GOOD News 24X7

GOOD News 24X7 news/media production company
(2)

22/10/2021

শীতের কুয়াশায় ভরা শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গা

09/09/2021

চার হাত, চার পা আর মাথা দুটি, রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এমনই বিরল শিশুর জন্ম দিলেন এক প্রসূতি। অদ্ভুত দর্শনের এই শিশুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য হাসপাতাল চত্বরে।

মাতৃ গর্ভে জট পাকিয়ে রয়েছে দুই জমজ শিশু। অস্ত্রোপচারের পর দেখা গেল শিশুদের দুই মাথা চার হাত চার পা গলা পর্যন্ত পেট থেকে জোড়া লাগানো। এমনই বিরল শিশুর জন্ম ঘিরে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। মা ও শিশু দুজনেই সুস্থ থাকলেও তাদের বিশেষ পর্যবেক্ষণে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন প্রসব যন্ত্রনা নিয়ে ইটাহারের ছয়ঘরা গ্রামের বাসিন্দা আখতারা খাতুন নামে এক প্রসূতি রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার কিছুক্ষন পরেই চিকিৎকেরা তাঁর অস্ত্রোপচার করেন। এরপরই নবজাত শিশুকে দেখেই হতবাক হয়ে যান চিকিৎসকেরা। দেখা যায় মহিলার গর্ভের দুই যমজ সন্তান একে অপরের সাথে মিশে গেছে। তাদের চারটি পা চারটি হাত ও দুটি মাথা রয়েছে। গলা থেকে তলপেট পর্যন্ত মিশে রয়েছে দুই অঙ্গ। চিকিৎসকদের দক্ষতায় শিশুগুলি জীবিত অবস্থায় জন্মলাভ করে। যদিও গর্ভবতী অবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি করে আগেই বিষয়টি ধরা পড়েছিল। কিন্তু তখন কিছু করার ছিলনা। হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকেরা জানিয়েছেন, এই অঞ্চলে এমন ঘটনা খুব কমই ঘটেছে। তাই নিঃসন্দেহে এটি একটি বিরল ঘটনা। প্রসূতি এবং শিশুরা সকলেই সুস্থ রয়েছে। তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে প্রয়োজনে শিশুদের চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে।

রায়গঞ্জ থেকে রাকেশ গোয়ালার রিপোর্ট

09/09/2021

#গুরুতর আহত এক
#প্রাণ চলে গিয়েছে বাইক আরোহীর
#এলাকাবাসীরমধ্যেশোকেরছায়া
#কয়েকদিন আগেই প্রাণ চলে গিয়েছে তার বাবার

09/09/2021

মানবিকতার লক্ষ্যমাত্রার দৌড়ে আরও একধাপ ফেললো মাথাভাঙ্গা শহরের তৃতীয় লিঙ্গের মানুষেরা।

08/09/2021

৭৩ পেড়িয়ে ৭৪তম গৌরবময় বর্ষে আজ পদার্পন করল বালুরঘাট মহাবিদ্যালয়। ১৯৪৭ এর ৮ই সেপ্টেম্বর বালুরঘাট কলেজের প্রতিষ্ঠিত হয়।প্রত্যেক বছর যথা যথ সম্মানের সংগে এ দিনটিকে স্মারন করে থাকে কলেজ কর্তিপক্ষ। দেশজুড়ে চলছে করোনা সংকট সেই কারণে একটি ছোট্ট কিন্তু মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পালিত হল বালুরঘাট কলেজেরপ্রতিষ্ঠা দিবস। বালুঘাট কলেজের মিনি কনফারেন্স হলে বিশিষ্ট কয়েকজন বিদ্বজনদের উপস্থিতিতে পালিত হয় কলেজের প্রতিষ্ঠা দিবস। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু, ডক্টর শান্তনু রায়, বিভাস রঞ্জন চৌধুরী, অধ্যাপক ভবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদরা। এই অনুষ্ঠানে কলেজের অধ্যাপক সমিত সাহা মহাশয়ের গবেষণাকৃত পুস্তক "বালুরঘাট কলেজের ইতিহাস ও ঐতিহ্য" নামাঙ্কিত পুস্তক উন্মোচন করা হয়। আজকের অনুষ্ঠানটি ছোট্ট হলেও অনুষ্ঠানটিতে উপস্থিত ব্যাক্তিবর্গের উৎসাহ ও উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো।

বাইট পঙ্কজ কুন্ডু অধ্যক্ষ

Divisional insurance Employees association today organization  a Blood  Donation camp at siliguri Branch  Base II.
07/09/2021

Divisional insurance Employees association today organization a Blood Donation camp at siliguri Branch Base II.

07/09/2021

পুলিশের ঘরে চুড়ি।

07/09/2021

দ্বি-নাগরিকত্ব সহ ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার এক ব‍্যক্তি।ধৃতের নাম রাহুল ছেত্রী (৩৫ )। গতকাল রাতে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপাল থেকে ভারতে প্রবেশের সময় ৪১নং এসএসবি জওয়ানরা ব‍্যক্তিকে তল্লাশি করে ধৃতের কাছে থেকে নেপালের নাগরিকত্বের শংসাপত্র, ভারতীয় ভােটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ড পাওয়া গিয়েছে। মঙ্গলবার খড়িবাড়ি পুলিশ ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠায়। ধৃতকে ৭দিনের রিমান্ড নেওয়ার আবেদন করবে পুলিশ বলে জানা গিয়েছে।

07/09/2021

*স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব পালন করল এস‌এসবি ও বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে দেশভক্তি গানের মাধ্যমে বিমানবন্দরের সকল যাত্রীদের আনন্দ দেওয়া হয়। এ উপলক্ষে বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর সুব্রামানিয়াম পি জানান, আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে এস‌এসবির সহযোগিতায় এই আয়োজন। যাত্রীদের আনন্দ উপভোগ করতে এই ব‍্যবস্থা করা হয়েছে। সারাদিন ধরেই এই অনুষ্ঠান চলবে বলে তিনি জানান।

07/09/2021

দেব কুলের ইঞ্জিনিয়ার বিশ্বকর্মা পুজোর আগেই বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা।

07/09/2021

অর্জুন পুরষ্কার প্রাপ্ত দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়ার হাত ধরে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটে উদ্বোধন হল দাবা অ্যাসোসিয়েশনের।

07/09/2021

অপহরণ এর অভিযোগ,থানা ঘেরাও তীর ধনুক নিয়ে।

07/09/2021

দাঁড়িয়ে থাকা মিনি বাসের পেছনে ধাক্কা মারলো টুরিস্ট বাস, গুরুতর ভাবে আহত অনেকে।

06/09/2021

IISD organised a platform for a model an beautician,with luanching a bollywood movie EK ANK,with GALAXI AWARD 2021 for rising star,with lounching HIMANI FOUNDATION

06/09/2021

আজ যথ‍া যোগ‍্য মর্যাদায় শিক্ষক দিবস পালন করা হয় মানুষের পাশে সামাজিক সংগঠন তরফে।আজ এলাকার ২০ জন বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা কে সংবর্ধনা দেওয়া হয় সংগঠন তরফে।শিক্ষক শিক্ষিকা দের হাতে স্মারক সহ বিভিন্ন উপহার দেওয়া হয়।উক্ত অনুষ্ঠানে এলাকার 70 জন্য ছাত্র ছাএী হাতে শিক্ষা সামগ্রী মিষ্টির প‍্যাকেট ও রাতের খাবার তুলে দেওয়া হয়।সংগঠন সদস্য জীশু দও সুবল পাল জানান আজ উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ শাওন দও ডাঃ মলয় বাগচী সমিরন রাজ রেন্জার প্রবীর মুন্সি শ্রী বিলু করন্জায় শ্রী শুভময় মিএ DGM নেওটিয়া হাসপাতাল দেবরাজ পাল ভোলা গুহ শ্রীমতি পুনম ঘোষ বন্দনা সাহা প্রমুখ।শিক্ষক শিক্ষিকা দের মধ্যে সংগ্রাম চৌধুরী বিশু দও শুভা চৌধুরী চায়না পাল কুমার রাই দমন কান্তি মিশ্রা পৃথা মুন্সি মনিতা প্রধান প্রমুখ।Org by MANUSHER PASHE In Association With Health & Care PolyClinic

06/09/2021

IISD organised a platform for a model an beautician,with luanching a bollywood movie EK ANK,with GALAXI AWARD 2021 for rising star,with lounching HIMANI FOUNDATION

শিক্ষক দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি শিক্ষা জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান, নীল...
05/09/2021

শিক্ষক দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি শিক্ষা জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান, নীলনলিনী বিদ্যামন্দির ।

05/09/2021

এও এক শিক্ষক দিবসের শিক্ষকের গল্প।শিশু ও ছাত্রদের সাহিত্য পাঠের আগ্রহী করে তুলতে উদ্যোগী হল বালুরঘাটের এক শিক্ষক। অতিথি হিসেবে রাস্তায় লিখলেন গল্প । দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম গল্পকার তথা শিক্ষক গগন ঘোষ বালুরঘাট শহরের ডাক বাংলো পাড়া এলাকার হাই স্কুলের সামনে চক দিয়ে লিখলেন তার স্বরচিত অনুগল্প। শিক্ষক তথা গল্পকার গগনবাবুর কথায় ছাত্ররা এই মুহূর্তে ভীষণভাবে মোবাইলে আসক্ত আমরা যারা লেখালেখির সঙ্গে যুক্ত তারা লক্ষ্য করছি ছাত্র-ছাত্রীদের একদিকে যেমন সাহিত্যপাঠের দিকে আকর্ষণ কমছে ঠিক উল্টোদিকে তেমনই তেমনি মোবাইল গেম চ্যাটিং এর প্রতি আকর্ষণ বাড়ছে ছাত্র-ছাত্রীদের। তাই ছাত্র-ছাত্রীদের ছাত্র-ছাত্রীদের সাহিত্যের প্রতি আকর্ষণ তৈরি করতে তার এই প্রতীকী বার্তা বলে গগনবাবু জানান। তিনি এই ভাবেই রাস্তায় চোখ দিয়ে ছোট ছোট অনুগল্প লিখে রাখেনি তার পথ চলতি মানুষ অভিভাবক ছাত্রছাত্রীরা পড়েন। এই ভাবেই ছাত্র-ছাত্রীদের সাহিত্যে আগ্রহী করে তুলতে ছোট্ট প্রয়াস চালিয়ে যাচ্ছেন গগনবাবু।

04/09/2021

🪱🪱🪱 বিষাক্ত কোবরা তে এলাকাবাসী আতঙ্কে।

04/09/2021

🚦🚥হেলমেট না পরলে ভড়তে হবে ফাইন,কড়াকড়ি শিলিগুড়ি তে ট্রাফিক আইন

পানীয় জলের অব্যাবস্হা নিয়ে আজ শিলিগুড়ি কর্পোরেশন গেটের সামনে অবস্হান বিক্ষোভ করলো দক্ষিনপূর্ব DYFI এর লোকাল কমিটি
04/09/2021

পানীয় জলের অব্যাবস্হা নিয়ে আজ শিলিগুড়ি কর্পোরেশন গেটের সামনে অবস্হান বিক্ষোভ করলো দক্ষিনপূর্ব DYFI এর লোকাল কমিটি

04/09/2021

আশরাফ নগরে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে লুটপাট ও হামলায় গ্রেপ্তার 4

04/09/2021

শনিবার শিলিগুড়ির রানিডাঙ্গা হেডকোয়ার্টার থেকে সাইকেল র‍্যালি ভারত-নেপাল সীমান্তবর্তী পানিট‍্যাঙ্কির গৌড়সিং জোত ৪১নং ব‍্যাটেলিয়ানে এসে পৌঁছাল।

03/09/2021


perfomer

02/09/2021

🛑ওপার বাংলার পদ্মার ইলিশ দেখা মেলা ভাড় ।
🛑মালদা,হিলি সীমানা দিয়ে এ বাংলায় আসে।
🛑কিন্ত পরিকাঠামো অভাব।
🛑যার ফলে ভেবেও সম্ভব হচ্ছে না মদ্ধবিত্ত দের।

02/09/2021

🛑জামালদাহর গর্ব পঞ্চপান্ডব ...

Address

Mahua Chowdhury Shikdar, Sukumar Roy Road, Subhaspally
Siliguri
734001

Alerts

Be the first to know and let us send you an email when GOOD News 24X7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GOOD News 24X7:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Siliguri

Show All

You may also like