসারি অঞ্চলের শ্রীগুরু বিদ্যা মন্দির স্কুলের মিড ডে মিলের রান্না করার ঘরের দরজার তালা ভেঙে রান্নার গ্যাস ও জলের পাম্প চুরি হয়ে যায়।২১ ডিসেম্বর এই বিষয়ে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ।এরপর ঘটনার তদন্ত করতে নেমে গত ৩১ ডিসেম্বর রাতে সমরনগর এলাকা থেকে শম্ভু বিশ্বাস ও বিকাশ বর্মণ নামে দুই ব্যক্তি ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হন পুলিশ কতৃপক্ষ।এরপর আজ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্কুল কর্তৃপক্ষের হাতে চুরি যাওয়া সামগ্রী তুলে দেয় পুলিশ।


“ স্কুল ছাত্রীর শ্লীলতাহানি অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি"। গত বুধবার সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফিরছিল এক ছাত্রী।সেইসময় সুজ...
18/01/2024

“ স্কুল ছাত্রীর শ্লীলতাহানি অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি"।

গত বুধবার সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফিরছিল এক ছাত্রী।সেইসময় সুজিত দাস নামে এক ব্যক্তি ছাত্রীকে প্রথমে ধাক্কা দেয় এবং শ্লীলতাহানি করে।এরপরই বিষয়টি বাড়িতে জানায় ছাত্রী।ঘটনার পর ছাত্রীর পরিবারের তরফে খালপাড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে সুজিতকে গ্রেফতার করে পুলিশ।আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

18/01/2024

আজ শিলিগুড়ির সব্বোর্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।

“ ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষনের চেষ্টা , গ্ৰেপ্তার এক বৃদ্ধ"। আজ দুপুরে খালপাড়া ফাঁড়ির অন্তর্গত এলাকায় ৯ বছরের এক নাবালি...
17/01/2024

“ ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষনের চেষ্টা , গ্ৰেপ্তার এক বৃদ্ধ"।

আজ দুপুরে খালপাড়া ফাঁড়ির অন্তর্গত এলাকায় ৯ বছরের এক নাবালিকা বাড়িতে একা ছিল।সেইসময় প্রতিবেশী এক বৃদ্ধ বাড়িতে ঢুকে নাবালিকার মুখ চেপে ধরে ধর্ষন করার চেষ্টা করে।ওইসময় নাবালিকার মা বাড়িতে চলে আসে।ঘটনা জানা জানি হতেই চারিদিকে হইচই পড়ে যায়। খবর পেয়ে তৎক্ষণাৎ খালপাড়া ফাঁড়ির পুলিশ পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।ধৃতের নাম বলাই সাহা। আগামীকাল ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

“শিলিগুড়িতে দিনে দুপুরে ঘটে গেল শ্লীলতাহানি , অভিযুক্তদের খোঁজে পুলিশ"। আজ দুপুরের দিকে এক যুবতী হাতিমোড় থেকে শিলিগুড়ি ...
17/01/2024

“শিলিগুড়িতে দিনে দুপুরে ঘটে গেল শ্লীলতাহানি , অভিযুক্তদের খোঁজে পুলিশ"।

আজ দুপুরের দিকে এক যুবতী হাতিমোড় থেকে শিলিগুড়ি কলেজের দিকে যাচ্ছিল । রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছিল ওই যুবতী। সেসময় দুই যুবক তাঁর সামনে আসে। এরপরই যুবতীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এদিকে এমন ঘটনার মুখে পড়ে কয়েক মুহূর্তের জন্য ওই যুবতী স্তম্ভিত হয়ে পড়ে এবং রাস্তায় দাঁড়িয়ে কান্না শুরু করে, পরে পুলিশকে গিয়ে জানালে ঘটনাস্থলে আসে মহিলা থানার পুলিশ।এদিন কলেজ রোডের বাড়ি ও দোকানগুলির সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ কর্মীরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

ঠান্ডায় কাবু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ,মাঘ মাসের প্রথম দিন থেকেই দেখা মিলছে না সূর্যের। কনকনে ঠান্ডায় কাপছে শিলিগুড়ি ...
17/01/2024

ঠান্ডায় কাবু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ,মাঘ মাসের প্রথম দিন থেকেই দেখা মিলছে না সূর্যের। কনকনে ঠান্ডায় কাপছে শিলিগুড়ি শহর। সকাল থেকেই আগুন পোহাতে ব্যস্ত সবাই। আজ শিলিগুড়ির সব্বোর্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ডিগ্ৰি সেলসিয়াস।

“ শিলিগুড়ির ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারের উদ্যোগ নিল রাজ্যের সেচ দপ্তর"। আজ সকালে প্রথমে শিলিগুড়ি পুরনিগমের ৩৬ এব...
17/01/2024

“ শিলিগুড়ির ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারের উদ্যোগ নিল রাজ্যের সেচ দপ্তর"।

আজ সকালে প্রথমে শিলিগুড়ি পুরনিগমের ৩৬ এবং ৩৭ নম্বর ওয়ার্ডের ঘোঘোমালির জোড়াপানি নদী পরিদর্শন করেন সেচমন্ত্রী।এরপর সুভাষপল্লী ও শেষে ডাবগ্রাম এলাকায় ফুলেশ্বরী নদী পরিদর্শন করেন তিনি।নদী দুটির বর্তমান পরিস্থিতির ওপর বেশ নজর দেন তিনি। পরিদর্শনের পর সেচমন্ত্রী বলেন, শিলিগুড়ি শহরের গুরুত্বপূর্ণ এই দুই নদী এই বছরে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।বছর শেষে নদী গুলিকে আগের অবস্থায় ফেরানোর ব্যবস্থা করা হবে।আবার মেয়র বলেন, ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারের উদ্যোগ নিয়েছে সেচদপ্তর।আজ পরিদর্শন করলেন সেচমন্ত্রী।নদী সংস্কারের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধির কাজও করা হবে বলে জানান তিনি।

“ শিলিগুড়ি থেকে গাড়ি চুরি চক্রের এক সদস্যকে গ্রেফতার করলো দিল্লি ক্রাইম ব্রাঞ্চ"সাম্প্রতিক ঘটনার পরিণতি হিসেবে, দিল্লি ক...
16/01/2024

“ শিলিগুড়ি থেকে গাড়ি চুরি চক্রের এক সদস্যকে গ্রেফতার করলো দিল্লি ক্রাইম ব্রাঞ্চ"

সাম্প্রতিক ঘটনার পরিণতি হিসেবে, দিল্লি ক্রাইম ব্রাঞ্চ সিলিগুড়িতে একটি গাড়ি চুরির চক্রের এক সদস্য, আলি আকবর শেখকে গ্রেফতার করেছে। গত বছরে একটি গাড়ি চুরির মামলা নিয়ে দিল্লি পুলিশ থানায় অভিযোগ দাখিল করা হয়েছিল, কিন্তু এক মাস পরেও গাড়িটি পুলিশের হাতে পৌঁছায়নি। এরপর, দিল্লি ক্রাইম ব্রাঞ্চ মামলাটির দায়িত্ব নেয়। এই চক্রের এক সদস্যকে প্রথমে দিল্লি থেকে গ্রেফতার করা হয়, যাকে পুলিশের জিজ্ঞাসায় গাড়ি চুরি চক্রের ঘটনা জানাতে পারে পুলিশ। সেই চক্রের সদস্য আলি আকবর শেখের মোবাইল টাওয়ার লোকেশন শিলিগুড়িতে পাওয়া যায়। এরপর মাটিগড়া থানা পুলিশ সহযোগিতা করে শিলিগুড়ি থেকে অভিযুক্তকে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয়। আজ ধরা পড়া প্রথমে তাকে সিলিগুড়ি আদালতে প্রতিষ্ঠান করে দেওয়া হয়েছে এবং তারপর তাকে দিল্লি পুলিশের জন্য ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে।

# khaborsiliguri

“ ভারত-নেপাল সীমান্তে মাদক সহ ৩জন গ্ৰেপ্তার"।  খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে এসএসবি ৪১ ব্যাটেলিয়ানের জ‌ওয়ানরা স্পেশাল চেকি...
16/01/2024

“ ভারত-নেপাল সীমান্তে মাদক সহ ৩জন গ্ৰেপ্তার"।

খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে এসএসবি ৪১ ব্যাটেলিয়ানের জ‌ওয়ানরা স্পেশাল চেকিং চালানোর সময় ৩ জনকে আটক করে।তল্লাশি চালিয়ে তাদের কাছে থেকে পাওয়া যায় ৪৮ গ্রাম ব্রাউন সুগার।পরবর্তীতে তাদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ধৃতদের নাম ছিল রবীন্দ্রনাথ রায়, সায়ন রায় ও সমীর রায়।ধৃতদের মধ্যে রবীন্দ্রনাথ খড়িবাড়ির গৌরসিং জোতের বাসিন্দা, সায়ন নকশালবাড়ির হাতিঘিসা এবং সমীর সুকনার বাসিন্দা। গোটা ঘটনার তদন্ত করছে খড়িবাড়ি থানার পুলিশ।


“শুরু হচ্ছে ২৫ তম পুস্প প্রদর্শনী"। আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়ি বিধান মার্ক...
16/01/2024

“শুরু হচ্ছে ২৫ তম পুস্প প্রদর্শনী"।

আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির তরফ থেকে ২৫তম পুষ্প প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হবে। এই মেলা চলবে চার দিন ধরে। আজ শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির তরফে মেলার কনভেনার অসীম কর্মকার বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে পুষ্প প্রদর্শনী মেলা, দাবা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ছোটদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিবছরই পাহাড় এবং সমতল থেকে প্রচুর ফুলপ্রেমীরা অংশ নেন এই মেলায়। এদিন তিনি সমস্ত ফুলপ্রেমীদের এই পুষ্প প্রদর্শনী মেলায় অংশ নেওয়ার আবেদন জানান।

16/01/2024

আজ শিলিগুড়ির সব্বোর্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।

“শুরু হল রেলগেট মেরামতের কাজ"। আজ সকালে২৪ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী রেলগেট মেরামতের  কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।রেলগেটটি ...
15/01/2024

“শুরু হল রেলগেট মেরামতের কাজ"।

আজ সকালে২৪ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী রেলগেট মেরামতের কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।রেলগেটটি অনেক দিন ধরেই বেহাল দশায় থাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছিলেন সাধারণ মানুষ। কাজ ঠিক ঠাক হচ্ছে কিনা তা পরিদর্শনে যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ার। পাশাপাশি ১৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন বাগরাকোট রেলগেটের যানজট সমস্যা সমাধানেও বিকল্প ব্যবস্থার জন্য সার্ভের কাজ শুরু হয়েছে বলে জানান তারা।

“প্রধান নগর এলাকা থেকে গ্ৰেপ্তার ৪জন জুয়ারি"। গতকাল প্রধাননগর থানার পুলিশদল প্রধান নগর থানা এলাকার নিয়ন্ত্রিত বাজারে অ...
15/01/2024

“প্রধান নগর এলাকা থেকে গ্ৰেপ্তার ৪জন জুয়ারি"।

গতকাল প্রধাননগর থানার পুলিশদল প্রধান নগর থানা এলাকার নিয়ন্ত্রিত বাজারে অভিযান চালিয়ে চারজনকে গ্ৰেপ্তার করে। যারা বন্ধ ঘরে অন্যায়ভাবে ক্ষতি ও অন্যায় লাভের জন্য জুয়া খেলায় লিপ্ত ছিল।তল্লাশি করে তাদের কাছ থেকে ৫৯,৫৫০ টাকা নগদ এবং ১০৪টি তাস বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের নাম যথাক্রমে -
১) মুন্না কুমার শা, পোকাইজোট, থানা: প্রধাননগর।
২) রঞ্জিত শা, গ্রাম-হুসেনী থানা-খেজুরিয়া,জেলা: মতিহারী, বিহার।
৩) সঞ্জিত কুমার, ছোট গ্রাম, থানা+জেলা: ছাপরা, বিহার।
৪) সাগর পাসওয়ান, গ্রাম-জগান, ডাক: ওয়ারী,থানা: সিঙ্গিয়া,জেলা: সমস্তিপুর, বিহার।

“জুয়ার আসর থেকে গ্ৰেপ্তার ৪ জন"। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে অভিযান চালিয়ে জুয়ার বোর...
14/01/2024

“জুয়ার আসর থেকে গ্ৰেপ্তার ৪ জন"।

শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে চারজনকে গ্ৰেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম সাগর পাসওয়ান, সঞ্জিত কুমার, রঞ্জিত শাহ এবং মুন্না কুমার শাহ। ধৃতদের কাছ থেকে ৫৯ হাজার টাকা উদ্ধার হয়েছে।অভিযুক্তদের আজ শিলিগুড়ি আদালতে নিয়ে যাওয়া হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

14/01/2024

আজকের শিলিগুড়ির সব্বোর্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

“ বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ০১ জনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ"।  গত ১২.০১.২৪ তারিখে সন্ধ্যায়, ভক্তিনগর থানার  প...
13/01/2024

“ বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ০১ জনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ"।

গত ১২.০১.২৪ তারিখে সন্ধ্যায়, ভক্তিনগর থানার পুলিশ ,হায়দারপাড়া মাছের বাজারের শান্তনু মজুমদারের (৫৩ বছর) বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।তল্লাশি করে তার কাছ থেকে নিম্নলিখিত নিবন্ধগুলি উদ্ধার করা হয়েছে:

১) বাদামী রঙের কাগজের কার্টুনের ১৫ (পনের) প্যাকেট, প্রতিটিতে ১৬০ বোতল আর- কাফল্ফ প্লাস কাশির সিরাপ রয়েছে, প্রতিটিতে ক্লোরফেনিরামাইন ম্যালেট আইপি 4 এমজি এবং কোডাইন ফসফেট আইপি 10এমজি।

২) বাদামী রঙের কাগজের কার্টুনের ২৪ প্যাকেট, প্রতিটি কার্টুনে ১৬০ বোতল কগরেন প্লাস কাশির সিরাপ রয়েছে, প্রতিটিতে ক্লোরফেনিরামাইন ম্যালিয়েট আইপি ৪ এমজি এবং কোডাইন ফসফেট আইপি ১০এমজি।

৩) একটি বাদামী রঙের কাগজের কার্টুন যাতে ১৪৫ প্যাকেট নাইট্রোসম-১০ ট্যাবলেট, মোট ১৪৫০০টি ট্যাবলেট।

৪) একটি বাদামী রঙের কাগজের কার্টুন যাতে ১২০টি উইনসাপমো-ফরটি ট্যাবলেটের প্যাকেট, মোট ১৭২৮০ টি ট্যাবলেট।

৫) একটি বাদামী রঙের কাগজের কার্টুন যাতে ৩টি উইনসাপমো-ফরটি ট্যাবলেটের প্যাকেট, ৪,৩২০টি মোট টি ট্যাবলেট।

৬) একটি বাদামী রঙের কাগজের কার্টুন যাতে ৩০ টি প্যাকেট উইনসাপমো-ফরটি ট্যাবলেট, মোট ৪,৩২০ টি ট্যাবলেট।

৭) একটি বাদামী রঙের কাগজের কার্টুন যাতে ১৫৪ প্যাকেট এসপিএম-পিআরএক্স ক্যাপসুল, মোট ২২,১৭৬ টি ক্যাপসুল।

৮) একটি বাদামী রঙের কাগজের কার্টুন যাতে ১৩৬ প্যাকেট এসপিএম-পিআরএক্স ক্যাপসুল, মোট ১৯৫৮৪ ক্যাপসুল।

৯) একটি বাদামী রঙের কাগজের কার্টুন যাতে ১১৩ প্যাকেট এপিসি সরণি, ৩৯ নম্বর ওয়ার্ড, থানা-ভক্তিনগর, জেলা-জলপাইগুড়ির-পিআরএক্স ক্যাপসুল মোট ১৩,৬৮০ টি ক্যাপসুল। এছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও পাওয়া গেছে। সম্পূর্ণ ঘটনাটির ভক্তিনগর থানায় তদন্ত শুরু হয়েছে।
# todaynews

“শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ঘটে গেল পথ দুঘর্টনা"। জানা গিয়েছে, এদিন সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন ঠাকুর...
13/01/2024

“শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ঘটে গেল পথ দুঘর্টনা"।

জানা গিয়েছে, এদিন সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন ঠাকুরনগরের বাসিন্দা চুমকি চ্যাটার্জী।বাড়ি থেকে কিছুটা দূরে ইস্টার্ন বাইপাসে একটি ট্যাঙ্কার ধাক্কা দেয় মহিলাকে।মহিলার পায়ের ওপর উঠে যায় ট্যাঙ্কারের চাকা।ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে মহিলাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার পর পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, এলাকায় ট্রাফিক পুলিশের কোন নজরদারি নেই।যার ফলে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে।ঘাতক ট্যাঙ্কারটিকে আটক ও চালককে গ্রেফতারের দাবী জানান তারা।এদিকে খবর পেয়ে এনজেপি থানার পুলিশ পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।পুলিশের আশ্বাসের পরই পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা।

“ধরা পড়ল শিলিগুড়ির কেজিএফ গ্যাং"প্রায় আড়াই বছর আগে ভক্তিনগর থানা এলাকায় বেশ কয়েকজন মিলে একটি গ্যাং তৈরি করে।সেইসময় এই গ...
13/01/2024

“ধরা পড়ল শিলিগুড়ির কেজিএফ গ্যাং"

প্রায় আড়াই বছর আগে ভক্তিনগর থানা এলাকায় বেশ কয়েকজন মিলে একটি গ্যাং তৈরি করে।সেইসময় এই গ্যাংয়ের কোনো নাম ছিল না।২০২২ সালে কেজিএফ সিনেমা বেরোবার পর গ্যাংয়ের নাম হয় কেজিএফ।এই গ্যাং শহরে নানা ধরণের অসামাজিক ঘটনা ঘটাতে শুরু করে।ভক্তিনগর থানার পুলিশের মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছিল কেজিএফ গ্যাং। যদিও পুলিশের নাগালের বাইরে ছিল এই গ্যাং।পরবর্তীতে এর দায়িত্ব দেওয়া হয় এসওজিকে।কেজিএফ গ্যাংকে ধরতে এসওজি তৎপর হতেই শহর ছেড়ে পালিয়ে যায় গ্যাংয়ের সদস্যরা।যদিও শহরের বাইরেও এসওজি’র নজরে ছিল গ্যাংটি।এর মধ্যেই গোপন সূত্রে এসওজি’র কাছে খবর আসে যে ইস্টার্ন বাইপাস এলাকায় কেজিএফ গ্যাং এর সদস্যদের দেখা মিলেছে।এরপর অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের নাম বিদ্যুৎ দাস ওরফে রকিভাই, রাজীব বসাক, হরমিত সিং, আরমান মোদক, অনুস্টুপ মজুমদার, শম্ভু দাস, মানিক হালদার, অজিত অধিকারী এবং রাজ সিং।পরবর্তীতে ধৃতদের ভক্তিনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

গত ১২ জানুয়ারি শিলিগুড়ি সফরে এলেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার। এদিন নর্থবেঙ্গল আইজি কার্যালয়ে উত্তরবঙ্গের সমস্ত জেল...
13/01/2024

গত ১২ জানুয়ারি শিলিগুড়ি সফরে এলেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার। এদিন নর্থবেঙ্গল আইজি কার্যালয়ে উত্তরবঙ্গের সমস্ত জেলার এসপি এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বিশেষ বৈঠক করেন ডিজিপি। এবছরই রয়েছে লোকসভা ভোট। যেকোনো সময় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে।তার আগে সমস্ত রাজ্যের ডিজি’র কাছে আইনব্যবস্থার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।এই কারণে উত্তরবঙ্গ সফরে এসেছেন ডিজিপি।এদিন বৈঠকও সারেন তিনি।বৈঠকের পর সাংবাদিক সম্মেলন না করেই বেরিয়ে যান ডিজিপি। তবে জানা যায় এদিনের বৈঠকে লোকসভা ভোটের আগে আইনব্যবস্থা মজবুত এবং শহরকে শান্তিপূর্ণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।মোস্ট ওয়ান্টেড অপরাধীদের ওপরও বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে নক্সালবাড়িতে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে ম্যারাথন দৌড় এর আয়োজন করা হয়েছে, এছাড়...
12/01/2024

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে নক্সালবাড়িতে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে ম্যারাথন দৌড় এর আয়োজন করা হয়েছে, এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
# todaysiliguri

স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সাথে পালন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মহাশয়।
12/01/2024

স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সাথে পালন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মহাশয়।

12/01/2024

শহড়ে বাড়ছে শীত, আজ শিলিগুড়ির সব্বোর্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েক মাস আগে নয়ডা সাইবার ক্রাইম থানায় লাইফ ইন্সোরেন্স এর নামে আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি।ঘ...
12/01/2024

গত কয়েক মাস আগে নয়ডা সাইবার ক্রাইম থানায় লাইফ ইন্সোরেন্স এর নামে আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি।ঘটনার তদন্তে নেমে সাতজনকে গ্রেফতার করে দিল্লীর সাইবার ক্রাইম টিম।যদিও ঘটনার সঙ্গে জড়িত আরও দুজন অভিযুক্ত পলাতক ছিল।তাদের মোবাইল ফোন ট্র্যাক করে বুধবার শিলিগুড়ি এসে পৌছায় দিল্লী পুলিশ।এরপর প্রধাননগর থানার পুলিশের সহযোগিতায় উৎপলনগরের চিল্ড্রেন পার্ক সংলগ্ন এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে অজীব লিয়াকত খান এবং আকাশ সিং রাজপুত নামে দুই ব্যক্তি কে গ্রেফতার করে পুলিশ।এদের মধ্যে অজীব লিয়াকত খান দিল্লী এবং আকাশ সিং রাজপুত মধ্যপ্রদেশের বাসিন্দা। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।পরে আদালতের নির্দেশে ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে দিল্লীর উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ।


“শিলিগুড়ি থেকে নিখোঁজ নাবালিকা কে দিল্লি থেকে উদ্ধার করে শিলিগুড়ি পুলিশ"। গত ২ জানুয়ারি এক নাবালিকা নিজের বাড়ি থেকে স...
11/01/2024

“শিলিগুড়ি থেকে নিখোঁজ নাবালিকা কে দিল্লি থেকে উদ্ধার করে শিলিগুড়ি পুলিশ"।

গত ২ জানুয়ারি এক নাবালিকা নিজের বাড়ি থেকে স্কুলে গিয়েছিল।কিন্তু স্কুল ছুটির পরে অনেকটা সময় পেরিয়ে গেলেও নাবালিকা বাড়ি না ফিরলে ৩ জানুয়ারি শিলিগুড়ি থানায় নাবালিকার নিখোঁজ অভিযোগ করেন নাবালিকার পরিবার।অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ জানতে পারে যে, এনজেপি স্টেশনে ওই নাবালিকাকে শেষবার দেখা গিয়েছিল।এরপরই নাবালিকার মোবাইল ফোন ট্র্যাক করে পুলিশ জানতে পারে দিল্লীতে রয়েছে নাবালিকা। এরপরই শিলিগুড়ি থানার পুলিশের একটি টিম দিল্লীর উদ্দেশ্যে যায় এবং দিল্লী পুলিশের সহযোগিতায় দিল্লীর সুলতানপুর থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশ। এদিকে নাবালিকার পরিবার পুলিশকে জানিয়েছে, পারিবারিক অশান্তির কারণে বাড়ি থেকে রাগ করে দিল্লীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত এক বন্ধুর বাড়িতে চলে গিয়েছিল নাবালিকা।গত ৮ দিন সেখানেই ছিল নাবালিকা।

গত ১০/১/২৪ তারিখে শালুগাড়ার একজন বাসীন্দা সুমন সাহানি ভক্তিনগর থানায় তার বাড়ি থেকে ৬০,০০০ টাকার অলঙ্কার চুরির অভিযোগ ...
11/01/2024

গত ১০/১/২৪ তারিখে শালুগাড়ার একজন বাসীন্দা সুমন সাহানি ভক্তিনগর থানায় তার বাড়ি থেকে ৬০,০০০ টাকার অলঙ্কার চুরির অভিযোগ দায়ের করেন। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ যোগার করে ভক্তিনগর থানার পুলিশ কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে পৃথিবী সোনার নামে একজনকে ব্যক্তিকে গ্রেপ্তার করে।জিজ্ঞাসাবাদ করায় সে তার অপরাধ স্বীকার করে এবং পরে তার বক্তব্যের ভিত্তিতে বাপি বর্মন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। চুরি যাওয়া সমস্ত দ্রব্য গুলি সফলভাবে উদ্ধার করা হয়েছে।

# siliguriupdates

গতকাল হঠাৎই, বাগডোগরা রেলওয়ে স্টেশনে কাঞ্চন কন্যা ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে শুরু করে; স্থানীয় মানুষজন তা   লক্ষ্য...
11/01/2024

গতকাল হঠাৎই, বাগডোগরা রেলওয়ে স্টেশনে কাঞ্চন কন্যা ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে শুরু করে; স্থানীয় মানুষজন তা লক্ষ্য করে রেলওয়ে দলকে জানালে তৎক্ষণাৎ তারা সেই স্থানে পৌঁছায়। কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায় নি।

Address

Sevoke Road
Siliguri
734001

Website

https://twitter.com/ekhonsiliguri

Alerts

Be the first to know and let us send you an email when Ekhon Siliguri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekhon Siliguri:

Share

Nearby media companies


Other Siliguri media companies

Show All