19/02/2023
বেশিরভাগ ক্ষেত্রে সেই তো
দিনশেষে নিশ্চিন্তির
ছাদের ছায়ায় এক পেট
ভর্তি স্বস্তির ঢেকুর ও
এক বিছানায় স্বস্তির ঘুম।
এর জন্য সত্যি কি এত লড়াই,
এত শক্তখয়ের প্রয়োজন আছে।
এর বাইরে যদি কিছু পেয়ে থাকি
তার জন্য নাহয় লড়াইটা রাখলাম।
অনন্তঃ লড়াই টা তো
সার্থক হোক।