স্মৃতি 彡

স্মৃতি 彡 এই যে এত স্মৃতি এতো আবাদার! এতো অভিমান কি করে মানুষ ভুলে যায়?🖤


_`না পাওয়ার কষ্ট তুমি সেদিন বুঝবে...!!!`_😅💔
_`যেদিন আমি না তুমি আমায় খুঁজবে...!!!`_🥺

এমন কারো সাথে থাকুন যে আপনাকে অগ্রাধিকার দেয় বিকল্প নয় ❤️
17/07/2024

এমন কারো সাথে থাকুন যে আপনাকে অগ্রাধিকার দেয় বিকল্প নয় ❤️

মানুষ কতোটা ক্রিয়েটিভ ‼️🥺
04/07/2024

মানুষ কতোটা ক্রিয়েটিভ ‼️🥺

"তোর কারণে ভুললাম আমি গোত্র,জাতি,কুল,কাটার সাথে করলাম সন্ধি,পায়ে পিষে ফুল"💔🦋
29/06/2024

"তোর কারণে ভুললাম আমি গোত্র,জাতি,কুল,কাটার সাথে করলাম সন্ধি,পায়ে পিষে ফুল"💔🦋

সে আর আসে না আমার বারান্দায়..!🖤
29/06/2024

সে আর আসে না আমার বারান্দায়..!🖤

_বিষাদগ্রস্ত এই নগরীতে ফুল হয়ে এসো আমার শহরে!🦋💔
29/06/2024

_বিষাদগ্রস্ত এই নগরীতে ফুল হয়ে এসো আমার শহরে!🦋💔

চাঁদফুল..!!💖🌹🌙
29/06/2024

চাঁদফুল..!!💖🌹🌙

জানালার পাশেই ছিল সকল ঐশ্বর্য আর লাবণ্য অথচ তুমি জানালাই খুললে না!!💔🦋
29/06/2024

জানালার পাশেই ছিল সকল ঐশ্বর্য আর লাবণ্য অথচ তুমি জানালাই খুললে না!!💔🦋

যেন আহত কোনো যো**দ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল...!!🦋💔
29/06/2024

যেন আহত কোনো যো**দ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল...!!🦋💔

25/06/2024

•💙🍒🌻🖇️__❛𝐏𝐞𝐨𝐩𝐥𝐞 𝐜𝐡𝐚𝐧𝐠𝐞❜ 𝐦𝐚𝐲𝐛𝐞 𝐟𝐨𝐫 𝐬𝐨𝐦𝐞 𝐫𝐞𝐚𝐬𝐨𝐧❜ 𝐨𝐫 𝐟𝐨𝐫 𝐬𝐨𝐦𝐞𝐨𝐧𝐞❜-◈⛈️🦋🌼💙🍒🍭🌻)

*`মানুষ পরিবর্তন হয়ে যায়❜ হয়তো কোন কারনে❜ নয়তো কারো জন্যে❜-◈⛈️🦋`*

25/06/2024

This song... 🤍🌼🌷

তুমি ছাড়া আমার পৃথিবী শুন্য, তুমি হইলেই আমি পরিপূর্ণ.💫🌻🌚
19/06/2024

তুমি ছাড়া আমার পৃথিবী শুন্য, তুমি হইলেই আমি পরিপূর্ণ.💫🌻🌚

মাস দুয়েক আগে পর্যন্তও ইউটিউবে একটি ছেলের vlog দেখতাম। ছেলেটি ট্র্যাকম্যান। নিজের ভিডিওতে দেখাতো কি অক্লান্ত পরিশ্রমের ক...
18/06/2024

মাস দুয়েক আগে পর্যন্তও ইউটিউবে একটি ছেলের vlog দেখতাম। ছেলেটি ট্র্যাকম্যান। নিজের ভিডিওতে দেখাতো কি অক্লান্ত পরিশ্রমের কাজ তাদের। গরম-শীত-বর্ষা নির্বিশেষে। ভিডিওগুলি দেখার মূল কারণ ছিল অবশ্যই ছেলেটি। অকল্পনীয় পরিশ্রম সত্ত্বেও নিজের স্ট্রাগলের কথা বলতো হাসিমুখে, চাকরিপ্রার্থীদের মোটিভেশন দিত আবার কাজও চালিয়ে যেত। ছেলেটির ভিডিও দেখে বুঝতে পারতাম কি অকল্পনীয় পরিশ্রম করতে হয় তাঁকে। অন্ততঃ চার-পাঁচজনের কাজের দায়িত্ব বর্তায় তাঁর উপর।

২০২৩-এর জানুয়ারিতে দ্য হিন্দুতে প্রকাশিত আর্টিকেলে পড়েছিলাম রেলে মোট শূন্যপদের সংখ্যা ৩.১০ লক্ষ মতো। গ্যাংম্যান-ট্র্যাকম্যান অর্থাৎ যাদের মূল দায়িত্ব থাকে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ সেই পদেই শূন্যপদ প্রচুর। এছাড়া সিগন্যালম্যান , লোকো পাইলট ইত্যাদি পোস্টে তো আছেই। ভাবুন তো একটা মানুষকে যদি তিন চারজনের কাজ দীর্ঘদিন ধরে করে যেতে হয় ঋতু-দিন-রাত ব্যতিরেকে তাহলে তার কাজেও নিশ্চিতভাবে শিথিলতা আসে কোনও না কোনদিন। আর তাঁর সেই শিথিলতাই হয়তো নিয়ে আসতে পারে বড় কোন দুর্ঘটনা যার মাশুল দিতে হতে পারে কয়েক হাজার মানুষ ও কয়েক শত পরিবারকে। করমণ্ডল এক্সপ্রেস থেকে আজকের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস - তালিকাটা কিন্তু ক্রমশঃ দীর্ঘায়িত হচ্ছেই।

রেলওয়ে কর্তৃপক্ষ তথা কেন্দ্রীয় সরকার দেখুক এই দিকটি। মানুষের জন্য যেমন রেলব্যবস্থা তেমনই রেলব্যবস্থার সার্বিক উন্নতিকল্পে মানুষও।

©️Akas_Singha 📌

18/06/2024

এসেছিলো কেউ,
ভালোবাসেনি তবে অসম্ভব মায়ায় বেধে গেছে...!!
😢💔

18/06/2024

অভিযোগ ফুরায়, যোগাযোগ ফুরায়, অধিকার ফুরায়, তবু কিছু মানুষের প্রতি মায়া ফুরায় না। 🌼💔🙂

২০১৯ আজ থেকে ৬ বছর আগে.!!!! ভাবা যায়? 🙃
17/06/2024

২০১৯ আজ থেকে ৬ বছর আগে.!!!! ভাবা যায়? 🙃

🙂🥀🖤
17/06/2024

🙂🥀🖤

🤐
17/06/2024

🤐

ভুলতে না পারার মতো যন্ত্রণা আর একটিও নেই!😢
17/06/2024

ভুলতে না পারার মতো যন্ত্রণা আর একটিও নেই!😢

Address

Siliguri
734431

Alerts

Be the first to know and let us send you an email when স্মৃতি 彡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্মৃতি 彡:

Videos

Share