Siliguri awazz

Siliguri awazz local news update for the people

সংহতি মিছিল তৃণমূল কংগ্রেসের.
01/02/2024

সংহতি মিছিল তৃণমূল কংগ্রেসের.

05/01/2022

5 নম্বর ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসের নির্বাচনী প্রচার।

এই প্রথম বার শিলিগুড়ি মিউনিসিপ্যাল করপোরেশন এর অন্তর্গত ৫নং ওয়ার্ডের ১২৭ থেকে ১৩৭নং পার্টে মহিলাদের পূর্ণাঙ্গ বুথ কমিটি ...
15/11/2021

এই প্রথম বার শিলিগুড়ি মিউনিসিপ্যাল করপোরেশন এর অন্তর্গত ৫নং ওয়ার্ডের ১২৭ থেকে ১৩৭নং পার্টে মহিলাদের পূর্ণাঙ্গ বুথ কমিটি ও ওয়ার্ড কমিটি গঠন করা হলো,উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড অবসার্ভার আইনজীবী অমৃতা বিশ্বাস প্রাক্তন কাউন্সিলর দূর্গা সিং ও মাদার কমিটির ওয়ার্ড এর অবসার্ভার মনোজ মিশরা ।

24/06/2021

শিলিগুড়ি টাউন তৃণমূল কংগ্রেস ছাত্ৰ পরিষদ ও দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ,আজ তার ১১তম দিন,এই কর্মসূচি আগামী দিনে আর দীর্ঘায়িত হবে বলে জানা গেছে।

19/06/2021

শিলিগুড়ি টাউন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বাঘাযতীন পার্কে খাবার পরিবেশন করা হচ্ছে।এই কর্মসূচি আর কয়েকদিন চলবে বলে জানা গেছে।

12/06/2021

শিলিগুড়ি টাউন তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে স্থানীয় দেশবন্ধু স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন টাউন সভাপতি সুস্মিতা বোস মিএ,অমৃতা মুখার্জি বিশ্বাস,ভাস্বতী চত্রবর্তী,সোমা গুহ। রক্তদাতাদের উৎসাহ প্রদান করে হাজির হয় শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।

22/04/2021

শিলিগুড়ি ও পাশ্ববর্তী এলাকায় ব্যপক ঝড় ও বৃষ্টি

21/04/2021

ক্রমাগত উদ্ধমূখী করোনার দ্বিতীয় ঢেউ, কপালে চিন্তার ভাজ সকলের কপালে। সংরক্ষণের হ্রাস টানতে শহর শিলিগুড়ি রাস্তায় সচেতনতা গড়ে তুলতে সেচ্ছাসেবী সংগঠন। এদিন শহরে শিলিগুড়ি ইউনিক সোশাল ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে পথ চলতি মানুষকে সচেতনতা পাশাপাশি মাস্ক বিহীন পথচারীদের বিতার করা হয় মাস্ক সাথে শহরবাসীর যাতে মাস্ক না পরে রাস্তায় বার হয় তানিয়ে করা হয় মাইকিং, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শহর জুড়ে সচেতনতা বার্তা নিয়ে করা হয় মাইকিং, মাস্ক ছারা বাড়ি বাইরে না, অযথা ঋির না করার ও পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে অন্যদিকে শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পথে হাটতে দেখা শহরের বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানকে 'মাস্ক ছারা কোনো পরিষেবা না' এমনি পোস্ট নিজে উদ্যোগে দোকানে লাগিয়ে লোকালয়ে জনসাধারণকে সচেতন করতে সকলের তৎপরতা লক্ষ করা যায়। করোনার দ্বিতীয় ঢেউয়ে শহরবাসীর যাতে সংক্রমণ হ্রাস কোনো ভাবে মাথা চারা দিতে না পারে সে আশা সকলের।

15/04/2021

আজ পয়লা বৈশাখ

বাংলা পয়লা বৈশাখ হিসেবে পালন করে থাকে বাঙালিরা। নতুন বছরের সূচনা ১৪২৭ কে বিদায় জানিয়ে ১৪২৮ বঙ্গাব্দকে স্বাগত জানালাম আমরা। দুঃখ কষ্ট বেদনা ভুলে পুনরায় নতুন ভোরের দিকে নজর রাখার পালান নববর্ষ।

করোনা কালে নববর্ষতে বাঙালির মন ভার সকল বাঙালীর। সচেতনতা অবলম্বন করে অনেকেই উদযাপন করছে এদিনটিকে।পয়লা বৈশাখকে ঘিরে সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করল শিলিগুড়ির নৃত্য গোষ্ঠী "অর্চক" । বুধবার সন্ধ্যা থেকে বাঘাযতীন ময়দানের সামনের রাস্তাকে রঙীন আলপনার মাধ্যমে রাঙিয়ে তুলেছে অর্থকে সদস্যরা। যা নজরকেরেচ্ছে শহরবাসীর।পাশাপাশি এদিন সকাল থেকেই সেখানে নানা সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে নববর্ষকে স্বাগত জানানো হল। সুরে তালে,নৃত্যানুষ্ঠানে বৈশাখকে আগমণ ঘটল।"এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি,ঘুচে যাক জরা।অগ্নিস্নানে শুচি হোক ধরা"।

13/04/2021

শীতলকুচি ঘটনার ও মমতার বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনারের ২৪ ঘন্টা প্রচারের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে সরব দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। এদিন কলকাতা পাশাপাশি শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল হয় ডাবগ্রামে ফুলবাড়ি প্রার্থী গৌতম দেব, শিলিগুড়ি কেন্দ্রের প্রার্থী ওম প্রকাশ মিশ্র, অরুপ বিশ্বাস সহ তৃণমূল আইনজীবি সেলে পক্ষ থেকে অমৃতা মুখ্যার্জী বিশ্বাস সহ জেলার নেতৃত্ব ও কর্মীরা। মঙ্গলবার বাঘাযতিন ময়দানে সামনে থেকে একটি ধিক্কার মিছিল বার হয়ে গান্ধী মূর্তির সামনেই অবস্থানে সালিম হয়।

12/04/2021

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্রের সমর্থনে নায়িকা তৃনা এবং নায়ক নীল।

Rally in support of Siliguri Assembly Candidate Om Prakash Mishra in ward no 15.
11/04/2021

Rally in support of Siliguri Assembly Candidate Om Prakash Mishra in ward no 15.

11/04/2021

চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচির জোরপাটকিতে ভোট দিতে গিয়ে নিহতদের ৪ জনের মৃত্যুর প্রতিবাদে মিছিল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল। সারা রাজ্যর পাশাপাশি এদিন শহরের বাঘাযতিন ময়দানে সামনে থেকে ধিক্কার মিছিল বার হয়ে হিলকার্ড রোড হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের প্রতিবাদ ধিক্কার মিছিল জেলা সভাপতি রঞ্জন সরকার সহ তৃণমূল আইনজীবী সেলের পক্ষ থেকে সুস্মিতা বোস মিএ, অমৃতা মুখার্জি বিশ্বাস সহ জেলা নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা অংশ গ্রহন করে। জেলা সভাপতি রঞ্জন সরকার জানান গতকালের ঘটনার প্রতিবাদ জানানো পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে।

11/04/2021

শীতলকুচির নিহত পরিবারের সাথে ভিডিও কনফারেন্সে কথা মমতার। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে সংবাদমাধ্যমের সামনে গতকাল ৪ত দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত পরিবারের সাথে দেখা কতে যাওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনার ৭২ ঘন্টা উত্তপ্ত এলাকায় রাজনৈতিক নেতার নেতৃত্বে প্রবেশের ওপর নিষেধাজ্ঞার পর শিলিগুড়ি থেকে কোচবিহারে নিহত পরিবারের সাথে কথা বললে মমতা বন্দোপাধ্যায়। পরিবার পাশে থাকার আশ্বাস দেয় মমতা। ঘটনায় এফআইআর হয়েছে নাকি জানতে চাইও পাশাপাশি পুলিশ মামলা ঘুরিয়ে দিতে পারে বললে সন্দেহ প্রকাশ করে মমতা। ১৪ তারিখের পর পরিবারের সাথে দেখা করতে যাবার আশ্বাস দেয়। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী সরাসরি বুকে গুলি করেছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আজ (10.04.2021) 15 নম্বর ওয়ার্ড এ তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নির্বাচনী প্রচার।
10/04/2021

আজ (10.04.2021) 15 নম্বর ওয়ার্ড এ তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নির্বাচনী প্রচার।

09/04/2021

শিলিগুড়ি আদালতে (কোর্টে) সৌজন্যমূলক সাক্ষাৎকার শিলিগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক শ্রী ওম প্রকাশ মিশ্র।

09/04/2021

#শিলিগুড়ি_হংকংমার্কেট_ও_বিধানমার্কেট_এলাকায়_যৌথ_প্রচার_সারলেন_গৌতম_দেব_ও_ওম_প্রকাশ_মিশ্র।

হংকং মার্কেট ও বিধান মার্কেটে যৌথ প্রচার সারলেন দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব ও ওম প্রকাশ মিশ্র। শুক্রবার সকালে ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব ও শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্র যৌথ ভাবে হংকং মার্কেট, বিধান মার্কেট, সবজী ও ফল বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এদিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রঞ্জন সরকার ও হংকং মার্কেট ব্যাবসায়ী সমিতির প্রতিনিধি ভবতোষ সাহা ও তপন সাহা দুই প্রার্থীকে সাথে নিয়ে মার্কেট এলাকায় প্রচার সারেন। শিলিগুড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের প্রচুর মানুষ মার্কেট এলাকায় নানা ব্যাবসার সাথে যুক্ত রয়েছে। তাই এই এই দুই প্রার্থী একসাথে প্রচার করে। তবে এদিন মার্কেট এলাকার প্রচার পর্ব একটু অন্নমাত্রা নিয়েছিল। কারণ ঢাক ঢোল বাজিয়ে খেলা হবে গেঞ্জি পরে প্রচারে সামিল হয় অনেক তৃণমূল সমর্থকরা। প্রচারের মাঝেই ওম প্রকাশ মিশ্র বলেন, ভালো সারা পাওয়া যাচ্ছে প্রচারে। তাই তিনি জেতার ব্যাপারে আশাবাদী।

08/04/2021

শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব এর সমর্থনে নির্বাচনের প্রচার তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।

07/04/2021

শিলিগুড়ি আদালতে নির্বাচনী প্রচারের সংযুক্ত মোর্চার প্রার্থী। বুধবার আদালতে আইনজীবীদের কাছে ভোটের আহবান নিয়ে শিলিগুড়ি কেন্দ্রের প্রার্থী অশোক ভট্টাচার্য ও মাটিগাড়া নক্সালবাড়ি ও কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার। এদিন একসাথে কোর্ট চত্বরে এসে আইনজীবীদের কাছে সংযুক্ত মোর্চার প্রার্থীদের ভোটদিয়ে জয়যুক্ত করার আহবান জানান অশোক ভট্টাচার্য ও শঙ্কর মালাকার।

07/04/2021

নিজেই ঢোল বাজিয়ে প্রচারে ওমপ্রকাশ মিশ্র

অভিনব প্রচারে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। বুধবার শিলিগুড়ির ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার সারলেন তিনি। নিজেই মাইকিং করে তৃণমূলকে ভোট দেওয়ার আহবান জানানোর পাশাপাশি ঢোল বাজিয়ে নির্বাচনে তৃণমূলকে জয়যুক্ত করার আহবান জানান ভোট দাতাদের কাছে। পশ্চিমবঙ্গের ক্ষমতায় পুনরায় তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করবে আশাবাদী ওম প্রকাশ।

05/04/2021

শিলিগুড়িতে সংযুক্ত মোর্চার নির্বাচনী জনসভা। এদিনের নির্বাচনী সভাতে সূর্যকান্ত মিশ্র, অধির চৌধুরী সহ শিলিগুড়ি, মাটিগাড়া-নক্সালবাড়ি, ডাবগ্রামে ফুলবাড়ি, ফাঁসিদাওয়া কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীরা। বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি থাকার কথা থাকলেও মা অসুস্থ থাকায় এদিনের সভার অনুপস্থিত ছিলো। তবে সোমবারের শিলিগুড়ির বাঘাযতিন ময়দানে সংযুক্ত মোর্চার জনসভাতে প্রচুর বাম ও কংগ্রেস এর কর্মী - সমর্থকদের ময়দানে লক্ষ করা যায়।

05/04/2021

শিলিগুড়ি শেটশিলার মার্কটে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্র

05/04/2021

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের ভোট প্রচার শিলিগুড়ি পুরো নিগমের 23 নম্বর ওয়ার্ডে

Today Street Corner Program            Champasari More.              Organization By Trinamool Mahila Congress in 46 no ...
04/04/2021

Today Street Corner Program
Champasari More.
Organization By
Trinamool Mahila Congress in 46 no ward siliguri smc.

04/04/2021

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার কেন্দ্র তৃণমূলের মহামিছিলে। প্রতিবারের মত এই রাজগঞ্জ কেন্দ্র তৃণমূল প্রার্থী খগেশ্বর রায়কে করার প্রথম দলীয় বিরুদ্ধে সরব হয়ে বহু তৃণমূল কর্মীরা। পরে দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে এই কেন্দ্র খগেশ্বর রায়কে দলের প্রার্থী হিসেবে মেনে নেয় তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধরা। রবিবার তৃণমূল পক্ষ থেকে প্রার্থীর সমর্থনে ও প্রচারে এক বিশার মিছিলের আয়োজন করা হয়। মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক অংশগ্রহন করে। প্রার্থী খগেশ্বর রায় এবারো আশাবাদী এই কেন্দ্র ভোটদাতারা তার সাথে থাকবে বললে এদিন সংবাদমাধ্যম প্রশ্নের উত্তর জানান।

২০২১ -এর আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল -এর উদ্যোগে সর্বভারতীয় তৃণমূল কংগ্র...
03/04/2021

২০২১ -এর আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল -এর উদ্যোগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের সমর্থনে শিলিগুড়ির সৌভাগ্য প্যালেসে অনুষ্ঠিত হলো আইনজীবী সমাবেশ ।

२०२१ के आगामी विधानसभा चुनावों के अवसर पर, दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस लीगल सेल की पहल पर अखिल भारतीय तृणमूल कांग्रेस द्वारा मनोनीत उम्मीदवारों के समर्थन में सिलीगुड़ी के सौभय्या पैलेस में वकीलों की बैठक आयोजित की गई।

03/04/2021

সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্যের সমর্থনে শিলিগুড়ি বাঘাযতিন ময়দান থেকে প্রাক্তন বাম ছাত্র সংগঠনের সদস্যদের মিছিল।

01/04/2021

শিলিগুড়ি টাউন তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে বিভিন্ন ওয়ার্ড এর বাড়ি বাড়ি গিয়ে প্রচার ।

হাওড়া জেলা আমতা বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে বিরাট নির্বাচনী জনসভা।উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অনুব্রত মন্ডল।
01/04/2021

হাওড়া জেলা আমতা বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে বিরাট নির্বাচনী জনসভা।উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অনুব্রত মন্ডল।

শিলিগুড়ি ভারতীয় জনতা পার্টির কর্মী সভায় অভিনেতা মনোজ তিওয়ারি মহাশয় ও শিলিগুড়ির বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ।
01/04/2021

শিলিগুড়ি ভারতীয় জনতা পার্টির কর্মী সভায় অভিনেতা মনোজ তিওয়ারি মহাশয় ও শিলিগুড়ির বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ।

Address

J. C. Bose Road
Siliguri
734001

Telephone

+917001313006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siliguri awazz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Siliguri awazz:

Videos

Share