Uttarer Barta

Uttarer Barta UTTARER BARTA Is The News/Media Website In North Bengal. On your Smart TV, You Can Use UTTARER BARTA Apps.

Committed to providing complete to global audience.Watch on all your screens (Mobile, TV or Computer) over the Internet.

27/04/2024

#মালদার সাহাপুর এলাকায় একটি মাঠে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

22/04/2024

অভিনেতা সোহম পায়ে হেঁটে প্রচার সারলেন নকশালবাড়িতে ||

18/04/2024

#শুভেন্দুর কটাক্ষ

18/04/2024

CHAKRABORTY IN SILIGURI ROAD SHOW

18/04/2024

NABAMI SILIGURI

16/04/2024

CM PUBLIC MEETING, JALPAIGURI

08/04/2024

লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে মেখলিগঞ্জে এলেন তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দেব। সোমবার বিকেল ৩টা নাগাদ মেখলিগঞ্জ বোডিং ময়দানে পৌঁছান তিনি।

08/04/2024

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ধুপগুরিতে।

04/04/2024

জলপাইগুড়ির জনসভায়

04/04/2024

কোচবিহারের জনসভা

31/03/2024

#শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ,প্রাকৃতিক বিপর্যয় যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে প্রশাসন বিষয়টি দেখছে।

31/03/2024

#ভয়াবহ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ির ময়নাগুড়ির বিস্তীর্ন এলাকা।
#আহত প্রচুর।

26/04/2023

#পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে এসডিপিআই ||
দার্জিলিং পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া বা এস ডি পি আই। দলের দার্জিলিং জেলা কমিটির সভাপতি ফয়জাল আহমেদ বুধবার এই খবর জানান।তিনি আরও জানিয়েছেন, লোকসভা নির্বাচন আসন্ন।সেই নির্বাচনে রাজ্যে তাঁরা ১০টি আসনে প্রার্থী দেবেন। এর মধ্যে দার্জিলিং আসনও রয়েছে। ফয়জাল আহমেদ অভিযোগ করেন, ,'বিজেপি এখন শুধুই ভাগাভাগির খেলা চালিয়ে যাচ্ছে । এখানকার বিজেপি সাংসদ রাজু বিস্তও একই কাজ করছেন। এদের পরাস্ত করে পাহাড়ে উন্নয়নের বাতাবরণ তৈরী করাই আমাদের উদ্দেশ্য।

26/04/2023

#আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় ভারত থেকে ত্রিশ জন ||
আগামী ২৮শে এপ্রিল পঞ্চমতম আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হতে চলেছে। তাতে ভারত থেকে ৩০জন খেলোয়াড় অংশগ্রহণ করতে চলেছে।বুধবার শিলিগুড়িতে সাংবাদিকদের এমন তথ্যই জানালেন সংস্থার সদস্যরা।

22/04/2023

#ঈদ উল ফিতর উপলক্ষে অনুষ্ঠান হয় জলপাইগুড়ি জেলা জুড়েও ||
জলপাইগুড়ি পুরাতন মসজিদ ও কালু শাহ মাজার উন্নয়ন কমিটি, ৪ নম্বর ঘুমটি এলাকার মসজিদ সহ বিভিন্ন মসজিদে নামাজের মধ্য দিয়ে দোয়া প্রার্থনায় মেতে ওঠেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজনেরা। ঈদ উপলক্ষে বিভিন্ন মসজিদ চত্বর সুন্দর সাজে সেজে ওঠে ।

22/04/2023

# শিলিগুড়ি জুড়ে খুশির ঈদে অংশ নিলেন আট থেকে আশি বছর বয়সী মুসলিম ধর্মাবলম্বীরা ||
সারা দেশ ও রাজ্যের সঙ্গে সঙ্গে শিলিগুড়ি জুড়ে খুশির ঈদে অংশ নিলেন আট থেকে আশি বছর বয়সী মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। শনিবার সকাল থেকেই জেলার আবহাওয়া যথেষ্ট অনুকূল,গরম একটু কমেছে । ফলে ঈদের আনন্দউৎসবও ছিলো অন্যমাত্রায়।শিলিগুড়ি শহর ও তার আশপাশের বিভিন্ন মসজিদে ঈদের নামাজে অংশ নেন মুসলিম ধর্মাবলম্বীরা। শিলিগুড়িতে শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এর মাঠে মূল নামাজ পাঠ অনুষ্ঠিত হয়, সেখানে প্রায় কয়েক হাজার মুসলিম ধর্মালম্বী মানুষ নামাজে অংশগ্রহন করেন। তারা সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

20/04/2023

#শিলিগুড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মিছিল ||
বৌদ্ধদের ধর্মগুরু দলাই লামাকে নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই দেশজুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তরফে তীব্র বিরোধিতা বা আন্দোলন শুরু করা হয়েছে। সেই আন্দোলনের অঙ্গ হিসাবে বুধবার শিলিগুড়ির সালুগাড়া এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি করা হয়।বের করা হয় একটি প্রতিবাদ মিছিলও । মিছিলে পা মেলান বিভিন্ন বয়সের বৌদ্ধ ধর্মাবলম্বী প্রচুর মানুষ।

19/04/2023

#মহানন্দার দূষন ও মেলা নিয়ে প্রশ্ন ||
শিলিগুড়ি মহানন্দা নদীর চরে শীঘ্রই একটি মেলা অনুষ্ঠিত হতে চলেছে। নদীর চরে ওই মেলার আয়োজন নিয়ে প্রতিক্রিয়া জানালেন শিলিগুড়ি ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী বাবলু তালুকদার। বুধবার তিনি এনিয়ে সাংবাদিক বৈঠক করেন। বাবলুবাবু বলেন,মেলা হোক।কিন্তু মেলা করার আগে কতগুলো পরিকল্পনা করা প্রয়োজন। কারন সেটি নদীর চর।মহানন্দা নদী এমনিতেই দূষণের শিকার। মহানন্দা দূষিত হতে থাকলে তার প্রভাব পড়বে পরিবেশের ওপর।তাই পরিকল্পনাহীন মেলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দরকার বলে সাংবাদিকদের কাছে অভিমত জানান বাবলুবাবু।

19/04/2023

#ওয়ার্ল্ড হেরিটেজ ডে ||
ওয়ার্ল্ড হেরিটেজ ডে উপলক্ষ্যে মধ্যপ্রদেশের ভোপালে গত ১৭ এবং ১৮ই এপ্রিল দুদিনের অনুষ্ঠানের আয়োজন করে ইউনেস্কো । সেই অনুষ্ঠানে উত্তরবঙ্গ থেকে অংশগ্রহণ করেন পরিবেশবিদ ও ভ্রমণ গবেষক রাজ বসু। এই অনুষ্ঠান সম্পর্কে রাজ বসু বলেন, ইউনেস্কো ৫০ বছর পূর্ণ করেছে।বিশ্ব ঐতিহ্য দিবসের এই বিশেষ কর্মশালায় বলা হয়েছিল কীভাবে আমরা আমাদের পরিবেশ রক্ষা করে আগামী ৫০ বছরে হাঁটতে পারি।

17/04/2023

#উত্তরকন্যা অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারী শিক্ষকদের ||
১৭ এপ্রিল সোমবার শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল শিক্ষক সংগঠন এ বি টি এ এবং এ বি পি টি এ।আর তাদের সেই উত্তরকন্যা অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলো। তিনবাতি মোড়ের কাছে জমায়েতের ডাক দিয়েছিলেন শিক্ষকরা।সেই জমায়েত থেকেই উত্তরকন্যা অভিযানের কর্মসূচি ছিলো শিক্ষকদের।আর তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারী শিক্ষকদের।পরিস্থিতি সামলাতে চলে জল কামান।
জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিল করা,কেন্দ্রীয় হারে সমস্ত বকেয়া সহ ডি এ প্রদান,সমকাজে সমবেতন, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, সাধারণ বিদ্যালয় ব্যবস্থা তুলে দেওয়ার প্রতিবাদ সহ এগারো দফা দাবিতে ওই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল শিক্ষকদের ওই দুটি সংগঠন।নৌকাঘাট মোড় থেকে তারা মিছিলেরও ডাক দিয়েছিল। আর সেই সময়ই পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষকদের ধস্তাধস্তি এবং উত্তেজনা তৈরি হয়।

16/04/2023

#শিলিগুড়ি বাঘাযতীন পার্কে বর্ষবরণ অনুষ্ঠান ||
নতুন বঙ্গাব্দকে স্বাগত জানাতে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে বর্ষবরণ অনুষ্ঠান হলো।
বাংলা নববর্ষ ১৪৩০কে স্বাগত জানাতে এবছরও শিলিগুড়ির নৃত্যগোষ্ঠী অর্চকের পক্ষ থেকে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনের রাস্তা সুন্দর আলপনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। শনিবার পয়লা বৈশাখে একাধিক কর্মসূচি ছিলো অর্চকের। শনিবার সকাল থেকে বাঘাযতীন ময়দানে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজার শিল্পীর কন্ঠে গান। শিলিগুড়ি পুরসভার উদ্যোগে শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রাও। ওই শোভাযাত্রা শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে বেরিয়ে শহরের প্রধান রাস্তা পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা।

12/04/2023

#শিলিগুড়িতে রামনবমী উপলক্ষে বিরাট ট্যাবলো শোভাযাত্রা বিশ্ব হিন্দু পরিষদের ||
বৃহস্পতিবার শিলিগুড়ি সহ বিভিন্ন স্থানে রামনবমী উপলক্ষে বিরাট শোভাযাত্রার আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ।সেই সঙ্গে বিরাট সভাও অনুষ্ঠিত হয়।শহরের বিভিন্ন প্রান্ত থেকে এদিন সেই শোভাযাত্রা বের হয়।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন প্রান্তে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

02/09/2022

#বাংলার দুর্গোৎসব ইউনেস্কোর স্বীকৃতি মেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা শিলিগুড়িতেও ||
জাতিধর্ম নির্বিশেষে বিভিন্ন মানুষ তাতে যোগ দেন। স্কুলের ছোট শিশু থেকে বয়স্ক মানুষকেও শোভাযাত্রায় পা মেলাতে দেখা যায় |

20/08/2022

সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে শিলিগুড়িতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ||
গত জুন মাসে মণিপুরের টুপুলে ভয়াবহ ভূমি ধসের ফলে বেশ কয়েকজন সেনা জওয়ানের মৃত্যু হয়। এরমধ্যে দার্জিলিং পাহাড়নিবাসী বেশ কয়েকজন গোর্খা সেনা জওয়ান রয়েছেন।সেই সব সেনা জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জানাতে বৃহস্পতিবার শিলিগুড়িতে আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে ব্যাঙডুবির সেনা ছাউনিতে শহিদদের শ্রদ্ধাঞ্জলি ও তাদের পরিবারদের সমবেদনা জানাতে পৌঁছন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।তাঁর সঙ্গে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তও ছিলেন। এদিন ভারত সরকারের তরফে প্রত্যেক শহিদ জওয়ানের স্ত্রীকে বীরাঙ্গনা সম্মানে সম্মানিত করা হয়। এছাড়া নিহত ১৯ জন জওয়ানের পরিবারকে প্রথম পর্যায়ে ৭ লক্ষ টাকা করে দেওয়া হয়। গোর্খা রেজিমেন্টের শহিদদের পরিবারকে প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকা থেকে শুরু করে এক কোটি ৫২ লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকারি সাহায্য দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মৃত সেনা জওয়ানদের পরিবারের কোনো সদস্যকে সেনা স্কুল বা কোনো কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির বন্দোবস্ত করে দেওয়া হবে বলেও এদিন আশ্বাস দেওয়া হয়েছে।

11/06/2022

শিলিগুড়ির মেয়ে জুনাইনা পারভীন মাধ্যমিকে রাজ্যের মধ্যে অষ্টম || UTTARER BARTA ||
শিলিগুড়ি পুরসভার চার নম্বর ওয়ার্ডে রয়েছে কুমারটুলি। সেখানে দুর্গা নগরে বাড়ি জুনাইয়া পারভিনের।এবার মাধ্যমিকে এই জুনাইয়াই দার্জিলিং জেলায় প্রথম এবং রাজ্যে অষ্টম স্থান দখল করলো।
জুনাইয়ার বাবা জাকির হোসেন এবং মা লিপি বানু।পরিবারে একমাত্র সন্তান জুনাইয়া।

মাধ্যমিকে জুনাইয়ার নম্বর ৬৮৬।শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতেই চারদিকে জুনাইয়ার খবরও ছড়িয়ে পড়ে। শিলিগুড়ি পুরসভার চার নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর বিবেক সিং এদিন জুনাইয়ার বাড়িতে গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আগামী দিনে তার ইচ্ছে ডাক্তার হওয়ার, এমনটাই জানিয়েছে জুনাইয়া পারভীন।

02/06/2022

বাসের দিকে তেড়ে এলো হাতি || UTTARER BARTA ||
সেভকের কাছে মহানন্দা অভয়ারণ্যের সামনে জাতীয় সড়কের ওপর হাতির হানা। আর বাসের সামনে হুড়মুড়িয়ে হাতি আসতে থাকায় বাসের যাত্রীরা সব মা বাবা বলে প্রানভয়ে চিৎকার করতে থাকেন। শেষমেশ অবশ্য হাতিটি আর বাসের ওপর হামলা চালায়নি।

01/06/2022

যাত্রা শুরু মিতালি এক্সপ্রেসের || UTTARER BARTA ||
এনজেপি থেকে ঢাকার উদ্দেশ্যে বহু প্রতীক্ষিত মিতালি এক্সপ্রেস যাত্রা শুরু করলো বুধবার। বৃহস্পতিবার আবার ঢাকা থেকে মিতালি এক্সপ্রেস এনজেপির উদ্দেশ্যে যাত্রা করবে। বাংলাদেশের সঙ্গে ভারতের ট্রেন যোগাযোগের এটি তৃতীয়তম ট্রেন। এদিন সকালে এনজেপি থেকে ১৮ জন যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে।ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ও বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সবুজ পতাকা উড়িয়ে এদিন এই ঐতিহাসিক ট্রেনটির উদ্বোধন করেন।নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রবিবার ও বুধবার এবং বাংলাদেশের ঢাকা থেকে সোমবার ও বৃহস্পতিবার ছাড়বে ট্রেনটি। ট্রেনের টিকিট কাটতে হলে পাসপোর্ট ভিসা আবশ্যক।
ট্রেনটির এসি কেবিন বার্থের ভাড়া ৪৯০৫ টাকা, এসি কেবিন চেয়ারকারের ভাড়া ৩৮০৫ টাকা, এসি চেয়ারকারের ভাড়া ২৭০৭ টাকা। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা রেল স্টেশনের দূরত্ব ৫৯৫ কিলোমিটার যার মধ্যে ৬৯ কিলোমিটার ভারত ভূখণ্ডে পড়ে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ভারতীয় সময় সকাল ১১.৪৫ মিনিটে ছেড়ে বাংলাদেশের সময়ে রাত ১০.৩০ মিনিটে ঢাকাতে পৌছাবে। মাঝে ভারতের দিকে সীমান্তর শেষ সীমান্ত স্টেশন হলদিবাড়ি। বাংলাদেশের দিকে শেষ সীমান্ত স্টেশান চিলাহাটি।

Address

Jyoti Nagar
Siliguri
734005

Alerts

Be the first to know and let us send you an email when Uttarer Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uttarer Barta:

Videos

Share



You may also like