#মালদার সাহাপুর এলাকায় একটি মাঠে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অভিনেতা সোহম পায়ে হেঁটে প্রচার সারলেন নকশালবাড়িতে ||
#MITHUN CHAKRABORTY IN SILIGURI ROAD SHOW
CM PUBLIC MEETING, JALPAIGURI
CM PUBLIC MEETING, JALPAIGURI
লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে মেখলিগঞ্জে এলেন তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দেব। সোমবার বিকেল ৩টা নাগাদ মেখলিগঞ্জ বোডিং ময়দানে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ধুপগুরিতে।
জলপাইগুড়ির জনসভায়
জলপাইগুড়ির জনসভায়
কোচবিহারের জনসভা
কোচবিহারের জনসভা
#শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ,প্রাকৃতিক বিপর্যয় যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে প্রশাসন বিষয়টি দেখছে।
#ভয়াবহ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ির ময়নাগুড়ির বিস্তীর্ন এলাকা।
#আহত প্রচুর।
#আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় ভারত থেকে ত্রিশ জন ||
আগামী ২৮শে এপ্রিল পঞ্চমতম আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হতে চলেছে। তাতে ভারত থেকে ৩০জন খেলোয়াড় অংশগ্রহণ করতে চলেছে।বুধবার শিলিগুড়িতে সাংবাদিকদের এমন তথ্যই জানালেন সংস্থার সদস্যরা।
# শিলিগুড়ি জুড়ে খুশির ঈদে অংশ নিলেন আট থেকে আশি বছর বয়সী মুসলিম ধর্মাবলম্বীরা ||
সারা দেশ ও রাজ্যের সঙ্গে সঙ্গে শিলিগুড়ি জুড়ে খুশির ঈদে অংশ নিলেন আট থেকে আশি বছর বয়সী মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। শনিবার সকাল থেকেই জেলার আবহাওয়া যথেষ্ট অনুকূল,গরম একটু কমেছে । ফলে ঈদের আনন্দউৎসবও ছিলো অন্যমাত্রায়।শিলিগুড়ি শহর ও তার আশপাশের বিভিন্ন মসজিদে ঈদের নামাজে অংশ নেন মুসলিম ধর্মাবলম্বীরা। শিলিগুড়িতে শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এর মাঠে মূল নামাজ পাঠ অনুষ্ঠিত হয়, সেখানে প্রায় কয়েক হাজার মুসলিম ধর্মালম্বী মানুষ নামাজে অংশগ্রহন করেন। তারা সকলকে ঈদের শুভেচ্ছা জানান।