30/01/2025
📍শিলিগুড়ি থেকে মাত্র আড়াই ঘণ্টা দূরেই এই কাস্যম গ্রাম যেটি কালিম্পং জেলার খুব সুন্দর একটি গ্রাম ❤️
🔵 যাঁরা দার্জিলিং অথবা গ্যাংটকের ভিড় এরিয়ে নতুন জায়গার খোঁজ করছো তারা কিন্তু চোখ বন্ধ করে ঘুরে আসতে পারো এই ছোট্ট গ্রাম কাস্যম থেকে |
✅ এখানে রয়েছে The Onish Stay Inn হোমেস্টে, যেখান থেকে ভিউগুলো ছিল যেমন সুন্দর😍, তেমনি খাবার-দাবার গুলোও ছিল খুব টেস্ট, ❤️
✅ এখানে মাত্র 1300 টাকায় চারবেলা থাকা-খাওয়া করতে পারবে এবং এখানে একটা দিন থাকলে তুমি দার্জিলিং গ্যাংটক ভুলে যাবে। ❤️
শুধু তাই নয়, হোমস্টের রুমের জানালা থেকে পাবে সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ 🏔️ আর সামনে থেকে দেখতে পারবে পুরো সিকিম পাহাড়, 🌄
থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাকস এবং ডিনার | রয়েছে গিজার এর সুবন্দব্যবস্থাও, পরিস্কার পরিচ্ছন্ন রুম আর বাথরুম, রয়েছে বার্বিকিউ এর ব্যবস্থাও ( extra charge),
এছাড়াও সন্ধ্যাকালীন স্ন্যাকস খেতে খেতে দেখতে পারবেন ঝলমল করা সিকিম শহরকে আর সকালে উঠেই কাঞ্চনজঙ্ঘা যেন উকি দিয়ে যায় ❤️
🔵 এখান থেকে তোমরা ঘুরে আসতে পারবে জলসা বাংলো, রামটি ধারা, রামধুরা ভিউ পয়েন্ট, ডেলো পার্ক, কালিমপঙ টাউন, রিশপ, লাভা, লাভা মোনাস্ট্রি, কোলাখাম, চাঙ্গে ফলস ।
সব মিলিয়ে আমাদের অভিজ্ঞতা এখানে 10/10 ❤️
আর তোমার চলে আসতে পারো এখানে
📞 Contact: 82407 15910
The Onish Stay Inn
Kashyem, Mansong
Kalimpong 734315